নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

\'আমল\' করে জ্বীন থেকে মুক্তি পাওয়া!!

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ২:১৩

ছবিঃ আমার তোলা।

মূলত জ্বীন বলতে দুনিয়াতে কিছু নেই।
জ্বীন ফিন এগুলো কুসংস্কার। কুসংস্কার থেকে দূরে থাকুন। উন্নত ও আধুনিক জীবনযাপন করুণ। যাদের জ্ঞান কম, লেখাপড়া কম- তাঁরা নানান রকম কুসংস্কার বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? কারন তারা দেখেছে, শুনেছে- তাদের বাবা মা জ্বীন টিন বিশ্বাস করে, এজন্য ছেলেমেয়েও বিশ্বাস করে। এভাবেই এরকম ভুল বিশ্বাস গুলো যুগ যুগ করে চলে আসছে। ধর্মীয় সকল কর্মকান্ড মানেই কি ভুলভালে ভরা? তাবিজ কবচ, ঝাড়ফুঁক, যাদুটোনা! সারাদিনে অনেকবার উঠবস করা? বছরে একবার এক মাস সারাদিন না খেয়ে থাকা? আমি উঠবস করলে, না খেয়ে থাকলে প্রভু খুশি হবেন!

আমার এক বন্ধু আছে- অতি ধার্মিক।
বন্ধুর ভাগ্নে জানালা বেয়ে উপরে উঠে। এটাই তার প্রিয় খেলা। কারো বাসায় বেড়াতে গেলেও জানালা বেয়ে উপরে উঠে। কিছুতেই তাকে আটকানো যায় না। একদিন সকালে ঘুম থেকে উঠে ভাগ্নে জানালা বেয়ে উপরে উঠেছে। হঠাত সে পড়ে যায়। পড়ে গিয়ে বেশ ব্যথা পায়। আমার বন্ধু আমাকে বলল- এটা শয়তানের কাজ। শয়তান ভাগ্নেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বন্ধু দোয়া পড়তে শুরু করলো। ঘর থেকে শয়তান তাড়ানোর দোয়া। একটা বাচ্চা খেলা করতে গিয়ে জানালা থেকে পড়ে গেছে। এখানে কাল্পনিক শয়তান টেনে আনার দরকার কি? তাকে দোষ দেওয়া হচ্ছে কেন?

বলা হয়ে থাকে- 'আমল' করো।
তাহলে অনেক কিছু থেকে মুক্তি মিলবে। দরিদ্র ও অসহায়া মানুষ দিনরাত আমল করতে থাকে। অথচ তাদের ভাগ্য বদলায় না। 'আমল' একটা ফালতু শব্দ। অসহায় ও দরিদ্র মানুষজন 'আমল' শব্দটা পছন্দ করে। মূলত 'আমল' আপনার কোনো উপকারে আসবে না। এজন্য মানুষের উচিৎ আমল থেকে দূরে থাকা। ধর্মীয় কুসংস্কার গুলো থেকে দূরে থাকা। তাহলেই মানুষের মুক্তি ঘটবে। মানুষের আসল মুক্তি ঘটবে জ্ঞান অর্জনে। যত জ্ঞান অর্জন করবে তত কুসংস্কার থেকে দূরে থাকবে। আরেহ ভাই পরিশ্রম করো ভাগ্য বদলাবে। একটানা দশ বছর 'আমল' করলেও তোমার ভাগ্য বদলাবে না।

এই আধুনিক যুগে এসেও কিছু মানুষের মধ্যে কুসংস্কার দিয়ে ভরা।
প্রচুর লেখাপড়া করুণ- তাহলে মনে ঘাপটি মেরে বসে থাকা কুসংস্কার দূর হয়ে যাবে। আমার নিজের চোখে দেখা একটা ঘটনা বলি- রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলাম। দেখি। বস্তিতে থাকা এক অল্প বয়সী মহিলাকে হাত পা বেঁধে রাখা হয়েছে। কারন মহিলাটাকে নাকি জ্বীনে ধরেছে। খারাপ জ্বীন। এক হুজুর নানান রকম দোয়া পড়ে ফু দিচ্ছে। শুকনা মরিচ পুড়ে নাকে দিচ্ছে। আঙ্গুল বাঁকা করে চাপ দিচ্ছে। মহিলা ব্যথায় কাঁদছে, চিৎকার দিচ্ছে। আশে পাশে লোকজন চোখ বড় বড় করে দেখছে। কেউ কেউ হাসছে! দোয়া বা ফু'তে কোনো কাজ হয় না। কোনোদিন হয়নি। হবেও না।

এখন কথা হলো- মহিলাটিকে জ্বীনে ধরেনি।
জ্বীন বলতে তো কিছু নেই। মহিলার যে সমস্যা হয়েছে সেটাকে বলে হিস্টেরিয়া। হিস্টেরিয়া একটা রোগ। সেই রোগের ভালো চিকিৎসা আছে। অথচ জ্ঞানের অভাবে একদল মূর্খ মানুষ। মহিলাটিকে সীমাহীন কষ্ট দিচ্ছে। নারী-পুরুষ উভয়েরই হিস্টিরিয়া হতে পারে। তবে ১৪ থেকে ২৫ বছর বয়সী নারীদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স ও পিরিয়ডিক্যাল কারণে এর আধিক্য দেখা যায়। হিস্টেরিয়া রোগকে জ্বীন ধরেছে বলে অত্যাচার করা আর কত কাল চলবে? সরকারের উচিৎ একটা একটা মন্ত্রনালয় খোলা। সেই মন্ত্রনালয়ের কাজ হবে কুসংস্কার দূর করা। মানুষকে সচেতন করে গড়ে তোলা।

আমার এক বন্ধু বলেন, বিজ্ঞান না মানলে ধনেপাতা দিয়ে করোনা সারাবেন, গোমূত্র আর গোবর দিয়ে করোনা সারানোর চেষ্টা করবেন। এসব "কোভ্যাক্স, সিনোভ্যাক, ফাইজার, কোভিশিল্ড" এসব ভ্যাক্সিন কে পাত্তাই দিবেন না। ফলাফল হলো লাশের সারি আরো দীর্ঘ হবে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আপনার মাথায় যে নিউরন আছে আর এটার যে এক অলৌকিক শক্তি আছে সেটা কোন দিন বুঝতেই পারবেন না। কেবল অমুক হুজুরের পানি পড়া, তেল পড়া, মোদাচ্ছের পীরের মাজারের খাদেম মজিদের প্রেস্ক্রিপশনেই জীবন কাটিয়ে দিবেন। নিজের বুদ্ধি বিবেচনা কে চিরতরে নির্বাসনে পাঠিয়ে দিবেন।

মন্তব্য ৪১ টি রেটিং +০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ২:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জ্বীনকে নিয়ে এতো লেখালিখির কিছু নেই।

তারা আল্লাহর সৃষ্টি আরেক জীব। এতোটুকু জানলেই হোয়।

তবে, পবিত্র কোরআনে সূরা জ্বীনে তাদের কথা উল্লেখ আছে।

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: ফলাফল সাধারন মানুষের ভোগান্তি।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: সমস্ত ঐশ্বরিক কেতাব মানুষের সৃষ্টিশীলতা, মানুষের কৌতুহল, মানুষের জিজ্ঞাসু মন ধ্বংসের জন্য দায়ী। বিজ্ঞানের মৌলিক চেতনার পরিপন্থি।

২| ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ২:৩০

গেঁয়ো ভূত বলেছেন:


জ্বীনের পিছে লাগলেন ক্যা ? জ্বীন কইলাম আপনার পিছে লাগবো। =p~

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: জ্বীনের পেছনে লাগি নাই। লেগেছি কুসংস্কারের পেছনে।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: একজন মুক্তমনা দাবী করছে পৃথিবী গোল, অপরদিকে একজন ধর্মান্ধ দাবী করছে পৃথিবী সমতল। যে বলছে পৃথিবী গোলাকার, সে আধুনিক বিজ্ঞান পড়েই বলছে, এর সাথে আছে দীর্ঘ সময়ের গবেষণা যাচাই বাছাই পরীক্ষানিরীক্ষা। আর যে বলছে পৃথিবী সমতল, সে পুরনো কেতাব পড়েই বলছে। তার প্রমাণটি হচ্ছে, কেতাবে লেখা আছে।

৩| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:০৩

আমি ব্লগার হইছি! বলেছেন: আমার একটা জ্বিন পোষার খুব ইচ্ছা।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: জ্বীন না পুষে মূরগী পুষেন কাজে দিবে।

৪| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:২২

সোনাগাজী বলেছেন:


জ্বীন থাকতে পারে, না;হয় কোরবানের গরুর হাঁড় কে খায়?

আপনি বলবেন, কুকুরে খায়। আসলে, সেগুলোই জ্বীন, কুকুর হয়ে হাড্ডি খেয়ে অদৃশ্য হয়ে যায়।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: জ্বীন কি শুধু হাড় খাওয়ার জন্যই সৃষ্টি হয়েছে? এদের আর কোনো কাম কাজ নাই?

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: বিবর্তনবাদের মত প্রতিষ্ঠিত বিষয়কে যারা ধর্মগ্রন্থে নেই বলে মিথ্যা মনে করেন, তাদের সাথে জ্ঞানের বিনয় করতে যাওয়া বোকামী।

৫| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৯

কোনেরোসা বলেছেন: রাজিব নূর আবার ঘোঁৎ ঘোঁৎ আরম্ভ করছে।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: অসহ্য।

৬| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:



ব্লগের কেউ জ্বীন দেখেছে কিনা, জানতে চান??

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: জ্বীন দেখেছে এরকম লোকের সংখ্যা ব্লগে আছে।

৭| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫০

রানার ব্লগ বলেছেন: জ্বীন টিন থাকা ভালো এতে মানুষের জীবনে কিছু এক্সসাইটমেন্ট থাকবে !

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: জ্বিন টিকে আছে মূর্খদের ভুবনে।

৮| ০১ লা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষের মাঝে যেমন ভালো মন্দ আছে,
তেমনি জ্বীনদের মাঝেও ভালো মন্দ
আছে। শেষ বিচারের দিনে মানুষ ও
জ্বীনদের হিসাব নেয়া হবে।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: ওকে।

৯| ০১ লা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:



@নুরু সাহবে,

শেষ বিচারের দিনে জ্বীনদের দেখা যাবে তো? দেখা গেলে আপনার বাক্য প্রমাণিত হয়ে যাবে সেদিন।

১০| ০১ লা আগস্ট, ২০২২ রাত ৮:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বীন আছে পৃথিবীতে।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: দেখি নাই কোনোদিন।

১১| ০১ লা আগস্ট, ২০২২ রাত ৯:৫৫

কামাল৮০ বলেছেন: আগুনে পোড়ার ভয় থেকে বাঁচতে জ্বীন কে বিশ্বাস করতেই হবে।যার আগুনে পোড়ার ভয় নাই ,তার জ্বীন বিশ্বাস করার দরকার নাই।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: আমি বিশ্বাস করি না।

১২| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১০:০১

কামাল৮০ বলেছেন: সরকার নিজেই কুসংস্কারে ভোগে।ব্রীজ তৈরী করে রক্ষার জন্য মুনাজাত করে।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: দোয়াতে কাজা হয় না।

১৩| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১১:৩৫

মুক্তা নীল বলেছেন:
আপনি তো দেখি পুরাই নাস্তিক !
এত যে মন প্রাণ দিয়ে চেষ্টা করলেন বিরাট একটা গ্যাঞ্জাম সৃষ্টি হোক কিন্তু আপনার এই পোস্টটি দিয়ে তো লাভ হলো না । বরং এক কাজ করুন কোন নারী ঘঠিত প্রেমের কাহিনী লেখেন উল্টাপাল্টা আপনার মনে যাই আসে ওই যে আগে লিখতেন মেয়েটা গরিব বার্গার খাওয়াইছেন পরে আবার পাঁচশত টাকা দিয়ে দিছেন ওইসব লেখেন ।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: ভুল মন্তব্য করেছেন।

১৪| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার এক ছাত্র স্কুলের জানালা বেয়ে মাঝেমধ্যেই উপরে উঠে যেত। একদিন বেধড়ক পেটালাম। এরপর থেকে সব ঠিক।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: কখনও ছাত্রদের মারধর করবেন না।

১৫| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১:৩৫

আরোগ্য বলেছেন: কিছু মানুষের লেখা ব্লগে কৌতুক বিনোদনের কাজ করে। ভালোই লাগে এধরনের বিনোদন মূলক পোস্ট, মন্তব্য, প্রতিমন্তব্য পড়তে। সত্যি আপনার অনুপস্থিতে মিস করেছি।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: ওকে।

১৬| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ৮:৪২

শেরজা তপন বলেছেন: বাঃ ফের মুক্তি পেয়েছেন দেখে ভাল লাগল।
চলুক কিছুদিন ক্যাচাল পোষ্ট। নেতিয়ে পড়া ব্লগ কিছুটা গরম হউক :)

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: এটা ক্যাচাল পোষ্ট নয়।

১৭| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ৯:৩৪

বিটপি বলেছেন: ব্লগ চালু রাখতে আপনার মত কিছু গাধা পুষতে হয়। এর আগে আমি কয়েকবার বলেছি যে কেবল ওঠানামা আর না খেয়ে থাকলে স্রস্টা খুশী হয়না। স্রষ্টা খুশী হয় তার আদেশ মান্য করলে। এগুলো করলে প্রমাণিত হয় যে আপনি স্রষ্টার আদেশ মেনে অর্থহীন কাজও করছেন। এতে আপনার ভক্তি শ্রদ্ধা বাড়ে - জীবন শৃঙ্খলার মধ্যে আসে।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: !!

১৮| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ৯:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগ চালু রাখতে আপনার মত কিছু গাধা পুষতে হয়- কথাটা মনে ধরেছে।

১৯| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: মহাব্লগার এবং মহাবেকুব সমার্থক শব্দ কিনা ভাবছি।

২০| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিশ্বাস অনেক বড় জিনিষ।

২১| ০২ রা আগস্ট, ২০২২ রাত ৯:১৪

মেহেদি_হাসান. বলেছেন: যার যেটা ইচ্ছে বিস্বাস বা অবিশ্বাস করবে। কে কি বলে জানিনা তবে আমার বড় খালামনির সাথে কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটেছিল পরে এক ইমামা সাহেবের দু-তিনটে ফু-তে কাজ হয়ে গেছে। তারপর আর তার সাথে তেমন কিছু ঘটেনি

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.