নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ পদ্মাসেতুতে বেশ কয়েকটা মজার ঘটনা ঘটেছে

২৬ শে জুন, ২০২২ রাত ১০:০৫



১। আমাদের দেশের মানুষজন রসিকতা করতে খুব পছন্দ করে।
রসিকতা করার সুযোগ পেলে সেই সুযোগ কাজে লাগানোটা যেন দায়িত্ব। আজ নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮০ লাখ টাকা টোল জমা হয়েছে। টাকার অংকটা মন্দ নয়। গড়ে যদি প্রতিদিন ৫০ লাখ টাকাও হয়, তাহলে মাসে কত? যাইহোক, প্রধানমন্ত্রী নিজেও টোল দিয়েছেন। পদ্মাসেতুর প্রথম টোল শেখ হাসিনাই দিয়েছেন। আমাদের দেশের মানুষ টোল দিতে চায় না। নানান রকম পরিচয় দেয়। বলে, এটা সরকারী গাড়ি, এটা ছাত্রলীগের বাইক। এটা মিডিয়ার গাড়ি। সামান্য ক'টা টাকার জন্য অমুক অমুকের পরিচয় দিতে লজ্জাও তো লাগার কথা।



২। আজ একজন পদ্মাসেতুতে প্রস্বাব করে দিয়েছে।
এটা নিয়ে ফেসবুকে খুব হই চই। বাঙ্গালী তুচ্ছ বিষয় নিয়ে হইচই করতে পছন্দ করে। শুনেছি যে ছেলে প্রস্বাব করেছে তাকে পুলিশ খুঁজছে। আমার ধারনা, ছেলেটা বাইক এ করে যাচ্ছিলো। তার সিস পেয়েছে। সে বাইক থেকে নেমে সিস করেছে। তখন আরেকজন তার ছবি পেছন থেকে তুলে নেয়। এবং ছবিটা স্যোসাল মিডিয়াতে ছেড়ে দেয়। অতি সামান্য বিষয়। হাউকাউ করার কিছু নেই। তবে ছেলেটা সেতু তেঁ প্রস্বাব করা ভুল হয়েছে। এখন যদি ছেলেটার বাথরুম পেতো তাহলে কি সে সেতুতে পায়খানা করে দিতো?



৩। এক ছেলে পদ্মাসেতুর দুটা স্ক্রুপ খুলে ফেলেছে।
সে বলছে, পদ্মাসেতু তেঁ এমন স্ক্রুপ লাগিয়েছে যে হাত দিয়ে খোলা যায়। জনগনের টাকার অপচয় হয়েছে। ইত্যাদি ইত্যাদি। ছেলেটার ভিডিও ভাইরাল হয়। সন্ধ্যায় পুলিশ ছেলেটাকেও গ্রেফতার করে। আমার ধারনা, ছেলেটা মিথ্যা বলেছে। কারন ছেলেটার বাইক আছে। বাইক এর স্ক্রুপ খোলার যন্ত্র দিয়ে সে সেতুর স্ক্রুপ খুলেছে। ছেলেটা হয়তো ক্ষমা চাইবে এবং ক্ষমা পেয়ে যাবে। তবে ছেলেটার এই কাজ করা অবশ্যই অন্যায় হয়েছে।



৪। পদ্মা সেতুর প্রথম লেডি বাইকার রুবায়াত রুবা।
রুবা একজন ইউটুবার। তিনি বলেছেন, ''লিখে দিয়েছে ৮০ কিলোমিটার। আমি আইন মান্য করে বাইক চালিয়ে এসেছি। সবাইকেই একই অনুরোধ করবো''। রুবা অনেকে খুশি। দেশের মানুষরাও অনেক খুশি। সাংবাদিকরা নিউজ করতে পেরে খুশি। বহুলোক সেই নিউজ পড়ে খুশি। সব মিলিয়ে পদ্মাসেতুর কারনে দেশের মানুষ খুশি। এদিকে সিলেটের বন্যার খবর চাপা পড়ে গেছে। একজন কে দেখলাম, ফেসবুকে লিখেছে, পদ্মাসেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলে ভাইরাল হওয়া যাবে অতি সহজেই।

ছব্বিঃ গুগল।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২২ রাত ১০:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভাই নেন। উনি আবার দ্বিতীয় হবার গৌরব অর্জন করেছে। খুশিতে পোষ্ট দিছে। সম্ভবত হিসু করার জন্য পেঠ ভরে পানি খেয়ে সেতুতে উঠেছিল।

২৭ শে জুন, ২০২২ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: হায় কপাল।

২| ২৬ শে জুন, ২০২২ রাত ১০:৪৮

আরোগ্য বলেছেন: এটাও যোগ করুন আপনার পোস্টে।

২৭ শে জুন, ২০২২ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২৬ শে জুন, ২০২২ রাত ১১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: স্ক্রু খুলেছে ২ জনে।

২৭ শে জুন, ২০২২ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: এরা কারা? কোথা থেকে আসে!!?

৪| ২৭ শে জুন, ২০২২ রাত ১২:৩০

নূর আলম হিরণ বলেছেন: আজ অনেকে পদ্মা সেতুতে নামাজও আদায় করছে।

২৭ শে জুন, ২০২২ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: হ্যাঁ দেখলাম।
এবং সর্বশেষ খবর হচ্ছে বাইক দূর্ঘটনায় দুজন মারা গেছে।

৫| ২৭ শে জুন, ২০২২ রাত ১২:৫৮

সাইবার সোহেল বলেছেন: হায়রে দেশ, আমরা ফ্লাইওভার বানাই, এলিভেটেট এক্সপ্রেস ওয়ে বানাই, মেট্রোরেল বানাই, কর্ণফুলি টানেল বানাই, পদ্মাসেতু বানাই, কিন্তু আফসোস... বিগত ৫০ বছরে আমরা শুধু জাতিটাকে প্রকৃত মানুষই বানাতে পারলাম না... আর এই বিষয় নিয়ে আমাদের কারও কোন চিন্তাও নাই... শুধু অপরকে দোষারোপ আর বিদ্রুপ করেই নিজের দ্বায়ীত্ব শেষ মনে করি.. :|| /:) :D :(

২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: এই প্রজন্ম নির্বোধ।

৬| ২৭ শে জুন, ২০২২ রাত ১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একজনকে দেখলাম পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে
দৌড়ে দৌড়ে মাওয়া প্রান্তে চলে এসেছে, পুলিশ নাকি
তাকে দৌড়ের উপর রাখছে। ধরতে পারলে পাছায় বাড়ি
দিবে সে ভয়ে দৌড়াচ্ছে।
সবাই ভাইরাল হতে চায়!

২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: লোকজন খুব বেশী করছে।

৭| ২৭ শে জুন, ২০২২ ভোর ৫:১৭

কামাল৮০ বলেছেন: বাংলাদেশের যুবকদের কি বহুমুত্র রোগ হয়ে গেলো?পাচ মিনিট হিসু ধরে রাখতে পারে না।সেতুতে উঠার পর গাড়ী থেকে নামলে মোটা অংকের জরিমানার বিধান রাখা দরকার।
কিছু লোক মনে হয় সেতুর পরিবেশ নষ্ট করতে চায়।আজকে নামাজ পড়বে,কালকে মসজিদ বানানোর বায়না ধরবে।এমন কোন নামাজ যেটা পাঁচ মিনিট পর পড়া যায় না?

২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: এই প্রজন্ম গাধা শ্রেণীর।

৮| ২৭ শে জুন, ২০২২ সকাল ৯:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদের মাথার তার ছেড়া।

২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: প্রশ্নফাঁস এরকমই করে।

৯| ২৭ শে জুন, ২০২২ সকাল ১০:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর
সবই হয়েছে কিন্তু আরেটা হয়নি
বলুন ত কি

২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: জানি না।
আপনিই বলুন?

১০| ২৭ শে জুন, ২০২২ সকাল ১১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক কিছু ঘটে যাচ্ছে সেতু নিয়ে।

২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: যা ঘটছে, তা দুঃখজনক।

১১| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:১৪

রানার ব্লগ বলেছেন: রবীন্দ্রনাথ এমনি এমনি বলেন নাই রেখেছো বাঙ্গালী করে মানুষ করো নি !!!

২৮ শে জুন, ২০২২ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: একদম রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.