নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রথমেই 'ঈদ মোবারক' জানাতে চাই।
আমার ভালোবাসা ও শ্রদ্ধা গ্রহন করুণ। ঈদকে সামনে রেখে- আমাদের আয়োজনের শেষ নেই। আনন্দের শেষ নেই। আমাদের পরিবারের কথা বলি, তাঁরা পাগলের মতো কেনাকাটা করছে। আত্মীয়স্বজনের কাছ থেকে উপহার পাচ্ছে। সবাই ব্যস্ত। এদিকে সন্ধ্যায় সবাই একসাথে করে ইফতারী। আমি সবার ব্যস্ততা দেখি। আনন্দ দেখি। সব মানুষের চোখে মুখে এক ধরনের আনন্দ লক্ষ্য করছি। এটা বেশ আমার ভালো লাগে। একজন ভিক্ষুকের মুখেও আমি হাসি দেখেছি। রমজান মাস এবং ইদকে সামনে রেখে লোকজন জাকাত/ফেতরা বাবদ প্রচুর টাকা বিলাচ্ছে।
এই পৃথিবীটা আমাদের।
এখানে আমাদের সকলের মিলেমিশে থাকতে হবে। তাতে আমাদেরই মঙ্গল হবে। মানুষের জীবন খুব ছোট। গড়ে একজন মানুষ ৬০ বছর বাঁচে। তাই বলা যেতে পারে- আমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি। এজন্য ঝগড়া করা যাবে না। হিংসা করা যাবে না। কোনো প্রকার মন্দ কাজ করা যাবে না। সবাইকে ভালোবাসতে হবে। যারা ভুল পথে আছে, তাদের ভুল পথ থেকে বের করে নিয়ে আসতে হবে। মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা। ভালোবাসার কাছে সকলকে একদিন না একদিন মাথা নত করতে হয়। তাই সব মানুষের প্রতি ভালোবাসা অব্যহত রাখতে হবে। মানুষকে কি করে ভালোবাসতে হয়- সেটা শেখার জন্য আমাদের 'মাদার তেরেসা'র দিকে তাকাতে হবে। মাদার তেরেসা একজন মহৎ মানুষ।
সামুর মিত্রদের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।
তাঁরা আমার আত্মার আত্মীয়। আপনাদের বলল, আনন্দ করুণ। গান শুনুন। ভালো বই পড়ুন। ভালো মুভি দেখুন। ভ্রমন করুণ। অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকুন। মানুষ হয়ে জন্মেছেন বলেই আপনার কিছু নৈতিক দায়িত্ব আছে। নিজের পরিবার এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করুণ। সবাই যদি যার-যার জায়গা থেকে দায়িত্ব পালন করে, তাহলে সারা বিশ্ব এগিয়ে যাবে। সামুর ব্লগারদের আমি স্পষ্ট বলতে চাই- কোনো প্রকার কুসংস্কারে বিশ্বাস রাখবেন না। যেমন তাবিজকবচ, ঝাড়ফুঁক, পানিপড়া। পুরোনো ধ্যান ধারনা বাদ দিয়ে আধুনিক চিন্তা করতে শিখুন। ভালো করে তাকিয়ে দেখুন, বিশ্ব কোথায় এগিয়ে গেছে! আমরা সবাই মিলে চাইলে সারা দেশ, সারা বিশ্ব বদলে ফেলতে পারি।
বুদ্ধিমান মানুষরা মন্দ কাজ করতে পারে না।
মানুষের প্রথম লক্ষ্য হওয়া উচিৎ নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা। যোগ্য ও দক্ষ না হলে জীবনে সাফল্য পাওয়া যাবে না। ভালো চাকরী বা ব্যবসা করা যাবে না। করতে হবে নীচু মানের জীবনযাপন। আমাদের দেশে বহু শিক্ষিত বেকার আছে। তাঁরা চাকরী পাচ্ছে না কারন তাঁরা যোগ্য ও দক্ষ নয়। কোনো রকমে পাশ করেছে। কিন্তু তাদের ভিত মজবুত নয়। যাদের যোগ্যতা আছে তাদের বেকার বসে থাকতে হয় না। তাঁরা বুদ্ধি করে একটা পথ ঠিকই বের করে নেয়। যে একা সে'ই সামান্য। তাই সব সময় মানুষের কাছাকাছি থাকতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মন্দ মানুষদের ভালো হওয়ার সুযোগ দিতে হবে। হাত বাড়িয়ে দেন। কাঁধে কাঁধ মিলান। যে গর্তে পড়েছে তাকে টেনে তুলুন।
সামু হলো একটা কুয়া। জ্ঞানের কুয়া।
সামুতে সব শ্রেনী পেশার মানুষ আছে। তাঁরা লিখে যায়। কেউ কেউ শুধু মন্তব্য করে যায়। যাকে বলে জ্ঞান আদান প্রদান। মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ জ্ঞান। জ্ঞানের চেয়ে সুন্দর কিছু দুনিয়াতে আর নেই। আমি মানুষ। আমার জ্ঞান অর্জন করতে হবে। আমার জ্ঞান দিয়ে সমাজ ও দেশের উপকার করতে হবে। যখন আমার জ্ঞান দিয়ে দেশ, সমাজ বা মানুষের কল্যান হবে- তখনই আমার মানব জীবন সার্থক হবে। সুন্দর হবে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আপনাদের জীবন হোক আনন্দময়। আমার ভুল-ত্রুটি ক্ষমা করে দিবেন। আপনাদের পাশে রাখবেন। ঈদ মোবারক। ঈদের সালামি কি আপনারা দেন না? আমার সালামি বিকাশ করে দিবেন।
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। ঈদ মোবারক।
২| ০১ লা মে, ২০২২ রাত ২:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ও আপনার পরিবারের সকলের জন্য ঈদের শুভেচ্ছা অগ্রীম।
কাস্টমার দোকানের লক্ষী পোস্টে + দেয়ার যুক্তিটি জানতে ইচ্ছে করছে।
০১ লা মে, ২০২২ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইসাহেব।
যুক্তিটি বলা আবে না। স্যরি।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৫
গরল বলেছেন: ঈদের শুভেচ্ছে রইল রাজীব ভাই।