নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। রোজা রাখা অবস্থায় করোনার টিকা নিলে রোজা কি ভেঙে যাবে?
২। রমজান মাসে কিভাবে সুস্থভাবে রোজা পালন করতে পারি?
৩। রমজান মাসে কি রোজা রেখে মোবাইলে লুডু খেলা যাবে?
৪। রোজা রেখে তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে নাকি হবে না। এই সম্পর্কে ইসলাম কী বলে?
৫। রোজা রেখে ভুলে হট মেয়েদের দেখে ফেললে রোজা হালকা হয়ে যাবে?
৬। রোজায় গোসলের সময় মুখের ভেতরে পানি ঢুকে গেলে কি রোজা ভেঙে যাবে?
৭। একটি রোজা ভঙ্গ করলে তার পরিবর্তে কয়টি রোজা রাখতে হবে?
৮। কীভাবে রমজান মাসে মোবাইল ফোন ব্যবহার করবো? কোন কোন সাইট বা অ্যাপ ব্যবহার করতে পারি, যাতে রমজান মাসে গুনাহ হতে বিরত থাকতে পারি?
৯। রোজা রেখে কি চুল দাঁড়ি কাটাতে পারবো?
১০। রোজা রাখলে স্ত্রীর হাত ধরা যাবে? হাসি তামাশা করা যাবে?
২| ১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৬
সোবুজ বলেছেন: ৮, সামুতে থাকলে
৩| ১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৬
সোনাগাজী বলেছেন:
ঢাকা ও আপনার গ্রামের বাড়ীর এলাকায় সবজি ও মাছের দাম কি কাছাকাছি? আপনার গ্রামের বাড়ীর এলাকায় কি চাষবাস হয়?
৪| ১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: নিজের সম্পর্কে আপনার ধারণা কি?
৫| ১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪২
ঋণাত্মক শূণ্য বলেছেন: হুদা কামে মানুষ খোঁচানো পোষ্ট দেবার পর পোষ্ট দাতাঃ
৬| ১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: হুদা কামে মানুষ খোঁচানো পোষ্ট দেবার পর পোষ্ট দাতাঃ
* এই ছবিটা আইলে আগের কমেন্টটা ডিলিট দিয়েন; না আইলে দুইটাই ডিলিট দিয়েন
৭| ১২ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ১১) মেডিকেল সাইন্স নিশ্চিত করেছে রোজা যারা রাখে তারা রোজা যারা তাদের চেয়ে শারিরীক ভাবে সুস্থ। রোজা রাখলে আর কি কি উপকার হয়?
৮| ১২ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: কারেকশনঃ "রোজা যারা রাখেনা তাদের চেয়ে শারিরীক ভাবে বেশী সুস্থ"।
৯| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১২
তানভির জুমার বলেছেন: ১। রোজা রাখা অবস্থায় করোনার টিকা নিলে রোজা কি ভেঙে যাবে? উত্তর: না।
২। রমজান মাসে কিভাবে সুস্থভাবে রোজা পালন করতে পারি? উত্তর: পর্যাপ্ত পরিমানে স্বাস্থ্যকর খাবার খাবেন। সামর্থ্য অনুযায়ী গরীব-মিসকিনদের দান করবেন (আপনার আত্বীয়ের মধ্যে কেউ গরীব থাকলে তাকে আগে সাহায্য করবেন )। আপনার প্রয়োজনীয় কাজ শেষ করে কোরআর পড়বেন অর্থ-স্বানে নুজুল সহ। বিজ্ঞ আলেমদের লেখা ইসলামের ইতিহাস, সহি হাদিস পড়বেন ব্যাখ্যা সহ।
৩। রমজান মাসে কি রোজা রেখে মোবাইলে লুডু খেলা যাবে? উত্তর: রমজান মাসে বেশী বেশী ইবাদত করাই উত্তম, অন্য মাসের তুলনায় রমজান মাসে ইবাদত করার সওয়াব অনেক বেশী।
৪। রোজা রেখে তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে নাকি হবে না। এই সম্পর্কে ইসলাম কী বলে? উত্তর: তারাবি নামাজ না পড়লে রোজা হবে না বেপারটা এরম না । তারাবি নামাজ রমজানে মাসে বিশেষ একটি ইবাদত যুক্তিযুক্ত কারণ ছাড়া এই ইবাদতটি ছেড়ে দেওয়া উচিত নয়।
৫। রোজা রেখে ভুলে হট মেয়েদের দেখে ফেললে রোজা হালকা হয়ে যাবে? উত্তর: ভুলে হট মেয়েদের দেখে ফেললে রোজা হালকা হয়ে যাবে না। তবে অবশ্যই ইচ্ছা করে দেখা যাবে না।
৬। রোজায় গোসলের সময় মুখের ভেতরে পানি ঢুকে গেলে কি রোজা ভেঙে যাবে? উত্তর: না। ইচ্ছা করে পানি পান করলে রোজা ভেঙে যাবে।
৭। একটি রোজা ভঙ্গ করলে তার পরিবর্তে কয়টি রোজা রাখতে হবে? উত্তর: রোজা রেখে শরীয়ত সম্মত ওজর ছাড়া ভঙ্গ করলে এর জন্য কাজা ও কাফফারা উভয় আদায় করতে হয়। কাফফারা তিনভাবে আদায় করা যায়। একটি গোলাম আজাদ করা বা দাস মুক্ত করা, ৬০ জন মিসকিনকে দুই বেলা ভালোভাবে তৃপ্তিসহকারে আহার করানো এবং ধারাবাহিকভাবে ৬০টি রোজা পালন করা। কাজা রোজা হলো একটি রোজার পরিবর্তে একটি রোজা, আর কাফফারা হলো ৬০টি
৮। কীভাবে রমজান মাসে মোবাইল ফোন ব্যবহার করবো? উত্তর: কোন কোন সাইট বা অ্যাপ ব্যবহার করতে পারি, যাতে রমজান মাসে গুনাহ হতে বিরত থাকতে পারি? উত্তর: মোবাইল ফোনেও কোরআন পড়তে পারেন ভিবিন্ন এ্যাপ রয়েছে কোরআন পাট করার। ইসলাম ধর্মের বিধি-বিধান নিয়ে ভিবিন্ন প্রশ্ন উত্তর সাইট আছে ঐগুলো দেখতে পারেন।
৯। রোজা রেখে কি চুল দাঁড়ি কাটাতে পারবো? উত্তর: চুল কাটার সাথে রোজার কোন সম্পর্ক নেই। ইসলাম ধর্মে পুরুষের কমপক্ষে একমুষ্টি দাঁড়ি রাখা অপরিহার্য।
১০। রোজা রাখলে স্ত্রীর হাত ধরা যাবে? হাসি তামাশা করা যাবে? উত্তর: হ্যাঁ রোজা রেখে স্ত্রীর হাত ধরা যাবে, হাসি তামাশা করা যাবে।
উত্তরগুলো বিভিন্ন ফকিহ্দের কাছ থেকে নেওয়া।
১০| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: কই আপনি?
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যারা এসব প্রশ্ন করে ওরা উত্তর জানে। রোজা হলো পাঁচ স্তম্ভের এক স্তম্ভ। ধর্মকে যারা হাল্কা ভাবে নেয় ওরা এসব প্রশ্ন করে।
যারা cctv camera এর নিজে কাজ করে ওরা কি কখনো এসব করবে? ধর্ম যারা পালন করে ওরা সবসময় cctv camera এর নিচে থাকে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট!