নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একই পৃথিবী, অথচ মানুষ আলাদা

২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৩



একদিকে আটলান্টিক, অন্যদিকে প্রশান্ত মহাসাগর
এর মাঝখানে আটকা পড়েছে বহু নারী পুরুষ-
ভিসা নেই, প্লেনের টিকিট নেই,
উড়ে উড়ে আসে দীর্ঘ হাহাকার।

হাহাকার উপেক্ষা করে, লাখ লাখ তরুণ তরুণী
জীবন বদলের ব্যাকুলতায় ছুটছে
সমুদ্র-আকাশ পেরিয়ে তারা যাবে স্বপ্নের দেশে!
পাসপোর্ট, ভিসা, স্পনসরশীপ, চাকরি, কলেজ এডমিশন,
যে করেই হোক, চাই গ্রীন কার্ড।

একটা মুক্ত ও আনন্দময় জীবন,
অথবা তারচেয়ে বেশি কিছু হয়তো!
একদা সম্পদের সন্ধান পেয়েছিল,
আলেকজান্ডার, কলম্বাস আর ভাস্কো দা গামা।

অতীতের কোনো সাম্রাজ্য আজ টিকে নেই
সভ্যতা বারবার পুরোনো হয়ে যায়, হারিয়ে যায়-
আসলে মানুষের নিষ্কৃতি নেই
একই পৃথিবী, অথচ মানুষ আলাদা।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: লাল স্যালুট প্রিয় কবি রাজীব দা
ভাল থাকবেন ---------

২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: আমি কবি নই। আমার ১৪ গুষ্ঠিতে কোনো কবি নাই। কবি হওয়ার সামান্য যোগ্যতা আমার নেই। আমি যা লিখি এগুলো কবিতা নয়।

২| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৫

হাবিব বলেছেন: বাংলাদেশও চাইলে ঐ সব দেশের মতো হতে পারতো

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: না পারতো না। আমাদের লোকজন লোভী। ও ভন্ড।

৩| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: উন্নত জীবনের হাত ছানির মোহ থেকে মুক্ত হতে না পারলে মুক্তি নেই

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: উন্নত জীবন আশা করাটা মোহ নয়। দরকার। প্রয়োজোন।

৪| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:



পুরো দ: আমেরিকা, পুরো মুসলিম বিশ্ব ও পুরো আফ্রিকার লোকজন আমেরিকা ও ইউরোপ চলে যেতে চায়; কারণ, ওসব এলাকায় কমবুদ্ধিমানরা দেশ চালায়।

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।

৫| ২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৮

জুল ভার্ন বলেছেন: ধর্ম বর্ণ ভেদাভেদহীন সীমান্ত হীন এক পৃথিবী হোক। লেখা ভালো হয়েছে।

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: ভেদাভেদহীন পৃথিবী কোনোদিন হবার নয়।

৬| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা ভালো লাগলো।

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই।

৭| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: আকাশ যেমন পাখিদের জন্য মুক্ত, অবারিত, বিশ্বের যে কোন অঞ্চলই তেমনি মানুষের জন্যও মুক্ত ও অবারিত হওয়া উচিত। কিন্তু তা হবেনা বোধকরি এ কারণে যে পাখিরা একে অপরের জন্য তেমন বিপজ্জনক ও হিংস্র নয়, কিন্তু মানুষ একে অপরের জন্য ভীষণভাবে বিপজ্জনক ও হিংস্র হতে পারে।

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।

৮| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৫

কামাল৮০ বলেছেন: সমুদ্র পাড়িদিতে গিয়ে যে সাগরে ডুবে মারা যায়, সেটাতো লিখলেন না।

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: সেটার কথা আমি উল্লেখ করবেন বলেই, আমি লিখি নি। হে হে হে---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.