নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৩৬

০৪ ঠা মে, ২০২২ রাত ১২:৩৮



প্রিয় কন্যা আমার-
আজ ঈদের দিন। আজ সকালে তুমি আমি আমরা দুজনে ঘুম থেকে উঠতে খুব দেরী করে ফেলেছি। গতকাল সারারাত খুব গরম গিয়েছে। ভোরের দিকে হঠাত শুরু হলো ঠান্ডা বাতাস। যেহেতু এটা বৈশাখ মাস তাই হুটহাট ঠান্ডা বাতাস বয়ে যায়। হালকা তুফান হয়। অনেক গরমের পর ঠান্ডা আবহাওয়ার কারনে তুমি আমি ঘুম থেকে উঠতে অনেক দেরী করে ফেলেছি। তোমার মা সকালেই উঠেছে। ঘরের কাজ করেছে। আমাদের জন্য না খেয়ে বসে ছিলো। বাসায় আজ অনেক কিছু রান্না হয়েছে। অবশ্য তোমাকে সেসব খাবার দেওয়া হয় না। যদিও এসব খাবার তুমি খেতে চাও। কিন্তু তোমাকে দেওয়া হয়- খিচুড়ি। সবজি খিচুড়ি।

প্রিয় কন্যা ফারাজা,
তোমার মা আজ খুব রাগ করেছে। তার ইচ্ছা ছিলো সে আজ তার বাবার বাড়িতে যাবে। তোমার নানা ঈদ উপলক্ষ্যে বাবুর্চি দিয়ে কাচ্চি রান্না করিয়েছেন। তোমার নানা ঈদের আগেই আমাকে কাচ্চির কথা জানিয়ে ছিলেন। কিন্তু আজ আমি কোথাও যাই নি। যেতে ইচ্ছা করেনি। আমি তোমার মাকে বলেছি, তুমি যাও, তোমার বাবার সাথে দেখা করে আসো। কিন্তু সে আমাকে ছাড়া যাবে না। অবশ্য এটাও সত্য আমাকে ছাড়া গিয়ে তার ভালো লাগবে না। তাছাড়া আজ ঈদের দিন। বিশেষ একটা দিন। তোমার মা ভীষন রাগ করেছে। তাঁর রাগ ভাঙাতে অনেক রকম চেষ্টা করে ব্যর্থ হলাম। শেষে বললাম, আগামীকাল যাবো। তবু তার রাগ কমে না। আশার কথা হলো তোমার মা আমার উপর রাগ করে বেশিক্ষন থাকতে পারে না।

প্রিয় কন্যা ফারাজা,
ঈদ উপলক্ষ্যে তুমি অনেক গুলো জামা পেয়েছো। এজন্য আমি তোমার জন্য কোনো জামা কিনি নাই। তুমি যদি অনেক গুলো জামা না পেতে তাহলে অবশ্যই তোমার জন্য ঈদের জামা কিনতাম। অপচয় করা আমি পছন্দ করি না। আজ সারা দিনে তুমি তিনটা নত্নুন জামা পড়েছো। জামা গুলোতে তোমাকে খুব মানিয়েছে। আমি ছবি তুলে রেখেছি। তুমি বড় হয়ে ছবি দেখবে। বিকেলে এবং রাতে তোমাকে নিয়ে হাঁটতে বের হয়েছি। বাইরে বের হলেই তুমি খুব আনন্দ পাও। তোমার আনন্দ মানে আমার আনন্দ। তোমার সব কিছু আমার ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে তোমার হাসি। আজ তুমি বেশ কিছু টাকা সালামী পেয়েছো। সব টাকা তোমার মায়ের কাছে আছে। বড় হয়ে বুঝে নেবে। আমি তোমার টাকা ধরি না। এখন পর্যন্ত তোমার এক লাখ টাকার বেশী হয়ে যাওয়ার কথা।

প্রিয় কন্যা ফাইহা,
এখন তোমার সতের মাস চলছে। তুমি সুন্দর করে হাঁটতে পারো। আমাদের সব কথা বুঝতে পারো। আমি যদি বলি- ফারাজা আমার মোবাইলটা নিয়ে আসো। ঠিক ঠিক তুমি আমার মোবাইল খুঁজে নিয়ে আসো। আমি যদি বলি, ফারাজা এখন তোমারা ছবি তুলবো, হাসি দাও। তুমি মিষ্টি একটা হাসি দাও। আগামী ঈদে তুমি অনেক বড় হয়ে যাবে। তখন তরতর করে সব কথা কইতে পারবে। আমি সেই অপেক্ষায় আছি। আজ তোমাকে এবং তোমার মাকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতাম। কিন্তু ড্রাইভার গেছে ঈদের ছুটিতে। তাই আর আজ কোথাও যাওয়া হলো না। এদিকে তোমার মা গাল ফুলিয়ে বসে আছে। প্রিয় কন্যা তুমি অবুঝ হইয়ো না। সমস্যা বুঝবে। যুক্তি বুঝবে। অবিবেচক হবে না। আমাকে বুঝবে। ছাড় দিতে শিখবে। অযথা মন খারাপ করে বসে থাকবে না।

প্রিয় কন্যা আমার-
কিছুক্ষন আগে তোমাকে রাতের খাবার খাওয়ানো হয়েছে। এখন তুমি আরাম করে ঘুমাচ্ছো। তোমাকে খাওয়াতে এক ঘন্টা সময় লাগে। তুমি এক জায়গায় স্থির হয়ে থাকো না। তোমার পিছনে তোমার মায়ের ছুটতে হয়। তোমার মায়ের ধৈর্য্য আছে। আমি হলে এতদিনে পাগল হয়ে যেতাম। তোমার মার এখন নিজের জন্য কোনো সময় নেই। তার সব সময় তোমাকে দিয়ে দিয়েছে। এমন কি তোমার মা আমাকেও সময় দিতে পারে না। যাই হোক, আজ লেখা এখানেই শেষ করছি। আবার পরে লিখতে বসবো। লিখতে আমার ভালো লাগে। তুমি বড় হয়ে লিখবে। অবশ্যই লিখবে। যা মন চায় লিখবে। লেখালেখির মধ্যে একটা আনন্দ আছে। যদিও লেখালেখি করতে গেলে শত্রু তৈরি হয়। ব্লগে লেখালেখি করতে গিয়ে আমার অনেক শত্রু তৈরি হয়েছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২২ সকাল ৮:৫১

বিজন রয় বলেছেন: ভালবাসা।

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা মে, ২০২২ সকাল ১০:৪২

সোনাগাজী বলেছেন:


মেয়েকে মোবাইল আনতে বললে, সে মোবাইল আনে; টেবিলে বসে খেতে বললে সে টেবিলে বসে খাবে; তাকে অন্যত্র খাওয়ানো না'হলে,সে নিয়ম শিখবে।

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: ওর মা বেশি বুঝে।

৩| ০৫ ই মে, ২০২২ সকাল ৮:৪৮

সোনাগাজী বলেছেন:



আপনাকে জেনারেল করেছে?

০৫ ই মে, ২০২২ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: কি কি যে করেছে জানি না।
মডারেশন স্ট্যাটাস এ লেখা সেফ।
কিন্তু লেখা প্রথম পাতায় যাচ্ছে না। কাউকে মন্তব্যও করতে পারছি না।

৪| ০৫ ই মে, ২০২২ সকাল ৯:০২

নূর আলম হিরণ বলেছেন: আপনার লেখা সামনের পাতায় যায় না? আবার কি সমস্যা হলো?

০৫ ই মে, ২০২২ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: থাক ব্যাপার না। অভ্যাস আছে।

৫| ১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫০

খায়রুল আহসান বলেছেন: ২ নং মন্তব্যটা অনুসরণ করুন; উনি ভালো বলেছেন।
মেয়ের জন্য দোয়া....

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: মেয়ে তার পছন্দ মতো চলতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.