নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
আমি সহজ সরল মানুষ। সহজ সরল জীবনযাপন করি। আমার জীবন আনন্দময়। জটিলতা কুটিলতা আমার মোটেও পছন্দ নয়। খুব স্বল্প সময় নিয়ে মানুষ দুনিয়াতে আসে। তাই ঝগড়া বিবাদ না করাই উত্তম। মানুষের জীবন হবে আনন্দময়। বুদ্ধিমান মানুষেরা যত পারে দুনিয়ার মজা, রুপ, রস আনন্দ ভোগ করে নেয়। দরিদ্র দেশে এবং দরিদ্র পরিবারে জন্ম গ্রহনটা যেন একটা অভিশাপ। আমাদে আশেপাশে ভারত, বাংলাদেশে আর পাকিস্তান হলো দরিদ্র দেশ। এসব দেশের রাজনীতিবিদরা হয় অসৎ। এজন্য জনগনের ভোগান্তির শেষ। আমাদের চেয়েও দরিদ্র দেশ তাদের জ্ঞান আর পরিশ্রম দিয়ে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
আমি যে ধরনের জীবন চেয়েছিলাম- সেরকম জীবন পাইনি। আসলে বেশির ভাগ মানুষই তার মনের মতোন করে জীবনযাপন করতে পারে না। আমি চেয়েছিলাম দেশের সেরা কোম্পানীতে বড় পদে কাজ করবো। অফিস থেকে আমাকে গাড়ি দিবে, ড্রাইভার দিবে। তিন হাজার স্কয়ার ফিটের ফ্লাট দিবে। আমার সেলারি হবে ৬ লাখ টাকা। অন্যান্য সুবিধা বাদে। অফিসে আমার রুমটা হবে অনেক বড়। আমার ব্যাক্তিগত পিয়ন থাকবে দুইজন। পিয়ন দুইজনকে অবশ্যই বুদ্ধিমান হতে হবে। অফিসে আমার কাজ থাকবে শুধু ফাইলে সই করে দেওয়া। অফিসে কোনো পলিটিক্স থাকবে না। বদমাশ লোক থাকবে না।
প্রতিমাসে আমি পরিবার নিয়ে দেশের বাইরে বেড়াতে যাবো। খরচ বহন করবে অফিস। অফিসের কাজে ঢাকার বাইরে গেলে হেলিকাপ্টার দিতে হবে। আমার একটা নিজস্ব লাইব্রেরী থাকবে। লাইব্রেরীতে থাকবে আমার পছন্দ মতো বই। কেদারায় আরাম করে শুয়ে বসে আমি বই পড়বো। লাইব্রেরীতে অবশ্যই এসি থাকতে হবে। যখন আমি বই পড়বো এক ঘন্টা পর-পর আমাকে দুধ চা দিতে হবে। চা আমি চাইতে পারবো না। ঠিক এক ঘন্টা পর যেন হাত বাড়ালেই যেন চা পাই। বই পড়ার সময় আমাকে একেবারেই বিরক্ত করা যাবে না। আমি সমাজের লোকজনদের বুঝাবো তোমরা বই পড়ো, জ্ঞান আহোরন করো। কারো মুখ থেকে কিছু শুনো না। এমনকি নির্বোধ ওয়াজকারীদের মুখ থেকে রুপকথার গল্প গুলো বিশ্বাস করো না।
আমি লিখব। আমাকে লিখে যেতে হবে। কারন আমি বিশ্বাস করি লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব। আমি দুষ্টলোকদের বিরুদ্ধে লিখব। অসৎ ব্যবসায়ীদের কথা লিখব, দূর্নীতিবাজ মন্ত্রীদের কথা লিখব, দালাল আর চাটুকারদের বিরুদ্ধে লিখব। মন্ত্রী-এমপিদের ছত্রছায়ায় থেকে যারা মন্দ কাজ করছে তাদের কথা লিখব। এমন কি সমাজে যারা লিখে লিখে ক্রাইম করছে, তাদের বিরুদ্ধে লিখব। যারা মানুষের ঊপর অন্যায় করছে তাদের বিরুদ্ধে লিখব। মোটকথা সমাজে যারা অসৎ ও অন্যায় কর্ম করছে, দেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আমি লিখব। লেখালেখির মধ্যে একটা অকৃত্রিম আনন্দ আছে। তবে যন্ত্রনাও কম নয়।
সমাজের অসহায় মানুষদের জন্য আমি ভালো কিছু করবো। যেসব কিশোর কিশোরী শিক্ষা থেকে দূরে আছে, তাদের লেখাপড়ার ব্যবস্থা করবো। যাদের থাকার জায়গা নেই, রাস্তায় থাকে- তাদের থাকার ব্যবস্থা করবো। যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করবো। যারা মানুষকে ঠকায়, মানুষের সাথে প্রতারণা করে তাদের থাপ্পড় দিবো। যারা ভালোর মুখোশ পড়ে থাকে, তাদের মুখোশ খুলে ফেলব। সোজা কথা আমার দুনিয়া হবে সহজ সরল সুন্দর। আমি আমার আশে পাশে কোনো খারাপ মানুষ রাখবো না। নব্য ধনীদের প্রেস ক্লাবের সামনে লাইন ধরে দাঁড় করিয়ে চাবুক দিয়ে মারবো। এবং সরকার কেন নব্য ধনীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এজন্য সরকারকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে।
আমাদের মসজিদ, মন্দির আর গির্জা দরকার নাই। এগুলো মানুষদের সুপথে আনতে পারে না। একমাত্র শিক্ষা এবং সঠিক শিক্ষা, জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে। ধর্ম পালন করে কিছু পাওয়া যায় না। ধর্ম মানুষকে কিছু দেয় না। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ জ্ঞান। জ্ঞান দিয়ে দেশ সমাজ বদলে ফেলা যায়। ধর্ম দিয়ে নয়। বিজ্ঞান যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে অবশ্য ধর্ম কোনঠাসা হয়ে পড়েছে। মানুষ যত এগিয়ে যাবে ধর্ম তত পিছিয়ে পড়বে। এভাবে একদিন ধর্ম দুনিয়া থেকে হারিয়ে যাবে। মানুষ আফিম মুক্ত হবে। মানুষের মনে যে কুসংস্কার গুলো লুকিয়ে আছে সেগুলো বের করতে হবে। কুসংস্কার দূর করার ওষুধ হচ্ছে জ্ঞান।
আমি সব মানুষকে নিয়ে ভালো থাকতে চাই। সমাজের দুষ্টদের আমি ভালো করবো। দুষ্টরাতো আর মায়ের পেটে থাকতে দুষ্ট হয়নি। দুনিয়াতে এসেই দুষ্ট হয়েছে। তাদের ভালো হওয়ার সুযোগ দিতে হবে। সুযোগ পেলে মন্দ লোকেরাও ভালো হতে পারে। আমি বিশ্বাস করতে চাই- কোনো মানুষই জেনে শুনে মন্দ কাজ করে না। যে লোকটা গাছ কাটার ব্যবসা করে তারও নিশ্চয়ই গাছের প্রতি মায়া রয়েছে। মানুষের জীবনে সসবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে সুন্দর করে সাজানো সম্ভব।
২| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০১
রেজাউল৮৮ বলেছেন: গত দুইদিন আপনার পোস্ট না দেখে খুব বেছাইন হয়ে পড়েছিলাম। এ কষ্টের কথা বলে বোঝানো যাবে না, আইজুদ্দিনের কষ্টের চেয়ে বড় কষ্ট। আমি তো মাঝে ভাবলাম আপনি আত্মহত্যা করলেন নাকি! মাঝখান থেকে ৪০০ টাকা দিয়ে এনেমা কিনতে হলো।
৩| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৪
রেজাউল৮৮ বলেছেন: একটা নতুন একাউন্ট খুলতে দুই তিন মিনিট লাগে। গাজী ছার নতুন অ্যাকাউন্ট খুলতিছ্যান না কেন? বিশেষ অসুবিধা থাকলে তো কুশল নিক থেকেও ব্লগিং করা যায়।
৪| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৫
রেজাউল৮৮ বলেছেন: ব্লগের উপর হইতে আগ্রহ হারাচ্ছি। যারা লিখতে পারেন , বুঝতে পারেন, এনালাইসিস করতে পারেন ব্লগে তাদের কদর নাই। কোথাকার কোন ঘোরার মুত ব্লগারের পোষ্টে মহৎ হৃদয় থেকে কেউ একজন কমেন্ট করেছেন তাকে হাইলাইট করে কত কিছু লেখা হচ্ছে। যাদের লক্ষ লক্ষ পোস্ট, কোটি কোটি কমেন্ট তাদের ব্যাপারে জনগণ নিশ্চুপ। ব্লগে এত বড় অন্যায় অবিচার হয়ে যাচ্ছে কেউ প্রতিবাদ করছে না। ব্লগ এবার ছেড়েই দেব।
৫| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।
২১ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
চাঁদগাজী/সোনাগাজী ছাড়া সামু ব্লগ ভালো লাগছে না।
উনি কোথায়?
৬| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩২
ইমরোজ৭৫ বলেছেন: সবাই তো আরাম প্রিয় হতে চায়। আমিও আপনার মত বড় কম্পনিতে বড় অফিসার হতে চাই। কিন্তু পরের কম্পানিতে বড় অফিসার হওয়ার চেয়ে নিজের ব্যাবসা তে বেশী সমফোর্ট ফিল করিবো।
আমিও খারাপ লোকদের ঘৃণা করি। চাচমা, খারাপ নেতা, ধান্ধাবাজ, দুষ্ট লোকদের এরিয়ে চলি। কারন সঙ্গদোষে লোহা ভাসে।
প্রত্যেক জিনিসের একটা মেয়াদ থাকে। কোন কোন জিনিস নিদিষ্ট এলাকার জন্য ভালো। ঠিক তেমনি আল্লাহ প্রত্যেক সভ্যতায় প্রত্যেক সময়ে একজন করে পথ প্রদর্শক পাঠিয়েছেন। যাকে আমরা ধর্ম বলে জানি। সকল ধর্মের মেয়াদ শেষ। একমাত্র ইসলাম ধর্ম এখনো সচল।
কোন সভ্যতায় যখন দুষ্ট লোকের প্রভাব বেড়ে যায়, দুর্নীতি, অপরাধ বেড়ে যায় তখন সে সময়ের ঐ সভ্যতার জন্য আল্লাহ পথ প্রদর্শক পাঠিয়েছেন। যাদের আমরা নবী বলি।
ডাক্তার শুধু ঔষুধ ও লাইফ ইস্টালের জন্য সুপারিশ করতে পারে। ঔষুধ খাওয়া ও লাইফ স্টাইল ফলা করা আমাদের দায়িত্ব। আমরা যদি ডাক্তারের কথা মত না চলি তাহলে আমাদের অসুখ ভালো হবে??
ঠিক তেমনি। সাধারন মানুষ যদি ধর্মের কথা না মানে তাহলে কি সে উপকার পাবে?
ধর্মে তো খারাপ কিছু নাই। যেমন ধর্মে আছে মিথ্যা কথা ভালো না। অন্যেক হক মেরো না। দুনীর্তি করিও না। ইত্যাদি ইত্যাদি। এখন যদি ধর্মে খারাপ উপদেশ থাকতো তাহলে বুঝতাম ধর্ম খারাপ।
ধর্মে যদি থাকতো মিথ্যা কথা বলো। চুরি করো। মানুষ কে মারো। তাহলে ধর্মকে ঘৃনা করিতাম। এখন কোন যুক্তিতে ধর্মকে ঘৃণা করবো? কোন ছাত্র যদি নডমডেম কলেজে পড়েও যদি পরীক্ষাতে ফেল করে তাহলে দোষ করা? নডরডেম কলেজের, শিক্ষকের নাকি নিয়ম কানুন না মানা ছাত্র।
দুষ্ট লোকদের দুইবার সুযোগ দেওয়া উচিৎ। নমরুদ, ফেরাউনদের মত দুষ্টলোকদের কে আল্লাহ বারবার সুযোগ দিয়েছেন।
২১ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: একসময় পৃথিবীতে সবাই মানুষ ছিলো।
তারপর ঈশ্বরের আবির্ভাব হলো!
মানুষ হয়ে গেলো- হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ!
৭| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অফিসে বসে একঘন্টা পর পর চা খাবেন আর আরাম করে বই পড়বেন ?
ঠিক, এটা অফিসে বসে ব্লগিং করার চেয়ে ভালো। ৬ লক্ষ টাকা বেতন একেবারে জায়েজ হয়ে যাচ্ছে।
৮| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০০
কামাল৮০ বলেছেন: আমার কোন স্বপ্নের জীবন নাই।আমার আছে বাস্তবের জীবন।স্বপ্ন দেখার সময় কৈ।যা স্বপ্ন দেখার ঘুমিয়ে দেখি সকালে ভুলে যাই।
আপনার স্বপ্নগুলো সুন্দর।এমন হলে ভালই হয় এবং কেউ কেউ এমন আছেন।সবার এমন হওয়া সম্ভব না।সবেই এমন হলে পিয়ন হবে কে?তার কথা ভাবেন।চা আনতে আনতেই তার জীবন শেষ।তার থেকে ভালো হয় নিজে চা নিজে বানিয়ে খাওয়া ।নিজের কাজ নিজে করা।
কারো বেতন ছয় লাখ হলে পিয়নের বেতন হবে চার পাঁচ লাখ টাকা।তবেই সমতা ভিত্তিক সমাজ হবে।
৯| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩১
পোড়া বেগুন বলেছেন:
আপনি কী গাজাটাজা খান নাকি?
অফিসের এসি রুমে বসে বই পড়বেন
আর সাইন করে মাসে ৬ লক্ষ টাকা?
সুন্দরী পিএস, এপিএস রাখুন পিওনের বদলে
তারা চা নিয় কফি নিয়ে আসবে রক ঘন্টা পর পর
আর মাথা টিপে দিবে নিরম হাতে।
ঘুমিয়ে স্বপ্ন দেখুন তা দোষের নয়, তবে
জেগে স্বপ্ন দেখলে ডাক্তার দেখান আর
পাবনাতে একটা সিট বুকিং দিয়ে রাখুন।
১০| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
সবটুকু লেখার মধ্যে এটুকুই যা মেসেজ -
"খুব স্বল্প সময় নিয়ে মানুষ দুনিয়াতে আসে। তাই ঝগড়া বিবাদ না করাই উত্তম। মানুষের জীবন হবে আনন্দময়।"
বাকীটুকু স্বপ্ন বিলাস ..................
১১| ২১ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৮
রেজাউল৮৮ বলেছেন: @বেগুন ভর্তা -দুই দিনের বৈরাগী হয়ে ভাত কে অন্ন বললে তো চলবে না স্যার।
আপনার হয়তো জানা নেই- পোস্টদাতা সর্বকালের ২য় সর্বশ্রেষ্ঠ ব্লগার। আসলে এক নম্বর সর্বশ্রেষ্ঠ ব্লগার মোগজহীন লোকদের যন্ত্রণায় স্বেচ্ছা নির্বাসনে যাওয়ায় টেকনিক্যালি উনিই এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্লগার। উনি নির্লোভ বলে মাত্র ৬ লক্ষ টাকা স্যালারির কথা বলেছেন । বস্তুত এর চেয়ে কয়েক গুণ বেশি দিলেও সেটা ওনার ওজন হিসেবে কমই হয়ে যাবে।
নজরুল রবীন্দ্রনাথ সুকান্ত জীবনানন্দ দাশ থেকে শুরু করে হালের হুমায়ূন আহমেদ বা পরের অনেকেই ওনার লেখা কপি পেস্ট করে নিজেদের বলে চালিয়ে দিয়েছে। ওনার পতিভা সম্পর্কে সম্যক ধারণা থাকলে এই কমেন্ট করতেন না বলে মনে করি।
আমার পোত্যাশা থাকবে আপনি আপনার বক্তব্য এক্সপাঞ্জ করবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০১
রেজাউল৮৮ বলেছেন: আপনি এত কষ্ট করে লিখবেন কেন? অন্যেরা লিখে নিয়ে আসবে আপনি নিচে সই করে দেবেন " রাজীব নূর"।