নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সুরঞ্জনা

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৭



অই দেখো অর্জুন, শাড়ির দোকান দেখা যাচ্ছে! রিকশা থামিয়ে জটপট একটা শাড়ি কিনে নাও সুরঞ্জনার জন্য। ভ্যাতভ্যাতে ঘটনাহীন জীবনযাপন আর কত!

সুরঞ্জনাকে শাড়ি দিলে তোমার পাপ হবে না। সে মন খারাপ করবে না। হাসিমুখে গ্রহণ করবে। অর্জুন দীর্ঘদিন তুমি অনেক অন্যায় অভিযোগের যথাযথ জবাব দাও না। সমস্যা সমাধানের পথ খুজে নাও না। নিজেকে কলংকমুক্ত কবে করবে? বুঝতে পারছো না কেন ধীরে ধীরে তুমি অন্ধকারে ডুবে যাচ্ছো।

তুমি ভিক্ষুক কে কখনো টাকাপয়সা দাও না। মালিবাগ থেকে তালতলা এলাকার প্রতিটা ভিক্ষুক তোমাকে চিনে। তারা তোমাকে দেখলেই ছুটে আসে না। ওদের পাচ-দশ টাকা দিতে এত কার্পন্য করা ঠিক না। দরিদ্র ও অসহায় মানুষ যখন তোমার জন্য দোয়া করবে, তখন প্রভু তোমার উপর খুশি হবেন।

যাও যাও এখন সুরঞ্জনার বাসায় যাও। সে বাসায় একা থাকে। তার স্বামী তাকে ছেড়ে গেছে বহু আগেই। দুঃখী মেয়েটার পাশে থাকো। তাতে কারো সমস্যা হবে না। দেশ সমাজের ক্ষতি হবে না।

কলিংবেলে হাত রাখো। সুরঞ্জনা দরজা খুলবে।
দরজায় দাঁড়িয়ে সুরঞ্জনা। দেখেছো কি সুন্দর একটা শাড়ি পড়ে আছে। মাত্রই স্নান শেষ করে সেজেছে। ভালো করে তাকিয়ে দেখো, চোখে কাজল। কপালে টিপ। আহ কি দারুণ লাগছে তাকে!
হ্যা; সুরঞ্জনা রাগ করে এখন তোমাকে বলবে, দাড়ি কেন মুখে, মাথার চুল গুলো এলোমেলো কেন!
তুমি চুন্ডি শাড়িটা সুরঞ্জনার হাতে তুলে দাও।
সুরঞ্জনা শাড়িটা দেখে মুগ্ধ হবে। বলবে, চমৎকার শাড়ি! এর রকম একটা চুন্ডি শাড়ির খুব শখ ছিল আমার। কিন্তু হঠাৎ আমার জন্য শাড়ি কেন!

তোমাকে কিছু দিতে ইচ্ছা করলো। এখন কি এক কাপ চা পাওয়া যাবে? সকাল থেকে চা খাইনি।
সুরঞ্জনা রান্নাঘরে যাবে। ভালোবাসা নিয়ে চা করবে।
সুরঞ্জনা একা থাকে। তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো না অর্জুন।
কিন্তু আমি যে মানসিকভাবে বড্ড দুর্বল হয়ে যাচ্ছি।
এই নাও চা। চিনি ঠিক আছে?
পারফেক্ট।
দুপুরে কি খাবে?
খিচুড়ি করো। মাংস ভূনা করো। ইলিশ মাছ ভাজো।
ওকে। পত্রিকা পড়ো। আমি রান্না শেষ করি।
সুরঞ্জনা কতদিন পর আজ তোমার হাতের রান্না খাবো!
চা শেষ।

অর্জুন শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে।
এখন তোমাকে আমি কি দেই?
কিছু দিতে হবে না। শোধবোধ হয়ে গেলে আনন্দ থাকে না।
সুরঞ্জনা অর্জুনকে জড়িয়ে ধরলো। ঠোঁটে ঠোঁট রাখলো। তারপর কিছুক্ষন আদিম খেলা চলল। কতক্ষন? বিশ মিনিট। শেষ। দু'জনে হাপাচ্ছে।
শরীরে শরীর মিশে গেলে, দূরত্ব কমে যায়। সুরঞ্জনা দুই হাতে খোপা বাধবে। বলবে, অর্জুন দাড়ি আর এলোমেলো চুলে তোমাকে ভালো লাগে।

সুরঞ্জনা আমি বারবার তোমার কাছে আসতে চাই। তুমি পাশে নেই ভাবলেই আমার হৃদয়ে রক্তক্ষরন হয়। তাই তুমি আমার পাশেই থাকো।
ঠিক আছে অর্জুন থাকবো। কিন্তু তোমার যে বউ বাচ্চা আছে।
ওরা থাকুক ওদের মতো। ওদের যা দরকার, আমি দিয়ে যাবো। কিন্তু সুরঞ্জনা তুমি আমার পাশে থাকবে। কথা দাও।
অর্জুন তোমাকে আমার অনেক ভালো লাগে। সেটা আমি অস্বিকার করবো না। তুমি যখন খুশি এসো। তোমার জন্য সব সময় আমার দরজা খোলা।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৪

রেজাউল৯৭ বলেছেন: আপনি সর্বকালের ২য় সর্বশ্রেষ্ঠ ব্লগার। চাদগাজি আইডি বাতিল হবার পর আপনিই সর্বশ্রেষ্ঠ। এই জন্য আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক
যড়যন্ত্র চলিতেছে।
ভাবতেছি প্রেসক্লাবের সামনের একদিন মানববন্ধন করি। কি বলেন?

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: যারা অন্যায় করছে, তাঁরা শাস্তি পাবে। হয়তো এখন তাদের বিচার হবে না। কিন্তু একদিন হবে। নিশ্চয়ই হবে।
বন্ধবন্ধুর খুনি এবং রাজাকারদের কিন্তু বিচার হয়েছে। কাজেই এখন যারা ব্লগে অন্যায় করছে তাদের বিচার হবে। হবেই।

২| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৮

রেজাউল৯৭ বলেছেন: মংগলবারে কোন পোষ্ট দেন নাই, ঐ দিন কি ইফতার পার্টি নিয়ে ব্যাস্ত ছিলেন নাকি?

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: একদম ঠিক ধরেছেন।

৩| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৮

রেজাউল৯৭ বলেছেন: আমার মন্তব্যের জবাব দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এবারের টুপি কত দিনের জন্য পরালো? কবে আবার প্রথম পাতায় দেখা পাবো?

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪০

রাজীব নুর বলেছেন: আমি তো চাই ঈদের আগেই প্রথম পাতায় যেতে।

৫| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরকীয়াকে উচকে দিলেন!
সবাই যদি এমন করে তা
হলে দেশ উচ্ছন্নে যাবে।

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪০

রাজীব নুর বলেছেন: যে পরকীয়া করবে, তার কপালে দুঃখ আছে।

৬| ০১ লা মে, ২০২২ দুপুর ২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: যে পরকীয়া করবে, তার কপালে দুঃখ আছে।

আপনার অরজুন আর সুরঞ্জনা তো তাই করভহে। ওদের জন্য কি পরকীয়া জায়েজ?

০১ লা মে, ২০২২ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: পরকীয়া মন্দ কাজ। খুবই মন্দ কাজ।
কাটা দিয়ে কাটা তুলতে হয়। এজন্য এই গল্প লিখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.