নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দুটো ভীষণ আহত ও দুঃখী পাখি বলল,
আমরা আর কতদিন বেচে থাকবো, তার গ্যারান্টি নেই।
কিন্তু আমরা মনের দিক থেকে দুজনে খুব কাছাকাছি আছি,
অতীত ভুলে যেতে যাই, ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না।
হয়তো এভাবে আমরা কিছুদিন আনন্দ নিয়ে বেচে থাকতে পারবো।
স্ত্রী পাখিটি বলল, ডানা ভাঙা পাখি আমার
পুরুষ পাখিটা বলল, খোড়া পাখি আমার।
কবুল কবুল ছাড়াই ওদের বিয়ে হয়ে গেল
সহজ সরল, ঝামেলাহীন বিয়ে!
কাজীসাহেব বা পুরোহিত মশাই বললেন,
আপনাদের বিবাহ দীর্ঘস্থায়ী ও আনন্দময় হোক।
কেউ একজন নানান রঙের ফুল ছিটিয়ে দিলো চারিপাশে!
বিয়ে হলো, আর বাসর হবে না?
১০ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: মানুষ আসলে খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছে।
২| ১০ ই অক্টোবর, ২০২২ সকাল ৭:১৮
কামাল৮০ বলেছেন: সুখে থাকার চেষ্টাই জীবনের উদ্দেশ্য হওয়া দরকার।
১০ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: আপনি কি সুখে আছেন?
৩| ১০ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৭
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক কবিতা নিয়ে ফিরলেন প্রিয় রাজীব দা
খুবি ভাল লাগলো এভাবে থাকনে--------------
১০ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা কবি।
৪| ১০ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: শুধু ভালোবাসা ও সুন্দর বেঁচে থাকুক। ঘৃনা হিংসা নিন্দা গুলো মরে যাক।
১০ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই।
৫| ১০ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩২
জুল ভার্ন বলেছেন: অল্প কথায় জীবন দর্শন!
৬| ১০ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩০
শেরজা তপন বলেছেন: দারুন একখানা কবিতা লিখেছেন। ভালোলাগা
৭| ১০ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
পাখির ভিতরে মানুষ খুজেছি।
৮| ১০ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩২
কামাল৮০ বলেছেন: অবশ্যই সুখে আছি।দুঃখে থাকবো কোন দুঃখে।
৯| ১০ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৯
কাছের-মানুষ বলেছেন: আপনার কবিতার হাত শক্ত হচ্ছে দিন দিন।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪৭
সোনাগাজী বলেছেন:
যেকোন অবস্হায় জীবনটাকে একটু শান্তিময় করার চেষ্টা করার দরকার।
বাংগালীদের জাতীয় চরিত্র হলো, অন্যদের জীবনটাকে অসুখী করে তোলা; কিন্তু সমস্যা হলো, এটার চেষ্টা করতে গেলে নিজের জীবনের কি হচ্ছে, সেটা বাংগালীর হিসেবে ধরা পড়ে না।