নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা যদি ভালোই হয়, তাহলে বাবা-মা এটা মেনে নিতে চায় না কেন?

১২ ই মে, ২০২২ দুপুর ২:২২


ছবিঃ ফেসবুক।

ভালোবাসা অন্যায় না। পাপ না।
কিন্তু ভালোবাসার একটা সময় আছে। সময়ের আগে ভালোবাসা করা অন্যায়। সবার আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। কিন্তু পোলাপান স্কুল কলেজে থাকা অবস্থাতেই প্রেম ভালোবাসা শুরু করে। তখন লেখাপড়ার ক্ষতি হয়। জীবনের সুন্দর পথ অসংখ্য ভুল দিয়ে ভরে যায়। এজন্য আগে নিজেকে গড়ে তুলতে হবে তারপর প্রেম ভালোবাসা করতে হবে। যারা প্রেম ভালোবাসাকে বেশী গুরুত্ব দেয় তাদের কপালে দুঃখ থাকে। একজীবনে তাদের অসংখ্যবার কাঁদতে হয়।

বাবা মা সন্তানের ভালো চায়।
তাই প্রতিটা বাবা মা চায়- তার ছেলেমেয়ে আগে লেখাপড়া শেষ করুক। মানুষের মতো মানুষ হোক। নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করুক। সমাজে প্রতিষ্ঠিত হোক। তারপর প্রেম ভালোবাসা। একজন ছেলে বা একজন মেয়ে যদি লেখাপড়া সুন্দরভাবে শেষ করে, নিজেকে প্রতিষ্ঠিত করে প্রেম ভালোবাসা করে, তখন বাবা মা অবশ্যই মেনে নেয়। কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগেই যারা প্রেম ভালোয়াবসা করে, তাঁরা নির্বোধ। সবচেয়ে বড় কথা তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। দাগ পড়ে যায়। এই দাগ আমৃত্যু বহন করে চলতে হয়। দাগ উঠে না। ভুলে থাকাও যায় না। যন্ত্রনাবিদ্ধ হতে হয় অনেকবার।

ছাত্রবস্থায় প্রেম ভালোবাসা করতে গেলে- লেখাপড়ায় ক্ষতি হয়।
মানসিক শান্তি নষ্ট হয়। তখন পোলাপান লেখাপড়া বাদ দিয়ে প্রেম ভালোবাসা নিয়ে ভাবে। ফালতু সব স্বপ্ন দেখে। অবশ্য তখন মন থাকে নরম, জ্ঞান থাকে কম- তাই ভুল সিদ্ধান্ত নেওয়াটা অস্বাভাবিক নয়। সন্তানের কষ্ট মানে বাবা মায়ের কষ্ট। সন্তান ভালো থাকলে বাবা মা ভালো থাকেন। সবচেয়ে বড় কথা এযুগের ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা বুঝেই না। তাঁরা মনে করে প্রেম ভালোবাসা মানেই রাত জেগে মোবাইলে কথা বলা। ফুচকা খাওয়া। পার্কে নিরিবিলিতে বসে থাকা। সুযোগ পেলে হাতাহাতি করা। এগুলো প্রেম নয়, নোংরামী।

মেয়েরা সাধারণত সহজ সরল হয়।
প্রেম ভালোবাসার ফাঁদে পড়লে তাদের সর্বনাশ। লেখাপড়ার বারোটা বেজে যায়। লেখাপড়া না করলে জীবন প্রায় অচল। এজন্য বাবা মা প্রেম ভালোবাসার বিরুদ্ধে। আমার নিজের কথা বলি- একবার পহেলা বৈশাখে আমি বাসায়। আব্বা বলল, আজ ঢাকা শহরের সমস্ত মানুষ বাইরে বের হয়েছে। ঘুরে বেড়াচ্ছে। আর তুই বাসায় ক্যান? তোর মেয়ে বন্ধু নাই? যা তার সাথে ঘুরে আয়। আব্বা আমাকে দুই হাজার টাকাও দিলো। আমি মিলি নামের একটা মেয়েকে ফোন দিলাম। বললাম, চলো আমরা একসাথে কিছু সময় কাটাই। সে বলল সে বন্ধুদের সাথে ভীষন ব্যস্ত। আরেকটা মেয়েকে ফোন দিলাম সেও ব্যস্ত। শেষে পাশের বাসার সুমনা ভাবীর সাথে বাইরে গেলাম।

আগে সুন্দর করে লেখাপড়া শেষ করতে হবে।
তারপর প্রেম ভালোবাসা। নিজেকে প্রতিষ্ঠিত করে প্রেম ভালোবাসা করলে কোনো বাবা মা মানা করবেন না। কিশোরী বয়সে মেয়েদের আবেগ থাকে বেশি। পোলা গুলো বদ হয়। আর এযুগের ছেলেদের প্রেম ভালোবাসার উদ্দেশ্য একটাই- বিছানায় নেওয়া। কেউ কেউ এতই আধুনিক যে তাদের প্রথম শারীরিক সম্পর্কটা ভিডিও করে রাখে। তারপরে সেই ছেলের সাথে ঝগড়া হয়। ছেলে ভয় দেখায়- এই ভিডিও আমি ইন্টারনেটে ছেড়ে দিবো। মেয়ে কাঁদে। সারা জীবন ধরে কাঁদতে হয়। এই মেয়েটাই যদি লেখাপড়া শেষ করে। তারপর প্রেম ভালোবাসা করে, তখন মেয়েটা ভুল গুলো, সমস্যা গুলো বুঝতে পারে। সাবধান থাকতে পারে।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২২ দুপুর ২:২৬

বিজন রয় বলেছেন: এটা মানসিক সমস্যা। মনের দোষ।
সমাজের বিভ্রান্তি।

১২ ই মে, ২০২২ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: সেটাই।
এই বিভ্রান্তি থেকে ছেলেমেয়েদের দূরে রাখতে হবে।

২| ১২ ই মে, ২০২২ দুপুর ২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালোবাসা যদি ভালোই হয়, তাহলে বাবা-মা এটা মেনে নিতে চায় না কেন?


ভালোবাসার নানান ধরন আছে দাদা। সবটা মেনে নেয়া যায় না।
আর ভালোবাসার পেরের যে স্টেজ, বিয়ে-সংসার, সেটার বিষয়টা ভিন্ন। আপনি সম্ভবতো এটাই মিন করেছেন।
এটার বিষয়ে বাবা-মা সাধারণত ৩টি জিনিস বিবেচনা করে।
১। স্ট্যাটাস
২। দেখতে কেমন
৩। ভবিষ্যতে এই সম্পর্ক টিকার চান্স।

প্রেমিক-প্রেমাকার বয়স সাধারণত কম থাকার কারণে তারা এই গুরুত্বপূর্ণ ৩টি বিষয় বিবেচনা করার মতো পরিপূর্ণ অভিজ্ঞ হয়ে উঠতে পারে না বলেই বাবা মা ভালোবাসাটা পছন্দ করেন না।

ইহা নিতান্তই আমার ব্যক্তিগত উপলব্ধি, অন্যের বিবেচনার সাথে নাও মিলতে পারে।

১২ ই মে, ২০২২ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: আপনি সঠিক কথা বলেছেন।

৩| ১২ ই মে, ২০২২ দুপুর ২:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মিলিকে আপনি ঠিক মত অফার করেননি।
আমার মনে হচ্ছে আপনিও আসলে মিলির সাথে সময় কাটাতে চাননি।

১২ ই মে, ২০২২ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: আসলে তখন অল্প বয়স ছিলো।
দেশ সমাজ মানুষ বুঝতে পারতাম না।

মিলির জন্য আমি এখনও মাঝে মাঝে টান অনুভব করি।

৪| ১২ ই মে, ২০২২ দুপুর ২:৪৭

বিজন রয় বলেছেন: @ স্বপ্নবাজ সৌরভ......... মিলি কে?

১২ ই মে, ২০২২ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: প্রথম থেকে চার নম্বর প্যারা পড়লেই বুঝতে পারবেন।

৫| ১২ ই মে, ২০২২ দুপুর ২:৪৯

প্রতিদিন বাংলা বলেছেন: বিয়ের আগে নর নারী র প্রেম বা ভালোবাসা
ধরে নেই এই ভালোবাসার মূল লক্ষ-বিয়ে, সংসার, সন্তান উৎপাদন ও পরিচর্যা।
এই ভালোবাসা র অর্থ হলো ধোকা বা জালিয়াতি। যা পৃথিবীর জঘন্য তম কাজ। !

১২ ই মে, ২০২২ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেটাই।

৬| ১২ ই মে, ২০২২ দুপুর ২:৫৭

ইমরোজ৭৫ বলেছেন: ভালোবাসা আছে নাকি? সবই জৈবিক আকর্ষণ।

১২ ই মে, ২০২২ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: লেখাপড়া শেষ করার আগে যারা বিয়ে করে ফেলে তাদের কাছে এরকমই মনে হয়।

৭| ১২ ই মে, ২০২২ বিকাল ৩:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


বাবা-মা ভালোবেসে বিয়ে করলে ছেলেমেয়েদের ভালোবাসার বিয়ের চান্স বাড়ে।

১২ ই মে, ২০২২ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: তাই নাকি?
না ঠিক না।

৮| ১২ ই মে, ২০২২ বিকাল ৩:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: বিয়ের আগে নর নারী র প্রেম বা ভালোবাসা
ধরে নেই এই ভালোবাসার মূল লক্ষ-বিয়ে, সংসার, সন্তান উৎপাদন ও পরিচর্যা।
এই ভালোবাসা র অর্থ হলো ধোকা বা জালিয়াতি। যা পৃথিবীর জঘন্য তম কাজ। !
কেনো ?
উত্তর -
প্রথম ধোকা :-
এই সময়টাতে নরনারী জানেনা তাদের বিয়ে হবে হবেনা ,তারপরেও দুজনেরই আশা আশ্বাস প্রতিজ্ঞা`য় মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ আশা আশ্বাস প্রতিজ্ঞা (অর্থাৎ পৃথিবীর শেষ্ঠ ধোকা ,যদি বিয়ে হয়েও যায় পরবর্তী সংসার, সন্তান উৎপাদন ও পরিচর্যা `য় অমিল ঘটবেই )
দ্বিতীয় ধোকা :-
পিতামাতা ও পরিবারের সাথে ধোকা
ভালোবাসারত সেই নরনারী জানে না ,তাদের মিলনে পরিবার মত দিবেন কিনা ! তার পরেও যে সম্পর্কে জড়ায় তার অর্থ হলো -পরিবারকে ধোকা দেয়া (অর্থাৎ পৃথিবীর শেষ্ঠ ধোকা।তারপর যারা পরিবারের অমতে বিয়ে করবে,তাদের বিষয়ে বলা যায় );-যাদের মাধ্যমে পৃথিবীতে এলো,বড়ো হলো,শিক্ষিত হলো ,যে নরনারী তাদের ধোকা দিতে পারে তারা পারেনা এমন কিচি পৃথিবীতে নাই অর্থাৎ পরবর্তী ধোঁকার জন্য নরনারী যেন প্রস্তুত থাকে।

১২ ই মে, ২০২২ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: সহজ অংক।

৯| ১২ ই মে, ২০২২ বিকাল ৩:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

"ভালোবাসা ভালো নয়
লোকে যদি মন্দ কয়"

১২ ই মে, ২০২২ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: এটা মুরুব্বীদের কথা।

১০| ১২ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতিষ্ঠিত হওয়ার পর প্রেম করার জন্য মেয়ে পাওয়া যায় না, পাওয়া যায় ভাবী...

১২ ই মে, ২০২২ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: হা হা হা---
যায় যায়। পাওয়া যায়।

১১| ১২ ই মে, ২০২২ রাত ১০:০৯

সোনাগাজী বলেছেন:



সমস্য হলো, মন জানে না যে, কখন কুসুম ফুটবে।

১২ ই মে, ২০২২ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: মন ই সব নষ্টের মূল।

১২| ১৩ ই মে, ২০২২ রাত ২:২৪

গরল বলেছেন: অল্প বয়সে প্রেম বিয়ে করে বাবা মার ঘাড়ের বোঝা হয় এটাই বড় সমস্যা, একারণেই বাবা মা মেনে নিতে চায় না।

১৩ ই মে, ২০২২ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: একদম সঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.