নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
লিখতে আমার ভালো লাগে।
অথচ আমি ভালো লিখতে জানি না। যে কোনো বিষয় নিয়ে আমি লিখতে ভালোবাসি। সারাদিন কত যে হাবিজাবি লিখি! ভাগ্যিস সেইসব লেখা কাউকে পড়তে দেই না। লুকিয়ে রাখি হিডেন ফোল্ডারে। মাঝে মাঝে লেখা গুলো বের করে আমি পড়ি। আর হাসি। ভালো লাগে খুব। এরকম লেখার সংখ্যা প্রায় ৫শ' হবে। যতদিন বেঁচে আছি, এরকম লেখা লিখে যাবো। যা একান্ত শুধু নিজের জন্য। একজন মানুষকে সবচেয়ে ভালো চেনা যায় তার লেখার মাধ্যমে। সহজ সরল মানুষদের লেখার মধ্যেও একটা সহজ সরল ভাব থাকে। জটিল কুটিল মানুষদের লেখার মধ্যে কুটিলতা জটিলতা চলে আসে। মুখোশ পড়ে লেখালেখি চালানো যায় না।
একা থাকার ১০টি উপকারঃ
১। বাসায় উলঙ্গ হয়ে থাকা যায়। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখা যায়।
২। যা মন চায় তা-ই করা যায়। ভেজা টাওয়াল বিছানার উপর রাখলে বলার কেউ নাই। জুতো নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যায়।
৩। বিছানায় আরাম করে শুয়ে পায়ের উপর পা রেখে সিগারেট খাওয়া যায়। যেখানে ইচ্ছা সিগারেটের ছাই ফেলা যায়।
৪। জোরে সাউন্ড দিয়ে মুভি দেখা যায়। গান শোনা যায়। ইচ্ছা হলে নাচাও যায়।
৫। ইচ্ছা হলে রাত দুটায় চা বানিয়ে খাওয়া যায়। নুডুলস'ও।
৬। মোবাইল অফ রেখে আরাম করে লম্বা সময় ঘুমানো যায়।
৭। ইচ্ছা হলেই যখন তখন যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। বাঁধা দেওয়ার কেউ নেই। নেই কোনো পিছুটান।
৮। ব্যলকনিতে দাঁড়িয়ে গান গাওয়া যায়া। গলা যত বিশ্রী হোক না কেন।
৯। বাতি জ্বালিয়ে সারারাত বই পড়া যায়। লেখা যায়।
১০। পুরোনো প্রেমিকার সাথে আলাপ করা যায় মোবাইলে। চ্যাটিং করা যায়।
একা থাকার ১০টি অপকারঃ
১। যে একা সে-ই সামান্য। মন খারাপ থাকলে কেউ জিজ্ঞেস করার থাকে না।
২। জ্বর এলে কপালে ভালোবেসে হাত রাখার কেউ থাকে না।
৩। ঘুম না এলে গল্প করার কেউ থাকে না। নিজেকে বড় একা লাগে।
৪। বাসায় ফেরার জন্য কোনো তাড়া থাকে না। কারন কেউ অপেক্ষা করে নেই।
৫। পুরো ঘরদুয়ার নোংরা থাকলেও পরিস্কার করতে ইচ্ছা করে না।
৬। প্রিয় খাবার গুলো রান্না করে দেওয়ার মানুষ থাকে না। রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়। একাএকা খাওয়া ভীষণ কষ্টের।
৭। রাতে ভয় লাগলে কাউকে শক্ত করে জড়িয়ে ধরা যায় না।
৮। কাউকে বলা যায় না, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। খুব পিপাসা পেয়েছে।
৯। একা থাকলে নিজেকে বড্ড অসহায় লাগে। দুর্বল মনে হয়।
১০। মানুষের জীবনের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে নিঃসঙ্গতা। একা থাকা ভীষণ কষ্টের।
১৬ ই জুন, ২০২২ রাত ১:৩৬
রাজীব নুর বলেছেন: হ্যাঁ তা তো অবশ্যই।
২| ১৬ ই জুন, ২০২২ রাত ১:৩৬
সোনাগাজী বলেছেন:
বিশ্বের শতকরা ২০ ভাগ মানুষ অনেকটা একাকী জীবন যাপন করে।
১৬ ই জুন, ২০২২ রাত ১:৫১
রাজীব নুর বলেছেন: একা থাকা ভালো নয়। একা মানুষ মানেই অসহায়।
৩| ১৬ ই জুন, ২০২২ রাত ১:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার একা থাকতে ভালো লাগেনা। আমার মেয়ে এবং স্ত্রী ছাড়া ১ দিনও ভালো লাগেনা। এই দুইজন আমার বেস্ট ফ্রেন্ড।
১৬ ই জুন, ২০২২ রাত ১:৫২
রাজীব নুর বলেছেন: আমারও একই অবস্থা।
৪| ১৬ ই জুন, ২০২২ সকাল ৯:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: লিখতে আমারও ভালো লাগে। টাকা-পয়সার সমস্যা না থাকলে লিখতাম আর দেশবিদেশ ঘুরতাম।
১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: ঘরসংসার করতেন না?
৫| ১৬ ই জুন, ২০২২ সকাল ৯:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইদানীং আপনি যে রাতের পাখি হয়ে যাচ্ছেন ব্যাপার কি?
১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: ঠিক তা না। আসলে আমি একটু দেরীতে ঘুমাই।
৬| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
উপকারিতার প্রথমটাই উলঙ্গ "হাহা!
১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: এটা একটা ফান পোষ্ট।
৭| ১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: একাই এসেছি একাই চলে যাব মাঝ খানে
মায়াটুকু দীর্ঘশ্বাস এটাই নিয়মের বেড়া----------
১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: একটি দীর্ঘশ্বাস।
৮| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৩:২৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভাল লাগলো ................ দারুণ
১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৯| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: তুলনামূলক ভাবে কোনটা ভালো? একা থাকা নাকি
পরিবারের সবার সাথে থাকা?
আমি মাঝে মাঝে একা থাকতে
পছন্দ করলেও থাকতে চাই
পরিবারের সবার সাথে কারণ;
একা থাকলে রাজার মতো বাঁচা যায় সত্য
তবে মৃত্যু হয় কুত্তার মতো!
১০| ১৬ ই জুন, ২০২২ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: একা থাকা ভালো নয়।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০২২ রাত ১:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আরো অনেন কিছু করা যায়।