নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যা আমার-
আর একদিন পর তুমি ১৮ মাসে পা রাখবে। অর্থ্যাত দেড় বছর। এখন তুমি সুন্দর করে হাঁটতে পারো। তোমার যে কোনো সমস্যা বা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে পারবো। হামাগুড়ি দিয়ে সিড়ি দিয়েও উঠে যাও! ফারাজা, পৃথিবীতে প্রতিটি মানুষ একা জন্মগ্রহণ ও একা মৃত্যুবরণ করে। তেমনি প্রতিটা মানুষ'ই আসলে একা-ই। একটা নির্দিষ্ট সময়ের পর আমি আর সুরভি মরে যাবো। সবাইকে একদিন মরে যেতে হবে। মানুষ অমর না। তোমার দায়িত্ব, কর্তব্য এবং জীবনযাপন সব তোমাকেই নিতে হয়। বাবা-মা ছাড়া তোমাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। তাই নিজের ভাবনাটা নিজেই ভাবতে হয়। তাই আমার মনে হয়, জীবনের প্রয়োজনে আমরা কিছু মানুষের সংস্পর্শে কিছুদিন থাকি। তারপর আস্তে আস্তে আবার সেই একা পথে এগিয়ে যেতে থাকি মৃত্যুর দিকে।
প্রিয় কন্যা ফারাজা,
গতকাল তুমি সাড়ে ৯ ঘন্টা আমাদের ছেড়ে ছিলে। তুমি ভোরে তোমার বড় মায়ের সাথে বের হয়েছিলো। ফিরেছো বিকেলে। এই লম্বা সময়টুকু আমি সুরভি কেউ তোমার কাছে ছিলাম না। তুমি বেশ ভালো ছিলে। কান্নাকাটি করো নাই। সারাদিন পরীর স্কুলে ছিলে। পরীর স্কুলে অনুষ্ঠান ছিলো দুপুর পর্যন্ত। এরপর তুমি গেলে মোহনাদের বাসায় গুলশান। সেখান থেকে বিকেলে বাসায় ফিরলে। তোমার খাবার সুরভির বক্স ভরে দিয়েছে। ভাবী অর্থ্যাত তোমার বড় মা তোমাকে যথাসময়ে খাইয়ে দিয়েছে। বিকেলে বাসায় এসেই তুমি আমাকে জড়িয়ে ধরলে। এবং তোমার মাকে খুঁজতে শুরু করলে। একটু পর তোমার মাকে দেখতে পেয়ে তার কোলে ঝাঁপ দিলে।
ফারাজা তোমাকে নিয়ে ভবিষ্যতে আমার অনেকে পরিকল্পনা আছে। তোমাকে সাঁতার শেখাবো। মাশার্লাট শেখাবো। এবং গান এবং নাচ। আকাআকি। কবিতা আবৃত্তি। শেখার জিনিসের তো দুনিয়াতে অভাব নাই। অবশ্য আমি তোমাকে কোনো কিছুতেই জোরজবদোস্তি করবো না। তোমার যেটা ভালো লাগে সেটাই শিখবে। বেশির ভাগ বাবা মা করে কি- নিজে জীবনে যেটা হতে পারেনি, সেটাই হওয়াতে চায় ছেলেমেয়েকে। তোমার ভাগ্য ভালো। তোমার বাবা মা এরকম নয়।
প্রিয় কন্যা ফাইহা,
কিছু দিন আগে তোমার হাম উঠলো। ২/৩ দিন তোমার খুব কষ্ট গেলো। ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলেছেন, চিন্তার কিছু নেই। ঠিক হয়ে যাবে। হ্যাঁ এখন তুমি সুস্থ। হামের টিকা কিন্তু তোমাকে দেওয়া হয়েছে। সরকারী সব টিকা তোমাকে যথাসময়ে দেওয়া হয়েছে। এখন তোমাকে বর্তমান দেশ বিদেশের পরিস্থিতির কথা কিছু বলতে চাই। বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো। বলতে গেলে দেশে করোনা নাই। মাস্ক ছাড়াই সকলে বাইরে যাচ্ছে। চলতি বছরের নভেম্বরে ফুটবল বিশ্ব কাপ শুরু হবে। এবার বিশ্বকাপ হবে কাতারে। ফুটবল খেলা আমার কাছে ভালো লাগে। ছোটবেলা আমি অনেক ফুটবল খেলেছি। সিলেট অঞ্চলে এবার খুব বন্যা হয়েছে। দেশে নব্য ধনীদের সংখ্যা বেড়েছে। ঢাকা শহরের ফুটপাত থেকে প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা বাজি হয়। যেহেতু চাঁদাবাজি সরকার বন্ধ করতে পারছে না, তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন- চাদাবাজির টাকা থেকে সরকার যেন রাজস্ব আদায় করে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি।
আমাদের দেশে তেলের দাম হঠাত বেড়ে গেছে। এখন গরুর মাংস কেজি ৭০০ শ' টাকা। একটা ছোট দেশী মূরগী ৫/৬ শ' টাকা। এ বছর সব জিনিসপত্রের দাম খুব বেশি বেড়ে গেছে। তোমার জন্য নাশপাতি কিনতাম ২২০ টাকা কেজি, এখন নাশপাতির দাম ২৬০ টাকা কেজি। আপেল ২০০ টাকা কেজি। কয়েকদিন আগে এক মেয়ে নরসিংদী গিয়েছে। কয়েকজন লোক তার জামা ধরে টানাটানি করেছে। কারন মেয়েটা নাকি অশালীন জামা পড়েছে। দেশে দুষ্ট লোকের অভাব নাই। আমাদের দেশের লোকজন মূলত অসৎ। অথচ এই অসৎ লোকজন ধর্ম নিয়ে খুব বাড়াবাড়ি করে। কিন্তু এই ধর্ম তাদের সৎ পথে আনতে পারেনি। ধার্মিকেরা খুব ভয়াবহ হয়। যাইহোক, নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় আসামি শিলা আক্তার ওরফে সায়মাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে রাষ্ট্রের চরিত্র বোঝা গেল। ভবিষ্যতে কেউ যেন আর এমন ঘটনা ঘটানোর সাহসও না পায়। সবার যেন স্মরণ থাকে এটা আফগান নয়, বহুত্ববাদী বাংলাদেশ।
প্রিয় কন্যা আমার-
সেদিন তোমার মা আর আমি বুস্টার টিকা দিয়ে এলাম। তোমাকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম। বাইরে বের হলেই তুমি খুব খুশি হও। ফারাজা, মাঝে মাঝে তোমার ঠিক রাত তিন টায় ঘুম ভেঙ্গে যায়। তখন তুমি এ-ঘর ও-ঘর করতে থাকো। খেলো। হাটো। তোমার জন্য আমি আর সুরভি জেগে বসে থাকি। এছাড়া তুমি ভোরে ঘুম থেকে জাগো। তখন আমার কঠিন ঘুম আসে। কিন্তু তোমার জন্য ঘুম থেকে উঠে বসে থাকতে হয়। সবচেয়ে অবাক ব্যাপার তুমি সব সময় দুজন মানুষকে খুজো। আমি যদি তোমার পাশে থাকি, তাহলে তুমি তোমার মাকে খুজো। রান্না ঘরে খুজো ওয়াশরুমে খুজে। পাশের ঘরে খুজো। আবার যদি তোমার মা তোমার কাছে থাকে, তাহলে আমাকে খুজো। এমন কি আমি বাইরে থাকলে- তোমার মা যখন আমার সাথে মোবাইলে কথা বলে, তখন তুমি সমানে বাবা বাবা করতে থাকো। তখন তোমার সাথে কথা বলতে হয়।
৩১ শে মে, ২০২২ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০২
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনার মেয়ে অনেক কিউট হয়েছে।ছবিগুলো চমৎকার তুলেছেন।ওর জন্য অনেক অনেক শুভকামনা।
৩১ শে মে, ২০২২ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: গল্প ভালো লাগেনাই।
৩১ শে মে, ২০২২ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে এরকম হয়।
৪| ৩০ শে মে, ২০২২ রাত ৮:৫২
প্রতিদিন বাংলা বলেছেন: মাশাল্লাহ
৩১ শে মে, ২০২২ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ৩০ শে মে, ২০২২ রাত ১০:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখাগুলি জমা রইলো আপনার কন্যার জন্য। একসময় পড়বে বড় হয়ে।
৩১ শে মে, ২০২২ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: হ্যাঁ তার জন্যই তো লিখছি।
৬| ৩০ শে মে, ২০২২ রাত ১১:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবিটা কিন্তু অনেক সুন্দর লাকছে
৩১ শে মে, ২০২২ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: বাস্তবে আরো সুন্দর।
৭| ৩১ শে মে, ২০২২ রাত ১২:২০
সোনাগাজী বলেছেন:
আপনার মেয়ে সামু ব্লগের কন্যা হয়ে যাবে সময়ের সাথে।
৩১ শে মে, ২০২২ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: সে সামুতে ব্লগিং করবে।
৮| ৩১ শে মে, ২০২২ সকাল ৭:৫৬
ল বলেছেন: মাশাল্লাহ !!!
মেয়ের হাসিটা অপুর্ব সুন্দর।।।
৩১ শে মে, ২০২২ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ৩১ শে মে, ২০২২ সকাল ১১:১০
জুল ভার্ন বলেছেন: মা শা আল্লাহ।
অনেক দোয়া।
আল্লাহ রাব্বুল আল আমীন হেফাযত করুন।
৩১ শে মে, ২০২২ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১০| ১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৫
খায়রুল আহসান বলেছেন: মিষ্টি ও আদুরে কথার চিঠি। মেয়ে বড় হয়ে পড়লে কত খুশি হবে! চাচা-চাচীদের মন্তব্য পড়েও খুশি হবে, তবে এ পোস্টে কোন চাচী এখনো মন্তব্য করেন নাই।
প্রথম ছবিতে মেয়ের হাসিটা খুব সুন্দর!
পোস্টে প্লাস। + +
১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনি পোষ্ট খুজে পড়েছেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই মেয়ে তো বড় হচ্ছে দোয়া করি অনেক বড় হোক রাজীব দা