নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যা আমার-
আমি কাউকে উপদেশ দেই না। কিন্তু অনুরোধ করি। হয়তো আমার অনুরোধ রাখলে তার ভালো হবে। তাই আমি তোমাকে কিছু অনুরোধ করতে চাই। তুমি কখনও দুনিয়াতে কারো উপর ভরসা করবে না। ভরসা রাখবে শুধু নিজের উপর। কারো উপর আস্থা রাখবে না। আস্থা রাখবে শুধু নিজের উপর। তোমার চারপাশে অনেক মানুষজন থাকবে- তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। কিন্তু কখনও কারো উপর আস্থা বা ভরসা রাখবে না। যদি কারো উপর আস্থা বা ভরসা রাখো তাহলে তোমাকে ঠকতে হবে। হেরে যেতে হবে। তোমাকে সবাই সাহায্যের ভাব করবে, উপকারের ভান করবে। কিন্তু সত্যিকারভাবে কেউ তোমাকে কোনো কিছুতে সাহায্য বা উপকার করবে না। এজন্য তোমাকে সাহসী হতে হবে।
প্রিয় কন্যা ফারাজা-
নিজেকে একজন যোগ্য ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। গোঁজামিল দিয়ে কোনো রকমে পাশ করে গেলে হবে না। খুব মন দিয়ে পড়তে হবে। খেয়াল করে দেখবে দেশে অনার্স-মাস্টার্স পাশ করা ছেলেমেয়ের অভাব নেই। কিন্তু তাঁরা একটা চাকরী পায় না। কারন তাদের দক্ষতা কম। কোনো রকমে পাশ করে গেছে ঠিকই কিন্তু নিজেকে সঠিক ভাবে গড়ে তুলতে পারেনি। এখন চাকরীর জন্য পথে পথে ঘুরতে হচ্ছে। তোমার যেন এই অবস্থা না হয়। আমি তোমাকে জোর করে তোমার উপর কিছু চাপিয়ে দিবো না। তোমার পথ তোমাকেই বেছে নিতে হবে। এবং সেই পথ যেন সহজ সরল সুন্দর হয়। তাহলেই আমার শান্তি। আমার আনন্দ। এবং আমি সার্থক।
প্রিয় কন্যা আমার-
পৃথিবীটা মোটেও ভালো জায়গা নয়। পৃথিবীর মানুষ গুলো সবাই ভালো নয়। চারিদিকে দুষ্টলোক দিয়ে ভরা। বাবা মা ছাড়া বিশ্বাস করার মতো আর কেউ নেই। কিন্তু তোমার বাবা মা তো আর চিরকাল বেঁচে থাকবে না। আমরা যতদিন বেঁচে আছি- ততদিন তোমার কোনো ভয় নেই। পৃথিবীর সমস্ত মন্দ থেকে তোমাকে আগলে রাখবো। তারপর তোমাকে একা চলতে হবে। আমাদের ছাড়া তোমাকে সুন্দর ভাবে জীবনযাপন করতে হবে। বেঁচে থাকতে হবে আনন্দ নিয়ে। কাজেই প্রতিটা মুহুর্ত সাবধান থাকতে হবে। ছোট একটা ভুলের জন্য অনেক বড় বিপদ ঘটে যায়। ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবে- দুনিয়াতে যত বাজে কিছু ঘটেছে- অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই। তাই সাবধান। প্রতিটা মুহুর্ত আবেগ নয়, বিবেক দিয়ে চলতে হবে। মাথা খাটিয়ে।
প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম খান-
কোনো মানুষের কাছেই কখনও কিছু আশা করবে না। তুমি চলবে তোমার মতোণ করে। মানুষের জীবনের চলার পথ মসৃন নয়। নানান রকম বাঁধা বিপত্তি আসবেই। এসব ডিঙ্গিয়েই তোমাকে চলতে হবে। বেঁচে থাকতে হবে। পৃথিবীতে সুন্দর করে চলার জন্য দুটা জিনিস লাগে। প্রথমটা হচ্ছে- টাকা। দ্বিতীয়টা হচ্ছে- বুদ্ধি। টাকা এবং বুদ্ধি- এই দুই জিনিস থাকলে জীবনযাপন করতে বেগ পেতে হয় না। তুমি তোমার মেধা এবং জ্ঞান দিয়ে- টাকা ও বুদ্ধি তুমি নিজেই অর্জন করে নিবে। আমি জানি তুমি পারবে। এই বিশ্বাস আমার আছে। অন্য দশজন মেয়ের মতো তোমার জীবন হোক এটা আমি চাই না। বেশির ভাগ মেয়ের চিন্তা থাকে বিয়ে পর্যন্ত। তাদের লেখাপড়া সমাজের কোনো উপকারে আসে না। কল্যাণ হয় না।
প্রিয় কন্যা ফারাজা-
তোমার কাছে যাকে ভালো মানুষ বলে মনে হবে- তারও কিন্তু একটা খারাপ রুপ আছে। সে তোমাকে তার খারাপ রুপ দেখায় নি বলে, এই না যে সে কখনও তা দেখাবে না। ভিন্ন ভিন্ন পরিবেশে মানুষের ভিন্ন ভিন্ন ররুপ বের হয়ে আসে। মানুষ একজনই কিন্তু সমাজের সবার কাছে তাঁর ভিন্ন ভিন্ন রূপ, কারো কাছে সে অতি ভালো মানুষ, কারো কাছে খারাপ, কারো কাছে বোকা কিংবা কারো কাছে চালাক এবং আরো কত রকমের রূপ। এর কারণ একটাই সমাজের একেক জনের কাছে একএক রকমভাবে নিজেকে উপস্থাপনা করা। তাই তোমাকে মানুষ চিনতে হবে। মানুষকে বুঝতে হবে। তারপর মানুষের সাথে মিশতে হবে। অথবা মানুষ থেকে দূরে থাকতে হবে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: পরীকে নিয়ে আর লিখব না।
তবে ফারাজা কে নিয়ে নিয়মিত লিখব।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
গেঁয়ো ভূত বলেছেন:
কন্যার প্রতি বাবার উপদেশ বাস্তব জীবনে পাথেয় হোক.....
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: কন্যা আমার কথা শুনলে তার ভালো হবে।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪০
অধীতি বলেছেন: সমসাময়িক প্রেক্ষাপট ফুটে উঠেছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: আমি বাস্তববাদী মানুষ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কন্যার জন্য শুভকামনা
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯
কামাল৮০ বলেছেন: মানুষের উপর আস্থা হারানো ঠিক না।আস্থা গড়ে উঠে অভিজ্ঞতার মাধ্যমে।প্রথমে আস্থারাখে মা বাবার উপর।দেখে মা বাবা তার জন্য অনেক কিছু করে।বলতে পারেন বিশ্বাস করে আস্থারাখা ঠিক না।আস্থা রাখতে হবে অভিজ্ঞতা দ্বারা অর্জিত জ্ঞানের মাধ্যমে।দিনে দিনে অনেক অভিজ্ঞতা হবে।এখানে হয়তো অনেক কিছু ভুল করবে।ভুল করা অসাভাবিক কিছু না।ভুল থেকে শিক্ষা নেয়াটা আসল কাজ।
সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ না।সমাজ ভালো হলে আজকের শিশুরা ভালো থাকবে।
'চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’
সুকান্ত
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ। আমি আপনার কথার গুরুত্ব দেই।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি আল্লাহ, আম্মু আর আমি নিজের উপর ছাড়া আর কারও উপর ভরসা করি না। দারুণ পোস্ট। কন্যাদের জন্য শুভ কামনা।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাইসাহেব।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১২
কবিতা ক্থ্য বলেছেন: ১ম ছবি টা কি শাহজাহানপুরে তোলা?
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: না।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সামুতে লিখে রেখার অসুবিধা হলো, অনেক লেখা হয়ে গেলে, নির্দিষ্ট কোন পোস্ট খুঁজে পেতে অসুবিধা হয়। অনেক খুঁজতে হয়।
ফারাজা মামনির উদ্দেশ্যে যেহেতু লিখেছেন, তাকে এগুলো বই আকারে দেওয়ার কথা চিন্তা করে দেখেছেন কি? ধরুন, তাঁকে উদ্দেশ্য করে লেখা পোস্টগুলো একটা বয়ে লিপিবদ্ধ থাকবে। তারপরে, তার ১০ বছর বয়সে সেটা তার হাতে তুলে দিলেন!
ইউটিউবেও রেখে দিতে পারেন। আপনি বা ভাবী'র কণ্ঠ দিয়ে লেখাগুলো পড়ে রেকর্ড রেখে দিলেন ইউটিউবে। তখন, শুধু ফারাজা নয়, সব শিশুর কাজে লাগবে।
আমার একটা খুব ভালো ক্যামেরা আছে। জেভিসি কোম্পানীর। যুক্তরাজ্যের বিবিসি'র একজন সাংবাদিক ব্যবহার করতেন। আপনি চাইলে, আপনার কথাসহ ভিডিও তুলে ইউটিউবে দিয়ে দিতে পারবো।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: অবশ্যই। অবশ্যই।
গ্রেট বুদ্ধি দিয়েছেন। আমার ভালো ক্যামেরা নেই। তাছাড়া আমার উচ্চারন সুন্দর না। আপনি যদি করে দেন তাহলে খুব ভালো হয়।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: পরীকে নিয়ে আর লিখব না।
তবে ফারাজা কে নিয়ে নিয়মিত লিখবো!
# কারনটা জানতে পারি?
০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: সে চায় না তাকে নিয়ে লিখি।
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫০
মনিরা সুলতানা বলেছেন: অনেক আদর আর শুভ কামনা মা মনির জন্যে।
১১| ০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৭
দেয়ালিকা বিপাশা বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। আমার বাবা যদি আমাকে এমন লিখতো বা ভাবতো তাহলে হয়তো আমিও অনেক সাহসী মেয়ে হতাম। চিন্তা করবেন না আপনার ফারাজা পারবেই।
১২| ১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৭
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো অনেক কিউট!
এখন থেকে উপদেশের সংখ্যা কমিয়ে দিন এবং অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তার মনযোগ আকৃষ্ট করুন (অবশ্যই সে যখন এ লেখা পড়ে বুঝতে শিখবে, তখনকার কথা ভেবে)। বেশি উপদেশবাণী পড়তে থাকলে তার নিজস্ব চিন্তাশক্তি বিঘ্নিত হতে পারে।
পোস্টে প্লাস। + +
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভেচ্ছা স্বাগতম
বহুদিন পরে আগমন।
কন্যার জন্য শুভ কামনা।
পরীকে নিয়ে আবার কবে
লিখবেন?