নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দশ

১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৬



১। বই পড়ে আসলে কারো জীবনের পরিবর্তন হয় না।
হ্যাঁ বই পড়া ভালো। জ্ঞান অর্জনের চেয়ে বড় দুনিয়াতে আর কিছুই নেই। বই পড়লেই যদি জীবন সত্যি সত্যি বদলে যেতো তাহলে দেশে এত এত বেকার থাকতো না। পড়ালেখা করবেন, জীবনে ভালো চাকরী পাবেন। সফলতা আসবে জীবনে। নিজের পরিবর্তন নিজেকেই করতে হবে। কোনো বই সেই পরিবর্তন করতে পারবে না। আমি কিন্তু বহু বই পড়েছি। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য কিছুই বাদ রাখিনি।

২। আমাদের এলাকায় একটা বেকারি ছিলো।
ওরা নানান রকম বিস্কুট বানাতো। যে বিস্কুট গুলো ভেঙ্গে যেত ওরা সেই বিস্কুট গুলো জমাতো। সেখানে নানান রকম ভাঙ্গা ভাঙ্গা বিস্কুট থাকতো। সেই বিস্কুট আমি কিনে খেতাম। নানান রকম বিস্কুট। মিষ্টি বিস্কুট, নুনতা বিস্কুট। ঝাল বিস্কুট। পাঁচ মিশালি ভাঙ্গা ভাঙ্গা বিস্কুট। খেতে খুব টেস্ট লাগতো। সবচেয়ে বড় কথা পাঁচ টাকায় অনেক গুলো দিতো।

৩। প্রথমে একজন ভালো মানুষ হতে হবে।
সহজ সরল ভালো মানুষ। কারন ভালো মানুষ না হতে পারলে জীবনে আপনি যা-ই হোন না কেন লাভ নাই। সুন্দর ভাবে লেখাপড়া করে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। মনের সমস্ত কুসংস্কার গুলো ঝেড়ে ফেলে দিতে হবে। একজন আধুনিক মানুষ হতে হবে। ধর্মীয় গোঁড়ামি ঝেড়ে ফেলতে হবে। মন মানসিকতা এবং চিন্তা ভাবনা উন্নত করতে হবে।

৪। এযুগে যাদের জন্ম হচ্ছে তাঁরা খুব ভাগ্যবান।
তাঁরা জন্মের পর পেয়ে যাচ্ছে মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ। আরো নানান রকম গেজেট। এই প্রজন্মের জন্ম হচ্ছে আধুনিক হাসপাতালে। কিন্তু আমাদের জন্মের সময় দেশে এত এত আধুনিক হাসপাতাল ছিলো না। আমার জন্ম হয়েছে বাসায়। ধাইয়ের কাছে। প্রতিদিন বেশ কয়েকবার করে বিদ্যুৎ চলে যেত। তখন ছিলো না ইন্টারনেট, ফেসবুক, টিকটক। ছিলো না ডিশ লাইন। ছিলো না অনেক গুলো টিভি চ্যানেল। তবুও আমি বলব, সেই সময়টাই ভালো ছিলো।

৫। 'দোয়া' এর কোন বৈজ্ঞানিক উপকারিতা নেই।
দোয়ায় কোনো কিছুই হয় না। দোয়ায় কাজ হলে আজ সমস্ত ছেলেমেয়ে পাইলট, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতো। বাবা মা ছেলেমেয়েদের জন্য দোয়া করেন। দোয়ার ফলাফল শূন্য। আপনি পরীক্ষায় প্রচুর পড়াশোনা করে পরীক্ষায় দিলেই পাশ করবেন। এখন যদি পরীক্ষা ভালো ভাবে না দেন তাহলে কি করে পাশ করবেন? আপনার বাবা মা বা আত্মীয়স্বজন যতই দোয়া করুক। শুনুন যা করার নিজেকেই করতে হবে। দোয়ার উপর ভরসা রাখলে আপনি শেষ। ভরসা রাখতে হবে শুধু নিজের উপর।

৬। কবিতা কি? কবিতা হলো আবেগের খেলা।
মানুষের মনে আবগে আসে, তখন সে কবিতা লিখে। কবিতা হলো অনুভবের বিষয়। কাজেই কবিতা লিখতে হলে প্রেমে পড়তে হবে এমন কোনো কথা নেই। যে লিখতে জানে, সে তাজমহল না দেখেও তাজমহল নিয়ে কবিতা লিখতে পারবে। ভালো লেখার জন্য দরকার জ্ঞান। দরকার সততা। দরকার মহানুভবতা। দরকার সরলতা। আজকাল সবার হাতে 'এসএলআর' ক্যামেরা তাঁরা সবাই কি ফটোগ্রাফার? ঠিক তেমনি সবাই কবিতা লিখলেও সবাই কবি না। এরা আসলে ফেসবুক কবি। মূলত এরাই বাংলা কবিতার সর্বনাশ করছে।

৭। ব্যাচেলর মেসে বুয়াদের সাথে সেক্সসুয়াল সম্পর্ক হয়।
খুব হয়। ঢাকা শহরের সব এলাকায় একাধিক মেস রয়েছে। সেসব মেসে ছাত্র এবং চাকরীজিবিরা থাকেন। সবার রুচি সমান নয়। একটা মেসে নানান শ্রেনীর লোক থাকে। নানান অঞ্চলের লোক থাকে। হোক সে ছাত্র বা চাকরিজীবী। সেক্স বিষয়ে কেউ পিছিয়ে নেই। কখনও কখনও বুয়ারা টাকার জন্য সেক্স করতে রাজী হয়। অথবা তাকে বাধ্য করা হয়। এদিকে ছাত্র বা চাকরীজীবিরাও অল্প টাকায় কাজ সারতে পারে। বিষয়টা স্বাভাবিক বলা ঠিক হবে না। গভীর গোপন বিষয়। গোপনে গোপনে যে এই শহরে কত কি হয়- জানালে অবাক হবেন।

৮। না শীর্ষ নেতা ভুল বলেছেন। আসলে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, তত দিন আওয়ামীলীগ ক্ষমতায় থেকে যাবে। টিকে যাবে। শেখ হাসিনার এখন বয়স ৭৪। উনি আর কত বছর বাচবেন? আমার ধারনা ১০/১৫ বছরের বেশি দিন বাঁচবেন না। বাংলাদেশের মানুষ গড়ে ৬০ বছরের বেশী বাঁচে না। উনি উন্নত জীবনযাপন করছেন, উন্নত চিকিৎসা পাচ্ছেন। তাই উনি হয়তো ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকবেন।

৯। মুসলমানদের সব কিছুর জন্য দোয়া আছে।
নতুন কাপড় পড়ার জন্য দোয়া আছে, সহবাস করার জন্য দোয়া আছে, বাইরে বের হবার আগে দোয়া আছে। বাথরুমে প্রবেশের আগে দোয়া আছে। ইত্যাদি সমস্ত কিছুর জন্য দোয়া আছে। এবার আপনাকে আসল কথা বলি, দোয়ায় কাজ হয় না। যদি দোয়ায় কাজ হতো তাহলে দুনিয়াতে সমস্ত ছেলেমেয়ে লেখাপড়ায় ভালো করতো। কারন প্রতিটা বাবা মা তাদের সন্তানদে জন্য দোয়া করেন। আমার বাবা মা চাইতেন, আমার জন্য দোয়া করতেন- আমি যেন সরকারী চাকরী পাই। অনেক চেষ্টা করেও সরকারী চাকরী পাইনি। বাস্তবতা হচ্ছে- একটা সরকারী চাকরী পাওয়ার জন্য যতটুকু পড়াশোনা করতে হয়, ততটুকু পড়াশোনা করি নাই। অথচ আমার মা বাবা আমার জন্য দিন রাত দোয়া করেছেনে, রোজা রেখেছেন।

১০। অন্ততপক্ষে সবার ড্রাইভিংটা শিখে রাখা দরকার।
আমার এক বন্ধুর বাবা গাড়ির ড্রাইভার ছিলেন। বড় কোম্পানীর ড্রাইভার। সে বছরে দুইবার বিদেশ যেতে পারতো কোম্পানীর খরচে। বাংলাদেশে লেখাপড়া শেষ করে চাকরী পেতে বেশ বেগ পেতে হয়। তখন ড্রাইভিং জানলে আর বসে থাকার দরকার হয় না। উবার চালানো যায়। অথবা কোনো কোম্পানীর গাড়ি। আজাইরা বসে থাকার চেয়ে গাড়ি চালানো ভালো না? বেকার শব্দটা খুব খারাপ। খুব কষ্টের। খুব যন্ত্রনার। অপমানের।

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: দোয়ায় কাজ হয় না।
আপনার দোয়ায় কাজ হয়।
আপনি দোয়া করার সাথে সাথে একটি ৫০০ ও কয়েকটি ১০০ টাকার নোট পেয়ে যান।

আপনার পোস্ট ভালো হয়েছে।
একটি পোস্টে ১০টি বিষয় তুলে এনেছেন।

১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব আমি আপনাকে বন্ধু ভাবতে চাই।

২| ১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:



দোয়া হচ্ছে, আরবী ভাষায় শুভকামনার।

১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেট্টাই।
কাজেই পীর বাবা হোক, কোটি টাকার মালিক হোক, তাদের দোয়ায় কোনো পাওয়ার নাই।

৩| ১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:



দোয়া হচ্ছে, আরবী ভাষায় *শুভকামনা।

১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: শুভকামনা জানানোতে কোনো সমস্যা নাই।

৪| ১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: আসুন সবাই সবার জন্য দোয়া করি।

১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই।

৫| ১২ ই জুন, ২০২২ রাত ৮:৪৮

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




২, ৮ বাদে বাকীগুলো সত্য বলেছেন। ৯ নম্বরটা বেশি সত্য কারন এমন কোনও কাজ নেই যার জন্যে দোয়া নেই.... #:-S

১৩ ই জুন, ২০২২ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ১২ ই জুন, ২০২২ রাত ৯:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: ভাইসাহেব আমি আপনাকে বন্ধু ভাবতে চাই।

আমি অবশ্যই আপনার বন্ধু।
তবে আপনি সম্ভবতো আমাকে আর বন্ধু হিসেবে ভাবতে চাইছেন না।

১৩ ই জুন, ২০২২ রাত ১:৩৬

রাজীব নুর বলেছেন: আমি যেন আপনাকে বন্ধু ভাবতে পারি সেই মোতাবেক চলুন।

৭| ১২ ই জুন, ২০২২ রাত ৯:২৬

জুল ভার্ন বলেছেন: পোস্টের অনেক গুলো বিষয় একমত।

১৩ ই জুন, ২০২২ রাত ১:৩৮

রাজীব নুর বলেছেন: অশেষ শুকরিয়া।

৮| ১২ ই জুন, ২০২২ রাত ১০:৩৩

ফারহানা শারমিন বলেছেন: সব বিষয় না, কয়েকটি বিষয়ে একমত।বই আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।যেমন, বার্টান্ড রাসেলের সুখ। আমি দোয়াতে বিশ্বাস করি। মানুষের কত ক্ষমতা, মানুষ নিজেই জানে না।

১৩ ই জুন, ২০২২ রাত ১:৪৪

রাজীব নুর বলেছেন: আপনার কি কি ক্ষমতা আছে?

৯| ১২ ই জুন, ২০২২ রাত ১০:৩৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বই বিনোদন ও প্রয়োজন ছাড়া কিছুই না। তবে বই পড়া ভাল। বই পড়ে কেউ ধনী হয়না কিন্তু বই লিখে ও বেচে অনেকে ধনী হয়

১৩ ই জুন, ২০২২ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১০| ১২ ই জুন, ২০২২ রাত ১০:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =এখন নতুন নতুন অনেক দোয়া বাইর হচ্ছে।
জাজাকাল্লাহ খাইরান' ৫ বছর আগেও এই দোয়া শুনিনি।
গত ঈদের সময় দেখি 'ঈদ মোবারক'কমেন্টে রিপ্লাই আসে তাকাব্বালতু মিনাল্লাহ। বিড়ি খাওয়ার দোয়া বলে তো তাহেরি হুজুর মামলাই খাইলো। সেদিন ইন বক্সে আমাকে একজন পাঠাইছে আওয়ামী লীগের হাত থেকে বাচার দোয়া

১৩ ই জুন, ২০২২ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: ''জাজাকাল্লাহ খাইরান'' বলাটা এক ধরনের ফাজলামো। এই কাজ টা যারা করে তাদের আমি খুবই অপছন্দ করি।

আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

১১| ১২ ই জুন, ২০২২ রাত ১১:১০

শূন্য সারমর্ম বলেছেন:

দোয়াবিদ্যায় শ্রেষ্ঠ কি বাঙালীরা মুসলীম বিশ্বে?

১৩ ই জুন, ২০২২ রাত ১:৫৩

রাজীব নুর বলেছেন: দোয়া দিতে তো আর টাকা লাগে না। ফ্রি তে সবাই সবাইকে দোয়া দিতে পারে।

১২| ১২ ই জুন, ২০২২ রাত ১১:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
su]১।বই পড়া ভালো তবে
চটি৷ বই পড়বেন না।

২। জীবনে সাফল্য পেতে হলে
পাঁচ মিশালী কাজ জানতে হবে।

৩। সরল মানুষ মানেই ভালো মানুষ নয়
সরল মানুষ বোকা হতে পারে। বোকাদের মূল্য নাই।

৪। যে যখন যে যুগটা পেয়েছে তার কাছে সেই যুগই সেরা।
আমাদের সময় মোবাই ইন্টারনেট ছিলোনা, আমরাই ভালো
ছিলাম। এ যুগে মোবাইল সামাজিকতাকে গলা টিপে হত্যা
করেছে

৫। দোয়ায় কাজ অবশ্যই হয়। তবে দোয়ার আগে নিজেকে
পরিশুদ্ধ করে দোয়া করতে হবে। একাগ্র চিত্তে দোয়া করুন।

৬। কবিতা কবির মনের রঙ তুলিতে আকা বাস্তবতার ছবি।
সবাই কবি নয়, কেউ কেউ কবি।

৭। ব্যাচেলার মানেই যে সবাই খারাপ আর মেস মানে আকাম কু কামের কারখানা
তা কিন্তু নয়। মেসে থেকেই অনেল ডাক্তার ইঞ্জিনিয়ার
লেখক ও কবি হয়েছেন। গোবরেও পদ্ম ফুল ফোটে।

৮। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার যাকে ইচ্ছা
তার মান সিম্মান ধুলায় মিশিয়ে দেন। যার যত দিন হায়াত
আছে তত দিনই তিনি বেচে থাকবেন। কেউই অমর নন ধরায়।

৯। আগের ৫ নম্বরের মন্তব্যেই বলেছি দোয়াতে কাজ হবে যদি
কায়মনোবাক্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন। দোয়া কবুল
হলে আ দূনিয়াতে না হলেও পরকালে তার ফল ভোগ করতে পারবেন।

১০। দুই নম্বর মন্তব্যে বলেছি পাঁচ মিশালী কাজ শিখে রাখা ভালো। তা হলে
কারো গল্গ্রহ হয়ে থাকতে হয় না। নিদেন পক্ষে রান্না বান্না শিখুন
বউ রাগ করে বাপের বাড়ি গেলে না খেয়ে থাকতে হবেনা।

আপনার পাঁচ মিশালী, সরি দশ মিশালী লেখার জন্য ধন্যবাদ।

১৩ ই জুন, ২০২২ রাত ১:৫৬

রাজীব নুর বলেছেন: ওরে বাবা--
পয়েন্ট দ্ধরে ধরে সব গুগ্লোর উত্তর দিয়েছেন।। গ্রেট। স্যলুট।
সব গুলোর সত্য উত্তর দিয়েছেন।

১৩| ১৩ ই জুন, ২০২২ রাত ১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আমি যেন আপনাকে বন্ধু ভাবতে পারি সেই মোতাবেক চলুন।


সরি বস।
আপনার বা অন্য কারো মোতাবেক চলার কোনো খায়েস আমার নেই। আপনার বা অন্য কারো মোতাবেক চলে বন্ধুত্ব করতে হবে অতোটা দৈন্যদশা আমার এখনো হয়নি। আগামীতে কখনো হবেনা ইশাআল্লাহ।
আমি যদি কখনো কোনো ভুল করি আপনি সেটি ধরিয়ে দিবেন। আমি অবশ্যই সেটি শুধরে নিবো।

১৩ ই জুন, ২০২২ রাত ১:৫৭

রাজীব নুর বলেছেন: আপনি আমার মন্তব্যটি সঠিক ভাবে ব্বুঝেন নি। আসলে আমারই দোষ আমিই বুঝিয়ে বলতে পারিনি।

১৪| ১৩ ই জুন, ২০২২ সকাল ৯:০১

বিটপি বলেছেন: বই পড়লে মানসিকতার পরিবর্তন হয়। মানুষ হিসেবে এটা খুবই দরকার। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা ভালো দিক হল বই পড়ার অভ্যাস গড়ে দেয়। সারা জীবন যারা বই পড়ে, তারা বিপথে যায়না।

বৃদ্ধ বয়েসে বাবা মা কোন কাজে লাগেনা, কিনতি তারা বেঁচে থাকলে মনে হয় মাথার উপর ছায়া আছে। দোয়া হচ্ছে এরকম একটা ব্যাপার। হয়তো কোন কাজে লাগেনা, কিন্তু ভরসা পাওয়া যায়।

ব্যাচেলর মেসের ঘটনা সত্যি হতেও পারে। বদ্ধ ঘরে কি হচ্ছে, তা তো আর বাইরের লোক দেখতে পাচ্ছেনা। উঠতি বয়েসের ছেলেপেলে - পর্ণ দেখা যাদের একমাত্র বিনোদন, বুয়াকে একা পেয়ে ছেড়ে দেবে - এরকম মনে করার কোন কারণ নেই।

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১৫| ১৩ ই জুন, ২০২২ সকাল ৯:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: কিছুই করা ভাল না খাই আর ঘুমাই
জগত সংসার আবেগে উড়াই
ভাল আর মন্দ মসজিদ মন্দিরে ঘুরাই
স্বার্থের বালুচরে জল দিয়ে সাঁতরাই-----

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৬| ১৩ ই জুন, ২০২২ সকাল ১০:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চটি বই পড়তে মানা :D

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: আমি জীবনেও পড়ি নাই।

১৭| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: কয়েকটা ভাললাগলো।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৪

অনন্য দায়িত্বশীল বলেছেন: আপনার কোন কামকাজ নেই? বেকার লোক দেশের বোঝা।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি।

১৯| ১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১০

রানার ব্লগ বলেছেন: কবিতা লেখকদের এই ভাবে বাড়টা না বাজালেই কি হতো না ??

নিজেকে নিয়ে সন্দিহান হয়ে যাচ্ছি !!!

১৪ ই জুন, ২০২২ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: এখন কবিতার মা বাপ নাই।

২০| ১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৩

রানার ব্লগ বলেছেন: শহরটার নাম ঢাকা !!!

সব কিছু ঢেকে রাখুন , পর্দা সরালেই সর্বনাশ !!!!

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: ঢাকা রাখা যায়। কিন্তু যদিদ গন্ধ ছড়ায়।,।

২১| ১৪ ই জুন, ২০২২ দুপুর ২:০৫

ফারহানা শারমিন বলেছেন: আমার অনেক ক্ষমতা। যেমন ধরেন সাদা কে সাদা বলি, কালোকে কালো বলি। কিছু বলতে না পারলে চুপ করে থাকি। স্থান, সময় বুঝে কথা বলি, কিংবা চুপ থাকি। চুপ থাকতে পারাটাও এক ধরনের ক্ষমতা। হিংসা, লোভ, অহংকার নিয়ন্ত্রণে রাখতো পারি। এটা একটা ক্ষমতা। অনেক খারাপ, খারাপ মানুষের সাথে হাসিমুখে ভালো ব্যবহার করতে পারি। অনেক সময় মানুষের মনের কথা শুনতে পারি। হালকা পাতলা সিক্সথ সেন্স কাজ করে।আরও আছে।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: আপনি তো অনেক পাওয়ারফুল।
এত কিছু আয়ত্ত করলেন কিভাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.