নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১০০

২৮ শে মে, ২০২২ দুপুর ১:৪৭

ছবিঃ আমার তোলা।

গতকাল মোবাইলে ম্যাসেজ এসেছে।
বুস্টার ডোজের। সকালে আমি সুরভি গেলাম বুস্টার দিতে। যদিও করোনাতো এখন বাংলাদেশে নাই। সাথে করে ছোট কন্যা ফারাজাকে নিয়ে গেলাম। কারন বাসায় কেউ নাই। ফারাজাকে কার কাছে রেখে যাবো? মা গেছে হাসপাতালে। রক্ত পরীক্ষা করতে। একবার খালি পেটে, একবার ভরা পেটে- রক্ত পরীক্ষা করতে হয়। পরীর ফাইনাল পরীক্ষা চলছে। ভাবী পরীকে নিয়ে গেছে। বাসায় আছে শুধু মাত্র আইরিন। আইরিন আমাদের ঘরের কাজে সহযোগিতা করে। আইরিন ফারাজাকে সামলাতে পারবে না। তাই ফারাজাকে নিয়েই যেতে হলো। ফারাজাকে বাইরে গেলে খুব খুশি হয়।

সুরভি আর আমি রেস্টুরেন্টে সকালের নাস্তা সারলাম।
রিকশা করে আমরা মুগদা হাসপাতালে গেলাম। ফারাজা রিকশা পছন্দ করে না। এমনকি সে সিএনজিও পছন্দ করে না। সিএনজি কাঁপে এবং শব্দ করে। এটা ফারাজার পছন্দ না। গাড়ি নিয়ে গেছে বড় কন্যা। যাইহোক, টিকা দিতে গিয়ে ভালো লাগছে, কোনো ভিড় নাই। লম্বা লাইন নাই। গেলাম আর টিকা দিলাম। মুহুর্তের মধ্যে টিকা দিয়ে দিলো, কিছু বুঝতেই পারলাম না। রিকশা করে বাসায় ফিরছি। রাস্তায় একলোক আখের রস বিক্রি করছে। খেলাম। আমাদের রিকশাচালককেও খাওয়ালাম। গরমের মধ্যে আখের রস খেয়ে আরাম পাওয়া যায়। সুরভি আর আমি প্রায়ই খাই। রমজান মাসে ইফতারীতেও খেয়েছি।

রেললাইনের সামনে এসে দেখি-
লিচু বিক্রি করছে। লোকজন পাগলের মতো লিচু কিনছে। অনেকে একটা একটা করে নিজে গুনে নিচ্ছে। আমি দুই শ' লিচু কিনে নিলাম। কিন্তু গুনলাম না। বিক্রেতা যদি কিছু কম দেয়, দিক। তাতে কিছু যায় আসে না। দুই'শ লিচুর মধ্যে কয়টা আর কম দিবে ২০টা? ২০ লিচুর জন্য আমি রাস্তার মধ্যে হাউকাউ করতে পারবো না। এটা আমার স্বভাবে নাই। যাইহোক, দুইশ' লিচুর দাম রাখলো ৭০০ টাকা। লিচু আমি খাই না। তবে সুরভি খুব পছন্দ করে। আগে দুই একটা লিচু মুখে দিতাম এখন তাও খাই না। কারন লিচুতে পোকা থাকে। আমি নিজের চোখে দেখেছি। আপেল কমলা, মালটাতে পোকা থাকে না। তারপর হিমসাগর আমেও পোকা হয় না। আমার পছন্দ আবার হিমসাগর আম। এবার মোট দুই শ' কেজি হিমসাগর আমা কিনবো।

এখন চলছে ভাদ্র মাস।
নানান রকম দেশী ফল পাওয়া যায়। এজন্য অনেকে ভাদ্র মাসকে বলে মধুমাস। রাস্তায় তালের শাঁস বিক্রি হচ্ছে। এক পিছ দশ টাকা করে। তালের শাঁস আমি খাই না। কিন্তু বাসার সবাই খুব আগ্রহ নিয়ে খায়। ৩০ পিছ তালের শাঁস নিলাম। আমি জানি তালের শাঁসে থাকে আয়োডিন, মিনারেলস, পটাশিয়াম, জিঙ্ক ও ফসফরাস। তাল বমিভাব আর বিস্বাদ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বড় মেয়ে বলল, বাবা তুমি তো এসব খাও না, তবে কিনো কেন? আমি হাসলাম। মেয়ে বলল, বাবা তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। লিচু খাবে রাতে। অন্ধকারে। কারন পোকা থাকলেও তুমি দেখতে পাবে না। মেয়ের কাছ থেকে বুদ্ধি পরামর্শ পেতে ভালো লাগে। খুশি খুশি লাগে। আনন্দ হয়।

রাতে গেলাম এক বিয়ের অনুষ্ঠানে।
বিরাট আয়োজন। বড় কনে দুজনেই অস্টেলিয়া থাকে। বিয়ে করতে তাঁরা দেশে এসেছে। আবার চলে যাবে অস্টেলিয়া। সুরভি বিয়েতে আসেনি। কারন বুস্টার দিয়ে তার জ্বর এসে গেছে। যে হাতে টিকা দিয়েছে সেই হাত ব্যথা। আমিও বুস্টার দিয়েছি। আমারও হাত ব্যথা। জ্বর জ্বর ভাব আছে। আমি সাথে সাথে নাপা খেয়ে নিয়েছি। জ্বর আর চান্স পায়নি। বিয়ে বাড়িতে ইচ্ছে মতো খেলাম। খেয়ে প্রেসার বাড়িয়ে ফেললাম। যাইহোক, রাতে বাসায় ফিরে দেখি, সুরভির খুব জ্বর। এবং হাত ব্যথা। হাত নাড়াতে পারছে না। সে না খেয়ে ঘুমিয়ে আছে। সুরভিকে ঘুম থেকে জাগিয়ে জোর করে ভাত খাওয়ালাম। নাপা খাওয়ালাম। এক ঘন্টা পর তার জ্বর চলে গেলো।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২২ দুপুর ২:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজীব নুর ভাই ,

প্রথমেই আপনাকে ও ভাবীকে অভিনন্দন - করোনা প্রতিরোধী (বুস্টার ডোজের ) হওয়ার পথে প্রাতিষ্ঠানিক সর্বশেষ ধাপ অতিক্রম করার জন্য ।

যদিও এরপরও অনেকেরই করোনা আক্রান্তের নজীর রয়েছে।

আর ভাই - প্যারাসিটামল শুধু নিজে খেলে হবে :( ভাবীকেও খাইয়ে দিতে হবে ।ব্যাথা থাকবে এক-দুইদিন সাথে কিছুটা শারিরীক সমস্যা তবে সেরে যাবে সময়ের সাথে সাথে।

আর লিচু,তালের শাস , হিমসাগর আম ! !!!!!!!!!!! আহা -------------

সাথে বিয়ের ভুরিভোজ।

ব্যাপোক মজা-

২৮ শে মে, ২০২২ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: লেখাটা মন দিয়ে পড়েছেন, সেটা পরিস্কার বুঝা যাচ্ছে।
হায়াত মউত নিয়ে চিন্তা করি না। আল্লাহ যেক'টা দিন হায়াত দিয়েছেন, সে ক'টা দিন বেঁচে থাকবো।
সুরভিকে বলেছিলাম, নাপা খেয়ে নাও। সে বলেছে, কথায় কথায় ওষুধ খাওয়া মানুষ আমি না।

ধন্যবাদ।

২| ২৮ শে মে, ২০২২ দুপুর ২:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: বুস্টা ডোজের কাহিনী জানালেন রাজীব দা অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই
আমি অনেক আগেই বুস্টা ডোজ নিয়েছে
এখন দেখি মাঝে টিকার হাতে ব্যথা করে;

২৮ শে মে, ২০২২ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: আমিও দেরীতে দেইনি।
মোবাইলে ম্যাসেজ দেরীতে এসেছে তাই টিকা দিতে দেরী হয়েছে। আমার কোনো দোষ নাই। আমি নিয়ম কানুন মানা লোক।

৩| ২৮ শে মে, ২০২২ দুপুর ২:৪১

ইসিয়াক বলেছেন: চতুর্থ প্যারায় আপনি লিখেছেন," এখন চলছে ভাদ্র মাস "
এখন তো জৈষ্ঠ্যমাস। জৈষ্ঠ্যমাসকে মধু মাস বলা হয়।
টাইপো ঠিক করে দিন।

২৮ শে মে, ২০২২ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভুল ধরে দিয়েছেন। হ্যাঁ ঠিক করে নেবো।

৪| ২৮ শে মে, ২০২২ দুপুর ২:৫৬

আশিকি ৪ বলেছেন: সামনে নাকি অস্ট্রেলিয়া যাচ্ছেন? ছবি দিয়েন।

২৮ শে মে, ২০২২ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: ঘরের খবর যে কি করে আপনারা জেনে ফেলেন!!!
আজিব লাগে!!!!!

৫| ২৮ শে মে, ২০২২ বিকাল ৩:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


লিচু এখন ফর্মে,তরমুজ ডাউনে।

২৮ শে মে, ২০২২ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।
তবে আমার পছন্দ আম। হিমসাগর আম। এখনো বাজারে আসে নি।

৬| ২৮ শে মে, ২০২২ বিকাল ৫:০০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভাদ্র মাসে কুকুর পাগল হয়। এরে ওরে কানড়াতে চায়। তাড়াতাড়ি পরিবর্তন আনেন মাসের নামে।

২৮ শে মে, ২০২২ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ এডিট করে ঠিক করে নিবো।

ধন্যবাদ।

৭| ২৮ শে মে, ২০২২ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:




আপনার শরীরে প্রেসার সমস্যা আছে?

২৮ শে মে, ২০২২ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: আমার কোনো সমস্যাই ছিলো না। আমি একজন অসুখ বিহীন মানুষ। ডাক্তার ওষুধ আমার কখনও করতে হয়নি।
কিন্তু ইদানিং প্রেসার দেখা দিয়েছে। হাই প্রেসার।

৮| ২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মেয়ের বুদ্ধিটাই ভালো। লিচুর সাথে দুই একটা পোকা পেটে গেলে সমস্যা নাই। পোকার মধ্যে প্রোটিন আছে।

২৮ শে মে, ২০২২ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: ঠিক আছে আপনার জন্য প্রোটিন সংগ্রহ করে রাখব।

৯| ২৮ শে মে, ২০২২ রাত ৯:১০

সোনাগাজী বলেছেন:



এই বছর ভাদ্র কাস কি অন্য কিছু মাসের আগেই চলে এসেছে?

২৮ শে মে, ২০২২ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: না না তা না। ভুল লিখেছি।

১০| ২৮ শে মে, ২০২২ রাত ৯:১১

সোনাগাজী বলেছেন:



৯ নং'এ টাইপো:

এই বছর ভাদ্র *মাস কি অন্য কিছু মাসের আগেই চলে এসেছে?

২৮ শে মে, ২০২২ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: জ্যৈষ্ঠ লিখতে গিয়ে কেন ভাদ্র লিখলাম, বুঝলাম না ব্যবাপার টা।

১১| ২৮ শে মে, ২০২২ রাত ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটি সুন্দর হয়েছে।
সেদিন বাসার পাশে গোডাউন থেকে লিচু কিনলাম ১০০টি ৩০০ টাকায়। বেশ ভালো ছিলো।

২৯ শে মে, ২০২২ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: লিচুটা খুব অল্প সময় থাকে।
আরো ১০০ কিনবেন।

১২| ২৮ শে মে, ২০২২ রাত ১১:৩১

আগন্তুক৬৯ বলেছেন: বুস্টার ডোজ কোন কোম্পানির ছিল। মর্ডানা, ফাইজার না এস্ট্রোজেনিকা?

২৯ শে মে, ২০২২ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: মর্ডানা।

১৩| ২৯ শে মে, ২০২২ রাত ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অলরেডি তিন-চারশো এসেছে বাসায়, আরো আসবে যতদিন আছে।

২৯ শে মে, ২০২২ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: আপনারা একাই যদি এত এত লিচু খেয়ে ফেলেন তাহলে দেশের অন্যান্য মানুষ কি করবে? দেশের মানুষের কথাও ভাবুন। প্লীজ।

১৪| ২৯ শে মে, ২০২২ রাত ১২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি হচ্ছেন ডবল স্ট্যান্ড নেয়া মানুষ।
নিজে বাড়িতে কতগুলি কিনেছেন?
খাবারের টেবিলে কত পদ উঠে?
বাজারের গল্প যখন করেন তখন এই বক্তব্য মনে থাকে না?

২৯ শে মে, ২০২২ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: না মানে---
আরেহ ভাই- আমি লিচু খাই না।
আমার বাসায় সদস্য সংখ্যা বেশি। এজন্য যে কোনো জিনিস'ই বেশি লাগে।

সবচেয়ে বড় কথা আমি অধম বলে কি উত্তম কথা কইতে পারবো না??
আমি অধম বলেই তো আমি চাই সব মানুষ উত্তম হোক।

১৫| ২৯ শে মে, ২০২২ সকাল ৯:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিটা দারুণ হয়েছে।

২৯ শে মে, ২০২২ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৯ শে মে, ২০২২ দুপুর ১:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা নিরন্তর

২৯ শে মে, ২০২২ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৯ শে মে, ২০২২ দুপুর ১:৫৯

তারেক ফাহিম বলেছেন: কি অবস্থা শরীরের?


ভাদ্র মাসে এতো ফল কোত্থেকে আসে।

২৯ শে মে, ২০২২ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: জ্যৈষ্ঠ মাস হবে। ভুলে ভাদ্র লিখে ফেলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.