নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাধুবাবা

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৫১

ছবিঃ আমার তোলা।

কটকটা কমলা রঙের আলখাল্লা পরা এক সাধু আমার সামনে এসে দাড়ালো। মাথা ভরতি জট। গলায় নানান রকম ছোটবড় পুতির মালা। হাতে অনেক গুলো রাবারের চুড়ি। বলল, কল্যান হোক তোমার!

আমি বললাম, আসসালামু আলাইকুম।
সাধু বলল, তুমি যা নিয়ে চিন্তাভাবনা করছো, তার সমাধান হয়ে যাবে। একটু সময় লাগবে। ধরো, দুই আড়াই মাস। শুধু শুধু চিন্তাভাবনা করে শরীর খারাপ করো না। জানো তো স্রোত থেমে থাকে না।

আমি হাসলাম। সাধুর বয়স ৫০/৬০ হবে। বললাম, আপনি অযথাই আমাকে বিরক্ত করছেন। আমি আপনাকে কোনো টাকা দিবো না।

সাধু বলল, আমি তো বাবা তোমার কাছে কোনো টাকা পয়সা চাইনি। তোমার কপালে একটা অশুভ ছায়া দেখে তোমার সামনে দাড়িয়েছি।

আমি বললাম, এখন কি তাবিজ বা পাথর বসানো আংটি নিতে হবে আপনার কাছ থেকে?

সাধু বলল, না না সেসব কিছু না। আমি অসহায় মানুষের কল্যানের জন্য একটা আশ্রম তৈরি করবো। সে জন্য যদি কিছু টাকা দাও। তাতে তোমার পুন্য হবে। অশুভ ছায়া কেটে যাবে।

আমি রেগে গিয়ে বললাম, দূর হও আমার সামনে থেকে। যতসব ভন্ড, আপদ, আগাছা। সরে যাও আমার চোখের সামনে থেকে।

সাধু চুপ করে দাঁড়িয়ে আছে। বিড় বিড় করে যেন কিসব বলে যাচ্ছে। আমার দিকে তাকিয়ে চলে যাবার আগে বলল, বাবা আমি মানুষের ভালো ছাড়া মন্দ করি না। দেখলাম, তোমার কপালে অশুভ ছায়া...

আমি বললাম, কোনো লাভ নাই। চলে যাও। গো।

সাধু বলল, অন্তত এক কাপ চা তো খাওয়াতে পারো?

আমি চা খাওয়ালাম। সাধু বিদায় নেবার আগে তার ঝোলাব্যাগ থেকে কি যেন একটা বের করে, হাত মুঠ করে বলল, নাও। তোমার কাছে রাখো। কোনো টাকা দিতে হবে না। আবার দেখা হবে হয়তো।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


সাধুর ঠিকানা নিয়ে আমাকে দিতেন।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: আপনি কি করতেন?

২| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: চা খাওয়ানোর জন্য ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৩| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সাধুরা সব সময়ে কমলা রঙের গেঁড়ুয়া পড়েন কেন?

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: সাধুরা যে সবার থেকে আলাদ্দা সেটা বুঝানোর জন্য।

৪| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৯

অদ্ভুত১৩ বলেছেন: সাধু কি দিয়েছিলেন?

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: সেটা বলা যাবে না।

৫| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৩

ঢাবিয়ান বলেছেন: अपरिचित এটা কোন ভাষা ?ইনি বাংলা ব্লগে কেন ?

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: যার যা মন চায় তাই করছে।

৬| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



অনেক দরিদ্র মানুষের ঘর সংসার কিছুই নেই।

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: নেই।
কোনো অপশন নেই। তাই তারা সাধু হয়।

৭| ০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

কামাল৮০ বলেছেন: এই সাধু কোন এক দুর্নীতিবাজের পাল্লায় পড়ে একদিন হয়তো বিরাট এক আঁখড়া গড়ে তুলবে।সেদিন আপনি হায় হায় করবেন।কি অমূল্য সম্পদ পায়ে ঠেলে ফেলে দিয়েছিলাম সেদিন।এই সমাজে ভন্ডরাই প্রতিষ্ঠিত।

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ।

৮| ০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

কামাল৮০ বলেছেন: ছবির মাজেজা বুঝলাম না।কিছু একটা লেখা আছে।অনেক চেষ্টা করেও পড়তে পারলাম না।

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: মাজেজা কিছুই না।
ছোট কন্যাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তারের ডাকের অপেক্ষায় ছিলাম। তখন---

৯| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১০:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাধুরা পবিত্র মানুষ,
তারা কারো ক্ষতির
চিন্তা করেনা।
ভণ্ডদের কথা
ভিন্ন!

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কোনো খাটি সাধু নেই।

১০| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:৩০

শেরজা তপন বলেছেন: বেশ রহস্য করে গে্লেন #:-S

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: সাধু সাধু।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৭

রানার ব্লগ বলেছেন: এই সব সাধু ফাদু থেকে আমি ২০০ দূরে থাকি

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: এদের নিয়েই আমাদের থাকতে হবে। এরাও সমাজের অংশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.