নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই সমাজ- ৫০

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১২

ছবিঃ আমার তোলা।

১। টিভিতে একটা বিজ্ঞাপন দেখায়।
স্বামী বাজার থেকে অনেক গুলো রুই মাছ কিনে নিয়ে আসে। দুই হাত ভর্তি বড় বড় রুই মাছ। বড় এত মাছ দেখে অবাক! বউ অবাক হয়ে স্বামীর দিকে তাকায়! স্বামী বলে মশলা ফ্রি। ২০ গ্রাম মশলা ফ্রি। একশ' গ্রাম মশলা কিনলে ২০ গ্রাম ফ্রি। এজন্য গাধা স্বামী অনেক গুলো রুই মাছ নিয়ে আসছে। আর ফ্রি ২০ গ্রাম হলুদ ফ্রি পেয়ে স্ত্রীও খুশি। এটা কোনো বিজ্ঞাপন হলো? বিরক্তিকর। রুই মাছ রান্না করতে কি শুধু হলুদ বা মরিচ এঁর গুড়া লাগে? আর কিছু লাগে না? যারা এরকম এড বানায় তাঁরা কি ছাগল? আর ২০ গ্রাম হলুদ বা মরিচের গুড়া দিয়ে কয়দিন রান্না করা যাবে? ছাগলামির একটা সীমা আছে। ফাজলামোর একটা সীমা আছে। আমার ইচ্ছা করে ওদের কঠিন সব গালি দেই।

২। আমাদের ড্রাইভারের নাম হাশেদুল।
হাশেদুল একটা ছাগল। এই ছাগল আজ থেকে দেড় বছর আগে বলেছে, স্যার আর্জেন্ট গাড়ির চাকা কিনতে হবে। চারটা চাকার করুণ অবস্থা। যে কোনো সময় রাস্তায় টুস। এরপর দেড় বছর চলে গেলো। চাকা বদলাই নি। কোথাও কোনো সমস্যা হয় নাই। তাহলে হাশেদুল ছাগল চাকা বদলানোর জন্য অস্থির হলো ক্যান? যাই হোক, এবার ঈদের আগে চাকা বদলাবো। দেড় বছর তো সুন্দর চললাম। দেশের মানুষ গুলো যেন কেমন হয়ে গেছে! সব ছাগল গুলোকে ধরে চাবকানো উচিৎ। এরা মুখের কথায় ঠিক হবে না। এদের সকাল বিকাল কয়েক ঘা করে চাবুক মারতে হবে।

৩। ঈদ এলে লোকজন আমাকে পাগল বানিয়ে ফেলে।
এলাকায় মুচি এসে বলে, ঈদের বকশিস। যে ছেলেটা বাসা থেকে ময়লা নিয়ে যায় সে আসে, ঈদ বকশিশ। পাশের বাসার দাড়োয়ান আসে- ঈদ বকশিস। গলির মুখে সেলুন আছে। সেলুনে কাজ করে লোকমান। সে আসে- ঈদ বকশিশ। যে রাস্তা ঝাড়ু দেয়, সে আসে- ঈদ বকশিস। ভিক্ষুক আসছে- জাকাত, ফেতরা। দরিদ্র মানুষ আসছে। অসহায় মানুষ আসছে। মাদ্রাসা থেকে হুজুররা আসছে। পরিচিত অপরিচিত নানান ধরনের লোক প্রতিদিন আসছে- ঈদ বকশিস। পাগল বানিয়ে ফেলছে আমাকে। যেন তাঁরা আমার কাছে টাকা পায়। পাওনাদার। কলিংবেল টিপতেই থাকে। আরেহ ভাই এসব কি! কয়জনকে দেওয়া যায়? সবাইকে এক হাজার করে টাকা দিলেও, ৫০ লাখ টাকা দিয়েও ওদের আনাগোনা শেষ হবে না। আমি যাবো কই?

৪। টিভিতে আরেকটা বিজ্ঞাপন দেখি-
ইফতারের আগে স্বামী বাসায় এসেছে। বউ তো অবাক। বউ বলে, ফাইভ স্টারের ইফতারী রেখে বাসায় কেন? স্বামী বলে, তোমার জন্য। তুমি বাসায় একা। একা ইফতারী করবে। তাই চলে এলাম। তখন বউ বলে, আমার জন্য না রাধুনীর হালীমের জন্য? স্ত্রীর বানানো রাধুনীর হালীম দেখে স্বামী মুগ্ধ। বলা হয়, রাধুনীর হালিম অসাধারণ। অনেক মজা। আমি এই রাধুনীর হামিল কিনতে রেস্টুরেন্টে গেলাম। অথচ কোথাও পেলাম না। শাহী হালিম পেলাম। মামা হালীম পেলাম। কিন্তু রাধুনি হালিম নাই। ঘটনাটা বুঝলাম না। পরে ঘটনা বুঝলাম। রাধুনী আসলে একটা হালিমের মশলা। এই মশলা দিয়ে হালিম রান্না করলে হালিম খেতে দারুন হয়। মানে কি? হালিম রান্না করতে শুধু মশলা লাগে আর কিচ্ছু লাগে না? যারা এই এড বানায় তাঁরা কি মানুষদের ছাগল ভাবে?

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: :) =p~

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: এই হলো ঈদের আগের অবস্থা।

২| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২২

ঘুম ঘুম চোখে বলেছেন: আপনার এমন কয়টা সিরিজ চলছে?

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: অনেক গুলো।
১০/১২ টা তো হবেই।

৩| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: বিজ্ঞাপনে এতো মনোযোগী হবার কিছু নেই,আর আপনি ভাগ্যবান যে আপনি দাতা শ্রেণীর লোক(আল্লাহ সবাইকে এ ক্ষমতা দেন না ,সাথে আপনার চেষ্টা )

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: আসলে আমি জমিদার বংশের ছেলে। আমার বাপ দাদা সারা জীবন মানুষকে শুধু দিয়ে গেছেন। আমি তাদের মতো করে পারছি না। আমার দুঃখ হয়।

৪| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৮

অধীতি বলেছেন: এরকম দান সদকা করতে থাকলে কিছুদিন পরে নগর পিতা হবার সৌভাগ্য অর্জন করতে পারবেন।

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: না সেটা সম্ভব নয়।
ঢাকা শহরে দান করা লোকের সংখ্যা অনেক। তাঁরা অনেক দেন। আমি ততটা পারি না।

৫| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:


এখনো কি ঢাকায় ঈদের আগে গরীবদের কাপড় দেয়, যেখানে ঠেলেঠেলি করে মানুষ মরে?

২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: ঢাকার গরীবরা শাড়ি লুঙ্গি থেকে বঞ্চিত হয়। কারন ঢাকার ধনীরা জাকাতের শাড়ি লুঙ্গি নিয়ে নিজ গ্রামে চলে যায়। তবে অল্প কিছু ধনী মানুষ যারা ঈদেও ঢাকাতে থাকেন। তাঁরা ঢাকায় শাড়ি লুঙ্গি দান করেন।

ঠেলাঠেলি হবে। দেশ গরীব। দেশের বেশির ভাগ মানুষই গরীব।

৬| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৮

সোবুজ বলেছেন: দেশ গরীব না,দেশের মানুষ গুলো গরীব।কেউ গরীব ধনে,কেউ গরীব মানে আবার কেউ গরীব জ্ঞানে।

২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ তাও সঠিক।

৭| ২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ এ্যাডটা আপনি বুঝে উঠতে পারেন নি। ওটি শুধু মসলা নয়, রাঁধুনি হালিম মিক্স। প্যাকেটে মাংষ ছাড়া হালিমের বাকি সব উপাদান থাকে।
https://www.youtube.com/watch?v=nIetSuNSkMk

২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: খেয়ে দেখেছি স্বাদ একদম বিছছিরি। বিশ্রী।

৮| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফ্রি মানেই ঝামেলা।

২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: একদম ঠিক। ফ্রি জিনিস আমি এড়িয়ে চলি।

৯| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:২৬

লিংকন১১৫ বলেছেন: ভাই মনেহয় বাস এবং রিক্সায় উঠেন না,
ঈদের সময় বাস ভাড়া তে বোনাস,
রিক্সায় উঠলে কয় মামা বোনাস দিবেন না ।

২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: বাসে উঠা হয় না। কিন্তু রিকশায় উঠি।

১০| ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জমীদারের নাতীর
ইফতারীর দাওয়াতটা
ভেস্তে গেলো!!

২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: ওরে বাবা, সে কথা বলবেন না।
অপব্লগাররা আমার ইফতার পার্টি নিয়ে যা করেছে, যা বলেছে, এরপর আমি ইফতার পার্টির চিন্তা বাদ দিয়েছি। তবে আপনি আমার আপন মানুষ। আপনাকে নিয়ে আমার অন্য চিন্তা আছে। যথাসময়ে আপনাকে জানাবো।

১১| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: ওরে বাবা, সে কথা বলবেন না।
অপব্লগাররা আমার ইফতার পার্টি নিয়ে যা করেছে, যা বলেছে, এরপর আমি ইফতার পার্টির চিন্তা বাদ দিয়েছি। তবে আপনি আমার আপন মানুষ। আপনাকে নিয়ে আমার অন্য চিন্তা আছে।

দিলেনতো সব গুবলেট করে!
আপনার কথিত অপ ব্লগাররাতো
এখন আমাকে ছিড়ে খাবে!

আপনার অবগতি ও তথা কথিত দুষ্ট ব্লগারদের বলছিঃ
কারো কেউ নইতো আমি, কেউ আমার নয়,
কোন নাম নেইতো আমার শোন মহাশয়!

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: ওকে। ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.