নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছাত্রছাত্রীদের জন্য আমার উপদেশ/অনুরোধ

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ২:১৯

ছবিঃ আমার তোলা।

হতাশা গ্রস্ত মানুষ আমার দুই চক্ষে দেখতে ইচ্ছা করে না।
মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ হবে আশাবাদী। বড় বড় স্বপ্ন দেখবে। আপনি ছাত্র। লেখাপড়া করছেন। ভালোভাবে লেখাপড়াটা আগে শেষ করুণ। নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলুন। সেই সময় আপনার হাতে আছে। নিজের মনের জোর বাড়ান। যোগ্যতা ও দক্ষতা থাকলে বেকার থাকতে হবে না। যাদের যোগ্যতা নেই, কোনো দক্ষতা নেই তারাই সমাজে বেকার থাকে। আপনার চ্যাংড়া বয়স। আপনি হবেন সাহসী। তেজী। ৭১ সালে আপনার মতো বয়সী পোলাপান যুদ্ধ করে ছিলো। জীবনের চলার পথ মসৃন নয়। আপনার জীবন আপনাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে, আপনার যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, সমস্ত ভালোত্ব দিরে।

নিজের ক্যারিয়ার গোছান।
স্কিল বাড়ান। বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষদের সাথে বন্ধুত্ব করুণ। প্রচুর পড়াশোনা করুণ। বিজ্ঞান সম্পর্কে জানুন। আধুনিক টেকনোলজি সম্পর্কে জানুন। ধারনা রাখুন। খুব কঠিন কিছু না। আপনি পারবেন। আজ থেকে বারো বছর আগের কথা বলি, একটা ডি এসএলআর ক্যামেরার খুব শখ ছিলো আমার। বন্ধুদের সবার এসএলআর ক্যামেরা আছে। আমার নেই। তখন ভাবতাম এসএলআর ক্যামেরা থাকলেও আমি সেই ক্যামেরা চালাতে পারবো না। একদিন এসএলআর ক্যামেরা কিনে ফেললাম। তারপর সেই ক্যামেরা সুন্দর ভাবে চালাতে পারলাম। দারুন সব ছবি তুলতে পারলাম। বড় দৈনিক পত্রিকাতে ফটোসাংবাদিক এর কাজ পেলাম। প্রথমেই ভয় পেয়ে থেমে গেলে আজ রিকশা চালিয়ে জীবনযাপন করতে হতো।

ফালতু চিন্তা ভাবনা বাদ দিন।
মন দিয়ে লেখাপড়া করুণ। ভালো ভালো মুভি দেখুন। ভালো ভালো বই পড়ুন। ভ্রমন করুণ। গান শুনুন। প্রতিদিন দুটা দৈনিক পত্রিকা পড়বেন। দুটা টিভি চ্যানেলের খবর শুনবেন। ভালো মানুষদের সাথে মিশবেন। এখন লেখাপড়ার ফাঁকে টিউশনি করুন। পারলে পার্টটাইম জব করুণ। বড় বড় স্বপ্ন দেখতে থাকুন। গাড়ি করবেন। বাড়ি করবেন। বিশ একর জমি কিনবেন। বাগান বাড়ি কিনবেন। বাবা মাকে হজ্ব করিয়ে আনবেন। চিল মুডে থাকুন। তবে ছাত্র অবস্থায় প্রেম ভালোবাসায় জড়াবেন না। নিজের জীবন ও ক্যারিয়ার তৈরি করুণ। আপনি পারবেন। পারতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.