নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প- ৬৮

০৩ রা জুলাই, ২০২২ দুপুর ২:৩৯

ছবিঃ আমার তোলা।

আমার জীবন ভরা অনুতাপে।
ছোটবেলায় একটা মেয়েকে আমার খুব ভালো লাগতো। তখন আমি স্কুলে পড়ি। মেয়েটা ভীষন রকমের সুন্দর। মনে মনে ভেবে রেখেছি, স্কুল পাশ করেই মেয়েটাকে 'আই লাভ ইউ' বলে দিবো। স্কুল পাশ করলাম। আমি 'আই লাভ ইউ' বলার আগেই মেয়েটার বিয়ে হয়ে গেলো এক ধনী লোকের সাথে! ভীষন কষ্ট পেলাম। কষ্টের চোটে সিগারেট খাওয়া শুরু করলাম। সেই সিগারেট খাওয়া আমি আজও থামাতে পারিনি। মেয়েটার নাম ছিলো- মীরা। মীরা এখন আমেরিকা থাকে। তার দুই মেয়ে। তার স্বামীর মাথায় একটা চুলও নাই। ভালো হইছে।

ইচ্ছা ছিলো নটরডেম অথবা ঢাকা কলেজে পড়বো।
কিন্তু শেষমেশ ভরতি হলাম অখ্যাত এক কলেজে। সেই কলেজে এক স্যার ক্লাসে এসেই বলতো- আজ আমার শরীরটা ভালো নেই। আমি বিশ্রাম নেবো। তোমরা চুপচাপ থাকো। যাইহোক, কলেজ পাশ করলাম। বহু দিনের স্বপ্ন এবার পূরন হবে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। কপাল খারাপ। সুযোগ পেলাম না। এমন কি রাজশাহী, সিলেট, চিটাগাং কোনো ভার্সিটিতেই চান্স পেলাম না। কপালে আছে জগাবাবু আমি করবো কি? এখনো এসব মনে পড়লে কষ্ট হয়। ভীষন অনুতাপ হয়।

যাইহোক, গোঁজামিল দিয়ে লেখাপড়া শেষ করলাম।
দীর্ঘদিনের ইচ্ছা ব্যবসা করবো। ছোট করে একটা ব্যবসা শুরু করে দিলাম। দেড় বছর পর ব্যবসায় লাখ লাখ টাকা লস খেয়ে মাথায় আকাশ ভেঙ্গে পড়লো। গেলাম সৌদি। সৌদি গিয়েছি থ্রি স্টার হোটেলের ম্যানেজারের কাজ নিয়ে। গিয়ে দেখি আমাকে কাজ দিয়েছে কাঠ মিস্ত্রির হেলপার হিসেবে। অথচ কাঠের কাজ জানি না কিছুই। জীবন তেজপাতা। হেড মিস্ত্রি বলে, যাও ঐ চ্যালা কাঠ টা কাঁধে করে নিয়ে আসো। বিশাল সাইজের লম্বা এক কাঠ। এটা একটা মানুষের পক্ষে বয়ে আনা সম্ভব না। বললাম স্যরি, পারবো না। আমি না বলাতে আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিলো কিছুক্ষন।

বহু কষ্ট করে সৌদি থেকে দেশে ফিরলাম।
সৌদি হারামজাদারা পাসপোর্ট রেখে দেয়। সেই পাসপোর্ট ফেরত পেতে বহু কষ্ট করতে হয়েছে। যাইহোক, দেশে এসে এক বছর বেকার থাকলাম। এরপর গেলাম মরিশাস। মরিশাস গিয়েও সুবিধা করতে পারলাম না। তিন মাস পর দেশে ফিরে এলাম। দেশে এসে এক মেয়ের প্রেমে পড়ে গেলাম। কঠিন প্রেম। আব্বাকে বললাম, বিয়ে করবো। আব্বা বলল, যা মন চায় কর। একদিন সত্যি সত্যি বিয়ে করে ফেললাম। বিয়ে করার পর জীবনটা সুন্দর হতে শুরু করলো। আমার বউ খুবই ভালো মেয়ে। ভালো রান্না জানে। দারুন হাসিখুশি। এবার মনে হচ্ছে লাইফ ইজ বিউটিফুল।

বিয়ের পর এক অফিসে জয়েন করলাম।
ভালো চাকরী। অনেক টাকা সেলারি। জীবন সুন্দর চলছিলো। একদিন আমার বস ডেকে বলল, সকাল-বিকাল অফিস করলেই হবে না। তুমি আরো বেশি সময় দাও। আরো বেশি কাজ করো। ইত্যাদি ইত্যাদি নানান ধানাই পানাই কথাবার্তা। একদিন বস বললো, যাও অফিসের জন্য নতুন ত্রিশ টা চেয়ার কিনে আনো। আরেকদিন বলল, এখন থেকে তুমি সকাল থেকে রাত দশ টা পর্যন্ত কাজ করবে। এবং আগামী এক বছর তোমার কোনো ছুটি নেই। তুমি ইয়াং ম্যান। তুমি পারবে। একের পর এক বস অর্ডার দিয়েই যাচ্ছে। দিলাম চাকরী ছেড়ে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২২ দুপুর ২:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই বয়সে আর চাকুরী জুটবেনা।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: সেটাই মনে হচ্ছে।

২| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:১৪

শূন্য সারমর্ম বলেছেন:

সৌদি/মরিশাস ঘুরে এসে অফিসের জন্য চেয়ার কেনা,আহা জীবন! বউ ঠিক আছেতো?

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: সব ঠিক আছে।

৩| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: এখন যেভাবে আছেন বিনদাস আছেন তো । এভাবেই চলুক। প্যারা নাই চীল ...

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনিতো যাকে
দেখেন তাকেই ভালো লাগে।
ইউনিভারসাল প্রেমিক!
আপনার প্রেমের বিস্তারিত লিখলে একটা
মহা-ভারত হয়ে যেতো।
বরিশালের মেয়ে বলেই এখনো টিকে আছে!
নইলে কবে যে গুডবাই জানাতো তা আল্লাহই
ভালো জানেন।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: আপনার বাড়ি বরিশাল বলেই কি বরিশালের গুণগান করতে হবে?

৫| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৩০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মাঝে মাঝে আমার কাছে মনে হয় লাইফটা পুরোই একটা টেকনিক, এই টেনিকের সাথে যে যতো ভাল মানিয়ে নিতে পারে সে ততোই সফল হয় ।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৬| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৫:০২

কামাল৮০ বলেছেন: যেই স্বপ্নগুলো পুরণ হয় নাই পরবর্তী প্রজন্ম দিয়ে সেটা পুরণ করার চেষ্টার নামই জীবন প্রবাহ।এভাবেই চলছে মানব জীবন।আর আমরা প্রতিনিয়ত কিছুটা অগ্রসর হই।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার পছন্দ হয়।

৭| ০৩ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৩

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশে প্রাইভেট সেক্টরে এখনো কর্পোরেট কালচার গড়ে ওঠেনি তাই এমনটা হচ্ছে।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: ভুল কথা।

৮| ০৩ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: এইটা চাপা নাম্বার কত?

নুরু ভাই ঠিক বলেছেন। বরিশালের মেয়ে দেখে আপনাকে কিছু বলছে না।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: চাপা নয়, চাপা নয়।
কারো না কারো জীবনের গল্প।

৯| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৩:৫৯

কাছের-মানুষ বলেছেন:
জীবনটা সহজ নয়, সত্যিই কঠিন । প্রতিনিয়ত আমরা যার যার জায়গায় থেকে যুদ্ধ করছি। আমার সৌদি ঘুরার খুব ইচ্ছে।




০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: যান ঘুরে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.