নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

১০ ই মে, ২০২২ বিকাল ৩:০৬



অনেকদিন ছবি ব্লগ দেই না।
তাই ভাবলাম আজ একটা ছবি ব্লগ দেই। ছবি গুলো অনেক আগের তোলা। ইদানিং একেবারেই ছবি তুলছি না। তবে খুব শ্রীঘই ক্যামেরা হাতে নিয়ে বের হবো। তাছাড়া ছবি তুলবো কি করে? টানা দুই বছর তো করোনা গেলো। এখন অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গত আঠারো দিনে দেশে একজনও করোনায় মারা যায় নি। এবং আক্রান্ত হয়েছে মাত্র চার জন। এদিকে আমি এখনও বুস্টার দিতে পারিনি। ম্যাসেজ আসে নাই। তাই দেওয়া হয় না। ম্যাসেজ নিশ্চয়ই আসবে। বাংলাদেশে করোনায় প্রায় ৩০ হাজার লোক মারা গেছে। এঁর মধ্যে আমার বাবা একজন। আব্বাকে ছাড়া বেশ কোনঠাসা হয়ে গেছি। যাই হোক, এখন ছবি দেখুন।

১। মানুষজন দান করতে পছন্দ করে। ইহা সত্য। সব জায়গায় দরিদ্র অসহায় মানুষ হাত পেতে থাকে। হোক মসজিদ, হোক ফুটপাত।

২। বৈশাখ মাসের আকাশ। বৈশাখ মাসে আকাশের মন মেজাজ বোঝা দায়।

৩। শরতের আকাশ সবচেয়ে সুন্দর। এই মেঘ। এই রোদ।

৪। বারাশিয়া নদী। নদী ভাঙছে। পথ ছোট হয়ে যাচ্ছে।

৫। এই পথ মাদ্রাসায় গিয়ে শেষ হয়েছে।

৬। দরিদ্রময় একটা মাদ্ররাসা। শহরের মধ্যে মাদ্রাসা গুলোর আয় ইনকাম ভালো। গ্রামের ভিতরের মাদ্রাসা গুলোর করুণ অবস্থা।

৭। এই লোকটা কিছুদিন আগে মারা গেছে। আমাদের অর্থমন্ত্রী ছিলেন।

৮। আমার বন্ধু শাহেদ জামাল।

৯। ঢাকা শহরের ফুটপাত থেকে প্রতিদিন ৫ কোটি টাকা উঠে। জ্বী হ্যাঁ ইহা সত্য।

১০। নদীর নাম মধুমতি।

১১। এটা বাংলাদেশের এক মন্ত্রীর গ্রামের বাড়ি।

১২। বহু পুরোনো ছবি। বিএনপির সংবাদ সম্মেলন।

১৩। এই ছবিটা তুলতে গিয়ে বিপদে পড়ে গিয়েছিলাম।

১৪। পরী।

১৫। আমরা।

১৬। শাহেদ জামাল ও নীলা।

১৭। পাটুরিয়া ফেরীঘাট।

১৮। আমরা।

১৯। বনলতা সেন।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২২ বিকাল ৩:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।

১০ ই মে, ২০২২ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

২| ১০ ই মে, ২০২২ বিকাল ৩:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: আগামীকাল আকাশ মেঘমুক্ত থাকলে ৫টার পর পর শ্যামলীতে আসতে পারেন রাজীব
অফিস শেষে অপেক্ষায় থাকবো----------

১০ ই মে, ২০২২ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: না আসতে পারবো না। স্যরি।
তবে কোনো একদিন হুট করে চলে আসবো।

৩| ১০ ই মে, ২০২২ বিকাল ৫:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: ভালো ছবি

১১ ই মে, ২০২২ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১০ ই মে, ২০২২ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:



শাহেদ জামাল ও আপনার মাঝে চেহারায় মিলআছে।

১১ ই মে, ২০২২ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।
আমরা ছোটবেলার বন্ধু।

৫| ১০ ই মে, ২০২২ বিকাল ৫:৩৪

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সুন্দর

১১ ই মে, ২০২২ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ৩ আর ১৯ নাম্বারটা সবচেয়ে ভালো হয়েছে।

১১ ই মে, ২০২২ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: আপনি যখন বলেছেন, ভালো হয়েছে, তাহলে আসলেই ভালো হয়েছে।
ধন্যবাদ।

৭| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাগাজী বলেছেনঃ
শাহেদ জামাল ও আপনার মাঝে চেহারায় মিলআছে

এবার শিষ্য আর গুরুর লড়াই হবে!
দেখি কে হারে কে জিতে?
শিষ্য কি গুরুর কথার বাইরে যাবে?

আমারও একই ধারণা!

১১ ই মে, ২০২২ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: লড়াই আমি করি না। আগেই হার মানলাম।

৮| ১০ ই মে, ২০২২ রাত ৮:১০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ২, ৩, ৪, ৫ , ১০, ১৩ , ১৭ , ১৯ অসম্ভব সুন্দর।

১১ ই মে, ২০২২ রাত ১২:৫৯

রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।

৯| ১০ ই মে, ২০২২ রাত ৯:০৭

রেজাউল৯৬ বলেছেন: একদম সুরুর ছবিটা কিসের ? আপ্নাকে সংবর্ধনা দেয়া হচ্ছে? আপনার একটা ছবি দিতে পার্লো না?
যা হোক আপ্নাকে আমিও একটা সংবর্ধনা দিতে চাই।

আপ্নের বাসার খাওয়াদাওয়ার এক্টা ছবি ব্লগ দিয়েন। কুক-বার্গাড় রাক্বেন কিন্তু।

১১ ই মে, ২০২২ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: !

১০| ১০ ই মে, ২০২২ রাত ৯:১১

রেজাউল৯৬ বলেছেন: সুন্দর সুন্দর মন্তব্য পরলে আমার কপি করে রাক্তে ইচ্ছা করে। পরে সুবিদা মত পেষ্ট করে দিব। পোষ্ট কপি-পেষ্ট
করা যাবে না, কিন্তুক মন্তব্য কপি পেষ্ট করিলে তো আর দোষের কিচু নাই। এই জন্য নীচে এক্টা কপি-পেষ্ট মন্তব্য করতেছি।

১১ ই মে, ২০২২ রাত ১:০১

রাজীব নুর বলেছেন: !!

১১| ১০ ই মে, ২০২২ রাত ৯:১২

রেজাউল৯৬ বলেছেন: চারনম্বরে সোনাগাছির মন্তব্য ভাল লেগেছে।

১২| ১০ ই মে, ২০২২ রাত ৯:১৩

রেজাউল৯৬ বলেছেন: টাইপো- গাছি---> গাজি হবে।

১৩| ১০ ই মে, ২০২২ রাত ৯:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবি ব্লগ ‌‌।

১১ ই মে, ২০২২ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ১০ ই মে, ২০২২ রাত ১১:০৮

জ্যাকেল বলেছেন: আপনি পারলে ঢাকার রাস্তায় গরিবদের নিয়ে একটা ফটুক ব্লগ দেন।

১১ ই মে, ২০২২ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: এরকম কাজ অনেক হয়েছে।

১৫| ১১ ই মে, ২০২২ রাত ১:২৭

গরল বলেছেন: বনলতা সেন ছবিটা চমৎকার হয়েছে, এক্সপোজার টা ঠিক হলে অসাধারণ একটা ছবি হত।

১১ ই মে, ২০২২ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: অসুবিধা নেই। এরকম ছবি আবার তোলা যাবে। কারন বনলতা আমার বাসায় থাকে।

১৬| ১১ ই মে, ২০২২ রাত ১:৩০

রেজাউল৯৬ বলেছেন: আমার মন্তব্য দুটির জবাব দেয়ার জন্য আপ্নাকে অনেক ধন্যবাদ।

১১ ই মে, ২০২২ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: মজা নিচ্ছেন?

১৭| ১১ ই মে, ২০২২ সকাল ১১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
৪/৫টা ছবি বেশ সুন্দর।

১১ ই মে, ২০২২ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উনি এত মজা নিচ্ছে কেনো?
নতুন পাগলের আমদানী মনে হয়!

১১ ই মে, ২০২২ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: মাল্টি।

১৯| ১১ ই মে, ২০২২ রাত ১১:২১

জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন: এরকম কাজ অনেক হয়েছে।

লিংক?

১২ ই মে, ২০২২ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: আসলে আমি নিজেই এরকম ছবি বহু তুলেছি। ছবি গুলো এখন কোথায় আছে আমি জানি না। খুঁজে পেলে একটা ছবি ব্লগ পোষ্ট দিব।

২০| ১৩ ই মে, ২০২২ সকাল ৯:৫২

জ্যাকেল বলেছেন: খুঁজে দেবেন কেন। ঘর থেকে বেরুলেই তো আপনি দেখেন খালি গরিব আর গরিব। নতুন ছবি তুলে সেটাই প্রমান করেন।

১৩ ই মে, ২০২২ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: আপাতত আমি ছবি তোলা বন্ধ করেছি। কতদিন ক্যামেরা হাতে নিই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.