নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ ফেসবুক।
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় সময় মতো সেহেরি ও ইফতারী করতে পারছি। আজ আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করবো। আমার খুব শখ এই রমজানে একদিন আমরা সবাই মিলে একসাথে ইফতারী করবো। প্রবাসী ব্লগাররা তো আর আসতে পারবেন না। তবে দেশে যারা আছেন, তাঁরা চাইলে আমি একটা ইফতারীর আয়োজন করতে পারি। কোনো রেস্টুরেন্টে অথবা আমার বাসায়। সবার মতামত নিয়েই ইফতারীর আয়োজন করতে চাই।
রাগ, অভিমান সব বাদ দিয়ে আসুন-
একদিন আমরা একসাথে সকলে মিলে ইফতারী করি। কে কখন মরে যাই ঠিক নাই। আজকাল মৃত্যু কোনো ঘটনাই না। আমার দুই বন্ধু স্ট্রোক করে মরে গেলো। একদম চ্যাংড়া বয়স। আমিও মরে যেতে পারি। আগামী রমজান হয়তো আর পাবো না। যদিও আপাতত আমার মরার আমার কোনো শখ নাই। কমপক্ষে আরো ২০ বছর বেঁচে থাকতে চাই মেয়েটার জন্য। আমি না থাকলে মেয়েটা আনন্দ নিয়ে বড় হতে পারবে না। যাই হোক ব্লগারগন আপনারা কি রাজী?
প্রবাসী ব্লগাররা আমাদে সাথে অনলাইনে যোগ দিবেন।
চাঁদগাজীকে প্রধান অতিথি করবো। আর বিশেষ অতিথি হবেন, জাদিদ ভাই। এবং আমি সঞ্চালক। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আমার মনে হয় ইফতারীর আয়োজন আমার বাসায় করলেই বেস্ট হবে। তবে আপনারা চাইলে ব্যুফে বা কোনো রেস্টুরেন্টেও করা যেতে পারে। তবে আমি চাই, আমার বাসায় হোক। এবং সমস্ত খরচ আমার একার। বাকিটা আপনাদের ইচ্ছা। আপনারা রাজী হলে জাদিদ ভাইয়ের সাথে আমি কথা বলব।
জাস্ট সবার সাথে সবার দেখা হলো-
পরিচিতি হলো। গল্প হলো, আড্ডা হলো। তবে অবশ্যই সবার আগে ব্লগ টিমের মতামত প্রয়োজন। তাদের অনুমতি নিয়েই একসাথে ইফতারী করতে চাই। যদি তাঁরা মানা করে দেন, তাহলে দরকার নাই। যাই হোক, আমার মনের ইচ্ছাটা আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করলাম। বাকিটা আপনাদের ইচ্ছা। এঁর আগে কোনো ব্লগার বা ব্লগ টিম ইফতারীর আয়োজন করেছে কিনা আমার জানা নাই। তবে এরকমটা হলে মন্দ হয় না। আপনারা কি বলেন?
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৮
রাজীব নুর বলেছেন: আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি। তাদের গল্প শুনতে ভালোবাসি।
২| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩৩
শূন্য সারমর্ম বলেছেন:
ইচ্ছা ছিলো;ঢাকায় হলে পারবো না সম্ভবত।
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই ঢাকায়।
৩| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: সত্যি আমি খুবই ইম্প্রেষ্ট।
খুব বড় মনের বহিঃপ্রকাশ।
আমি সাদরে আপনার
নিমন্ত্রণ গ্রহণ করবো।
আপনি ব্লগারদের জন্য
ইফতারীর আমন্ত্রণ
জানিয়েছেন আল্লাহ তা কবুল
করুন। তবে সবার মতামত
নিন এবং ২৭ রমজানের পরে
যে কোন দিন করতে পারেন।
২৭ রমজানে তারাবির নামাজে
কোরান খতম হবে। এ কারনে
অনেকে আসবেনা ২৭ রমজানের
আগে। আপনাকে আবারো ধন্যবাদ
খুব সুন্দর প্রস্তাবের জন্য।
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫০
রাজীব নুর বলেছেন: তারাবীর নামাজ যে পড়ার পড়বে। সেটা কোনো সমস্যা হবে না।
আমাদের এলাকার মসজিদে দুইবার তারাবীর নামাজ হয়। একবার আট রাকাত। একবার বিশ রাকাত।
৪| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ২:০৬
সোবুজ বলেছেন: প্রবাসে অন লাইনে পাঠিয়ে দিবেন।আমরা যখন দেশে ছিলাম আমার মেয়ে ইলিশ মাছ কেক উপহার অনেক কিছু পাঠাতো।বিদেশে পাঠালে সওয়াব বেশি হবে।বিদেশের সওয়াবে ভেজাল নাই।
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ২:০৮
রাজীব নুর বলেছেন: যখন দরকার হবে, তখন আমি কানাডাতে এসেই আপনার সাথে দেখা করবো।
আপনার আমার সোয়াবের দরকার নাই। সোয়াব দরকার দুষ্টলোকদের।
৫| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ২:৫৮
প্রতিদিন বাংলা বলেছেন: মন্দ নয় ,
(সঞ্চালকের রোজা থাকা/রাখা বাধ্যতামূলক)
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: সবাই একসাথে হবো, এটাই বড় কথা।
৬| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ৩:০৮
সাইবার সোহেল বলেছেন: আত্নহত্যাকারি ছাড়া আর কারও কি মরার ইচ্ছা আছে বলে তো মনে হয় না..। আর চাঁদ দেখেই রোজা আবার চাঁদ দেখেই তো ঈদ, তাই চাঁদগাজী ছাড়া কি চলবে!!! আর এই যানজটের নগরীতে বের হতেই ভয় লাগে.. ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ্ তা আলার ইচ্ছা। তারপরও আপনার আগ্রহ ও উদ্যেগের জন্য আগাম ধন্যবাদ... ভাল থাকবেন, স্বপরিবারে সব সময়।
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: কে। ধন্যবাদ।
৭| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৩০
গরল বলেছেন: খুবই ভালো উদ্যোগ, আমি দেশে থাকলে আমিও অংশগ্রহন করতাম।
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: তা আমি জানি ।
৮| ১৫ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:০৮
অধীতি বলেছেন: খুব ভালো উদ্যোগ। আমি ছোট মানুষ আপনাদের সঙ্গ পেয়ে উজ্জীবিত হতাম।
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: আপনি ছোট না। ছোট বড় হয় মানসিকতায়। আপনার মানসিকতা বড়।
৯| ১৫ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি রাজি।
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: গ্রেট।
১০| ১৫ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
কামনা করি আপনার ইচ্ছা পুরন হোক ।
দোয়া করি জগতের সকল রোজাদারদেরকে
আল্লাহ উন্নত মানের ও সমপরিমানের
ইফতারী উপভোগের তৌফিক
দান করুন ।
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১১| ১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:২৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Good
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৮
বিদ্রোহী সিপাহী বলেছেন: ভাল উদ্যােগ অবশ্যই। সবারই সম্মতি জানানো উচিত।
ভাল থাকুন সবসময়।
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১৩| ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০০
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
সুন্দর ও সাহসী উদ্যোগ।
একাকী এই সাহসী বাসনার জন্যে আপনাকে ধন্যবাদ।
শুভেচ্ছা নববর্ষের।
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালো থাকুন।
১৪| ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২০
ইসিয়াক বলেছেন:
ভালো উদ্যোগ।
নববর্ষের শুভেচ্ছা রইলো।
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: সকলের মতামতকে গুরুত্ব দিয়েন না। যারা যেতে চাইবে তারই গুরুত্বপূর্ণ।
একটি ডেট ঠিক করেন। স্থানতো আপনার বাসা ঠিকই করেছেন।
এবার যারা যারা আসতে চায় তাদের সাথে ফোনে যোগাযোগ করে কনফার্ম করে আয়োজন করে ফেলেন।
আমার যাওয়ার ইচ্ছে থাকলেও যাবো না, যেতে পারবো না। কারণ তারাবির নামাজ। তারাবির নামাজের কারণে আমি কোনো ইফতার পার্টির দাওয়াত গ্রহণ করি না। সরি।
আপনাদের মঙ্গল হোক।
১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: তারাবির নামাজ না পড়লেও সমস্যা নাই। তাতে রোজার কোনো ক্ষতি হবে না। তবু আমি আপনার ইচ্ছাকে গুরুত্ব দিবো।
১৬| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই খতম তারাবীর কারনে আমি
২৭ রমজানের পরে ইফতারীর
আয়োজন করতে বলেছিলাম
খাঁনসাবকে,
কিন্তু তিনি পাত্তাই দিলেন না!
১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: আমি পাত্তা দিয়েছি।
এদিকে জাদিদ ভাইয়ের চাচা শ্বশুর মারা গেছেন।
১৭| ১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: তারাবির নামাজ না পড়লেও সমস্যা নাই। তাতে রোজার কোনো ক্ষতি হবে না।
তারাবির নামাজ না পড়লে রোজার কোনো ক্ষতি হয়না এটা সঠিক বলেছেন।
তারাবির নামাজ না পড়লে সমস্যা কোথায় হয় সেটি আপনি বুঝে উঠতে পারবেন না। এটাই সত্যি।
১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: ওকে।
ধন্যবাদ।
১৮| ১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৮
নূর আলম হিরণ বলেছেন: মনে হয়না কেউ এখন ইফতার পার্টি করতে প্রস্তুত আছে। সফল হওয়ার সম্ভবনা কম দেখছি।
১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: আমারও সেরকমটাই মনে হচ্ছে। তবে এটা দুঃখজনক।
১৯| ১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
মিরোরডডল বলেছেন:
সিরিয়াসলি ???
রাজীব আর ইফতারের দাওয়াত ???
How come !!!
যে মানুষ সকালে ইসলামিক পোষ্ট আবার বিকেলে এন্টি-ইসলামিক পোষ্ট দিতো, তার বাড়ীতে যাবে কেউ ইফতার করতে ।
হোয়াট ইফ, সবাই ইফতার করছে আর তখন রাজীব এন্টি-ইসলামিক বয়ান শুরু করলো, তখন কি হবে ?
ইফতার সবার গলায় আটকে যাবে, না পারবে খেতে না পারবে ফেলতে !
১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৩
রাজীব নুর বলেছেন: হ্যাঁ সিরিয়াস।
হ্যাঁ আমার বাসায়।
আপনার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে কেন!!!!
ইফতারীটা বড় বিষয় নয়, সবাই একসাথে হবো। এটাই বড় বিষয়।
কোথায় কোল আলাপ করতে হয়, হয় না সেটা আমি বুঝি।
২০| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভালো উদ্যোগ। আপনি জাদিদ ভাইয়ের সাথে কথা বলে একটি তারিখ ঠিক করে নিন।
ভেন্যুটা আপনার বাসায় হোক এবং সবাইকে চাঁদা দিয়ে আসতে বলবেন। পরে, সেই টাকা দিয়ে সবাইকে গিফট দিয়ে দিবেন।
১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: জাদিদ ভাইয়ের সাথে কথা বলি কি করে? আজ তার চাচা শ্বশুর মারা গেছেন।
চাদার দরকার নাই। এটা আমার পছন্দ না।
২১| ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০৮
জুল ভার্ন বলেছেন: যেহেতু তুমি ধর্মে বিশ্বাসী নও, সেহেতু ইফতারের নামে খাওনের দাওয়াত না দিয়ে লাঞ্চ /ডিনারের দাওয়াত দিয়ে খানাপিনার আয়োজন করতে পারো।
১৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: আমি ধর্মে বিশ্বাসী না একথা আপনাকে কে বলল?
আপনার কাছ থেকে এরকম মন্তব্য দুঃখজনক।
২২| ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৮
রানার ব্লগ বলেছেন: কঠিন মুসলিম বিদ্বষীরা যদি ইফতারের আয়োজন করতে পারে রাজিব ভাই ও পারবেন এতে সমস্যা টা কি ? রাজীব ভাই করে ফেলুন । আমিও আসবো ।
১৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: আপনি কট্রর মানুষ না। আপনি আধুনিক মানুষ। আপনার মন পরিস্কার।
ভালোবাসা ও শ্রদ্ধা জানবো।
২৩| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০১
জুল ভার্ন বলেছেন: লেখক বলেছেন: আমি ধর্মে বিশ্বাসী না একথা আপনাকে কে বলল?
আপনার কাছ থেকে এরকম মন্তব্য দুঃখজনক।
স্যরি ভাইয়া, তোমাকে দুঃখ দিতে চাইনি- একটু খোঁচা দিতে চেয়ে ছিলাম। ঐ মন্তব্যটা ডিলিট করে দিও।
১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৬
সোনাগাজী বলেছেন:
আপনি খুবই বন্ধু-ভাবাপন্ন, বড় মনের মানুষ; আমি খুবই উৎসাহিত।