নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাকে ভয়ঙ্কর যাদু করা হয়েছে। অনেক রকম আমল করেও মুক্তি পাচ্ছি না। এখন আমি কি করবো?

১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২২

ছবিঃ ইউটিউব।

হা হা হা— আপনি আছেন কোন দুনিয়ায়?
এটা আধুনিক যুগ। বিজ্ঞানের যুগ। প্রযুক্তির যুগ। এযুগে মানুষ যাদুটোনা, ঝাড়ফুঁক, পানিপড়া, তাবিজ-কবচ ইত্যাদি বিষয় গুলো বিশ্বাস করে না। আপনি আপনার চিন্তাভাবনা উন্নত করুণ। প্রচুর পড়াশোনা করুণ। একমাত্র জ্ঞানই আপনার অন্ধ বিশ্বাস গুলো দূর করতে পারবে। ধরুন, আপনার ঘরে খাবার নেই, এখন যাদু করে কি আপনার ঘরে খাবার আনা যাবে? ধরুন, আপনার চাকরী নেই, এখন যাদু করে কি একটা চাকরির ব্যবস্থা করা যাবে? আবার ধরুন, আপনি একজন মানুষকে খুব বেশি অপছন্দ করেন, ঘৃণা করেন, এখন কি তাকে যাদুটোনা করে মেরে ফেলা যাবে? নো, নেভার।

যাদু মূলত এক ধরনের কৌশল।
অলৌকিক কিছু নয়। আমি টিভিতে যাদু দেখি আর মুগ্ধ হই। অবাক হই! কিন্তু ইউটিউব দেখে যখন যাদুর কৌশলটা যেনে যাই। তখন আর মুগ্ধতা থাকে না। যাদু হলো মানুষকে আনন্দ দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা, যাদুকরা, বানমারা ইত্যাদি ফালতু কথা। একসময় মানুষ যখন জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিলো না, তখন মানুষ এইসব বিশ্বাস করতো। এযুগে পীর, ফকির, আউলিয়া, দরবেশ এদের ভাত নাই। এরা বিপাকে আছে। এখন মানুষ অনেক সচেতন। এখন মানুষের কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যায়। কোনো হুজুরের কাছে যায় না। আমল একটা ফালতু কথা। আমল করে কিছু হয় না। হবার নয়। কোনো দিন কারো কিচ্ছু হয়নি। পরিশ্রম করলেই জীবনে সফলতা আসে। আমল টামলে কাজ হয় না।

যদি যাদুটোনা সত্যি হতো-
তাহলে লোকজন আর লেখাপড়া করতো না। চাকরী বাকরি করতো না। যাদুটোনা করে নিজের সব ইচ্ছা আর স্বপ্ন গুলো পূরন করে ফেলতো। আপনি আমাকে যাদু করুণ। যাদু করে আমাকে মেরে ফেলুন। দেখি আপনার যাদুর কত ক্ষমতা। প্লীজ আমাকে যাদুটোনা করে হত্যা করুণ। প্লীজ। যারা কুসংস্কার বিশ্বাসী তাঁরা যাদুটোনার কথা বিশ্বাস করবে। মানবে। শিক্ষিত মানুষ যাদুটোনার কথা শুনে হাসবে। আপনার অসুখ বিসুখ হলে নিশ্চয়ই তাবিজ নেন না অথবা পানিপড়া খান না। তাহলে কেন যাদুটোনা, বানমারাতে বিশ্বাস করেন? দেশ এগিয়ে গেছে, বিশ্ব এগিয়ে গেছে, অথচ আপনি এবং আপনাদের মতো কুসংস্কার বিশ্বাসী মানুষজন পেছনে পড়ে আছে। আসল আমল হচ্ছে কাজ। কাজ করুণ ভালো থাকুন।

আপনি নিশ্চয়ই ধার্মিক মানুষ।
কিছু ধার্মিকেরা যাদুটোনায় বিশ্বস করে। নানান রকম কুসংস্কারে বিশ্বাস করে। শুনুন আধুনিক হোন, চিন্তা ভাবনা উন্নত কররুন। লেখাপড়া করুণ। বিশ্ব কোথায় চলে গেছে সেই সম্পর্কে আপনাদের কোনো ধারনাই নাই। আপনি পরে আছেন হাজার বছর পেছনে। আর কত কাল পেছনে পড়ে থাকবেন? আপনাদের মতো মানুষদের জন্য দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটু পড়াশোনা করুণ। জ্ঞান সঞ্চয় করুণ। মানুষ হোন। বিবেকটাকে জাগ্রত রাখুন। বদমাইশি ছাড়ুন। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়। অতিরিক্ত সমালোচনা করবেন না,অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিএের দিকে এগিয়ে নিয়ে যায়।

মন্তব্য ৫৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে বহুদূর।–

প্রবাদ বাক্য।

১৮ ই জুন, ২০২২ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: এইসব প্রবাদ এখন পুরোনো হয়ে গেছে।

২| ১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের রসূলকে (সা) জাদু করা হয়েছিল। এই জাদুর চিকিৎসার জন্য সুরা ফালাক এবং সুরা নাস নাজিল হয়েছিল। জাদু সত্যি।

১৮ ই জুন, ২০২২ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: অনেকে মনে করেন, বিশেষ করে এই দুই সূরার জন্য ধর্মের ভিত নড়বড়ে হয়ে গেছে।

৩| ১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আছে তো জাদু টুনা।
বান্দরবান মগ বদ্য দের জাদু দেখলে আপনি বেকুব হয়ে যাবেন।

১৮ ই জুন, ২০২২ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: কেমন তাদের যাদু? বলেন শুনি। ভিডিও থাকলেও দেখাতে পারেন।

৪| ১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৭

নতুন বলেছেন: অন্ধবিশ্বাসে যারা মজে যায় তারা রিস্ক নিতে চায় না।

যারা যাদুটোনায় বিশ্বাস করে তারা অন্ধবিশ্বাসী।

এই জামানায় কেউ খুজেও কোন সত্যি জাদু বা অলৌকিক কাজ দেখাতে পারেনা। যদি আপাত দৃস্টিতে অসম্ভব মনে হয় তবে তার পেছনে কিছু কারুকাজ আছে।

যার @ সাচু ভাই। মানুষ অসুস্থ হবার পেছনে কিছু কারন থাকে। একজন মন্ত্র পড়লো আর আপনার শরিরে ভাইরাস/ ব্যাটরেটিয়ার আক্রমন শুরু হয়ে যাবে? অথবা শরীরের কোন অঙ্গপতঙ্গ কাজ করা বন্ধ হয়ে যাবে। :|

১৮ ই জুন, ২০২২ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ জানবেন।

৫| ১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

জুল ভার্ন বলেছেন: আমাকে একবার একজন গুণীন তার পানি পড়ার শক্তি সম্পর্কে বলতে শুরু করেছিলো.... আমি তাকে বলি- যদি আপনার মন্ত্রের ফুঁ তে এতোই ক্ষমতা থাকে তাহলে মন্ত্র পড়ে ফুঁ দিয়ে গ্লাসটা ভেংগে ফেলুন...তারপর "বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর"- বলে চলে যায়!

১৮ ই জুন, ২০২২ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: ফু দিয়ে, এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গ্লাস ভাঙ্গা সম্ভব। কিছু কারিশমা আছে।

৬| ১৮ ই জুন, ২০২২ রাত ৮:০৮

তানভির জুমার বলেছেন: Universe 25: The Mouse "Utopia" Experiment নামে ইহা একটি গভেষনা পড়ে দেখিবেন। নাস্তিকদের অনেক তথ্য এবং বর্তমান নোংরা সভ্যতার অনেক কিছুই বুঝতে পারিবেন।

১৮ ই জুন, ২০২২ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই জুন, ২০২২ রাত ৯:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: যদিও আমি আধুনিক চিন্তার মানুষ নই তবুও জাদু-টোনায় আমার বিশ্বাস নেই।


জুল ভার্ন ভাই ফু দিয়ে কিন্তু কাঁচের গ্লাস ভেঙ্গে ফেলা সম্ভব। তার জন্য কিছু অগ্রীম প্রস্তুতি নিতে হয়। বেশ ভালো একটা ট্রিক।

১৮ ই জুন, ২০২২ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: আপনার কিছু চিন্তা ভাবনা ভুল। আশা করি সেব কাটিয়ে উঠতে পারবেন।

৮| ১৮ ই জুন, ২০২২ রাত ৯:১৪

রিফাত হোসেন বলেছেন: জাদু করে ভাল কিছু করা যায় না। খারাপ কাজই হয়ে থাকে। ডাক্তার এর কাজ জাদু মাদু দিয়ে হবে না। জীবনে একবার অদ্ভুত ব্যাপার এর স্বাক্ষী হয়ে আছি। কিছু রহস্য থেকে যায়, এতেই প্রাপ্তি আছে। সমাধান হয়ে গেলে আগ্রহ টাগ্রহ কমে আসে।

১৮ ই জুন, ২০২২ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে রহস্য কিছু নেই। যে ব্যাখ্যা জানে না, তার কাছেই রহস্য লাগে।

৯| ১৮ ই জুন, ২০২২ রাত ৯:১৫

ঢাবিয়ান বলেছেন: আমারতো ধারনা এই ব্লগ এবং জনৈক ব্লগার আপনাকে যাদু করেছে। যেভাবে দিনরাত এখানে পড়ে থাকেন =p~

জাস্ট ফান করলাম :-0

১৮ ই জুন, ২০২২ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: ওকে, ফান করলেন। তার জন্য কিছু বললাম না।

১০| ১৮ ই জুন, ২০২২ রাত ৯:১৮

সোনাগাজী বলেছেন:


ইহাও ধর্মের একটা রূপকথা।

১৮ ই জুন, ২০২২ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: আমার কথা হচ্ছে এই আধুনিক যুগে এসেও কেন কিছু লোক কেন রুপকথা বিশ্বাস করবে?

১১| ১৮ ই জুন, ২০২২ রাত ৯:৪০

সোনাগাজী বলেছেন:




আধুনিক যুগেও আফ্রিকায় ও বাংলাদেশে কিছু আদি মানব আছেন।

১৯ শে জুন, ২০২২ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: ইহা দুঃখজনক।

১২| ১৮ ই জুন, ২০২২ রাত ১০:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গণক, জ্যোতিষ বা জাদুবিদ্যা পারদর্শীদের ব্যাপারে রাসুলুল্লহ (সঃ) কঠোর হুশিয়ারি ঘোষণা করেছেন। হাদিসে বনি'ত- যে ব্যক্তি গণক, জ্যোতিষীর কাছে গিয়ে ভবিষ্যত সম্পর্কে জানতে চায়, চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না।

১৯ শে জুন, ২০২২ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: জ্বী এই হাদীস টি আমি পড়েছি।

১৩| ১৮ ই জুন, ২০২২ রাত ১০:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


যাদুবিদ্যা দিয়ে পশ্চিমে "Got Talents " শো হয় ; বাংলাদেশে মানুষ মারা হয়।

১৯ শে জুন, ২০২২ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: হাজার কথার এককথা বলে দিয়েছেন।

১৪| ১৮ ই জুন, ২০২২ রাত ১১:২৩

শার্দূল ২২ বলেছেন: আমি সাধারনত মিজানুর রহমান আহাজারির প্রসঙে চুপ থাকি, কারণ, আমি মুর্খ মানুষ গুলোর বোকা কথা নিতে পারি, কিন্তু শিক্ষিত ছাগলদের আমার সহ্য হয়না। পড়ালেখা না করলে সে কিছু জানবেনা সেটা মেনে নেয়া যায়, কিন্তু পড়া লেখা করে বলদ হলে এটা মেনে নেয়া যায়না। মি র আহাজারি পরেছে আহাজারি বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রতি বছর কিছু ধর্মের আগাঝা ম্যন্যুফেকচার করে। ওখানে নাকি ধর্ম নিয়ে গবেষণা করে, একটা নির্ধারিত মাজহাব আপনার হাতে ধরিয়ে দিয়ে বললো প্রমান করো এটাই একমাত্র মাজহাব। এটা কেমন ধরণের গবেষণা আমি জানিনা, দুনিয়াতে এমন গবেষণা নেই। এটা এমন যেন আপনার হাতে এক গ্লাস পানি দিয়ে বললো প্রমাণ করো এটা পানি ।
সে যাই হোক মি র আহাজারি হলো ইসলাম ধর্মের গোখরা সাপ। দ্যটস অল ইউর অনার।

আর তাবিজ তুমার হলো এই গোখরা সাপের বিষ্ঠা ।

১৯ শে জুন, ২০২২ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
ধন্যবাদ।

১৫| ১৯ শে জুন, ২০২২ রাত ১:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেন ভিডিও দেন

ইউটুবে আছে দেখেন।

১৯ শে জুন, ২০২২ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: দেখব, আজ রাতে।

১৬| ১৯ শে জুন, ২০২২ রাত ১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কালোজাদু ভয়ংকর। আমাদের নবীজী কালোযাদুর শিকার হয়েছিলেন। এই ব্যাপারে সুরা নাযিল হয়েছিল।
মানুষের অনেক ক্ষমতা আছে।
মুতে পানি ঠিকমত না নিলে নামাজ হয়না। আর নামাজ বাদে আমল করে জাদুটোনা থেকে বাঁচা যাবে না।

১৯ শে জুন, ২০২২ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: আপনাদের কি নতুন কোনো কথা নেই?
আর কত পেছনে পড়ে থাকবেন?

১৭| ১৯ শে জুন, ২০২২ সকাল ৯:২১

বিটপি বলেছেন: জাদুকে একেবারে অস্বীকার করার কিছু নেই। জাদুমন্ত্রে অতীতে অনেক কাজ হয়েছে। ষোড়শ শতকের দিকে ইউরোপে যেসব ডাইনীদেরকে পুড়িয়ে মারা হত, তারা কি কৌশলে অন্যের উপর প্রভাব বিস্তার করত বলুন তো? তান্ত্রিক কাপালিক - এরাও যাদুমন্ত্রের সাহায্যে কাজ করে। তবে একটা কথা হল, জাদু দিয়ে কেউ ব্যবসা করেনা। যারা জাদু জানে, তারা কেবল ক্ষমতা দেখানোর কাজেই তা ব্যবহার করে।

বিজ্ঞান ১০০ প্রশ্নের জবার দিতে পারেনা, পারে বড়জোর ৮০টা প্রশ্নের উত্তির দিতে, বাকিটা রহস্য।

১৯ শে জুন, ২০২২ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: যাদু একটা কৌশল। জাস্ট কৌশল। অলৌকিক কিছু না।

১৮| ১৯ শে জুন, ২০২২ সকাল ৯:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: যাদুর মধ্যে গাছগাছা থাকলে বিশ্বাস করি কারণ গাছগাছা খুবি শক্তিশালী
আপনি খাইলে মৃত্যু নিশ্চিত!
ভাল থাকবেন-----------

১৯ শে জুন, ২০২২ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: ওকে।

১৯| ১৯ শে জুন, ২০২২ সকাল ১০:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জাদু আছে এখনো।

১৯ শে জুন, ২০২২ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: আমি বিশ্বাস করি না।

২০| ১৯ শে জুন, ২০২২ দুপুর ১২:২৬

রানার ব্লগ বলেছেন: প্রত্যেক জিনিসের খারাপ ও ভালো দিক আছে। ঠিক তেমনি যাদু বিদ্যার কিছু খারাপ দিক আছে যা খুবি নোংরা ও ভয়ানক। যেমন ধরুন আজট্যেক এর সময়কালে পুরোহিতরা একধরনের যাদু বিদ্যা কাজে লাগাতো কিছু উদ্ভিদের নির্জাস ব্যাবহার করে যা আজ আমরা ডেভিল ব্রিথ নামে জানি । এই হলো যাদু বা কালো বিদ্যা।

১৯ শে জুন, ২০২২ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ।

২১| ১৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: আপনার কিছু চিন্তা ভাবনা ভুল। আশা করি সেব কাটিয়ে উঠতে পারবেন।
আমাদের সমস্য হচ্ছে আমরা নিজেদের ভুল গুলি দেখতে পাই না। অন্যের ভুলের দিকে আঙ্গুল তুলি।

১৯ শে জুন, ২০২২ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: আমি আমার ভুল গুলো যখন, জানতে পারি, বুঝতে পারি- তখন আমি নিজেকে শুধরে নিই।
আপনার সমস্যা হলো- আপনি সেটা করেন না। আপনি তালগাছ ধরে বসে আছেন।

২২| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৩:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
খুব বড় একটা মিথ্যা বললে ভাইজান।
আপনি আপনার ভুল শুধরানোতো অনেক দূরের কথা ভুল স্বীকারই করেন না।
মাসখানেক আগে আপনি বললেন আপনার মৃতদেহ সাগরে দিবেন। দুই দিন আগে বললেন ঢাকায় কবর দেয়া হবে।
আপনি আপনার কথায় কখনোই স্থির থাকতে পারেন না। এটি আপনার একটি দোষ, এবং এই দোষ আপনি স্বীকার করেন না। ব্লগে যখনই কেউ আপনাকে এই বিষয়টি জানিয়েছে আপনি অস্বীকার করেছেন।
আপনি আমার একটা দোষ দেখান। আমি সেটি শুধরে নিবো।

কিন্তু আপনি যদি বলেন আপনার বিশ্বাসে আমাকে বিশ্বাসী হতে হবে। আপনার রঙ্গে আমাকে রঙ্গীন হতে হবে, তাতো সম্ভবনা ভাইজান।
সবচেয়ে বড় কথা আপনার দোষ আপনার, আমার দোষ আমার। এতে ব্লগের কোনো কিছু যায় আসে না। আমরা শুধরলেই কি, না শুধরলেই কি।

তালগাছ কে ধরে বসে আছে সেটাও মোটামুটি ব্লেগের অনেকের কাছেই কিন্তু পরিষ্কার।
আপনার জন্য শুভ কামনা রইলো।
আবদার রইলো আমার পোস্টে মন্তব্যের সময় অবশ্যই আমার দোষ গুলি ধরিয়ে দিবেন। আমি শুধরে নিবো।

১৯ শে জুন, ২০২২ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: আসলে কিছু কিছু বিষয় মানুষের মাথায় ঢুকে গেলে সেটা আর বের হয় না। আপনার মধ্যেও কিছু কিছু বিষয় মাথায় ঢুকে বসে আছে। আমি প্রতিনিয়ত নিজেকে শুধরাই। হ্যাঁ কিছু দোষ ত্রুটি আমার আছে। সেগুলো শুধরে নিচ্ছি ধীরে ধীরে।

ভালো থাকুন।

২৩| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৫:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জ্বীন জাদু এইগুলো বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত না। বিজ্ঞান চাই যুক্তি, প্রমাণ। এগুলো প্রমাণ না করতে পারা বিজ্ঞানের ব্যর্থতা। সীমাবদ্ধতা। তবে বিজ্ঞান একদিন ঠিকই প্রমাণ করবে। আর যতদিন না পারবে ততোদিন অস্বীকার করবে। এটাই বিজ্ঞানের ধারা।

১৯ শে জুন, ২০২২ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: বিজ্ঞানকে অস্বীকার করলে নিজের হীনমন্যতা স্পষ্ট হয়ে ওঠে।

২৪| ১৯ শে জুন, ২০২২ রাত ৯:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বিজ্ঞান কে অস্বীকার করার প্রশ্নই আসে না। হীনমন্যতা কেন হবে?
বরং আমি বিজ্ঞান নিয়ে আশাবাদী। একদিন বিজ্ঞান ঐসব প্রমাণ করবে।

২০ শে জুন, ২০২২ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: তাহলে তো ভালো।
আর কোথাও কোনো সমস্যা নাই।

২৫| ১৯ শে জুন, ২০২২ রাত ১১:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাদের কি নতুন কোনো কথা নেই?
আর কত পেছনে পড়ে থাকবেন?


আপনিই ঘুরে ফিরে এই খানেই আটকে যান। নতুন কথা যখন খুঁজে পান না তখন আবার ধর্মে ফিরে আসেন।
আমার সেই ধরনের কোন সমস্যা না। ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম বিষয়ক কোন পোষ্ট খুঁজে পাবেন না। ব্লগ ভারী করার জন্য ধর্ম ব্যবসায়ীদের মত ধর্ম কে পুঁজি করি না।

ধর্মের কথা আসলে পুরনো কথায় ফিরে আসবে। কারণ আমার ধর্ম দিনে পাল্টাই না। নবীজীকে জাদু করা হয়েছিল, সুরা নাজিল হয়েছিল। একজন বিশ্বাসী হয়ে কেন বিশ্বাস করবো না বলুন।
বিজ্ঞান নিয়ে আরো পড়াশোনা করুন । বিগ ব্যাংয়ের আগে কি ছিল সেটার গ্রহণযোগ্য কোন তত্ত্ব খুঁজে পাইনি আমি। এটা জানা জরুরী। বিজ্ঞান নিশ্চয়ই একদিন যুক্তি আর প্রমাণ দেবে।

২০ শে জুন, ২০২২ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: বিগ ব্যাংয়ের আগে কি চ্ছিলো? কেমন ছিলো সেটা নিয়ে বিজ্ঞান মাথা ঘামায় না। বিগ ব্যাং্যের পরের থেকেই বিজ্ঞান বলতে শুরু করেছে।

২৬| ২০ শে জুন, ২০২২ সকাল ১০:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বিগ ব্যাং এর পরের থেকেই বিজ্ঞান বলতে শুরু করেছে।


বিজ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করছেন তো ! পৃথিবীতে অনেক রহস্য আছে। একদিন হয়তো সমাধান করবে বিজ্ঞান। তাই বিজ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে হীনমন্যতায় ভোগার কোন কারণ নেই। আপনার যুক্তি বলে 'বিগ ব্যাং এর পরের থেকেই বিজ্ঞান বলতে শুরু করেছে।'
কিন্তু আমার বিশ্বাস বলে বিজ্ঞান একদিন সমাধানে দেবে।

২০ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই। সব সমস্যার সমাধান বিজ্ঞান দিবে। ধর্ম নয়।

২৭| ২০ শে জুন, ২০২২ দুপুর ২:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বিজ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করছেন তো ?
জাদু জ্বিন - ধরে তো বলেই দিয়েছে। মহাশক্তিধর বিজ্ঞান একদিন প্রমান করবে।

২০ শে জুন, ২০২২ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: আপনি কাকে আগে রাখবেন- বিজ্ঞান না ধর্ম?
নিশ্চয়ই ধর্ম? তাহলে আমার আর কোনো কথা নেই।

২৮| ২১ শে জুন, ২০২২ সকাল ৯:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার এই পোষ্টের মূল উদ্দেশ্য ধর্ম কে হেয় করে বিজ্ঞান কে আগলে রাখা।
কিন্তু আমার উদ্দেশ্য ছিল বিজ্ঞানকে হেয় করা নয়। বিজ্ঞান হচ্ছে বিশুদ্ধ লজিক। আপনি বিজ্ঞান বিষয়ক পোস্ট দিলে ধর্মে গিয়ে ফিরবেন। এটাকেই হীনমন্যতা বলে।
ভালো থাকবেন।

২৯| ২১ শে জুন, ২০২২ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: হা হা হা---
আমাকে ছোট করলে আপনার খুশি লাগবে?

৩০| ২১ শে জুন, ২০২২ দুপুর ২:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রাজীব নুর বলেছেন: হা হা হা---
আমাকে ছোট করলে আপনার খুশি লাগবে?

এই কথা আসছে কেনো ?

৩১| ২৪ শে জুন, ২০২২ দুপুর ১:৪৮

রিফাত হোসেন বলেছেন: লেখক বলেছেন: দুনিয়াতে রহস্য কিছু নেই। যে ব্যাখ্যা জানে না, তার কাছেই রহস্য লাগে।

ঠিক বলেছেন। এই দুনিয়াতে রহস্য নেই। অন্য অলৌকিক জগতের রহস্যের সমাধান এই দুনিয়াতে সম্ভব নয়।

৩২| ২৪ শে জুন, ২০২২ দুপুর ২:০৭

জ্যাকেল বলেছেন: আপনি যাদু টোনা বিশ্বাস করেন না ইহা নিয়ে গর্ব করার কিছু নাই। যাদু টোনা এইগুলার প্রভাব আছে। সুরা ফালাক সুরা নাস এর পটভূমি পড়েছেন কখনো?
না জানা কখনোই বুক ভরে প্রচার করার বিষয় হইতে পারে না। একমাত্র মুর্খরাই পারে এইসব করতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.