নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তুমি কি নেয়ামত চাও? না কাজ করতে চাও?

০১ লা মে, ২০২২ বিকাল ৩:১৯

ছবিঃ আমার তোলা।

নেয়ামত, আমল, নেকী, সোয়াব, ফজিলত ইত্যাদি শব্দ গুলোই আমার কাছে ফালতু মনে হয়।
এই শব্দ গুলো মুছে ফেলা দরকার। এগুলো জাস্ট শব্দ। এগুলো মানব জীবনে কোনো উপকার করে না। মঙ্গল করে না। মানুষের মঙ্গল হয় কর্মে। পরকাল কে দেখেছে? পরকালে সুখ বিলাস এগুলো আসলে অসহায় ও দরিদ্র মানুষদের শ্বান্তনা। বাস্তব জীবনে নেয়ামত বলতে কিছু নেই। সহজ হিসাব ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। মন্দ কাজ করলে কাঁদতে হবে। এখানে নেয়ামত আবার কি? করোনায় হাজার হাজার মানুষ মারা গেলো। আমি মারা যাই নি। এটা নেয়ামত নয়। এটা হলো- আমি সাবধান থেকেছি। নিয়ম কানুন মেনে চলেছি তাই করোনায় আক্রান্ত হইনি। সহজ হিসাব। আমার ভালো কিছু হলে, সব নেয়ামতঅলার ক্রেডিট? হা হা হা…

আমার জীবনে মহান রাব্বুল আলামিন কোনো নেয়ামত দেন নি।
কোনোদিন দিবেনও না। আর সেই আশা আমি করিও না। মুখের কথায় চিড়া ভিজে না। দিনের পর দিন না খেয়ে ছিলাম। অসুস্থ হয়ে বিছানায় পড়ে ছিলাম। টাকার জন্য চিকিৎসা করতে পারি নি। বাড়ি ভাড়া দিতে পারি নি। বাড়িওলার ভয়ে পালিয়ে ছিলাম। অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারি নি। অসুস্থ বাবা রোগে শোকে ভূগে মারা গেলো চোখের সামনে। টাকার জন্য লেখাপড়া করতে পারি নি। ছোট বোনটারর জন্য একটা মাটির পুতুল কিনতে পারি নি। আমাদের জমিজমা অন্যায় ভাবে ক্ষমতাবানরা দখল করে নিলো। পরিবার নিয়ে না খেয়ে ফুটপাতে রাত কাটিয়েছি। মাথার উপর চাল ছিলো না। সারারাত বৃষ্টিতে ভিজেছি। কোনো কারন ছাড়াই পুলিশ ধরে নিয়ে গেলো। খুব মারলো। মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিলো। তিন বছর জেল খাটলাম কোনো অপরাধ না করে। কোথায়? নেয়ামত! নেয়ামতের মায়রে বাপ। এইসব ভন্ডামি কথাবার্তা অন্য জায়গায় গিয়ে বলুন।

আসল কথা হলো- নেয়ামত ফালতু কথা।
জীবনে কাজ করতে হবে। সফল হতে হবে। যা করতে হবে নিজেকেই করতে হবে। আল্লাহ এসে কিছু করে দিয়ে যাবেন না। সেই আশা করা ভুল। সেই আশা করে গাধারা। কাজ করতে হবে। আমি যত কাজ করবো আমার তত উন্নতি হবে। এখানে নেয়ামত আবার কি? পরিশ্রম করবো আমি, আর ক্রেডিট নেবেন রাব্বুল আলামিন? খেয়েদেয়ে আর কাজ নেই। আজিব মাইরি! আমি জীবনে সফল হলে প্রভুর নেয়ামত। আর বিফল হলে সেটা কার অভিশাপ? আপনাদের ফাজলামো বন্ধ করেন। অনেক হয়েছে। রোহিংগাদের জন্য নেয়ামত কোথায়? আফগানিস্থানের নারীদের জন্য নেয়ামত কোথায়? যেসব মেয়েরা সৌদি গিয়ে নির্যাতনের স্বিকার হচ্ছে, তাদের নেয়ামত কোথায়? যে মেয়েটাকে জোর করে ধরে নিয়ে গিয়ে পতিতা বানাচ্ছে, তার জন্য নেয়ামত কোথায়? যে শিশু খাবার পাচ্ছে না, তার জন্য নেয়ামত কোথায়? যারা অন্যায় করছে, দূর্নীতি করছে, ধর্ষন করছে, নব্য ধনী হচ্ছে। নেয়ামত কি শুধু তাদের জন্য?

আচ্ছা, ঠিক আছে যান, প্রভুকে বলেন, আমাকে নেয়ামত করতে।
যদি নেয়ামত করে তাহলে সারা জীবন মসজিদে পড়ে থাকবো। হাতে থাকবে তজবি। নামাজ পড়তে পড়তে কপালে স্থায়ী দাগ বসিয়ে ফেলব। কোরআন হাদীস এঁর নিয়ম অক্ষরে অক্ষরে পালন করবো। জানি সম্ভব না। রুপকথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। আসলে ইশ্বর বলে দুনিয়াতে কিছু নেই। এগুলো মানুষের ভুল চিন্তা, ভুল লজিকের ফল। অতীতে মানুষের জ্ঞান কম ছিলো। বিজ্ঞান উন্নত ছিলো না। তাই এরকম ভুলভাল গল্প বানিয়েছেন এক শ্রেনির চতুর লোকেরা। এখন আধুনিক যুগ। মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নত। এখন এসব ঈশ্বর, নেয়ামত ইত্যাদির কোনো দাম নেই। ধার্মিককেরা কোনঠাসা হয়ে যাচ্ছে দিনকে দিন। পানিপড়ার দিন শেষ। তাবিজকবচের দিন শেষ। ঝাড়ফুঁকের দিন শেষ। অনেক মানুষ অনেক সচেতন। ধর্মের বানীর উপর মানুষের কোনো আস্থা নেই। ভরসা নেই। রাষ্ট্রও ধর্মের নিয়মে চলে না। নিজেরা আধুনিক সংবিধান বানিয়ে নিয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.