নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অর্জুনের মাথা আউলায়ে গেছে!

১৪ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪৭

ছবিঃ গুগল।

বিষন্ন নীরা ছাদে দাড়িয়ে আকাশ দেখছে। তার শাড়ির আচল আর খোলা চুল বাতাসে পতাকার মতো উড়ছে। হঠাৎ কে যেন নীরার পেছনে এসে দাঁড়ায়!
অর্জুন!! এত বছর পর তুমি আমার কাছে কি চাও অর্জুন?

আমি তোমার কাছে মুক্তি চাই। কিন্তু আমি মাঝে মাঝে তোমার কাছে আসবো। আনন্দ করবো। নীরা, তুমি নিশ্চয়ই ভুলে যাওনি আমাদের বিয়ে হয়েছিল। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম।

আমি তোমাকে ভালোবাসতে চাইনি, বিয়েও করতে চাইনি। অর্জুন, মনে করে দেখো- তুমি আমার পেছনে দিনরাত পাগলের মতো ঘুরেছো। শেষে ফাইনাল পরীক্ষা না দিয়েই ঝোকের মাথায় তোমাকে বিয়ে করি। বাবা মা খুব করে মানা করেছিলেন, আমি তাদের কথা শুনি নি। যে ছেলে মেয়ে বাবা মায়ের কথা শুনে না, তাদের কপালে আমৃত্যু দুঃখ লেগেই থাকে।

তুমি আমাকে ঝোকের মাথায় বিয়ে করেছিলে? এই ঝোকটা আসলে কি বলতো নীরা?
শারীরিক মিলনে দুর্নিবার ইচ্ছা মেটাবার জন্য একটা সামাজিক স্বীকৃতি। মানে বিয়ে। তাই তো?

নীরা, বিয়ে আমাদের হয়ে গেল। শারীরিক তীব্র সুখ আমরা দুজনেই খুব উপভোগ করেছিলাম। এটা অস্বীকার করা ঠিক হবে না।
কিন্তু অর্জুন তুমি আমাকে বাসায় রেখে অন্য মেয়েদের সাথে মিলিত হতে! আমি নিজের চোখে দেখেছি! আমি প্রচন্ড কষ্ট পেয়েছি। তারচেয়ে বেশি অবাক হয়েছি। ভালোবাসা বলে কি কিছু নেই?

হ্যা অর্জুন আমি জানি তুমি ভালো মানুষ। চমৎকার তোমার হাসি, দারুন কথা বলার স্টাইল তোমার। তোমার ব্যবহারে কোনো ত্রুটি নেই। আমাকে বিয়ে করে, অন্য মেয়ের সাথে তুমি কিভাবে বিছানায় গেলে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। নো নেভার।

নীরা এটা কোনো বড় ঘটনা নয়।
তাহলে বড় ঘটনা কোনটা? আমি যদি অন্য কোনো লোকের সাথে বিছানায় যাই সেটা মেনে নিবে তুমি?
হ্যা আমি মেনে নিবো। মানুষের শরীর কখনো বাসি হয় না। শরীর কোনো পাপ করে না। শরীর তো অমৃত! পাপপূণ্য, এগুলো মনের কারসাজি। শরীরের নয়।

অর্জুন তোমার চিন্তা ভাবনা অতি নিম্মমানের। গর্হিত। পতিত মানুষ তুমি।মনুষ্য সমাজে তুমি টিকে আছো কি করে!
নীরা তুমি বুঝতে চেস্টা করো। আমাদের সকলের ভালো থাকতে হবে। তাই সকল কে সকলের ভালোবাসতে হবে। ভালো থাকার স্বার্থে কোনো নারীর সাথে সময় কাটানো পাপ নয়। তাছাড়া যে নারীর সাথে সময় কাটানো হচ্ছে, তাকে জোর করা হচ্ছে না। সেও আনন্দ পাচ্ছে। দুজন মানুষ যদি আনন্দ পায়, এবং তাতে যদি কারো ক্ষতি না হয় সেটা পাপ নয়।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার।
আমি শেষের অংশের মতো পারিনা।কখনো চেষ্টাও করিনি।আড্ডা ও সিগারেট শেয়ার পর্যন্ত সীমাবদ্ধ। মাঝে মাঝে হাগ দেই। এতোটুকুই।

আপনার লেখার স্টাইল অসাধারণ।

১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

২| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:২০

শূন্য সারমর্ম বলেছেন:


সমাজের মানুষগুলো ভালো নেই ; সামান্য ভালো থাকার চেষ্টায় কত কিছু করে।

৩| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অর্জুন গাছের মূল আর সমপরিমান ছাল
হামান দিস্তায় পিষে সকাল সন্ধ্যা দুই বেলা
অর্জুনের মাথায় প্রলেপ দিবেন, তা হলে
দেখবেন অর্জুনের মাথা সঠিক কাজ করছে।

ফিরে আসার জন্য ধন্যবাদ।

৪| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৪

রেজাউল৮৮ বলেছেন: অসাধারণ। একেবারে জীবন থেকে নেয়া।
আত্মজীবনী?
খুব ভালো লিখেছেন।
সরাসরি প্রিয়তে।

৫| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৫

কামাল৮০ বলেছেন: ১৮ বছর বয়স হলে এবং স্বাবলম্বী হলে ,নিজের সিধান্ত নিজে নেওয়াই ভালো।শেষের লাইনটা ভালো লেগেছে।

৬| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৮

রেজাউল৮৮ বলেছেন: আপ্সুস, এক নিক থেইকা একের বেশি লাইক দেয়া যায় না। আমার আগের নিক গুলান ভ্যান না হৈলে সবগুলান হৈতে লাইক দিতাম।

৭| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫২

রেজাউল৮৮ বলেছেন: আপনার লেখার সবচাইতে শক্তিশালী বিষয় হৈল একের ভিতর অনেক।
মনে হৈল সুনীল সমরেশ শরৎ রবীন্দ্রনাথ নজরুল এমিল জোলা রসময় গুপ্ত সবাইরে মিলাইয়া ব্লেন্ডারে ঘুইটা পোস্ট দিসেন। এক পুস্টে সবার সাদ পাইলাম

৮| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগে ফিরে আসাতে ধন্যবাদ।
মিস করছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.