নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

উপভোগ

০১ লা মে, ২০২২ রাত ১২:৪৪

ছবিঃ ফেসবুক।

কোনো একদিন তোমাকে নিয়ে বের হয়ে যাবো অজানা উদ্দেশ্যে।
সেখানে মন চায় সেখানেই যাবো। ধরো, তুমি আমি হাঁটতে বের হয়েছি। আমরা কলা ভবনের সামনে বসে গল্প করছি। সন্ধ্যা তখন ঘনায়মান। সেদিকে আমাদের খেয়াল নেই। আমরা মোজে আছি নানান রকম কথায়। যেন আমরা দুজন কিশোর কিশোরী। চা খাচ্ছি, ফুচকা খাচ্ছি। ঝালমুড়ি খাচ্ছি। আসলে তুমি আমার পাশে থাকলেই আমাদের সময় গুলো হুহু করে কেটে যায়। এটা একটা ম্যাজিক। কোনো কোনোদিন শহরে সন্ধ্যার পর হঠাত বেশ শীত নামে। আমরা শীতকে তুচ্ছ করে ফুলার রোড ধরে হাঁটছি। হাত ধরাধরি করে হাঁটছি। কে কি ভাবলো তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের বিশ্বাস এটা পাপ নয়। এটা ভালোবাসা। স্বচ্ছ, পবিত্র ভালোবাসা।
আমি তখন বলবে, এই রাস্তা হাঁটার জন্য বেস্ট।

তুমি হঠাত বললে, আজ বাসায় যেতে ইচ্ছা করছে না।
দূরে কোথাও যেতে যেতে ইচ্ছা করছে। আমি বললাম, চলো দূরে কোথাও যাই। যেই সিদ্ধান্ত, সেই কাজ। রাত এগারোটায় বাস ছাড়বে। বাস যাবে চিটাগাং। চিটাগাং আমাদের কোনো কাজ নেই। এমনি যাচ্ছি। সারারাত দুজন একসাথে থাকতে পারবো কাছাকাছি এঁর চেয়ে আনন্দের আর কি আছে! বাস যেখানে থামবে সেখানে নেমে যাবো। আমাদের কোনো তাড়া নেই। আমরা স্বাধীন। আমি তোমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যাবো। তুমি যদি চাও তাহলে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তাতে কার কি? আমি মিশরের সম্রাট। তুমি আমার সাম্রাজ্যের রানী। আমরা তো সব সময় পাশাপাশি থাকতে পারবো না। তাই যতটা সময় কাছাকাছি থাকবো, গভীর ভাবেই থাকবো। তাতে নিশ্চয়ই কারো কোনো ক্ষতি হবে না। বাজারে জিনিসপত্রের দামও নিশ্চয়ই বেড়ে যাবে না।

রাত তিনটায় বাস কোথাও থামলো।
আমরা ঝটপট নেমে গরম চা খেয়ে নিবো। এবার তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাবে। তুমি ঘুমাও রানী। আরাম করে ঘুমাও। আমি যতক্ষন তোমার পাশে আছি, ততক্ষন তোমার কোনো ভয় নেই। পৃথিবীর সমস্ত ধুলো ময়লা থেকে তোমাকে আগলে রাখবো। তোমার গায়ে কি ভীষন মিষ্টি গন্ধ। ইচ্ছা হয় তোমাকে শক্ত করে জড়িয়ে ধরি। আদর করি। আদর নিই। এটা নিশ্চয়ই অন্যায় ইচ্ছা হবে। তবে তোমার ভয় নেই। আমি তোমার সাথে কোনোদিনও জোরজবরদস্তি করবো না। নো নেভার। তুমিই বলো, আমি কি তোমার সাথে কোনো অন্যায় করতে পারি? না পারি না। হ্যাঁ তোমার কাছে আমি আবদার করতে পারি। আমি যদি বলি, তোমার গলায় একটা চুমু দেই? তুমি নিশ্চয়ই আমার এ আবদার রক্ষা করবে। এ বিশ্বাস আমার আছে।

খুব ভোরে বাস আমাদের নামিয়ে দিলো।
তখনও আকাশ ফর্সা হয়নি। অচেনা অজানা জায়গা। প্রচন্ড শীত। আমরা ঢাকার মানুষ। ঢাকায় এত শীত না। বাস থেকে নেমে দেখি একটা চায়ের দোকান খোলা। দুজনে দু কাপ চা নিলাম। কোথায়া যাবো জানি না। এরপর কি করবো তাও জানি না। একটা রিকশা নিলাম। রিকশাচালক কোথায় নিয়ে যাচ্ছে তাও জানি না। তবে আকাশ ফর্সা হতে শুরু করেছে। কিন্তু চারিদিকে এত এত কুয়াশা যে এক হাত দূরের জিনিসও দেখা যায় না। অথচ রিকসাচালক তুফানের মতো রিকশা টেনে সামনে নিয়ে যাচ্ছে। তোমার হাতে হাত। কি যে ভালো লাগছে। চারিদিকে ঘন কুয়াশায় সাদা হয়ে আছে। অদ্ভুত সুন্দর পরিবেশ। মনে হচ্ছে যেন আমরা বেহেশতে আছি। হ্যাঁ আসলেই জীবন আনন্দময়। আমরাই জীবনকে জটিল করি। কুটিল করি। ইহা ভুল।

একসময় কুয়াশা কেটে যাবে।
আমাদের ক্ষুধা পাবে। আমরা একটা রেস্টুরেন্টে সকালের নাস্তা করবো। এখনও আমাদের হাতে অনেক সময়। আমরা রাতের বাসে ঢাকা ফিরবো। তুমি বললে, চলো একটা হোটেলে উঠি। কিছুক্ষন বিশ্রাম নিই। আমরা একটা খুব সুন্দর হোটেলে উঠবো। রুমটা তোমার খুব পছন্দ হবে। বাথরুম চকচকে। কোথাও এক ফোটা পানি জমে নেই। তুমি স্নান করবে অনেক লম্বা সময় ধরে। স্নান করার সময় তুমি গুণ গুণ করে গান গাইবে, আমার পরান যাহা চায়....। তারপর আমি স্নান করবো। রুম একটা। খাটও একটা। আমরা পাশাপাশি শুয়ে থাকবো। আমার যদি খুব ইচ্ছা করে, তাহলে তোমার অনুমতি নিয়ে তোমাকে একটা চুমু দিতে পারি। এটা নিশ্চয়ই অন্যায় হবে না। তাছাড়া আমি খুব ভালো করেই জানি, আমি কিছু চাইলে তুমি না দিয়ে পারবে না। তুমি আমাকে বিশ্বাস করো। তুমি আমাকে ভালোবাসো।

কথা বলতে বলতে দুজন যে কখন ঘুমিয়ে পড়েছি, জানি না।
সন্ধ্যার কিছুক্ষন আগে আমাদের ঘুম ভাঙ্গবে। আমরা ব্যলকনিতে বসে বিকেলের চা খাবো। গল্প করবো। তুমি হয়তো বলবে, ব্যলকনিতে খুব ঠান্ডা। চলো রুমে যাই। আসো কিছুক্ষন জোড়াজোড়ি করে শুয়ে থাকি দুজন। তাতে শীত কম লাগবে আমাদের। আমরা দুজন বিছানায় এসে দুজন ঝাপটা-ঝাপটি করে শুয়ে থাকবো। তুমি চাইলে তখন তোমার ঠোটে ঠোটও রাখতে পারি। যে করেই হোক শীত থেকে তো বাঁচতে হবে আমাদের। অবশ্য বেশিক্ষন শুয়ে থাকা যাবে না। রাত আট টায় আমাদের বাস ছাড়বে। এভাবে আমাদের মাঝে মাঝে ব্যস্ত শহরের জীবন থেকে হারিয়ে যাওয়া দরকার। তা না হলে বুঝবো কেমন করে জীবন আনন্দময়। জীবনটা উপভোগ করার নামই জীবন। বোকারা ঝগড়া করে। মুখ কালো করে থাকে। আমরা ঝগড়া করবো না। আমরা যতটা পারি জীবন উপভোগ করে নেবো। আসো কাছে। হাত মিলাও। কথা দাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.