নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আনন্দবাজার পত্রিকা।
স্বামী অফিস থেকে ফিরে চুপচাপ বসে আছে দেখে বৌ জিজ্ঞেস করল, কি হয়েছে?
স্বামীঃ অফিসের ছাদ ভেঙে পড়ে সকলেই মারা গেছে।
বৌঃ সর্বনাশ, সেকি। তোমার কিছু হয়নি তো?
স্বামীঃ আমি তখন বাইরে সিগারেট খেতে গিয়েছিলাম।
বৌঃ আল্লাহ বাঁচিয়েছেন। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।
সন্ধ্যার সময় টিভি চালিয়ে বৌ শুনলো, যারা মারা গেছে তাদের পরিবারকে সরকার ৩০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন।
বৌঃ কতবার বলেছি সিগারেট ছেড়ে দাও, আমার কোনও কথাই তো শুনবে না। জ্বালিয়ে খেলে আমাকে সারাটা জীবন।
তারপর কেটে গেছে বেশ কিছুদিন....
বেশ কিছু দিন পর স্বামী আবার অফিস থেকে ফিরে এসে চুপচাপ বসে আছে, বৌ জিজ্ঞেস করল, কি হয়েছে? এত চুপচাপ কেন?
স্বামীঃ আর বলো না, আমাদের অনেককেই চিটাগাং, বান্দরবন বদলি করে দিয়েছে।
বৌঃ কেন?
স্বামীঃ এটা শাস্তির বদলি।
বৌঃ শাস্তি কেন?
স্বামীঃ অফিসে সিগারেট খাওয়ার অপরাধে।
বৌঃ ও..... যাক, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব, বরং তোমার একটু বাইরে ঘোরা হবে।
স্বামীঃ শুধু তো বদলি নয়, আরও শাস্তি স্বরূপ সরকার ঠিক করেছে ওদের সেলারি ওদের হাতে না দিয়ে ওদের বৌদের হাতে তুলে দেওয়া হবে।
বৌঃ খুশিতে, হায় হায়!! তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক মত টাকা রেখে দিবো।
স্বামীঃ তা কি করে হবে, তোমার আপত্তির জন্য আমি তো কবেই সিগারেট ছেড়ে দিয়েছি।
বৌঃ হায়রে পোড়া কপাল আমার, তুমি একটা আস্ত কাপুরুষ, নাহলে কেউ বৌয়ের কথায় ওঠবস করে?
১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: হুম।
২| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৮
সোনাগাজী বলেছেন:
ইহাই দাদাদের আসল রূপ
১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ। একদম ঠিক ধরেছেন।
৩| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৪
সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: আসলেই কি সবাই এমন!
১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: ্না সবাই না। তবে বেশির ভাগ।
৪| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: রোজা থেকে হাসলাম রাজীব দা
আসলে এরকম এখনকার সংসারে প্রায় দেখা যাচ্ছে
ভাল ও সুস্থ থাকবেন----------
১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
৫| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৩
শাহ আজিজ বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আপনি আমাকে ব্লক করে রেখেছেন কেন? আমি কি অন্যায় করেছি? বলুন। প্লীজ।
নিজেকে শুধরে নিই।
৬| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৩০ লাখ টাকার শোক না হয় সওয়া যায়
তাই বলে বান্দরবান যাওয়া বাতিল!
পোড়া কপাল!
১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: হে হে ----
৭| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: এই কৌতুকটা আগে পড়ি নাই।
আপনার লিখা?
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: না আমার লিখা না।
৮| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
সিগারেট সব নস্টের মূল;এর আগেও কোথাও পড়েছিলাম।
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: কথা সত্য।
৯| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪২
জ্যাকেল বলেছেন: চোরে না শুনে ধর্মের কাহানী। যাক এই নেন- https://youtu.be/C-_Dxc_XqsA
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: ধর্মের কাহিনী আমার বরাবর'ই অপছন্দ।
তাছাড়া ধর্মের কাহিনী গুলো মৌলিক নয়। চুরী করা।
১০| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৭
সোবুজ বলেছেন: বাঁচালো সিগারেট নাম হয়ে গেলো আল্লার।আল্লার হুকুমে সিগারেট খেতে গিয়ে ছিলেন।ভালো বিপদে পড়েছেন।আবার নতুন করে সিগারেট ধরেন।কানাডায় চলে আসুন এখানে যারা সিগারেট খেতো তারা সবাই গাজা টানে।এখানে গাজা নিষিদ্ধ না।সিগারেটের চেয়ে কম ক্ষতিকর কিছু উপকারও আছে।পরিক্ষিত
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: কানাডাতে আসবো। এবং আপনার সাথে অবশ্যই দেখা করবো ।
১১| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা মজার কৌতুক। ♥️
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
১২| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৯
জ্যাকেল বলেছেন: ইউটুবে আপনি না গিয়ে মন্তব্যের উত্তর দিছেন কেন?
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: ইউটিউবে এখন যাবো না।
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমার জানা আছে।
১৩| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৬
জ্যাকেল বলেছেন: হাঃহাঃহাঃএত ভয় কিনু পাচ্ছেন ভাইসাব!
( আপনারে রাজিব চোর বলে লোকে ডাকা শুরু করবে কিন্তু। উহা সামান্য কৌতুকের লিংক ছিল যে স্মোকিং কিলস।)
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: আপনি আমাকে বাদশা বললে আমি বাদশা হয়ে যাবো না।
১৪| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৮
অধীতি বলেছেন: হা হা হা। কি আজব কারখানা
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: এই হলো অবস্থা।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১২
নূর আলম হিরণ বলেছেন: