নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লাবনী তোমাকে ভুলিনি

০৯ ই মে, ২০২২ রাত ১১:৫৮


ছবিঃ সংগ্রহ।

তখন আমার বয়স অল্প।
১৮ বছর হবে সম্ভবত। আমি ট্রেনে করে চিটাগাং যাচ্ছি মামার বাসায়। এখনো সেই ট্রেনটার নাম মনে আছে 'তৃনা নিশীথে'। প্রচন্ড শীত। চারিদিকে কুয়াশা। আমার ভাগ্য ভালো, ট্রেনে খুব একটা ভিড় নেই। বাস থেকে ট্রেন'ই আমার বেশী ভালো লাগে। রাতের ট্রেন। ঢাকা থেকে চলেছি চিটাগাং এর উদ্দেশ্যে। আমি একাই যাচ্ছি। এর আগেও আমি অনেকবার একা যাতায়াত করেছি। আমি খুব সহজ সরল ছেলে। দেখতে সুন্দর। পারিবারিক অবস্থা বেশ ভালো। সব সময় ফিটফাট হয়ে থাকি। লেখাপড়ায় খুব ভালো।

আমি যে ট্রেনের কামরায় উঠেছি।
সেটা একটা কেবিন। কেবিনটা চারজনের। সুন্দর কেবিন। পা ছড়িয়ে শোয়া যাবে আরাম করে। ঢাকা থেকে কোনো প্যাসেঞ্জার উঠেনি। আপাতত আমি একাই আছি কামরায়। সাথে শার্লক হোমস আছে। ব্যোমকেশ আছে- পড়ে রাত ভোর করে ফেলতে পারবো। বাসে বই পড়ে আরাম পাওয়া যায় না। কিন্তু ট্রেনে বই পড়ে আরাম পাওয়া যায়। রাত একটায় ট্রেন কোনো এক স্টেশনে থামলো। আমি নেমে জটপট এক কাপ চা খেয়ে নিলাম। অবশ্য কেবিনেও আমাকে চা, স্যান্ডউইচ দিয়েছিল। সেটা অতি অখাদ্য। আমি জানি ট্রেনের খাবার কখনও ভালো হয় না। রাতে বাসা থেকেই খেয়ে নিয়েছি।

যাইহোক, ট্রেন হুইসেল দিলো।
আমি দৌড়ে ট্রেন উঠে পড়লাম। তখন দেখি, একটা মেয়ে ট্রেনের দরজায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটার আমার মতোই বয়স হবে। মেয়েটা ভীষণ সুন্দর। মাথা ভরতি সুন্দর চুল। দাতের সেটিং দারুন। মোটা করে চোখে কাজল দেওয়া। কপালে একটা টিপ। পুরো একটা মায়াবতী। মেয়েটাকে দেখে ভালো লাগলো। ছোটবেলা থেকেই সুন্দরের প্রতি আমার প্রবল আকর্ষণ। হোক সেটা মানুষ বা প্রকৃতি। আমি ক্লাশে সব সময় সবচেয়ে সুন্দর মেয়েটার পাশে বসতাম। এই অভ্যাস আমার ছোটবেলা থেকেই। আমি মেয়েটাকে বললাম, আপনার মন খারাপ? মেয়েটা বলল, চিটাগাং যাচ্ছি। কিন্তু আমার কামরায় লোকগুলো ভালো নয়। কার্ড খেলছে। হইচই করছে। আমার দিকে নোংরা চোখে তাকাচ্ছে। আমি বললাম, আপনি আমার কামরায় চলে আসুন। কোনো সমস্যা নেই। মেয়েটা আমার চোখ ও হাসি দেখে বুঝলো আমি ভালো মানুষ। মেয়েরা এসব বুঝতে পারে।

মেয়েটা আমার কামরায় এলো।
বলল, আপনি একা যাচ্ছেন? তারপর আমাদের মাঝে অনেক গল্প হলো। আমি অতি অল্প সময়ে আসর জমিয়ে ফেলতে পারি। মেয়েটার নাম লাবনী। আমার চেয়ে বয়সে দুই বছর বড়। অনার্স পড়ছে। সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান। লালমাটিয়া কলেজ। রাত দুটা। ট্রেন কোনো স্টেশনে থামলেই আমরা দৌড়ে গিয়ে চা খাই। আমার গল্পে, আমার কথায় মেয়েটা মুগ্ধ। আমার অতি তুচ্ছ কথাতেও মেয়েটা খিল খিল করে হাসে। হাসিটা অনেক সুন্দর। একদম বুকে এসে লাগে। মেয়েটা বুঝে গেছে- আমি ভালো ছেলে। সহজ সরল। লোভী নই। মানসিকতা উন্নত। এগুলো মেয়েরা অতি সহজেই বুঝে যায়। এটা মেয়েদের একটা বিশেষ ক্ষমতা।

কিছুক্ষণের মধ্যেই ভোর হবে।
কুয়াশা ভেদ করে জানালা দিয়ে আপছা বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। ঢাকা থেকে চিটাগং এ শীত বেশি। হঠাৎ লাবনী আমাকে জড়িয়ে ধরলো। আমি প্রস্তুত ছিলাম না। ভালোবাসার স্পর্শ? কি যে ভালো লাগলো। লাবনীর বক্ষ আমার বুকের সাথে মিশে গেলো। আমরা ঠোটে ঠোঁট রাখলাম। আমরা দুজন এইসব আগে কখনও করিনি। অথচ কোথাও বেগ পেতে হয়নি। কতক্ষণ সময় বয়ে চললো জানি না। শুধু এতটুকু দুজনেই অনুভব করেছিলাম, জান্নাত নেমে এসেছে ট্রেনের এই কামরায়।
তারপর মুহুর্তের মধ্যে সব ঘটে গেল। কেমন একটা ভালো লাগায় সারা শরীর ভরে গেলো। অলসতায় ভরা দুটো শরীর। এরকম আনন্দ আমি আগে কোনোদিন পাইনি। কেমন একটা শিহরণ, কেমন একটা ভালো লাগা সেটা আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। আমি লাবনীর চোখে মুখে একটা প্রশান্তি দেখলাম। তখন আমাদের মুখে কোনো কথা ছিলো না। চোখ ভরা ঘুম ছিলো। অথচ দুজন ভেবে রেখেছিলাম একসাথে ভোর হওয়ার দেখব।

মন্তব্য ৫৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২২ রাত ১২:০১

শায়মা বলেছেন: ইয়ে!!!!!!!!!!!!!!!!!

ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ওয়েলকাম ওয়েলকাম!!!!!!!!!!!!

১০ ই মে, ২০২২ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

এসে গেছি। হে হে---
সকলকে ধন্যবাদ।
মুরুব্বির ভালোবাসা ও দোয়া কাজে লেগেছে।

২| ১০ ই মে, ২০২২ রাত ১২:০৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনি কি আগে জান্নাতে গিয়েছিলেন ? কিভাবে বুঝলেন জান্নাত নেমে আসছে?

১০ ই মে, ২০২২ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: আই ফিল দ্যাট।
জান্নাতের বর্ননা তো জানি।

৩| ১০ ই মে, ২০২২ রাত ১২:০৪

সোনাগাজী বলেছেন:



ঢাকার আবহাওয়া কেমন?

১০ ই মে, ২০২২ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: বৈশাখ মাস।
যখন রোদ উঠে মারাত্মক রোদ উঠে। কিন্তু হুটহাট আকাশ কালো হয়ে যায়। কখনও কখনও বৃষ্টি হয়। বৃষ্টি হলেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগে।
কড়া রোদ হলেও আমার সমস্যা নাই। আমি এসি রুমে বসে চা খাই।

৪| ১০ ই মে, ২০২২ রাত ১২:২২

শূন্য সারমর্ম বলেছেন:

লাবণী থেকে লাভ হয়েছে?

১০ ই মে, ২০২২ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: লাবনী আজ কোথাও নেই। হারিয়ে গেছে।
লাবনীকে পেয়েছিলাম অল্প সময়ের জন্য। এখন সে কোথায় আছে কে জানে!

৫| ১০ ই মে, ২০২২ রাত ১:০০

প্রতিদিন বাংলা বলেছেন: ছবিটা দেশের প্রেক্ষাপটে বেমানান

১০ ই মে, ২০২২ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: আমি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবি না। আমার মাথায় সারা বিশ্বের চিন্তা ভাবনা।
আমি শুধু বাংলাদেশকেই নিজের দেশ ভাবি না। পুরো বিশ্বই আমার দেশ।

৬| ১০ ই মে, ২০২২ রাত ১:০১

আশিকি ৪ বলেছেন: সুস্বাগতম।

১০ ই মে, ২০২২ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকুন। পাশে থাকুন।

৭| ১০ ই মে, ২০২২ রাত ১:০৪

প্রতিদিন বাংলা বলেছেন: ভালো লেখা।
ছবিটা,
দেশের প্রেক্ষাপটে বেমানান ও বেআইনি
আর
বিদেশের প্রেক্ষাপটে বেআইনি

১০ ই মে, ২০২২ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: ছবি বেমানান হতে পারে। কিন্তু আমার লেখা সত্য ।

৮| ১০ ই মে, ২০২২ রাত ১:১৩

আশিকি ৪ বলেছেন: সুত্র উল্লেক করভেন ফুষ্টে। এরপর উগুলোরে গননার টাইম কই।
ফ্রন্ট পেযে এক্টা ফুষ্টু আছে চিপায় পড়লে হাতিরেও ব্যাঙ লাথি দেয়! পরচেন ? ?

১০ ই মে, ২০২২ রাত ১:১৭

রাজীব নুর বলেছেন: না পোষ্ট টি পড়ি নাই।
পড়বো। সকালে।

৯| ১০ ই মে, ২০২২ রাত ১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও আপনাকে ভুলি নাই খান সাব।
এবার থেকে একটু সাবধানে পথ চলুন।
পঁচা শামুকেই পা কাটে বুঝলেনতো!
দুষ্ট লোকের মিষ্টি কথায় তুষ্ট হবেন৷ না।
বাসার সব ভালো?

১০ ই মে, ২০২২ রাত ২:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
হ্যাঁ অবশ্যই সাবধান থাকবো।

জ্বী বাসার সবাই ভালো আছে।

১০| ১০ ই মে, ২০২২ রাত ২:১৫

গরল বলেছেন: ফিরে আসার জন্য অভিনন্দন, আশা করি আর কখনও লেখার স্বাধিনতা হারাবেন না।

১০ ই মে, ২০২২ রাত ২:২৪

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।
সাবধান থাকবো।

১১| ১০ ই মে, ২০২২ রাত ২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ওয়েলকাম ব্যাক।
ফিরেই একি ছবি দিয়ে শুরু করলেন গুরু!! ;)

১০ ই মে, ২০২২ রাত ২:৪০

রাজীব নুর বলেছেন: রমজান মাস তো শেষ।

১২| ১০ ই মে, ২০২২ রাত ২:৫৫

রেজাউল৯৬ বলেছেন: মেয়েটা আপনাকে কোক বার্গার খায়ালো না?
মাইন্ড কর্লাম। :(

১০ ই মে, ২০২২ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: ওকে।

১৩| ১০ ই মে, ২০২২ রাত ২:৫৭

রেজাউল৯৬ বলেছেন: যখন আপনার পোষ্ট ভেতরের পাতায় ছিল, কেউ যেত না, আমি কিন্তু গিয়েছি, মন্তব্য করেচি।
দু:সময়ের বন্দুই কিন্তু আসল বন্দু।

১০ ই মে, ২০২২ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: ভালো।

১৪| ১০ ই মে, ২০২২ রাত ২:৫৯

রেজাউল৯৬ বলেছেন: কলিকাতায় গিয়েছিলাম। ফেরার তারায় গত কয়দিন ব্লগে ডুকতে পারি নি। এই জন্য আপনার পোষ্টে আসা হয় নাই।
মাইন করেন নাই আশা করি।

১০ ই মে, ২০২২ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: না ঠিক আছে।

১৫| ১০ ই মে, ২০২২ রাত ৩:০১

রেজাউল৯৬ বলেছেন: আপ্নার জন্য গিপ্ট আনছি।
রুপা ব্র‌্যান্ডের হাপ ডরজন আ্নডার পেন।
কিভাবে আপ্নাকে পৌছানো যাে যদি বলতেন পিলিস।

১০ ই মে, ২০২২ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ১০ ই মে, ২০২২ ভোর ৪:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজশাহী থেকে ট্রেনে ঢাকা আসার পথে সীমা, অর্থী নামের দুজন মেয়ের সাথে পরিচয় হয়েছিল। অর্থীর সাথে একটা বোঝাপড়াও তৈরি হয়ে গেছিল। মিস করি তাকে।

১০ ই মে, ২০২২ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: একদিন দেখা হয়ে যাবে সীমা, অর্থীর সাথে নিশ্চয়ই।

১৭| ১০ ই মে, ২০২২ সকাল ৯:২৮

জুন বলেছেন: অনেকদিন পর আপনার দেখা পেয়ে ভালোলাগলো সাথে আপনার অভিজ্ঞতাটি । ফিরে আসার জন্য অভিনন্দন। আশাকরি পরী আর তাদের মাকে নীয়ে ভালোই ঈদ কেটেছে। ট্রেন আমার প্রিয় যানবাহন তাই ট্রেন নিয়ে লেখালেখি আমার পছন্দের ।
ছবিটি কি আমাদের বর্তমান মিডিয়া সেনসেশন পরিমনীর !!! আর ট্রেনের নাম হবে তুর্ণা নিশীথা
আমাদের চাচা মিয়া রাখিচ্ছিলো, উনি বিশাল কবি ছিলেন, তাই সব কিছুতেই তাঁর কাব্য প্রতিভার ছোয়া দেখতে পাওয়া যায় :)

১০ ই মে, ২০২২ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: দিন শেষে অভিজ্ঞতাটুকুই থাকে।
পরী, ফারাজা, সুরভি ভালো আছে। এজন্য আমিও ভালো আছি।

ছবিতে পরী মনি নেই। ধন্যবাদ ট্রেনের সঠিক নামটি বলার জন্য।
রবীন্দ্রনাথের কাছে আমাদের বারবার যেতে হবে।

১৮| ১০ ই মে, ২০২২ সকাল ৯:৪৬

জুল ভার্ন বলেছেন: শুভেচ্ছা স্বাগতমঃ রাজীব নুরের আগমন!

১০ ই মে, ২০২২ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।

১৯| ১০ ই মে, ২০২২ সকাল ৯:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পোস্টটা পড়ে যেন ট্রেনের ঝাকুনি দিলো বুকে !! :)

১০ ই মে, ২০২২ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: হায় হায়----

কি যে বলেন!!!!

২০| ১০ ই মে, ২০২২ সকাল ১০:০৯

রানার ব্লগ বলেছেন: বাহ বেশ বেশ !!!!

১০ ই মে, ২০২২ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: সব মানুশেরই এরকম অভিজ্ঞতা হয় কমবেশি।

২১| ১০ ই মে, ২০২২ সকাল ১০:৩৯

ইসিয়াক বলেছেন: ট্রেন রোমান্স বেশ জমজমাট লাগলো।
ইহা সত্য, না-কি কল্পনা?

১০ ই মে, ২০২২ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: ইহা সত্য।

২২| ১০ ই মে, ২০২২ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বানানো গল্প।

১০ ই মে, ২০২২ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: হ্যাঁ এরকম আপনি ভাবতেই পারেন।

২৩| ১০ ই মে, ২০২২ দুপুর ১:৪৪

জুন বলেছেন: এখানে কবি বলতে আমি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদকে বুঝিয়েছি রাজীব নুর । উনি কিন্ত অনেক ট্রেনের নাম রেখেছেন উর্মি গোধুলী, উর্মি অরুনা, পারাবত, এই তুর্ণা নীশিথা ছাড়াও আরও ।

১০ ই মে, ২০২২ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: আমি এটাই সন্দেহ করেছিলাম।
পরে ভাবলাম যেহেতু ২৫ বৈশাখ। তাই হয়তো কবি গুরুকে স্মরণ করেছেন।

এরশাদ সাহেব যখন ক্ষমতায় তখন আমি অনেক ছোট। হাফ প্যান্ট পড়ি।
কিন্তু কিছু কিছু ঘটনা আমার মনে আছে। যেমন- ঢাকা শহরের বেশ কিছু এলাকায় এরশাদ ও তার স্ত্রীর (রওশন এরশাদ) ছবি ছিলো। কাকরাইল মসজিদের কাছে তাদের একটা ছবি ছিলো।
বি টিভিতে ৮ টার খবরের আগে- এরশাদ সাহেবের রচিত গান হতো।

২৪| ১০ ই মে, ২০২২ দুপুর ২:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রর্তাবতর্নে ভালোলাগছে।

১০ ই মে, ২০২২ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৫| ১০ ই মে, ২০২২ দুপুর ২:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিয়োগ ব্যথা কখনই ভালোনা।

১০ ই মে, ২০২২ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: বিয়োগ ব্যথার দরকার আছে।

২৬| ১০ ই মে, ২০২২ রাত ১১:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নাম্বার ঠিকানা নেন নি?

১১ ই মে, ২০২২ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: নেওয়া হয়নি।
আসলে একটা ঘোরের মধ্যে ছিলাম।

২৭| ১০ ই মে, ২০২২ রাত ১১:২৬

জ্যাকেল বলেছেন: ওয়েলখাম ব্যাখ। আশা করি স্থায়িত্ব রাখবেন। মৌলিক পোস্ট ভাল লেগেছে। এখনকার মত ঘুমু ঘুমু চোখ পরিস্কার।

ফানঃ চাচা এরশাদ'র সাথে নিজেকে গুলিয়ে ফেললে মাইন্ড খাইবেন না। আমি কিন্তু কবিয়াল-চাচার দেওয়া নামগুলার ভক্ত।

১১ ই মে, ২০২২ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.