নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছিপ দিয়ে মাছ ধরা

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৫



আমি খেতে খুব পছন্দ করি। অবশ্য রান্না হতে হবে অসাধারণ।
রান্না ভালো না হলে সেই খাবার আমি মুখে দেই না। একবার এক দূর্নীতিবাজের গ্রামের বাড়িতে গেলাম। দুপুরে খাবারের আয়োজন দেখে আমি অবাক! কমপক্ষে৪০ টা আইটেম। মাছই আছে ১৮ রকমের। সব দেশী মাছ। দেশী মূরগী। রান্নাও হয়েছে বেশ। আমি অনেক সময় নিয়ে তৃপ্তি নিয়ে খেলাম। শহরের চেয়ে গ্রামের মানুষের রান্নার হাত বেশী ভালো। খেয়ে টান টান হয়ে একটা ঘুম দিলাম। কিন্তু একবারও ভাবলাম না- এ মাছ গুলো কে ধরেছে? কোন নদীরর মাছ? কে রান্না করেছে? স্বার্থপর হয়ে গেছি আমি।

আমাদের বাসা থেকে কিছু দূর একটা জায়গা আছে।
নাম 'রাজারবাগ কালীবাড়ি'। সেখানে বিশাল এক দীঘি আছে। দীঘির একপাশে মন্দির। একপাশে শ্মশান। পুজোর সময় এখানে প্রচুর মানুষের সমাগম হয়। সেই কালীবাড়ির দীঘিতে একবার টিকিট কেটে ছিপ দিয়ে মাছ ধরার ব্যবস্থা করা হলো। আমি কখনও ছিপ দিয়ে মাছ ধরিনি। আমার একেবারে কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু আমার শখ হলো- আমি ছিপ দিয়ে মাছ ধরবো। আমার মনে হলো- খুব কঠিন কিছু না। মানুষের তো শখের শেষ নেই। টিকিট নিলাম। সকালবেলা ছিপ নিয়ে বসে গেলাম। বিশাল দীঘি। কমপক্ষে ৪০ জন মানুষ ছিপ দিয়ে মাছ ধরতে বসেছে। আর দর্শক হবে দুই হাজারের বেশি।

তিন ঘন্টা পার হয়ে গেলো।
অনেকেই বেশ কিছু বড় বড় মাছ ধরে ফেলেছেন। আমার ভাগ্য মন্দ। আমি একটা মাছও ধরতে পারিনি। সামান্য একটা ছোট তেলাপিয়া ধরতে পারলেও মনকে বুঝ দিতে পারতাম। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলো। আমার ছিপে মাছ ধরা পড়লো না। এদিকে কেউ কেউ ২০/২৫ কেজি মাছ ধরে ফেলেছেন। অনেকে বলাবলি করছিলো- ছিপ দিয়ে মাছ ধরা সম্পূর্ন নির্ভর করে ভাগ্যের উপর। ভাগ্যে না থাকলে ছিপ দিয়ে কেউ মাছ ধরতে পারে না। বুদ্ধি এবং অভিজ্ঞতা ছাড়া ছিপ দিয়ে মাছ ধরা সম্ভব নয়। এসব কথা আমার কাছে কুসংস্কার বলেই মনে হচ্ছিলো। কিন্তু আমি ভুল। ছিপ দিয়ে মাছ ধরার অনেক রকম নিয়ম কানুন আছে। গায়ের শক্তিতে ছিপ দিয়ে মাছ ধরা যায় না।

বিকেল পাঁচ টা বেজে গেলো। আমি একটা মাছও ধরতে পারিনি।
এদিকে অন্যান্য লোকজন কম বেশি মাছ পেয়েছে। একমাত্র আমি কোনো মাছ ধরতে পারিনি। আমার মেজাজ খুব খারাপ হলো। এক হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি! পরের দিন আমি আবার টিকিট কাটলাম। আজ আমি মাছ ধরবোই। আমার নাম রাজীব নূর। আমার তেজ আছে। এই তেজ বংশগত। পরের দিনও আমি কোনো মাছ ধরতে পারিনি। প্রচন্ড হতাশা নিয়ে বাসায় ফিরলাম। মাকে বলে গিয়েছিলাম- আজ তোমাকে নিজের হাতে মাছ ধরে রান্না করে খাওয়াবো। এজন্য অগ্রীম কথা বলা ভালো না। কম কথা বলা ভালো। কিন্তু আমি কথা বেশি বলি।

এগুলো বহু বছর আগের কথা।
তখন হাতে হাতে মোবাইল ফোন ছিলো না। এজন্য ছবি তোলা হয়নি। আমি দুঃখিত আপনাদের ছবি দেখাতে পারলাম না। যাইহোক, ২০১২ সালে একবার- রাজারবাগ পুলিশ লাইনে তিনটা বড় পুকুর আছে। সেই পুকুরে একবার লুকিয়ে মাছ ধরতে গেলাম। আমার ভাগ্য ভালো। আমি একটা রুই মাছ ধরে ফেলি। ওজন প্রায় ৩ কেজি। সেদিন আমি খুব খুশি হয়েছিলাম। বাজার থেকে কেনা মাছ আর নিজের হাতে ধরা মাছ আকাশ পাতাল পার্থক্য। সেই মাছ আমি গর্বের সাথে বাসায় নিয়ে আসি। রাস্তা দিয়ে আসার সময় বলতে বলতে এসেছি- নিজের হাতে ধরা মাছ! বাসার সবাই এই মাছ খেয়েছে। কিন্তু আমি খাইনি। মাছটার উপর মায়া পড়ে গিয়েছিলো।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৮

পবিত্র হোসাইন বলেছেন: ৮০% বাঙালির পছন্দের কাজ মাছ ধরা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: ৮০% বেশি বলে ফেলেছেন। এতটা হবে না।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৩

শেরজা তপন বলেছেন: মাছ ধরা দেখলেই মনটা চনমনিয়ে ওঠে!

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: আপনি কি কখনও মাছ ধরেন নি?

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩৯

জগতারন বলেছেন:
রাজীব নুর , আপনি ব্লগে ফিরে এসেছেন !
আপনাকে ব্লগে পেয়ে খুব ভালো লাগছে আমার।
চাঁদ গাজী সাহেব কোথায় ?
সে আসবেন না ?

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: আমি সব সময়ই সামুতে ছিলাম। শুধু এক অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কোনো পোষ্ট করা হয় নাই।

চাঁদগাজী সামুতে আছেন। উনি গতকালই তো নতুন একটা পোষ্ট দিলেন। তবে উনার লেখা প্রথম পাতায় আসছে না। তবে সে যাবে।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫১

কামাল৮০ বলেছেন: মাছ জেলি বা মাখন খায় না। মাছ খায় পিঁপড়ার ডিমের সাথে আরো কি কি দিয়ে মাছের খাবার বানাতে হয়।পদ্মায় বড়শি এবং জাল দিয়ে অনেক মাছ ধরেছি।খালে বিলেও প্রচুর মাছ ধরেছি।কলেজে আসার পর আর মাছ ধরা হয় নাই।
কোন সাড়া শব্দ নাই।ভাবলাম কোখাও চলে গেছেন কিনা।থিতু হয়ে হয়তো লিখবেন।আবার ভাবলাম ব্যান খেলেন হয়তো।এতো দিন না লিখে ছিলেন কি করে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: আপনি একজন অভিজ্ঞ মানুষ।

আমি প্রতিদিনই বেশ কয়েকবার সামুতে এসেছি। চাঁদগাজী/সোনাগাজী না থাকায় আমি সামুতে আসিনি। লিখিনি। এটা আমার প্রতিবাদ।

আর এত দিন আমি প্রচুর লিখেছি। প্রচুর। আগের চেয়ে বেশী লিখেছি। ব্লগটিম বলেছিলো- অন্য কোনো ব্লগে লিখতে। প্রয়োজনে সে আমাকে অন্য ব্লগের নাম ঠিকানাও দিতে চেয়েছিলো। তাই অন্য ব্লগেই ছিলাম। লিখেছি। সেখানে সবাই আমাকে ভালোবাসে।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৮

রানার ব্লগ বলেছেন: মাছ ধরা একটা ভালো নেশা। মাছ ধরার সব কারিগরি হলো মাছের খাবারে। লোভ খুবি খারাপ অভ্যাস। মাছ কে মজার খাবার দেবেন মাছ আপনার বরশিতে। খেলিয়ে ওঠানো আপনার অভিজ্ঞতা।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজীব ছিপ দিয়ে মাছ ধরার ক্ষেত্রে আমার ভাগ্য মনে হয় একটু ভালো। আমাদের গ্রামের বাড়িতে একটা দিঘি ও একটা পুকুর আছে। আপনাকে সেখানে নিয়ে যাওয়ার আশা রাখি। পোস্ট ভালো লাগলো।

হুমায়ুন আহমেদ স্টাইলে লিখুন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: গোফরান ভাই, আমি অবশ্যই আপনাদের দীঘি/পুকুর দেখতে যাবো। তবে আমি একা যাবো না। আমার বউ বাচ্চা সাথে নিয়ে যাব। ওদের রেখে আমি একা কিভাবে যাই?

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪১

কেমিক্যাল বাবু বলেছেন: আপনার সহজ সরল পারিবারিক গল্প গুলো কয়েকদিনে মিস করেছি। ব্যানমুক্ত করায় সামু টিমকে ধন্যবাদ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আমাকে ব্যান করা হয়নি।
প্রতিবাদ স্বরুপ কিছু দিন সামুতে লিখি নি।
হ্যাঁ আবার লিখতে শুরু করবো।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০১

শূন্য সারমর্ম বলেছেন:


মন্দিরের দীঘিতে মাছ পেলেন না।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: না পাইনি। তবে অনেকেই পেয়েছে। আসলে আমি মাছ ধরার নিয়ম কানুন কিছুই জানি না।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১২

অধীতি বলেছেন: শেষের বিষয়টা আমার সাথে ঘটে, 'মায়া' বড় অদ্ভুত বিষয়।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: বনের পাখি বনে উড়ে যায়। পড়ে থাকে মায়া। এই মায়ার কষ্ট, ভয়ঙ্কর।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৫

শেরজা তপন বলেছেন: হ্যা হ্যা কত ধরেছি। বড়শি, টানা জাল, দোয়াড়ি, গামছা -এমনিকি হাত দিয়ে জল কাদা খাবলে!!!
আমার দাদা বাড়ির চারপাশে শুধু খাল বিল ছিল। ওদিকে আমিতো পদ্মা পাড়ের ছেলে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: যদি আমাদের গ্রামের বাড়ি পদ্মার কাছে। কিন্তু আমি ঢাকায় থাকি।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ছিপ দিয়ে মাছ ধরার আনন্দ অন্যরকম।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: ছিপ দিয়ে মাছ ধরা নিয়ে কি আপনি কোনো কবিতা লিখেছেন?

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: ছিপ দিয়ে মাছ ধরা আসলেই কপালের ব্যাপার , রাজিব ভাই।

আমাদের গ্রামেও এক দাদী ছিলেন এরকম কপাল ওয়াল।

এক সময় বর্ষাকালে পুকুরে সবাই দল বেধে বড়শী দিয়ে মাছ ধরতে বসত । সেই সময় (শৈশবে ) দেখেছি বাকী সবাই বড়শী ফেলে ধৈর্য্যের পরীক্ষা দিলেও সেই দাদীর বড়শীকে টপাটপ মাছের গিলে ফেলা আর একটু পর পর দাদীর বড়শী উপরে তোলা এবং মাছ পাওয়া।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: ভাগ্য কি? ভাগ্য বলে কিছু নেই। বুদ্ধিমান মানুষেরা নিজের মনের মতো করে ভাগ্য তৈরি করে নেয়। আর অসহায় ও দুর্বল লোক ভাগ্য বিশ্বাস করে অন্ধকারে চলে যায়।

আসলে মাছ ধরার কিছু টেকনিক আছে। টেকনিক গুল্ল আয়ত্ত করতে পারলেও বেশী মাছ পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.