নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১০৪

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৪৭

ছবিঃ আমার তোলা।

ডিম ভরতা খেতে ইচ্ছা করছে অনেকদিন ধরে।
ডিম ভরতার সাথে গরম গরম সাদা ভাত। বাসায় মাংস রান্না করছে, মাছ রান্না করেছে। গরুর মাংস খেতে খতে আমি বিরক্ত। সুরভিদের বাসা থেকে ১৩ কেজি মাংস পাঠিয়েছে। সেই কোরবানীর ঈদের দিন থেকে শুধু মাংস আর মাংস। গরু না হলে মূরগী। প্রায় প্রতিদিনই মাংস রান্না হচ্ছে। কোনো না কোনো গেস্ট প্রতিদিনই আসছে। গতকাল রাতে খেতে বসে দেখি, গরুর মাংস। আর ইলিশ মাছ রান্না করেছে। অথচ আমার খেতে ইচ্ছা করছে ডিম ভরতা। সুরভিকে বললাম- মাছ, মাংস আমি খাবো না। দয়া করে আমাকে ডিম ভর্তা করে দাও। সুরভি খুব সুন্দর করে ডিম ভরতা করে দিলো। প্রথমে একটা পেঁয়াজ কুচি কুচি করে কাটলো। একটা শুকনা মরিচ পুড়লো। তারপর সরিষার তেল, পোড়া মরিচ, লবন আর ডিম দিয়ে ভরতা তৈরি করা হলো।

এক আমেরিকান এসেছে আমাদের বাসায়।
আমার ভাগ্নী আমেরিকা গিয়েছিলো লেখাপড়া করতে। লেখাপড়ার পাশাপাশি সে প্রেম করে বিয়ে করে ফেলল। ছেলেটার নাম জন। জন বাংলাদেশে ৬ মাস থাকবে। আগামী মাসে ভাগ্নীর গায়ে হলুদ, বিয়ে হবে খুব ধূমধাম করে। শপিং চলছে পুরোদমে। জন প্রতিদিন সন্ধ্যায় আমাদের বাসায় আসে। হাসি খুশি একটা ছেলে। বয়স ২৫ এর বেশি হবে না। তার লেখাপড়া এখনো শেষ হয়নি। তার ইচ্ছা সে আমেরিকার গোয়েন্দা বিভাগে চাকরী করবে। জন এর বাবা মা মেক্সিকোতে থাকে। তাঁরা প্রতি সপ্তাহে একদিন জনের সাথে কথা বলেন। জন গরম একেবারে সহ্য করতে পারে না। লোডশেডিং হলো- দেখি জন গরমে ছটফট করছে। তার গায়ে রেশ উঠে যায়। তখন ভাগ্নী জনের গায়ে পাউডার দিয়ে দেয়। আমার ভাগ্নী আমাকে ছোটবেলা থেকেই 'পি মামা' বলে ডাকে। পি হচ্ছে প্রিয়। জনও আমাকে পি মামা বলে ডাকে।

সেদিন আকাশ মেঘলা ছিলো।
যে কোনো সময় বৃষ্টি নামবে এমন অবস্থা। গরম কিছুটা কম। আমি জনকে নিয়ে বাইরে গেলাম। আমার ইচ্ছা হলো- ঢাকা শহরটা ঘুরে জনকে দেখাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখালাম। শহীদ মিনার দেখালাম। নিউ মার্কেট দেখালাম। হাইকোর্ট দেখালাম। রাজারবাগ পুলিশ লাইস দেখালাম। জন প্রচুর প্রশ্ন করে। এত দ্রুত কথা বলে, তার কথা বুঝতে আমাকে বেশ বেগ পেতে হয়। এলিফেন্ট রোডে আমাদের গাড়ি সিগনালে পড়েছে। এমন সময় ভিক্ষুক এলো। আমি বললাম, যাও যাও। এখন না। জন বিষয়টা খুব খেয়াল করলো। এরপর থেকে ভিক্ষুক দেখলেই জন বলে - 'যাও' 'যাও'। আমাদের বাসার সবাই জনকে খুব পছন্দ করেছে। জনও আমাদের সকলে খুব পছন্দ করেছে। আমার মা জন কে খুব পছন্দ করেছে। ঈদের দিন জন মাকে সালাম করেছে। মা জনকে তিন হাজার টাকা সালামি দিয়েছে।

গতকাল বিকেলে জন বাসায় এলো।
তখন বাসায় কেউ ছিলো না। সুরভি গিয়েছে নিউ মার্কেট। প্রতিমাসে দুইবার সে নিউ মার্কেট যাবেই। হাবিজাবি জিনিস কিনবে। যাইহোক, জনকে বললাম তুমি চা খাবে না কফি? জন বলল ছা। জন চা বলতে পারে না। বলে ছা। চা আর নুডুলস তৈরি করে জনকে দিলাম। সে খুব আরাম করে খেলো। এরপর শশা কুচি কুচি করে লবন দিয়ে মেখে দিলাম একবাটি। খুব আয়েশ করে খেলো। আমি বললাম, চলো- রাস্তা দিয়ে হেঁটে আসি। রাস্তার প্রচুর মানুষ দেখে সে বিরক্ত। ফুটপাত দিয়েও আরাম করে হাঁটা যায় না। জন বলল- বাসায় চলো। আমি বললাম, বাসায় যাওয়ার আগে আসো দুজনে মিলে চা খাই। জন মাথা নাড়ল। বলল- ইয়েসস ইয়েস। এক আমেরিকান ঢাকার নোংরা ফুটপাতে দাঁড়িয়ে চা খাচ্ছে!

প্রতিদিন এক ঘন্টা করে লোডশেডিং হচ্ছে।
বিদ্যুৎ না থাকলে আমি বেলকনিতে বসে থাকি। আমার ব্যলকনি থেকে অনেকখানি রাস্তা দেখা যায়। অনেক গুলো বাড়ি দেখা যায়। মসজিদের মিনার দেখা যায়। প্রচুর বাতাস আসে। জোছনা রাতে হু হু করে ঘরে চাঁদের আলো ঢুকে যায়। বিছানায় শুয়ে শুয়ে জোছনা উপভোগ করা যায়। কিন্তু এখন আলো আসে না। বাতাস আসে না। চাঁদের আলো তো দূরের কথা। কিচ্ছু দেখা যায় না। ব্যলকনি ঘেষে বিশাল এক বাড়ি উঠেছে। সারাক্ষণ মিস্ত্রিরা খুটখাট শব্দে কাজ করে যাচ্ছে। আমার ব্যলকনিতে যাওয়া বন্ধ। লোডশেডিং হলে ঘরে গজব নেমে আসে। কোনো আলো নেই, বাতাস নেই। ব্যলকনিতে দাড়ালেই আমার মাথায় নানান রকম লেখা আসতো। এখন আমার কি হবে! এখন আমি কিভাবে লিখব!

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: অসম্ভব ভালো লাগলো পড়তে।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ গোফরান ভাই।

২| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক দিন আপনার এই ডাইরী পড়া থেকে
বঞ্চিত ছিলাম! ফিরে পেয়ে ভালো লাগছে।

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৩| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি ডায়রীটা খুব ভালোভাবে লেখেন।

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: নিজের কথা লিখতে আমার আলো লাগে।

৪| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৫০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ব্যালকনিতে না গিয়েও তো সুন্দর লেখা চলে এলো। মন্দ কী? তবে হুমায়ুন কিছুটা ভর করেছে লেখায়।
শুশুর বাড়ি থেকে মেপে ১৩ কেজি মাংস পাঠালো! কেজি হিসেবে মাপার দরকার কি ছিল? নিশ্চয়ই কোরবানীর মাংস। ওখানে কিন্তু আমাদেরও হক রয়েছে। একা একা সব খাবেন না যেন।
জেনারেল থেকে মুক্তি, আপনাকে আবারো সামু নেশা ধরিয়ে দিবে লেখায়। আমি শাপে বর বলাতেই সামু এ কাজটা কি দ্রুতই করে ফেললো! ঠিক হয়নি। আর কটা দিন নাহয় যেতো .. .. .. .. .

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদকে আমি ইচ্ছা করেই ফলো করি।
আমাদের বাসায় ওজন মাপার মেশিন আছে। হাতের ককাছে যা পাআই মাপি। হা হা হা।

৫| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সেদিন আকাশ মেঘলা সেকশনে 'রাজারবাগ পুলিশ লাইস' লিখেছেন।

এখানে 'লাইন' হবে, পি ভাই।

সবার শেষ প্যারায় ব্যালকনি বানানে ভুল। :)

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
হ্যাঁ বানান ভুল হয়েছে।
লেখাটা মন দিয়ে পোরেছেন। সে পরিস্কার বুঝা যাচ্ছে।

৬| ০১ লা আগস্ট, ২০২২ সকাল ৭:২১

সোনাগাজী বলেছেন:


ঢাকার মানুষ কি ভয় পাচ্ছে যে, দেশে আরো অভাব দেখা দেবে?

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: ঢাকার মানুষ এসব নিয়ে চিন্তা ভাবনা করে না। পরিবারের ভরন পোষনের চিন্টা টাই তাদের কাছে প্রধান।

৭| ০১ লা আগস্ট, ২০২২ সকাল ৯:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


জনের ছবি দিতেন।

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: আমার ইন্সটাগ্রামে আছে।

৮| ০১ লা আগস্ট, ২০২২ সকাল ৯:৫৩

কামাল৮০ বলেছেন: আস্তে আস্তে আকাশ আলো বাতাস সব কিছু বন্ধ করে দিবে।যথেষ্ট দুরত্ব রেখে ঢাকায় বাড়ী করা হয় না।

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ঢাকায় কেউ এক চিমটি জায়গা ছাড়ে না। বরং একটু বাড়িয়ে নেয়।

৯| ০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:১০

সোনাগাজী বলেছেন:




কোন ১ সময়ে আপনার ভাগ্নির মন খারাপ ভাংগার সম্ভাবনা কিন্তু বেশ বড়, ইহা নিয়ে কোন আলোচনা হয়েছে?

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: আমি বলেছি। সে বলে দেখি ভাগ্যে কি আছে?
আমার ধারনা তাদের সম্পর্ক টিকবে না। বড়জোর দুই বছর।

১০| ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৪

রেজাউল৯০ বলেছেন:
আর দুয়েকদিন দেখতাম, তার পর প্রেস ক্লাবে যেয়ে অনশন শুরু কর্তাম আপনার মুক্তির জন্য, কিন্তু তার আগেই দুষ্ট মডুর শুভ বুদ্দির উদয় হয়েচে।
চরম শ্রদ্দ্যেয় গাজী ছার একখানা জ্বালাময়ি পোস্ট দিয়াছিলেন, যার ফলে মডু আপনার ব্যান তুলে নিতে বাধ্য হয়েছে।
আপনাকে আটকায়ে রাখবে এমন জেলখানা এখন তৈয়ার হয় নাই।
আমার ফুলেল শুভেস্সা নিন।

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: আমাকে আটকে রাখলে সামুর লস।

১১| ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:০৯

রেজাউল৯০ বলেছেন: যেই সকল দুষ্টু লোকেরা আপনার পোস্ট চুরি করে ফেস্বুকে দিয়ে দিচ্ছে তাদের মুখে ঝাটা মারি। ওই সব পোস্ট উদ্দার করে
এখানে পোস্ট কিন্তু অবশ্যই কর্বেন।

১২| ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১১

রেজাউল৯০ বলেছেন: ভাগ্নি আপনাকে পি মামা বলে কেন? আপনি কি যেখানে সেখানে পিসু করে দেন নাকি?

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: পি মানে প্রিয়। সংক্ষেপে পি।

১৩| ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৪

রেজাউল৯০ বলেছেন: আপনি অবশ্য এর আগে এক্ দিন বলেছিলেন হাজাম কি সব কেটে রেখেছে।
এজন্য এরকম সমস্যা হতেও পারে।
আপনি প্রস্থেটিকস ব্যবহার কর্ছেন না কেন?

জন কে বলেন, ও কিন্তু আমেরিকায় কোথায় চিকিৎসা ভাল জানাতে পার্বে।

১৪| ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৭

রেজাউল৯০ বলেছেন: মিছটেক করে ফালাইছি।
আমেরিকান চিকিৎসা ব্যাবস্থা সম্পর্কে জানার জন্য জনকে কেন লাগবে? আপনার তো সর্বোচ্চ মহলের সাথে দহরম মহররম আছে।

যেখানে সেখানে পি করা ভালো না।
তারাতারি চিকিৎসা নেন। সাময়িক ভাবে ডায়াপার পর্তে পারেন।

১৫| ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:১৯

রেজাউল৯০ বলেছেন: আপ্নাকে বালবাসি বলে এত কথা লিখলাম। আপনি মাইন্ড করেন্নিতো?

অট: আপনি জাইংগা কেন পরেন না এখন বুজলাম।

১৬| ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মেহমানের সামনে ভিক্ষুককে যাও যাও করে তাড়িয়ে দিতে পারলেন? বেচারা কী ভাববে?

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে পরিবেশ পরিস্থিতি এরকম হয়- যাও যাও বলাটাই শোভন দেখায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.