নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৩৯

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০১



প্রিয় কন্যা আমার-
আগামীকাল ঈদ। কোরবানীর ঈদ। তোমার জন্য আড়ং থেকে দুই সেট জামা কেনা হয়েছে। একটা কিনে দিয়েছে তোমার বড় চাচা। একটা কিনেছে তোমার মা। দুটা জামা খুব হয়েছে। তোমার নানা তোমার জন্য টাকা পাঠিয়েছে। সেই টাকা তোমার মায়ের কাছে আছে। আমাদের কোরবানীর গরু কেনা হয়েছে। এবার আমরা ভাগে কোরবানী দিয়েছি। আগামী বছর অবশ্যই আমরা একা কোরবানী দিবো। সবচেয়ে বড় আমরা চার ভাই, গরু কাটাকাটি বা বিলানো এসব পারি না। একদম বেড়াছ্যারা অবস্থা হয়ে যায়। গতকাল সন্ধ্যায় তোমাকে বাইরে নিয়ে গিয়েছি। রাস্তায় মোড়ে মোড়ে গরু বাঁধা। এত এত গরু দেখে তুমি অবাক!

প্রিয় কন্যা ফারাজা,
গতকাল রাতে তুমি হঠাত ভয় পেলে। অথচ ভয় পাওয়ার কিছু নাই। আমি ছিলাম। তোমার মা ছিলো। রাত তখন এগারটা। কেউ একজন দরজায় নক করেছে। সেই শব্দ শুনে তুমি প্রচন্ড ভয় পেয়ে গেছো। এখানে ভয় পাওয়ার কি আছে? ঘরে আলো জ্বলছে। তখন তুমি আম খাচ্ছিলে। বিষয়টা নিয়ে আমি চিন্তিত। যাইহোক, তোমাকে আম খেতে দিলো। তুমি বলো আটি আঁটি। অর্থ্যাত আম খাবে না। খাবে আমের আঁটি। সত্যি সত্যি আমের আটি চুষে চুষে খেতে পারো। তুমি আয়নার দিকে তাকিয়ে আমের আঁটি খাও। নিজেকে নিজে দেখে আর হাসো। তুমি তোমার মাকে নামাজ পড়তে দেখেছো, এখন প্রায়ই তুমি একাএকা নামাজ পড়ো!

প্রিয় কন্যা আমার-
তুমি বড় হয়ে কি হবে? কেমন হবে? তোমার লক্ষ্য কি হবে? জীবনে কতখানি সফল হবে? এসব আমার এখনই জানতে ইচ্ছা করে। অথচ এখন তোমার মাত্র ১৯ মাস বয়স। কয়লা ধুইলে কয়লার ময়লা যাবেনা ঠিকই কিন্তু কয়লা ক্ষয়েক্ষয়ে নিঃশেষ হওয়ার সুযোগ থাকে। আর আমাদের সবার সে সুযোগটা নেয়া উচিত। নদীতে যেমন ঢেউ উঠে মানুষের জীবনেও তেমনি দুঃখ, কষ্ট, শূন্যতার ঝড় উঠে। সময়ের বিবর্তনে যেমন নদীর ঢেউ থেমে যায়। তেমনি জীবনের ঢেউও থেমে যায়। তাই ঢেউ যখন উঠেছে শান্ত হতে সময়তো লাগবেই। কিছু মানুষ মনে করেন অনেক টাকা পয়সা এবং সম্পত্তির মালিক হতে পারলেই জীবনের আসল অর্থ খুঁজে পাওয়া সম্ভব।

প্রিয় কন্যা ফারাজা,
এক বাবা তাঁর ডাইরীতে লিখেছিলেন, আমার ছেলে ততক্ষন আমার, যতক্ষন না সে তার বউ পেয়ে যায়। আমার মেয়ে ততক্ষন আমার, যতক্ষন না আমার জীবন শেষ হয়। এজন্যই আমি সব সময় একটা কন্যা চেয়েছি। তাই পেয়েছি। ফাইহা, সেদিন এক বইতে পড়েছিলাম- যখন আপনার কাছের লোকেরা আপনাকে উপহাস/অবমাননা করে, তখন ব্যথা লাগে। আমরা ক্ষোভে বা অশ্রুতে প্রতিক্রিয়া দেখাই। আমি শিখেছি, শব্দে বা আবেগের চেয়ে কাজ করে জবাব দেওয়া ভাল। দেখেছো, কি সুন্দর কথা। অর্থ্যাত তুমি নিজেকে যা ভাবো তার চেয়ে তুমি বেশি কিছু। আমার মন বলছে, তুমি অন্য দশটা মেয়ের মতো হবে না। তুমি হবে সবার থেকে আলাদা।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম,
আমি একজন ব্যর্থ মানুষ। তাই তোমাকে নিয়ে আমার হাজার স্বপ্ন। তবে আমি আমার কোনো ইচ্ছা তোমার ওপর জোর করে চাপিয়ে দিবো না। আমি একজন ভালো পিতা। আমি শুধু তোমার পিতা নই। আমি তোমার বন্ধু। ফারাজা তুমি দুনিয়াতে শুধু শুধু আসো নাই। এই পৃথিবীতে তোমার খুব প্রয়োজন আছে। তোমার জন্মের কয়েকদিন আগে আমার বাবা মারা যায়। এখন আমি অনুভব করি, বাবার টাকার দরকার নেই, বাবা থাকাটাই যথেষ্ট। যাইহোক, আজ এখানেই লেখা শেষ করছি। পরে আবার তোমাকে নিয়ে লিখতে বসবো।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৮

জুল ভার্ন বলেছেন: প্রিয় কন্যার জন্য অনেক আদর ও দোয়া ❤️ সবার জন্য ঈদ মুবারক।

১০ ই জুলাই, ২০২২ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ইদ মোবারক।

২| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।

১০ ই জুলাই, ২০২২ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: হ্যাঁ বড় হচ্ছে।

৩| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৫

বিটপি বলেছেন: একজন সফল কন্যার বাবা হিসেবে তার কাছ থেকে কি কি আশা করেন?

১০ ই জুলাই, ২০২২ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: সে ভালো থাকুক। বেঁচে থাকুক।

৪| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


কন্যা সমাচারে নতুন পৃষ্ঠা যোগ হলো।

১০ ই জুলাই, ২০২২ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৫| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:১১

সোনাগাজী বলেছেন:



আপনার পরিবারের জন্য ঈদের শুভেচ্ছা রলো।

১০ ই জুলাই, ২০২২ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।

৬| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: কিউট মা টার জন্য ভালোবাসা ও দুয়া রইল। ঈদ মুবারক।

১০ ই জুলাই, ২০২২ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: ইদ মোবারক।

৭| ০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কন্যাদের মা সহ আপনাকে
ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন।

১০ ই জুলাই, ২০২২ রাত ২:৩৮

রাজীব নুর বলেছেন: ইদ মোবারক।

৮| ০৯ ই জুলাই, ২০২২ রাত ১০:১৫

কামাল৮০ বলেছেন: কন্যারা কেমন হবে সেটা নির্ভর করে আপনারা তাদের কেমন করে গড়ে তুলতে পারেন তার উপর।যার যেদিকে মেধা আছে ,কি কাজ করে আনন্দ পায়,তাকে তাই করতে দিতে হয়।তবেই তার প্রতিভার বিকাশ হয়।

১০ ই জুলাই, ২০২২ রাত ২:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
ইদ মোবারক।

৯| ০৯ ই জুলাই, ২০২২ রাত ১০:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয় তাই না ভাই?
আপনার কন্যার জন্য দোয়া রইলো। ঈদের শুভেচ্ছা আপনাকে এবং পরিবারকে।
ভালো থাকবেন। আল্লাহ আপনার কোরবানী কবুল করুন।

১০ ই জুলাই, ২০২২ রাত ২:৩৮

রাজীব নুর বলেছেন: ইদ মোবারক।

১০| ১০ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৮

লেখার খাতা বলেছেন: তার জন্যে ও এপনের পরিবারের জন্যে শুভেচ্ছা।

১২ ই জুলাই, ২০২২ রাত ২:৩০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: দুই কন্যার জন্য আপনার সকল শুভেচ্ছা সত্যে পরিণত হোক!
শুভকামনা তাদের উভয়ের জন্য।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেখতে দেখতে আপনার ছোট মেয়েটা বড় হয়ে গেল। আপনার দুই মেয়ের জন্য দোয়া।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.