নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
রাত দুটা। গভীর রাত।
অর্জুন ছাদে উঠলো। সারা শহর গভীর ঘুমে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, যদি তুমি থাকো, তাহলে দেখা দাও। আকশে, বাতাসে, গাছের ঢালে, কিংবা যে কোনো জায়গায়। আমায় দেখা দাও। নইলে আমি তোমাকে বিশ্বাস করবো না। নো নেভার। তুমি যা-ই হও, ঈশ্বর হও, ভগবান হও, সর্বশক্তিমান- যা-ই হও দেখা দাও। দেখা দাও। তুমি যে আছো- আমাকে বুঝতে দাও। সাড়া দাও। একবার, মাত্র একবার। আমি কাউকে কিচ্ছু বলব না। মাত্র একবার তোমার অস্তিত্বের প্রমান দাও। এতটুকুতেই আমার শান্তি। বাকি জীবনে আমি আর কিচ্ছু চাই না। অর্জুন বুঝলো আকাশের দিকে তাকিয়ে কোনো লাভ নাই। আকাশ কিছু বলবে না।
শীতের রাত। চারিদিকে ঘুমন্ত শহর।
অর্জুন একটা বোঝাপড়া করতে চায় ঈশ্বরের সাথে। আজ ঈশ্বর দেখা না দিলে সে আর ইশ্বর বিশ্বাস করবে না। যারা বিশ্বাস করে তাদেরও বিশ্বাস করতে দিবে না। ঈশ্বর না থাকলে এই অর্থহীন জগতের মানে কি? জগতের শেষ কোথায়? মানুষের শেষ কোথায়? একদিন কি মানুষ ঈশ্বরকে ছাড়িয়ে যাবে না? যদি ধরে নিই, ঈশ্বর নেই বা আছে- তবু পৃথিবীতে আমার বা কারো কোনো সমস্যা হচ্ছে না। আমার বিপদে আপদে ফেরেশতা বা জ্বীন এগিয়ে আসে না। অর্জুন একবার টিএসসিতে বসে ছিলো- তখন এক পাগল এসে বলল, সে নাকি আল্লাহকে দেখেছে। অর্জুন বলেছিলো- ঈশ্বরের তো কোনো আকার নেই, তুমি দেখলে কি করে? অথচ প্রফেসর আলতাফ একদিন ক্লাশে বলেছিলেন- ঈশ্বরকে দেখা যায় না। তবে অনুভব করা যায়।
অর্জুন এর বাবা রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছে। একসময় গ্রামের কলেজে কিছুদিন পড়িয়েছে। অর্জুন তার বাবাকে প্রশ্ন করেছিলো- বাবা ধর্মকর্ম করলে ইহকালে কি উপকার পাওয়া যায়?
বাবা বলেছিলেন- ঈশ্বরে ভক্তি বিশ্বাস থাকা ভালো। কোনো ক্ষতি তো নেই।
অর্জুন বলেছিলো- বাবা আমার যে ঈশ্বরে ভক্তি আসে না। বিশ্বাস আসে না। আমি কি নাস্তিক?
বাবা বললেন, বিশ্বাস তোমাকে শান্তি দিবে। দুশ্চিন্তা কমাবে। আর আস্তিক নাস্তিক বিষয়টা বড় গড়মেলে।
অর্জুন বলল, বাবা তোমার কি কখনও ঈশ্বরকে অবিশ্বাস করতে ইচ্ছা করেনি?
হ্যাঁ অনেকবার অবিশ্বাস করতে চেয়েছি কিন্তু পারিনি। এখন তো শেষ বয়সে এসে ঠেকেছি। আর কয়দিন বাঁচবো? সারা জীবন যখন বিশ্বাস করে এসেছি, তাহলে বাকি ক'টা দিনও বিশ্বাস করে যাই। ক্ষতি তো হচ্ছে না।
অর্জুন নীরাকে প্রশ্ন করেছিলো- তুমি আল্লাহকে বিশ্বাস বা অবিশ্বাস করো?
নীরা বলল, কখনও এররকম করে ভেবে দেখিনি।
মানে কি নীরা?
আসলে প্রয়োজন না হলে কেউ কি আল্লাহকে ডাকে?
অর্জুন বলল, বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে রাখার জন্য খেলনার দরকার হয়। ঠিক তেমনি ধার্মীকদের ভুলিয়ে ভালিয়ে রাখার জন্য কি ধর্মীয় গ্রন্থ গুলো?
নীলা বলল, তুমি বিজ্ঞানের ছাত্র। অংক, বিজ্ঞান দুটাই ভালো জানো। আমাকে প্রশ্ন করো না। প্রশ্ন করো নিজেকে। যত কঠিন অংকই হোক, তার সমাধান নিশ্চয়ই আছে। তার আগে তুমি মেডিটেশন করো। নিজের অস্থিরতা কমাও।
অর্জুন বলল, গডলেস মেডিটেশন?
নীলা বলল, মেডিটেশনে গডের দরকার কি?
২৪ শে মে, ২০২২ রাত ১:৩৫
রাজীব নুর বলেছেন: যদি থাকে তাহলে নাস্তিকদের খবর আছে।
২| ২৪ শে মে, ২০২২ রাত ১:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা কপি পেস্ট পোস্ট না।
২৪ শে মে, ২০২২ রাত ১:৩৬
রাজীব নুর বলেছেন: আপনিও এই দায়িত্ব পেয়েছেন? বাহ।
৩| ২৪ শে মে, ২০২২ রাত ১:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজিব সাব নিজের অস্থিরতা কমান।
ঈশ্বর না থাকলে পৃথিবী নিয়ম মাফিক
চলতো না। এটা বোঝার জন্য জানতে
হয়। বিশ্বাসে মুক্তি মিলে। অবিশ্বাসীদের
জন্য রয়েছে কঠোর সাজা।
২৪ শে মে, ২০২২ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: আমি অস্থির নই।
আমি ঠিক আছি। ভালো আছি।
৪| ২৪ শে মে, ২০২২ রাত ৩:২৬
সোনাগাজী বলেছেন:
এই মহা মহাবিশ্বের যেই আকার ও কমপ্লেক্স গঠন মানুষ জেনেছেন, এর সৃষ্টিকর্তা সম্পর্কে মানুষ ধারণা থাকা সম্ভব নয়।
২৪ শে মে, ২০২২ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
এই মহাবিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে একদিন ঈশ্বর মারাত্মক কোনঠাসা হয়ে যাবেন।
৫| ২৪ শে মে, ২০২২ ভোর ৪:১১
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমার যদ্দুর জ্ঞান, তাতে মনে হয়, ঈশ্বর- একটি ভার্চুয়াল কন্সেপ্ট।
আপনি যদি বিশ্বাস করেন, তাহলে তা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি অবিশ্বাস করেন, তাহলে সেটা কিছুই নাহ।
২৪ শে মে, ২০২২ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
৬| ২৪ শে মে, ২০২২ সকাল ৮:২৩
বিটপি বলেছেন: ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না
(কপিপেস্ট)
২৪ শে মে, ২০২২ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: কপি পেস্ট করা খারাপ কিছু নয়।
এক শ্রেনির মানুষ আছে তাদের কাম কাজ নাই। আজাইরাই হাহাকার করে।
৭| ২৪ শে মে, ২০২২ সকাল ৮:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই বিশ্বমন্ডল তো এমনি এমনি সৃষ্টি হয়নি; অবশ্যই কেউ না কেউ সৃষ্টি করেছেন।
২৪ শে মে, ২০২২ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: এই চিন্তা ভুল হওয়ার সম্ভবনা আছে।
৮| ২৪ শে মে, ২০২২ সকাল ৯:৩৮
ইফতেখার ভূইয়া বলেছেন: মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের ৫৩ নম্বর আয়াতে বলেছেন,
"We will show them Our signs in the universe and within themselves until it becomes clear to them that this ˹Quran˺ is the truth. Is it not enough that your Lord is a Witness over all things?"
যতটুকু বয়স হয়েছে তাতে জীবনে বেশ কিছুবার আমার গভীরভাবে মনে হয়েছে, সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। বিভ্ন্নি সময়ে কাকতালীয়ভাবে গভীর দুঃসময়ে আমি জীবনে অনেকবার অপ্রত্যাশিত সহযোগীতা পেয়েছি। যতটা বার এমন হয়েছে, ততবারই আমার মনে হয়েছে তিনি খুব কাছ থেকেই সবকিছু দেখছেন। কৃতজ্ঞচিত্তে স্মরণ করি সেই মহান সৃষ্টিকর্তাকে যিনি শূণ্যহাতে সৃষ্টি করেও একজীবনেই দিয়েছেন দু'হাত ভরে। আমৃত্যু তারই স্তুতি গেয়ে যেতে চাই।
২৪ শে মে, ২০২২ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: গ্রেট।
আপনার অনুভূতিকে সম্মান করি।
৯| ২৪ শে মে, ২০২২ সকাল ৯:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: ঈশ্বর বিশ্বমান আমার মনে হয় ঈশ্বর দেখা যায় দেখার মতো চোখ মন ভাবনা থাকতে হবে তা ছাড়া দেখা যাবে না-
সত্যই ঈশ্বর আছেন!
২৪ শে মে, ২০২২ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: ঈশ্বর থাকলেও কিছু না। না থাকলেও কিছু না।
তার সকল কর্মকান্ড শুরু হবে মৃত্যুর পর।
১০| ২৪ শে মে, ২০২২ সকাল ১০:৫৪
রানার ব্লগ বলেছেন: ঈশ্বর ধনীদের সেইফ বক্সে যেখানে বিস্তর কালো টাকা উড়ে বেড়ায় !!!
২৪ শে মে, ২০২২ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: ঈশ্বর অলৌকিক।
১১| ২৪ শে মে, ২০২২ সকাল ১০:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: Click This Link
২৪ শে মে, ২০২২ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১২| ২৪ শে মে, ২০২২ সকাল ১১:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঈশ্বরকে কেউ খুঁজে পায় কেউ পায় না।
২৪ শে মে, ২০২২ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: যে জিনিস নাই সেটা খুজে পাবে কোথায়।
১৩| ২৪ শে মে, ২০২২ দুপুর ১:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: যে ঈশ্বরকে খুঁজে পায় না সে ঈশ্বর নাই বলে। আর যে ঈশ্বরকে খুঁজে পায় সে ঈশ্বর আছে বলে।
২৪ শে মে, ২০২২ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: যে ঈশ্বর খুঁজে পায় সে নেশা গ্রস্ত। সে অসুস্থ।
১৪| ২৪ শে মে, ২০২২ বিকাল ৪:২৯
খাঁজা বাবা বলেছেন: অর্জুনকে বলতে বলেন, অক্সিজেন তুমি আমাকে দেখা দাও, যদি দেখা না দাও আমি আর নিঃশ্বাস নিব না।
সব জিনিস দেখা লাগবে কেন?
২৪ শে মে, ২০২২ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: তর্কে যাবো না। তর্ক করা খারাপ।
১৫| ২৪ শে মে, ২০২২ রাত ৮:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঈশ্বর আছে কি নাই তা তাকে কেনো প্রমাণ দিতে হবে
যে ঈশ্বরকে বিশ্বাসই করেনা। অবিশ্বাসীরা থাকুক তাদের
ভ্রান্ত ধারণা নিয়ে। এ নিয়ে কথা বলা মানে তাকে আরো
ভুলভাল বলার সুযোগ করে দেয়া যার গুনাহের ভার
তাকেও বইতে হবে যে তাকে ভুল বলার সুযোগ করে
দিচ্ছে।
জানিনা লেখক কার এজেণ্ডা বাস্তবায়ন করতে মাঠে
নেমেছেন। রুশদী রেহায় পাননি স্মরণ রাখতে হবে।
নিজের ভুলের সাজা নিজেকেই বহন করতে হবে।
সেদিন কেউ সাহায্য করতে আসবে না। তসলিমা
যতই ফালাফালি করুক দেশে আসবার গ্রাণ্টি কি?
২৪ শে মে, ২০২২ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: মুরুব্বী দয়া করে আমাকে ভুল বুঝবেন না।
১৬| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৩১
ভার্চুয়াল তাসনিম বলেছেন: লেখার হাত ভাল।
তবে,ঈশ্বর নিয়ে লেখার জ্ঞান আপনার নেই বললে চলে।কি যুক্তি দিব।
যে বিষয়ে আপনার জ্ঞান অতি সামন্য তা নিয়ে লেখলে কথা শোনা লাগবে।
২৪ শে মে, ২০২২ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: খুব একটা ভুল বলেন নাই।
১৭| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৫৫
নিমো বলেছেন: view this link
view this link
view this link
view this link
প্রচুর পড়তে হবে, তাহলে হয়তো ভবিষ্যৎ এ পরিণত পোস্ট পাবে ব্লগ।
১৮| ২৪ শে মে, ২০২২ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ইদানিং একেবারেই পড়া হচ্ছে না।
১৯| ৩০ শে মে, ২০২২ রাত ৯:০০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই, আমাদের বড় সমস্যা হলো, পরমত অসহিষ্ণুতা। আপনার মন্তব্যে (১৫) সেটা উৎকটভাবে প্রকাশ পেয়েছে। নিজের কথা বলার অধিকার সকলেরই আছে, কিন্তু অন্যের উপর নিজের বিশ্বাস চাপিয়ে দেওয়া অন্যায়।
হুমকি ধমকি দিয়ে ধর্ম চলে, দেশ চলে, আবাল জনতা চলে। যুক্তি আর বিজ্ঞান চলে না ভাই, এসবের জন্য প্রয়োয়জন যথাযথ জ্ঞান, অধ্যাবসায় এবং গোঁড়ামি মুক্ত চিন্তাভাবনা। অবশ্য একটা বয়সের পর মানুষের কিছু ভাবনায় গোঁড়ামির সিল-মোহর লেগে যায়, তখন কয়লার মতোই, ধুইলেও ময়লা দূর হয় না।
রাজীব নুর ভাইয়ের মতোই বলছি, মুরুব্বী দয়া করে আমাকে ভুল বুঝবেন না।
৩১ শে মে, ২০২২ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার সব সময় ভালো লাগে।
২০| ৩০ শে মে, ২০২২ রাত ৯:০২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর কিছু লিঙ্ক দেবার জন্য ভাই নিমোকে অনেক ধন্যবাদ। এই সুবাদে পড়ার সুযোগ পেলাম।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২২ রাত ১:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: এই মহাবিশ্ব যিনি পরিচালিত করছেন তিনিই ঈশ্বর। ঈশ্বর থাকলেও বিশ্বাসীদের লাভ। না থাকলে ক্ষতি নেই। কিন্তু যদি তাকে তখন পাপীদের নরকে যেতেই হবে।