নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কিশোর গ্যাং

২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৫

ছবিঃ দৈনিক ইনকিলাব।

কয়েকদিন আগের কথা।
ইফতারি শেষ করেছি। ভাবলাম বন্ধুদের সাথে কিছুক্ষন আড্ডা দিয়ে আসি। আমার এলাকার পরের এলাকায় আড্ডা দিতে গেলাম। কয়েকজন বন্ধু মিলে চা খাচ্ছি আর বিশ্বসাহিত্য নিয়ে আলাপ করছি। তখন দেখলাম একদল ছেলে মারামারি করছে। ছেলে গুলোর বয়স বেশি না। ১৫/১৬ হবে। দুই গ্রুপ তুমুল মারামারি করছে। তাদের মুখের ভাষা ভয়ানক খারাপ। একজনের হাতে হকিস্টিক, একজনের হাতে চাপাতি। দেখুন অল্প বয়সী ছেলেদের হাতে অস্ত্র! দেখুন তাদের হিংস্রতা। ব্যস্ত রাস্তায় মারামারি করছে। কত সাহস তাদের! এদের বাপ মা কই?

ঢাকা শহরের প্রতিটা এলাকায় যেমন মাদক পাওয়া যায়,
তেমনি প্রতিটা এলাকায় কিশোর গ্যাং রয়েছে। এবং এরা ছাত্রলীগের মতোই ভয়ঙ্কর। এদের কোনো মায়াদয়া নাই। ভয়ঙ্কর নিষ্ঠুর। এদের প্রত্যেকের হাতে স্মার্ট ফোন। এটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে পছন্দ করে। মুভির অনুকরণে জীবনযাপন করতে চেষ্টা করে। অল্প বয়সেই এরা প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে। এই কিশোর গ্যাং দুটা কারনে মারামারি করে সবচেয়ে বেশি। এক, প্রেমিকাদের জন্য। দুই, নিজের অবস্থান শক্ত করার জন্য। অন্যের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য। এদের আছে তথাকথিত বড় ভাই। এই বড় ভাইরা তাদের সাহস দেয়। ভরসা দেয়। রাজনৈতিক মিটিং মিছিলে কিশোর গ্যাং ভালো ভূমিকা রাখে।

আমাদের পাশের বাসার ছাদের ঘটনা বলি।
সেখানে প্রতিদিন ২০ থেকে ২৫ টাকা অল্প বয়সী ছেলে আসে। সব গুলোই স্কুল পড়ুয়া। তাঁরা ছাদে গিয়ে একের পর সিগারেট খায়। মোবাইলে নোংরা ভিডিও দেখে। তাঁরা এক লাইন কথা বললে সেখানে দুটা নোংরা গালি থাকে। চিৎকার দিয়ে কথা বলে। ভুল সুরে হিন্দি গান গায়। গাঁজা খায়। ঘুমের ট্যাবলেট খায়। আচ্ছা, এদের বাপ মা কই? ছেলে জন্ম দিয়েছে, কিন্তু কেন তাঁরা ছেলের খোজ খবর রাখেন না। এইসব অল্প বয়সী ছেলের ভবিষ্যৎ কি? ওদের বাপ মাদের শাস্তি হওয়া উচিৎ। এই কিশোর গ্যাং গলির মোড়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়। তাদের কিছু বলার সাহস কারো নেই। যে বলবে তার কপালে শনি আছে।

আমাদের এলাকার কিশোর গ্যাং খুব শক্তিশালী।
এদের মধ্যে কয়েকজন ইয়াবার ব্যবসা করে। তাদের অনেকের বাইক আছে। তাদের প্রত্যেকের গার্ল ফ্রেন্ড আছে। এই কিশোর গ্যাংদের লজ্জা শরম কম। তাদের মধ্যে কোনো ভয় নেই। এরা ওপেন সবার সামনে সিগারেট খায়। অন্যায়টাই তাদের কাছে নিয়ম। কয়েকদিন পর পরই আমাদের এলাকার কিশোর গ্যাং মারামারি করে। তাদের গ্রুপের কারো সাথে কোথাও কোনো সমস্যা হলেই তাঁরা হকিস্টিক, চাপারি, স্টাম্প, লাঠি নিয়ে বের হয়ে যায়। অল্প বয়সী পোলাপান অথচ কি বাজে সাহস! কোনো ভয় ডর নেই। কোনো রহম নেই। এদের সাথে ছাত্রলীগের কোনো পার্থক্য নেই।

আমার এক আত্মীয়'র তিন ছেলে আছে।
তিনটাই সন্ত্রাস। ভয়াবহ সন্ত্রাস। থাকে, মিরপুর। কিন্তু তাদের আড্ডা খিলগাতে। এরা সারাদিন মারামারি করে। চুরী করে, ছিনতাই করে। পুলিশ ধরে নিয়ে যায়। আবার ক'দিন পর বের হয়। আবার মারামারি, কাটাকাটি করে। কিশোর গ্যাংদের তৈরি করেছে এই নষ্ট সমাজ। তবে সবচেয়ে বেশি দায় তাদের পিতা মাতার। তাঁরা শুধু জন্ম'ই দিয়েছেন। দেখভাল করেন নি। এদের বাবা মায়েরও শাস্তি হওয়া উচিত। আমি হিংস্রদের ভয় পাই। আমি অমানবিক মানুষদের ভয় পাই। আমি এই প্রজন্মকে ভয় পাই। মানুষ এত অমানুষ হবে কেন? কেন তাদের মধ্যে মানবতা থাকবে না! দুঃখজনক।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বসে থাকলে তো চলবেনা। অলটারনেটিভ নিক থেকে আগের স্টাইলে ব্লগিং শুরু করে দেন।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
আমার তো একটাই নিক। তাছাড়া কোনো সমস্যা হচ্ছে না। আমি লিখতে পারছি। পোষ্ট করতে পারছি। এটূকু আনন্দই আমার কাছে অনেক। এডমিনের কাছে হাজার শুকরিয়া।

২| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:



সামুটিম থেকে বলা হয়েছে যে, ব্লগার চাঁদগাজীকে সাপোর্ট করার কারণে রাজিবকে টার্গেট করা হয়েছিলো ও "কপিপেষ্ট"এর দোষ এনে হেস্তন্যাস্ত করা হয়েছে!

কিন্তু যারা টার্গেট করে ব্লগার রাজিবকে হেনস্তা করেছে, সামুটিম তাদেরকে থামায়নি।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: আমি কাকে সাপোর্ট করবো সেটা একান্তই আমার ব্যাপার। তাতে সামুর কি?
আমি আপনাকে চিনি জানি আপনার লেখার মাধ্যমে। আপনি আধুনিক মানুষ। আধুনিক চিন্তার মানুষ। তাই আপনাকে সাপোর্ট করা আমার দায়িত্ব হয়ে দাড়িছে।

আমি নাকি কপি পেস্ট করি!!!
আমার কপি পেস্ট 'অপ কানবীর' না কি নাম যেন- সে খুঁজে পাচ্ছে না কেন? এত ভাব নিয়ে পোষ্ট দিলো। সেখানে আমার নামে কিছু লেখা নাই কেন?

আমাকে গুটিকয়েক ব্লগার চুরম অশালীন কথা বলছে। দীর্ঘদিন ধরে। অথচ সামু নিরব ভূমিকা পালন করছে। এই কারনে অপ ব্লগারগন মনে করেছে, রাজীবকে হেনস্তা করলে এডমিনের কোনো সমস্যা নাই। এই সুযোগ টাই নিয়েছে নির্বোধ গুলো।

৩| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি জেনারেল!!! দুঃখ পেলাম।

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: না না দুঃখ পাবেন না।
এটা আমার ঈদ উপহার জাদিদ ভাইয়ের পক্ষ থেকে।

৪| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পানিতে থেকে কুমিরের সাথে
যুদ্ধ করা বোকামী। আপনাকে
অনেক বলেছি আপনি শুনেন নাই।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: মনে থাকে না।

৫| ২৬ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: দুটি পোস্টের কারণে জেনারেলের টুপি আপনার অবধারীত ছিলো বুঝে ছিলাম।
মনে হচ্ছে টুপি পরাটা আপনি বেশ কাজে লাগাচ্ছেন। দুই দিনে গোটা ১৫-২০টা পোস্টতো স্বাভাবি ভাবে করতে পারতেন না।
আপনার জন্য শুভকামনা রইলো।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ব্যাপার না।
জেনারেল হলেও আমার লেখা বন্ধ থাকবে না।

হা হা হা-----

৬| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩১

রেজাউল৯৭ বলেছেন: চউক্ষে পানি এসে গেইলো।

আপনি নাই ব্লগে হাহাকার।

আপনি যেহেতু ব্লগে যাচ্ছেন না, প্রতিদিন একটা পোষ্ট দেন ব্লগের পোষ্ট গুলানের ব্যাপারে আপনার কমেন্টের সামারি মূলক।

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: সেটা দিলেও সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.