নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আব্দুল মালেক

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৯

ছবিঃ আমার তোলা।

আব্দুল মালেক চা হাতে ব্যলকনিতে বসে আছেন,
শহরের আলো নিবে গেছে, চারিদিক বড্ড নিরব;
রাত প্রায় একটা। স্ত্রী, পুত্র-কন্যা গভীর ঘুমে আচ্ছন্ন
তার ঘুম আসে না, তার আসে শুধু বিশ্ব নিয়ে ভাবনা
তিনি ভাবছেন, কিভাবে মানুষের দুঃখ দূর করা যায়?

প্রতিটা মানুষের চোখে মুখে স্পষ্ট অতৃপ্ত বাসনার দাগ!
কাশির শব্দ! রেহানা কাশছে। বেচারির ঠান্ডা লেগেছে বেশ।
আব্দুল মালেক আকশের দিকে তাকালেন, তাকিয়ে আছেন-
চায়ে চুমুক দিতে ভুলে গেছেন, চা ঠান্ডা হয়ে গেছে,
এই চা বেসিনে ফেলবেন না, আব্দুল মালেক সাহেব
ওভেনে গরম করবেন, আবার এসে ব্যলকনিতে বসবেন।

তিনি ঘুমাতে চান না, ভাবতে তার বড় ভালো লাগে,
ঘুম মানে তো মৃত্যু! তিনি মৃত্যু ভয় পান।
আব্দুল মালেক জানেন, রাত যত গভীর হয়-
রাতের আকাশ তত পরিস্কার হয়, স্বচ্ছ হয়, পবিত্র হয়;
তিনি বিশ্বাস করেন- এই পৃথিবীর প্রতিটি দিনই সম্ভাবনার
সম্ভাবনাময় আসলে আমাদের প্রতিটি মুহুর্তই।


(আমি কবিতা লিখতে পারি না। একেবারেই পারি না। তবু কবিতার মতোন করে কিছু একটা লিখতে চেষ্টা করি। ব্যর্থ হই। বারবার ব্যর্থ হই। কিন্তু আমার উৎসাহ কমে না। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস।)

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বিখ্যাত কবিদের মধ্যে কার কার কবিতা আপনার ভালো লাগে? কার কার কবিতা আপনি পড়েন?

আমিও কবিতা ভালো বুঝি না। তবুও মনে হয় আপনার এই লেখাটিও ব্যর্থ হয়েছে কবিতা হতে গিয়ে।

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: আমি বিখ্যাত অখ্যাত সবার কবিতা পরি। কিন্তু আমার প্রিয় কবি হচ্ছেন- রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস, ্রবার্ট ফেস্ট, এডগার এলেন।

হ্যাঁ এই কবিতাখানি ব্যর্থ।

২| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ২:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতায় কবির মনের কথা থাকে।

আপনি মনের কথা ব্যক্ত করেছেন। কবিতা হয়েছে। কবিতা অনেক প্রকার। গদ্য কবিতায় ছন্দ থাকে না। অনেক সময় কথোপকথন মনে হয়।

মৃত্যুর মালিকে চিনতে পারলে মৃত্যুর ভয় দূর হয়।

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
মৃত্যুর মালিক কে? আল্লাহ?

৩| ১৭ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:৪০

সোবুজ বলেছেন: ব্যর্থতাই সফলতার জননী।পবিত্র হয় শব্দটির কোন প্রতিশব্দ নাই।পবিত্র শব্দটি একটি অপ্রয়োজনিয় শব্দ।কোন কিছুই পবিত্র অপবিত্র হতে পারে না।পরিস্কার অপরিস্কার হতে পারে।

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: হতে পারে।
আপনার কথা ফেলে দেওয়ার মতোন না।

৪| ১৭ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:১৬

সোনাগাজী বলেছেন:



বিশ্ব পরিবর্তনের মাঝ দিয়ে যাচ্ছে, ইউরোপ ভুল পথে পা বাড়িয়েছে; সামনে সমস্যা হতে পারে; তাই, আমাদেরকে ভাবতে হবে।

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: আমরা কিছু ভাববো না। আমাদের ভাবায় কাজ হবে না। শেখ হাসিনা ভাবলে কাজ হবে।

৫| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনিই কি সেই আব্দুল মালেক?

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: না আমি আব্দুল মালেক নই।

তবে আমার বারান্দা থেকে আব্দুল মালেককে দেখা যায়।

৬| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৪৯

জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছো। এভাবেই আরও লিখতে থাকো। তুমি ভালো লিখিয়ে।

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: কবিতা হলো কোন কিছুই লেখার মাধ্যমে কবিতার রূপলাবণ্য চোখ নাক দিয়ে উপভোগ করা
এই লেখলেই তাই হয়েছে।
লাল স্যালুট জানাই কবি রাজীব দা ভাল থাকবেন-------

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

৮| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩০

অধীতি বলেছেন: কবিতা লিখলেই যে তাতে ছন্দমিল থাকতে হবে এমন কোন কথা নেই। বলাই বাবুর "একটি নিম গাছ" গল্পটিকেও অনেকে কবিতা মনে করেন। আমার কাছে কবিতা হচ্ছে বাক্যকে যত সুন্দর করে সাজানো যায় তার অলংকার দিয়ে এবং বেশি অর্থ এক লাইনে নিয়ে আসা যায়। কবিতাটি সুন্দর হয়ছে। ভালোমানের কবিতা হয়েছে।

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: আহা---
মন্তব্যে মন ভরে গেলো।

৯| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০০

রানার ব্লগ বলেছেন: নজরুল রবীন্দ্রনাথ ও হালের গুন বাবু ছাড়া কবিতা কেউই লিখতে পারে না ।

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: সহমত।

১০| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মালাকুল মউত আজরাইল। আল্লাহ হলেন স্রষ্টা, সবকিছুর নিয়ন্ত্রা।

১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: দেখুন, কি অবস্থা।
আমার ইচ্ছা ছাড়া আল্লাহ আমাকে দুনিয়াতে এনেছেন। আবার আমার ইচ্ছা ছাড়াই আমাকে দুনিয়াতে থেকে নিয়ে যাবেন। এ কেমন স্বেচ্ছাচারিতা? আজিব!!

১১| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অস্থির অবস্থায় সত্যি বির্পযস্ত হয়েছি।

আমাকে ক্ষমা করবেন। আপনার সাথে এতটুকুই।

১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি কবিটা বুঝি না!

কিন্তু, আপনার লেখা পড়ে আব্দুল মালেকের দুঃখ বুঝতে পেরেছি।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: আপনি একজন বুদ্ধিমান মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.