নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

খুন করতে ইচ্ছা হয়?

০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৬



প্রতিদিন বিশ্বে চার লাখ মানুষ খুন হচ্ছে।
একবার ভেবে দেখুন চার লাখ মানুষকে হত্যা করা হচ্ছে। জীবন্ত একজন মানুষকে মেরে ফেলা হচ্ছে! যারা খুন করছে বেশির ভাগ সময়ই তাঁরা ধরা পরে না। যেমন দেখুন, আমাদের দেশে সাগর রুনী খুন হয়েছে। আসামী ধরা পড়েনি। এরকম বিশ্বে প্রতিদিন কোথাও না কোথাও খুন হচ্ছে'ই। কেন খুন হয় মানুষ? যারা খুন করছে কেন খুন করছে? আপনি খুন হচ্ছেন না, আমিও খুন হচ্ছি না। কিন্তু কোনো না কোণো 'মানুষ' তো খুন হচ্ছে। কেউ কাউকে খামাখা খুন করে না। খুনের পেছনে কারন থাকে, স্বার্থ থাকে, লোভ থাকে, ক্ষমতা থাকে। দুনিয়াতে বেশির ভাগ খুন হয় প্রতিশোধ নিতে গিয়ে। কেউ কাউকে খামখা খুন করে না।

ভারতের পাঞ্জাবে একলোক শুধু মানুষ হত্যা করতো।
একদম গরম পানির মধ্যে জীবন্ত মানুষকে ছেড়ে দেওয়া হতো। ছটফট করতে করতে মারা যেতো। খুনী দূর থেকে এই দৃশ্য দেখতো। বিপুল আনন্দ পেতো। ভারতে আরেক খুনী ছিলো, সে ধারালো ছুরি দিয়ে নারীদের গলা কেটে দিতো। এই কাজটা করতে সে অনেক আনন্দ পেতো। বাংলাদেশে এক খুনী ছিলো। সে মেয়েদের সাথে প্রেম করতো। তারপর সেই মেয়েকে নিয়ে বিছানায় যেতো। সেক্স করতো। তারপর মেয়েটাকে খুব কষ্ট দিয়ে খুন করতো। ছটফট করতে করতে মেয়েটা মারা যেত, খুনী এই দৃশ্য দেখে খুব মজা পেতো। কলকাতায় এক খুনী ছিলো। সে ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষকে খুন করতো। পাথর দিয়ে মাথা থেতলে দিতো।

দরিদ্র দেশ গুলোতে খুন খারাবি বেশি হয়।
বাংলাদেশে প্রচুর খুন হয়। বলতে গেলে প্রতিদিনই কোথাও না কোথাও কেউ খুন হচ্ছেই। শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে বুয়েটের শিক্ষার্থীরা। গত ৫ বছরে বাংলাদেশে খুনের ঘটনা ঘটেছে ১৬ হাজার ৯৭৪টি। ঢাকা শহরে গত ৫ বছরে খুন হয়েছে ১ হাজার ১২ জন। ধরে নিলাম, যাকে খুন করা হচ্ছে সে একজন ভয়ানক অপরাধী। তবুও তাকে খুন করা অন্যায়। তাকে শাস্তি দিবে আদালত। মনোবিজ্ঞানীরা বলেন, বড় কোনো অপরাধী বা হত্যাকারী হুট করে হত্যাকারী হয়ে যান না। জন্মগতভাবেই তাঁরা হত্যাকারী। তাঁদের ভেতরে হয়তো এই প্রবৃত্তি সুপ্ত অবস্থায় থাকে। কোনো কোনো ঘটনায় তা প্রকাশ পায়। আর তখনই ওই ব্যক্তি হত্যাকারী হয়ে ওঠেন।

বিজ্ঞান বলে, জেনেটিক প্রবণতাই একজন মানুষের হত্যাকারী হওয়ার জন্য দায়ী।
ফেরা উপন্যাসে শীর্ষেন্দু লিখেছেন- 'যারা খুন করে তার জানে না, একজন মানুষ মানে একটা জগত্। কত সম্পর্কে জড়িয়ে থাকে একটা মানুষ—বউ-বাচ্চা, মা-বাবা, ভাই-বোন, বন্ধু। ওরা তা ভুলে যায়। ওরা মারে বিচ্ছিন্ন একটা মানুষকে। সেই মার ওই লোকটাকে ছাড়িয়েও ছড়িয়ে যায়। একজন মানুষের সঙ্গে আরও কত মানুষ শেষ হয়। যারা খুন করে তারা কি তা জানে'? অপরাধ করলে শাস্তি পেতেই হয়। বহু বছর আগে যারা শেখ মুজিবকে হত্যা করেছিলো, তাঁরা শাস্তি পেয়েছে। ১৯৭১ সালে যারা রাজাকার ছিলো, বহু বছর পর তারা শাস্তি পেয়েছে। অর্থ্যাত যারাই অন্যায় করবে, তাদের শাস্তি পেতেই হবে। যতই দেরী হোক।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


কিশোর গ্যাং কতৃর্ক খুন দেখতে হবে আজকাল,কারণ কখনো খুন দেখার সৌভাগ্য/দুভার্গ্য হয়নি।

স্যাডিস্ট খুনি ও কোল্ড ব্লাডেড খুনির মধ্যে পার্থক্য কি কি?

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: স্যাডিস্ট খুনি ও কোল্ড ব্লাডেড খুনির মধ্যে পার্থক্য কি কি?

পার্থক্য তো কিছু আছেই। থাকাটাই স্বাভাবিক।

২| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৮:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্যান্য নেশার মতো খুন করাও একটা নেশা!
মানুষের মাঝে যখন মনুষত্য লোপ পায় তখন
সে খুন করার মতো ঘৃন্য নেশায় আকৃষ্ট হয়ে
খুন করে।

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: মানে কি? কি বলতে চাচ্ছেন?
যে খুন করে সে মানসিকভাব অসুস্থ?

৩| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৮:০৯

দ্বীপ ১৭৯২ বলেছেন: কিশোর গ্যাং বর্তমানে সাংঘাতিক

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: এজন্য প্রধান দায়ী হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভি গুলো।

৪| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৮:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
অবস্থা বেগতিক।
গাজী সাহেব সুস্থ আছেন তো?
একটু নিরব মনে হচ্ছে উনাকে।

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: উনি সুস্থ আছেন।
কাজ নিয়ে ব্যস্ত।

৫| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৮:৩৬

কামাল৮০ বলেছেন: বেশির ভাগ ধরা পড়ে না।কথাটা সত্য নয়।প্রমানের করার জন্য বলছি,খুন করে দেখুন বাঁচতে পারেন কিনা।
খুন করে আইন করলো,খুনের বিচার করা যাবে না।তার পরও বাঁচতে পারলো না।পালিয়ে যারা বেছে আছে ,তারা প্রতিটা মুহুর্ত সাজা ভোগ করছে।
খুন মানে যদি হয় নিহিত হওয়া।বেঁচে থাকার অধিকার হরন করা।তাহলে বলবো ধর্মের কারনে সবথেকে বেশি মানুষ নিহিত হয়েছে।

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন, পৃথিবীর ইতিহাসে ধর্মের কারনে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে।

৬| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৯:৪৬

জুল ভার্ন বলেছেন: খুনীরা বেপরোয়া। কারণ, তাদের ক্ষমতা আইনের উর্ধে। খুনীদের যারা শেল্টার দেয় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং বিচারকের চাকরি খাইতে পারে।

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: এক কথায় বলা যেতে পারে-
কিছু মানুষ খারাপ কাজ করে তার টাকা নেই বলে। আর কিছু মানুষ খারাপ কাজ আছে তার প্রচুর টাকা আছে বলে?

৭| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার মাঝে মাঝে ইচ্ছা হয়।

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: এরকম ইচ্ছা মনে ঠাই দেবেন না।

৮| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: তা তো অবশ্যই বাট মনের বিরুদ্ধে জোর চলে ?

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: পাগল মন মন রে মন কেন এত কথা বলে

৯| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:



অনেক দেশ পেছনে পড়ে গেছে, অর্থনৈতিক সমস্যা মানুষকে হিংস্র করে তুলেছে।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: সব খুন খারাবি তো আর অর্থের জন্য হয় না।

১০| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১১:৫৮

ৎৎৎঘূৎৎ বলেছেন: আগে ভীষণ রেপিস্ট, ছিনতাইকারী, দাংাবাজ ও ঘুষখোর দের হত্যা করতে ইচ্ছে হতো। এখন মনে হয় মানুষ শ্রেষ্ঠ জন্তু হিসেবে এগুলো করবেই টিকে থাকার জন্য। সারভাইভাল অব দ্য ফিটেস্ট। Chaos মানুষের অনেক পছন্দ। স্বীকার করেনা এই যা।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করেছেন।

১১| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১২:০৭

এম ডি মুসা বলেছেন: খুন করা পাপ খুন করলে আল্লাহর থেকে সম্পর্ক বিচ্ছেদ দেওয়া হয় ....তওবা কবুল হবে কীনা বলা যায়না

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: ওকে।

১২| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১:০২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: খুন করতে চাওয়া মানসিক ব্যাধিও। খুন করার প্রবণতা রোগ কে বলা হয়ে থাকে সাইকোপ্যাথিক ডিসঅর্ডার ।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: সাইকো বলে তো আর অপরাধ করে পার পাবে না।

১৩| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাজনৈতিক কারণেই খুনোখুনি দিন দিন বাড়ছে।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: অতি তুচ্ছ কারনেও খুন করা হচ্ছে।

১৪| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: খুন না করলে ত খুন শব্দ বিলপ্তী হবে তাই মানুষ আনন্দে খুন করে নিজের কথা ভাবে না
এটাই হলো খুন?----------------

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আচ্ছা।

১৫| ০৫ ই জুলাই, ২০২২ দুপুর ১:১১

কাছের-মানুষ বলেছেন: তৃতীয় বিশ্বে এগুলো বেশী হয় কারণ দরিদ্র, হতাশা, চারদিকে অন্যায় অবিচার, অনিয়ম দুর্নীতি এবং বিচারহীনতার সংস্কৃতি দেখতে দেখতে মানুষের কাছে বড় অপরাধও অপরাধ মনে হয় না, তাই অনেক মানুষই খুনের-মত ভয়ঙ্কর অপরাধ করে ফেলে। তবে উন্নত বিশ্বে বিশেষ করে ইদানীং দেখা যাচ্ছে, করোনার মহামারিতে মানুষের মনে দারুণ প্রভাব ফেলেছে হয়ত।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: করোনার কথা বাংলাদেশের মানুষ ভুলে গেছে।

১৬| ০৫ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪৪

কোনেরোসা বলেছেন: তাজা মানুষ খুন করার সাহস না থাকলে মরা মানুষ খুন করেন।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: খুনাখুনির মধ্যে আমি নাই।

১৭| ০৫ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৪

অধীতি বলেছেন: খুন এখন ডালভাতের মত, একদিন পত্রিকায় খুনের খবর না পেলে হয়ত আপনিও হাসফাস করবেন, অস্বস্তি লাগবে।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: খুন ডাল ভাত নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.