নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৪২

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২২



প্রিয় কন্যা আমার-
তোমার মামা মামী গেছেন চেন্নাই চিকিৎসার জন্য। টানা বিশ দিন তুমি আর তোমার মা তোমার নানা বাড়ি বেড়ালে। এদিকে বাসায় আমি একা। একা থাকতে আমার ভালো লাগে না। রাতে ভয় ভয় লাগে। সুরভি গত আট বছরে অনেকবার তোমার নানা বাড়ি গিয়েছে। কিন্তু এতদিন কখনও থাকেনি। থেকেছে সর্বোচ্চ ৩/৪ দিন। আমি এর মধ্যে দু'দিন গিয়ে তোমাদের সাথে থেকে এসেছি। তোমাকে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছিলাম একদিন। চিরিয়াখানায় গিয়ে তুমি খুব খুশি। জিরাফ দেখে তুমি ভীষন অবাক। ঢাকা চিড়িয়াখানার কোনো উন্নতি হয়নি। দশ-বিশ বছর আগে যেমন ছিলো, এখন তার চেয়েও খারাপ অবস্থা। পশু গুলো রুগ্ন। এমন অবস্থা উঠে দাঁড়াবে সেই শক্তি পর্যন্ত নেই। দেখলে মায়া হয়।

প্রিয় কন্যা আমার-
আর একদিন পর তুমি একুশ মাসে পা দিবে। অবশ্য এখন তোমাকে দেখলে এবং তোমার কথা শুনলে মনে হয় তোমার সাড়ে তিন বছর। স্কুলে ভরতি করিয়ে দিতে হবে। টুকটাক অনেক কথাই বলতে তুমি পারো। তোমাকে যখন মাল্টা জুস করে দেই। তুমি বলো টক। যখন তোমার আপেল খেতে ইচ্ছা করে- তুমি স্পষ্ট করে বলো আপা, আপা। আপেল তুমি বলতে পারো না। বলো আপা। তোমার বাইরে যেতে ইচ্ছে হলেই বলো- বাইরে। বাইরে। গতকাল রাত ১১ টায় বললে- বাইরে যাবে। আমি তোমাকে নিয়ে গেলাম। বাইরে। অনেকক্ষন তোমাকে কোলে করে নিয়ে ঘুরলাম। ইদানিং তুমি রাস্তায় বের হলে হাঁটতে চাও না। আমি যতদিন বেঁচে আছি, তোমার কোনো সমস্যা নাই। তুমি যা চাইবে তাই পাবে।

প্রিয় কন্যা ফারাজা-
তোমাকে তোমার দাদার কথা বলি- তোমার জন্মের কয়েকদিন আগে তোমার দাদা মারা যায়। আমাদের বংশে সবার'ই লম্বা হায়াত। অথচ তোমার দাদা হুট করে মরে গেলো! তোমার দাদা নরম মনের মানুষ ছিলেন। আমাকে খুবই ভালোবাসতো। আমাকে সাহস দিতো, ভরসা দিতো। বিপদেআপদে তোমার দাদা এসে আমার পাশে দাড়াতো। একদিনের ঘটনা বলি। আমি রাতে না খেয়ে ঘুমিয়েছি। কারন, আমি পোলাউ খেতে চেয়েছিলাম। অথচ বাসায় সেদিন পোলাউ রান্না করে নাই। আব্বা রাতে বাসায় ফিরে শুনে আমি না খেয়ে ঘুমিয়েছি। আব্বা আমাকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গেলো রেস্টুরেন্টে। আমি পোলাউ খেলাম। তারপর রাত বারোটায় বাসায় ফিরলাম। আমি একজন ভালো বাবা পেয়েছিলাম। প্রিয় কন্যা তুমিও একজন ভালো 'বাবা' পেয়েছো।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম-
তোমার নানার কথা বলি। সে একজন ঝামেলাবিহীন মানুষ। দীর্ঘদিন সরকারী চাকরী করেছেন। শ্রমিক উনিয়নের সাথে জড়িত ছিলেন। চাকরী থেকে অবসর নিয়ে তিনি এখন ওকালতি করছেন। খুব ভোরে বাসা থেকে বের হন। কোর্টে যান। দুপুরে বাসায় ফিরে ভাত খেয়ে আবার বিকেলে চেম্বারে বসেন- রাত দশটা পর্যন্ত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আমি তার সাথে অনেক গল্প করেছি। উনার অনেক অভিজ্ঞতা। অনেক বিষয়ে জানেন। সৎ মানুষ তিনি। মিথ্যা কথা বলেন না। তার মধ্যে কোনো ভান বা ভনিতা নেই। প্রতি শুক্রবার সকালে তিনি বাজার করেন। তোমার নানু মারা গেছেন বহু বছর আগে। ক্যান্সার হয়েছিলো তার। টানা এক বছর তার চিকিৎসা চলছিলো হাসপাতালে। আমি তাকে দেখিনি। শুনেছি তিনি নরম মনের মানুষ ছিলেন।

প্রিয় কন্যা ফাইহা,
আমি সামু ব্লগে লিখি। ইদানিং সামু ব্লগে লিখে আরাম পাচ্ছি না। চাঁদগাজী নামে একজন ব্লগার আছেন। খুব ভালো ব্লগার। ভালো লিখেন। উনি দেশের সমস্যা ও সমাধান নিয়ে লিখেন। অথচ এই ব্লগারকে ব্যান করে রাখা হয়েছে। বুঝো দেশের অবস্থা! বুঝো দেশের মানুষের অবস্থা! সামু ব্লগে মডারেটর সাহেব আমাকে যে পরিমান কটু কথা বলেছন, অপমান করেছে তুমি শুনলে অবাক হয়ে যাবে। অথচ তিনি আইনত আমাকে কটু কথা বলতে পারেন না। কারন একজন মডারেটর কে হতে হয় সম্পূর্ন নিরপেক্ষ মানুষ। ঠিক সেভাবে ব্লগার চাঁদগাজীকে তছনছ করে দিয়েছে। তার কিছু লেখা আমি তোমার জন্য সংগ্রহ করে রেখেছি। তুমি পড়লেই বুঝতে পারবে- তিনি কেমন মানুষ। দোয়া করি তাদের বোধ জাগ্রত হোক।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৮

কামাল৮০ বলেছেন: বড় মেয়ে কি বাসায় ছিল।এক মাস গেলে হয়তো গাজী সাহেব মুক্তি পাবে।
আমিও গত রবিবার নাতিকে নিয়ে চিড়িয়া খানায় গিয়েছিলাম। আফ্রিকা মহাদেশ দেখতে দেখতেই দিন কাবার।বাকিছিল আরো অনেক দেখার। চড়াই উৎরাই করতে করতে ক্লান্ত হয়ে আরেকদিন যাব বলে চলে এলাম।
যত দিন যাচ্ছে ছোট মেয়েকে দেখতে সুন্দর লাগছে।

৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: হ্যাঁ গাজীসাহেব ২/১ দিনের মধ্যেই মুক্তি পাবেন বলে মনে হচ্ছে। কারন এক মাস হয়ে গেছে। একমাস অনেক লম্বা সময়। বিশেষ করে যারা লিখেন, প্রতিদিন লিখেন তাদের জন্য একমাস, এক বছরের মতো লম্বা।

চিড়িয়াখায় গেলে অনেক হাঁটতে হয়। এত লম্বা সময় ধরে হাটলে শরীর ক্লান্ত লাগাটাই স্বাভাবিক।

আমার বাপ দাদা সবাই সুন্দর। আমাদের বংশে সবাই সুন্দর। উঁচা-লম্বা। স্মার্ট। আমার কন্যাও দেখতে মায়াবতী হবে। এটা আমি চাই।

২| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ব্লগে লিখতে আর সাহস পাই না।নিজেকে হংস মাঝে বক মনে হয়।ফারাজাকে দেখে অনেক ভাল লাগলো।সুপার কিউট বেবি।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: লিখবেন। যা মন চায় লিখবেন।

৩| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১০

পোড়া বেগুন বলেছেন:
আপনার কন্যা কাহিনী ভালো লাগলো।
কন্যার জন্য শুভকামনা রইলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


কন্যা সমাচারে নতুন পালক যোগ হলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: ইয়েস। আরো অনেক নতুন নতুন পালক যোগ হতে থাকবে।

৫| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: মা,
'বড়ো হও দীর্ঘ হও শুধু বেড়ে ওঠো শুধু বেড়ে'

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১২:৪৮

রেজাউল৮৮ বলেছেন: যা গরম পড়ছে এরপরে আবার মাঝে মাঝে কারেন্ থাকে না। বাসায় কেউ না থাকলে আমি তো একটা ছোট হাফপ্যান্ পড়ে বসে থাকি। আপনি কি পরেন্?

৭| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১২:৪৯

রেজাউল৮৮ বলেছেন: চলেন আজ থেকে পতিগ্গা করি - চাঁদ গাজী ছার মুক্ত না হওয়া পর্যন্ত আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ভূখ হরতাল, হাঙ্গার স্টাইক, অনশন। কেউ সাদাসাদি না করলে নিজে থেকে কিছু খাবো না।

৮| ৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৮:০৭

শেরজা তপন বলেছেন: মেয়ের পাশাপাশি আপনার বাবার গল্প শুনলাম ভালো লাগলো ।
ছোট মেয়ে বোধহয় মাথায় ব্যান্ড পড়তে খুব পছন্দ করেন নাকি?

৯| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১৯

জুন বলেছেন: মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। স্মৃতি টুকু ধরে রাখবেন আশা করি।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার কন্যারা বেড়ে উঠুক দুধে ভাতে।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩১

কাছের-মানুষ বলেছেন: আপনার নতুন পোষ্ট পাচ্ছি না আজকাল!!! আমার মনে হয় ওস্তাদের জন্য আপনার মন খারাপ!
চিন্তা করবেন না ওস্তাদ ছাড়া পাবে এক সময় না একসময় কারন কথায় আছে ওস্তাদের মাইর শেষ রাইতে!

আপনি ব্লগে নিয়মিত হোন!! আপনার দিনলিপি মিস করছি!

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: ওস্তাদ এলেই আমি আসবো।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার ওস্তাদতো ফিরে এসেছেন দেঝলাম!
তবে মনে হয় তার লেখা এখনো প্রথম পাতায়
আসছেনা!

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: দেরী হোক, যায়নি সময়।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৬

খায়রুল আহসান বলেছেন: কন্যাকথন ভালো লাগল। কন্যা বড় হয়ে আপনার এসব লেখা পড়ে অনেক খুশি হবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
এসব লেখা আসলে কন্যার কথা ভেবেই লিখছি। সে বড় হয়ে পড়বে। আনন্দ পাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.