নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটা ধাঁধা

৩০ শে জুন, ২০২২ রাত ১২:২৬

ছবিঃ আমার তোলা।

১। মিলির সামনে রয়েছে চমৎকার একটি মেয়ের ছবি। মিলি বলছে আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আর ছবির মেয়েটির মা আমার বাবার মেয়ে। ঐ ছবিটি কার?

২। আমার বাবা আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিলো। এক বছর হয়ে গেছে। আমি রিকোয়েস্ট একসেপ্ট করি না। একদিন আব্বা ম্যাসেজ দিলো প্লীজ 'এড মি'। তবুও আমি একসেপ্ট করি নাই। কোনো কারন ছিলো না। এমনি একসেপ্ট করি নাই। সেই রিকোয়েস্ট এখনও ঝুলে আছে। অথচ আব্বা নাই। করোনাতে আব্বা মারা গেলো। মাঝে মাঝে ভীষন কষ্ট হয়।

৩। ধরুন, আপনি একটা উপন্যাস লিখলেন। এখন এটা প্রকাশ করতে চাচ্ছেন। আপনি যে কোনো প্রকাশকের কাছে যান কেউ তা প্রকাশ করবে না। আপনার লেখা যতই ভালো হোক না কেন। যদি আপনি ২৫ হাজার টাকা দেন তাহলে সব প্রকাশনী আপনার বই বের করতে রাজী হবে। টাকার বিনিময়ে প্রকাশক আপনার ৩০০ টি বই ছাপাবে। ১০০ শ' বই আপনাকে দিয়ে দিবে। এই শ্রেনীর লেখকেরা নিজের বই বিক্রি করার জন্য শেষমেশ লোকজনের হাতে পায়ে ধরে।

৪। রাত তিনটা বিশ মিনিটে ভয়াবহ এক দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙ্গল। ঘামে আমার সারা শরীর ভিজে গেছে। স্বপ্নে দেখি- আমাকে একটা ছোট্র অন্ধকার ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ঘর ভর্তি সাপ। সাপ গুলো আমার সারা শরীরে কিলবিল করছে। সাপ আমি অনেক ভয় পাই। আমার সারা শরীরে সাপ গুলো ঝাপটা দিয়ে প্যাচিয়ে আছে। এর মধ্যে একটা সাপ আদুরে ছোট বাচ্চাদের মতন আমার গলা প্যাচিয়ে ধরেছে এবং একটু পর পর কামড় দিচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে । তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। চিৎকার করে কাউকে ডাকবে কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বুঝতে পারছি, আমার সময় শেষ। কিন্তু মরার আগে শরীরের সব শক্তি দিয়ে একটা গা ঝাড়া দিলাম। তখন ঘুম ভেঙ্গে গেল এবং ঘড়ির দিকে তাকিয়ে দেখি তিনটা বিশ বাজে।

৫। ঢাকা শহরটা বড় অদ্ভুত। ভর দুপুরবেলা আমি মিরপুর স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। হাতে কোনো কাজ নেই। কি করবো, কোথায় যাবো- কিছুই পূর্বনির্ধারিত নয়। গলা শুকিয়ে কাঠ। মাথার উপরে গনগনে সূর্য। চলছে আষাঢ় মাস। অথচ সূর্যের তাপ দেখে মনে হচ্ছে গ্রীষ্ম কাল। একলোক ফুটপাতের সামনে দাঁড়িয়ে গেন্ডারির রস বিক্রি করছে। খাবো কিনা বুঝতে পারছি না। ঠিক এই সময় দেখতে পেলাম এক মেয়ে রিকশায় করে আমার দিকেই আসছে। মেয়েটির চোখে মুখে দিশেহারা ভাব।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২২ রাত ১২:৩৭

কেমিক্যাল বাবু বলেছেন: ১। ছবিটি মিলির ।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আপনি নিশ্চিত?

২| ৩০ শে জুন, ২০২২ রাত ১২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটি চমৎকার হয়েছে।
আপনার লেখায় আবার এলোমেলো ভাব চলে এসেছে।
কোনো কারণে আপনার মন বিক্ষিপ্ত?!

৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: হ্যা কিছুটা বিক্ষিপ্ত।

৩| ৩০ শে জুন, ২০২২ রাত ১২:৫৫

সোনাগাজী বলেছেন:



১) ছবিটি মিলির মেয়ের ছবি।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আপনি নিশ্চিত?

৪| ৩০ শে জুন, ২০২২ রাত ১২:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

মিলি-বাবার মৃত্যু-প্রকাশকের ২৫ হাজার- সাপরঙ্গ- গেন্ডারি

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৫| ৩০ শে জুন, ২০২২ রাত ১:২৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ৩ নং এ যাদের কথা বলেছেন তারা লেখক নন। একজন প্রকৃত লেখকের সাথে প্রকাশক নিজে হয়ে যোগাযোগ করবেন।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: রাইট।

৬| ৩০ শে জুন, ২০২২ রাত ১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিলেনতো সব এলোমেলো করে!
অনেকই এখন ধাঁধার কাছে নিজের
আশ্রয় খুঁজছে!

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: ধাধার উত্তর আপনি পারবেন?

৭| ৩০ শে জুন, ২০২২ রাত ২:০৪

কামাল৮০ বলেছেন: ধাঁধাটি সহজ।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই

৮| ৩০ শে জুন, ২০২২ সকাল ৯:৫২

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর একটা ছবি!!!

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:৪৫

জুন বলেছেন: ছবিটি অসাধারণ, আমার মনে হয় আড়িয়াল বিলের।
সেদিন আমিও একটি দুঃস্বপ্ন দেখে এখনো ভীত আছি রাজীব নুর।
এলোমেলো লেখায় অনেক ভালো লাগা রইলো।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: ছবিটা আড়িয়াল বিলের নয়। এটা ফরিদপুরের দিকে একটি গ্রামের ছবি। তখন বর্ষাকাল ছিলো।
স্বপ্নের কথাটা লিখে ফেলুন। ভয় কেটে যাবে।

১০| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সোনাগাজী বলেছেন:



১) ছবিটি মিলির মেয়ের ছবি

৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: আপনারও কি তাই মনে হচ্ছে?

১১| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সোনাগাজী বলেছেন:



১) ছবিটি মিলির মেয়ের ছবি

১২| ৩০ শে জুন, ২০২২ রাত ১১:৫৯

কাছের-মানুষ বলেছেন: আমারো ছবিটি মিলির মেয়ের ছবি মনে হচ্ছে!

০১ লা জুলাই, ২০২২ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: আমারও এরকমই ধারনা।

১৩| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:১৭

টোকাই রাজা বলেছেন: ছবিটি মিলির মেয়ের মনে হয়!!

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: নিশ্চিত নন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.