নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ব্লগার নূরু মোহাম্মদ নুরু অসুস্থ।
প্রায় দুই সপ্তাহ আগে তার সাথে আমার কথা হয়। জানতে পারলাম ব্লগার নূর মোহাম্মদ নুরু কিডনী সমস্যায় জর্জতির। সাথে আছে ডায়বেটিকস এবং মারাত্মক চোখের সমস্যা। নুরু সাহেব আমার কাছে ব্লগার চাঁদগাজীর কথা জানতে চেয়েছেন। বললেন, চাঁদগাজীকে বিনা কারনে ব্যান করা হয়েছে। উনি একজন শক্তিশালী ব্লগার। জ্ঞানী মানুষ। উনি ভূয়া আর জটিল কুটিলক লোকদের জম। সামুতে তার মতো ব্লগারদের খুব দরকার।
৫/৬ মাস আগে নূরু সাহবের কন্যার বিয়ে হয়েছে।
ব্লগার 'জগতারন' জানতে চাচ্ছিলেন- নুরু সাহেব কোথায়? অনেকদিন তাকে ব্লগে দেখা যাচ্ছে না! তাকে সহ অন্য ব্লগারদের জানানোর জন্যই এই পোষ্ট। নুরু সাহেব সামুর খুব পুরোনো ব্লগার। উনি ছড়া কবিতা লিখতেন দারুন। কম বেশি সকলকেই মন্তব্য করতেন। আমাকে নিয়েও উনি বেশ কয়েকটা কবিতা লিখেছেন। আমার কন্যাকে নিয়েও লিখেছেন। নুরু সাহেব ব্লগিং খুব ভালোবাসতেন। কিন্তু কতিপয় ব্লগার তাকে অপমান অবহেলা করেছে। যা তার পক্ষে সহ্য করা সম্ভব ছিলো না। উনি ব্লগ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। আমি তাকে বুঝিয়েছি।
নুরু সাহেব মনিষীদের জীবনী লিখতেন।
বিখ্যাত ব্যাক্তিদের জন্ম ও মৃত্যু দিনে তিনি তাদের নিয়ে লিখতেন। লেখার নিচে তিনি লিখে দিতেন সম্পদনা নূর মোহাম্মদ নুরু। কতিপয় কুকুরের লেজ বিশেষজ্ঞ ব্লগার তার সম্পদনা টাইপ লেখা গুলো নিয়ে তাকে চূড়ান্ত রকমের অপমান অবহেলা করেছে। নুরু সাহেব একজন বয়স্ক মানুষ। চাকরী থেকে অবসর নিয়েছেন। তাকে এই ভাবে অপমান অবহেলা করা ঠিক হয়নি। এখন তিনি অসুস্থ। দীর্ঘদিন ব্লগিং করে উনি শেষমেশ ব্লগ থেকে পেলেন অপমান অবহেলা। উনি সত্যিই অনেক কষ্ট পেয়েছেন।
একবার ব্লগিং করতে গিয়ে-
নুরু সাহেবের সাথে আমার দ্বন্দ হয়ে যায়। আমিই মনে হয় বাড়াবাড়িটা বেশি করেছিলাম। শেষমেশ জাদিদ সাহেব আমাদের ঝামেলা মিটমাট কর দেন। তারপর থেকে নুরু সাহেবের সাথে আমার সম্পর্ক গভীর হয়। ফেসবুকে আমাদের নিয়মিত কথা হতো। এই সামুতে নুরু সাহেব আর চাঁদগাজী দুজন দুজনকে দারুন মজা করে মন্তব্য করতেন। নুরু সাহেবের বাড়ি বরিশাল। উনি একদিন জানলেন আমার শ্বশুর বাড়ি বরিশাল। এরপর থেকে উনি আমাকে বরিশালের জামাই বলে ডাকতেন।
যাইহোক, নুরু সাহেব সুস্থ হয়ে ফিরে আসুক সামুতে।
এবং আমি চাইবো পুরোনো এবং শ্রদ্ধ্যেয় ব্লগারদের যেন 'লেজ বিশেষজ্ঞ' ব্লগাররা চূড়ান্ত রকমের অপমান না করে। ভালো না লাগলে তার লেখা এড়িয়ে চলুন। এবং উনি যদি ব্লগের নীতিমালার বাইরে চলে যান তার ব্যবস্থা নেবেন ব্লগটিম। লেজ বিশেষজ্ঞদের লাফালাফি থামানো দরকার। তারাই যদি লাফালাফি করে তাহলে ব্লগটিম বা এডমিন কি করবে? লেজ বিশেষজ্ঞদের কথা শুনে কি ব্লগটিম চলবে? নিশ্চয়ই না। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। চারিদিকে খুব ডেঙ্গু দেখা দিয়েছে। সকলেই সাবধান থাকবেন। জয় বাংলা।
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: অবশ্যই উনি ফিরে আসবেন।
২| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৫
জুল ভার্ন বলেছেন: নুরু ভাইয়ের অসুস্থ্য কামনা করি।
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: সম্ভবত ''সুস্থতা' লিখতে গিয়ে ''অসুস্থ'' শব্দটা লিখে ফেলেছেন।
৩| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৫
সোনাগাজী বলেছেন:
নুরু সাহেবকে আমার শুভেচ্ছা দেবেন; উনার সুস্হতা কামনা করছি; অনেকেই জানতে চাচ্ছিলেন, উনাকে ব্লগে দেখা যাচ্ছে না কেন! চাঁদগাজী নিককে 'ব্যান" করে সামুটিম নিজদের বিতর্কিত করেছে।
নুরু সাহেবের মতো লেখকদের অভাবে ব্লগে 'কুকুরের লেজ-সাহিত্য-বিশারদ'দের উদ্ভব ঘটেছে।
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: ওরা কুকুর আর লেজ নিয়ে ব্যস্ত থাকুক। ওদের কিছু একটা নিয়ে ব্যস্ত রাখা দরকার।
৪| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: সুস্থতা কামনা করি ব্লগার নূরু ভাই এর।
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:০৯
রেজাউল৮৮ বলেছেন: গাজী স্যার ব্যান খাবার পর আপনি কোক-বার্গার খাওয়া কমান নি, কিন্তু নূরু সাহবে গাজী স্যারের বিরহে অসুস্থ হয়ে পরেছেন। উনিই আসলে গাজী স্যারের এক নম্বর ফ্যান। অথচ আমি ভাবতাম আপনিই মনে হয় এক নম্বর।
আপনার পোস্ট সবসময়ে ঝাক্কাস।
তবে আজকের পোস্টে কিছু তথ্যগত ভুল আছে।
কতিপয় অপব্লগারকে আপনি লেজ বিশেষগ্য বলেছেন। এটি ঠিক না। ব্লগে বিশেষগ্য একজনই ছিলেন, আছেন, থাক্বেন।
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: আমি এখন ডায়েট করছি। কোক বার্গার সম্পূর্ন বাদ দিয়ে দিয়েছি।
সামুতে গাজী সাহেবের ভক্তের সংখ্যা অনেক। অনেক। উনি নিরপেক্ষ মানুষ। উনার মধ্যে হিংসা নেই। সবচেয়ে বড় কথা উনি একজন মানবিক মানুষ।
৬| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১০
জগতারন বলেছেন:
নূর মোহাম্মদ নূরু ভাইয়ের সার্বিকভাবে সুস্থতা প্রার্থনা করি ।
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: আপনার জন্যই আজকের এই পোষ্ট।
৭| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১২
শাহ আজিজ বলেছেন: নুরু ভাই ফেসবুকে নেই , কেন নেই তা জানিনি ।
দোয়া নুরু ভাইয়ের সুস্থতার জন্য ।
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: আমিও তাকে ফেসবুকে পাচ্ছি না।
শেষ কথা হয়েছিলো- সেপ্টেম্বর মাসে কথা হয়েছিলো।
৮| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নুরু ভাইয়ের সুস্থ্যতা কামনা করছি। তিনি ভালো থাকুন এই কামনা করি।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- নুরু ভাই পূর্ণসুস্থ হয়ে ফিরে আসুন এই কামনা রইলো।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: সুকরিয়া।
১০| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: ব্লগার নূর মোহাম্মদ নূরু'র আশু রোগ নিরাময় এবং সার্বিক সুস্থতা কামনা করছি। উনি সুস্থ হয়ে ব্লগে ফিরে আসুন এবং আবার আগের মত লিখতে থাকুন, এটাই আন্তরিকভাবে কাম্য।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
১১| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৫
আরইউ বলেছেন:
রাজীব নূর,
নূরু সাহেবের সার্বিক সুস্থ্যতা কামনা করছি এবং আশা রাখছি উনি অতি শীঘ্র ব্লগে ফিরে আসবেন।
খুব খুশি হতাম এই পর্যন্ত লিখে মন্তব্যটা শেষ করতে পারলে। কিন্তু আপনি এই পোস্ট শুধু নূরু সাহেবের অসুস্থ্যতার খবর দেয়ার জন্য লেখেননি। এই সুযোগে আপনি যেহেতু মনের ক্ষেদও প্রকাশ করেছেন অনেকের বিরুদ্ধে সেহেতু প্রাসংগিক কিছু কথা বলতেই হয়।
নূরু সাহেবকে ব্লগে কেউ অপমান করেননি, কোন অপবাদ দেননি। ব্লগ এডমিন কাল্পনিক_ভালোবাসা সহ আমি এবং আরো অনেকে ওনার ভুল ধরিয়ে দিয়েছিলাম মাত্র। উনি ব্লগের নীতিমালার সাথে সাংঘর্ষিক কাজ করেছিলেন তাই তাকে সাবধান করেছেন সয়ং ব্লগ মডারেটর।
আপনি অন্যের লেখা সুত্র উল্লেখ না করে ব্লগে নিজের নামে চালিয়ে দিয়ে যেমন অন্যায় করেছেন উনিও ঠিক তাই করেছেন। তাই আপানাকে এবং ওনাকে সহ অনেক ব্লগারকে সংশোধনের সুযোগ করে দিয়েছিলেন ব্লগ মডারেটর। আমি আশা করবো আপনি বিষয়টি এখন পজিটিভলি নেবেন এবং আপনার বলা ভুল ন্যারেটিভ থেকে বের হয়ে আসবেন।
আপনি ভালো থাকবেন এবং আমার শুভকামনা দয়াকরে নূরু সাহেবকে পৌছে দেবেন।
ধন্যবাদ।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: আম চিনেন? আম? ম্যাংগো?
একটা পোকা আমের ভেতর থেকে বের হয়ে বলছে, আম খেতে কেমন?
১২| ০১ লা নভেম্বর, ২০২২ রাত ১২:০৬
আরোগ্য বলেছেন: আল্লাহ নুরু সাহেবকে সুস্থ করুক এবং হায়াতে তাইয়্যেবা দান করুক।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: আচ্ছা, বলুন তো আল্লাহকে তাকে সুস্থতা দান করবেন। ভালো কথা।
কিন্তু তাকে অসুস্থতা কে দিলো?
১৩| ০১ লা নভেম্বর, ২০২২ রাত ১২:১৬
ইফতেখার ভূইয়া বলেছেন: নূর সাহেবের দ্রুত সুস্বাস্থ্যতা কামনা করছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়াত দিন। সময় করে ব্লগে পোস্ট দিয়ে জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: নুরু সাহেবের সাথে আমার যোগাযোগ হলে আমি আপডেট আপনাদের জানাবো।
১৪| ০১ লা নভেম্বর, ২০২২ রাত ১:৩৭
সোনাগাজী বলেছেন:
@আরইউ ,
আপনি কিছুই লিখতে পারেন না; কিন্তু ক্যাচাল লাগান ব্লগে, গরুর রচনার সমান লম্বা মন্তব্য করেন; আপনার কি কাজ ব্লগে?
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: উনি আরেক জটিলভাই।
১৫| ০১ লা নভেম্বর, ২০২২ ভোর ৪:২২
নূর আলম হিরণ বলেছেন: নূরু ভাইয়ের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: আমিন।
১৬| ০১ লা নভেম্বর, ২০২২ ভোর ৫:৪২
সোহানী বলেছেন: আরইউ এর মন্তব্যে সমর্থন।
যদি শুধুমাত্র দোয়া চাইতেন তাহলে পোস্টটা ঠিক ছিল কিন্তু সাথে যা বলেছেন তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: আপনি হয়তো জানেন না- আরইউ ভয়াবহ দুষ্টলোক।
ব্লগে যারা পরিবেশ নষ্ট করে তাদের একজন।
১৭| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ৮:০৮
খন্দকার সাইফুর রহমান আরিফ বলেছেন: অনেক দোয়া করি নুরু ভাই দ্রুত পুরো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং পূণরায় ব্লগে লিখবেন।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
১৮| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১০:১৯
পবিত্র হোসাইন বলেছেন: নূর সাহেবের সুস্থতা কামনা করছি সাথে আপনার এবং আপনার চাচারও সুস্থতা কামনা করছি।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: আল্লাহুম্মা ছাল্লে আলা সাইয়েদেনা মুহাম্মাদিও ওয়াআলা আলেহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলে বাইতিহি ওয়া বারেক ওয়া ছাল্লেম।
১৯| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১০:২২
বাংলার এয়ানা বলেছেন:
ফি আমালিল্লাহ তড়াতাড়ি সুস্থতা কামনা করি।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: আমিন।
২০| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১০:২৩
রানার ব্লগ বলেছেন: নুর ভাইয়ের সুস্থতা কামনা করছি
০২ রা নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২১| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:১৫
নেওয়াজ আলি বলেছেন: দোয়া করি যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন। কিডনি রোগ ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত জটিল সমস্যা ।
০২ রা নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২২| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৭
লেখোয়াড়. বলেছেন: ওনার বয়স হইছে, সাবধানে থাকা ভাল।
২৩| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৭
জুল ভার্ন বলেছেন: স্যরি, আমার টাইপো হয়েছে! আমার প্রথম মন্তব্যটা ডিলিট করে দিতে অনুরোধ করছি।
ব্লগার নূর মোহাম্মদ নূরু ভাইয়ের আশু রোগ নিরাময় এবং সার্বিক সুস্থতা কামনা করছি।
২৪| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৪
রেজাউল৮৮ বলেছেন: আমার মন্তব্যের জবাব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
২৫| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১২
আরোগ্য বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা, বলুন তো আল্লাহকে তাকে সুস্থতা দান করবেন। ভালো কথা।
কিন্তু তাকে অসুস্থতা কে দিলো?
এইটা কি বিসিএস এর প্রশ্ন?
উত্তরঃ যিনি সুস্থতার মালিক তিনি অসুস্থতারও মালিক।
একটা ছড়া মনে পড়লো, এটা শিখানোর কি দরকার ছিল আজও জানিনা। অযথা মস্তিষ্কের কিছু জায়গা দখল করে আছে।
হাট্টিমাটিম টিম,
তারা মাঠে পারে ডিম,
তাদের খাড়া দুটো শিং,
তারা হাট্টিমাটিম টিম।
০২ রা নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২৬| ০১ লা নভেম্বর, ২০২২ রাত ৯:২৯
অধীতি বলেছেন: নরু ভাইয়ের বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন মৃৃত্যু দিবসে তাদের নিয়ে লেখাগুলো ভালো লাগত। উনি একজন প্রবীণ মানুষ, গুণি মানুষ। ওনার সুস্থতা কামনা করি।
০২ রা নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২৭| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১:১৮
অপ্সরা বলেছেন: ভাইয়া
তুমি যখন এই পোস্ট লিখছো তার দুদিন আগেই ভাইয়া এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।
আমি: তুমি কি নুরু ভাইয়ার মেয়ে?
নাফিসা বিনতে্ নূর:
জ্বী, আমিই ওনার মেয়ে
আব্বু গত ২৯শে অক্টোবর, আমাদের ছেড়ে চলে গেছেন
আমি তো আব্বুর ২ আইডিতেই ট্যাগ করে, পোস্ট করে জানিয়েছিলাম তার মৃত্যু সংবাদ
আমি: আমরা জানিনা।
নাফিসা বিনতে্ নূর
``আসসালাম ওয়ালাইকুম।
আমি নাফিসা ওরফে অরিণ , সদ্য প্রয়াত
জনাব নূর মোহাম্মদ বালী - এর কন্যা।
আপনারা সবাই অবগত আছেন যে, আমার আব্বু গত ২৯ শে অক্টোবর, ২০২২ ভোর আনুমানিক ২.৩০ টার দিকে গত হয়েছেন।
শেষ বয়সে, তার ডায়াবেটিস, কিডনী ডিজিস, ইনফেকশন, প্রোস্টেট ডিজিস সহ নানান ধরনের শারীরিক জটিলতা ধরা পরছিল, আর ক্রমশ তিনি মানসিক ভাবে ভেঙে পরছিলেন। আমি আমার আব্বু কে, জীবনের শেষ ১ মাস জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি, আল্লাহ যেন তাকে একটু আরাম দান করেন... কিন্তু, খাওয়া-দাওয়া, ঘুৃম, অষুধ এসবের অনিয়ম এর কারনে তিনি আর সুস্থ জীবনে ফিরে আসতে পারেন নি। আমার আব্বু কে ঢাকায় ও গ্রামের বাড়ী, আলহামদুলিল্লাহ সবাই একজন নম্রভাষী-ভদ্র-ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন , এমন কাউকে আমি পাই নি যে আমার বাবার নামে ২ লাইন গালমন্দ করেছেন..
ব্যক্তিজীবনে, আমরা ছোটবেলায় তাকে রাগী বাবা হিসাবেই জানতাম। কিন্তু যত বড় হয়েছি, আব্বুকেও শিশু হয়ে যেতে দেখেছি...
বড় অভিমানি ছিলেন, কেউ তাকে একটু কিছু খবর না জানালে মন খারাপ করতেন, কষ্ট পেতেন। কথা বলতেন না... মানুষ ভাবতো, রাগ করেছেন। কিন্তু, বস্তুত সে মনোকষ্ট নিয়ে যাপন করতেন। আমার আব্বু, শেষ জীবনে চিকিৎসায় অনেক অবহেলা করেছিলেন তার ব্যক্তিগত কিছু আর্থিক সংকটের কারনে... ভবিষৎতের দুঃচিন্তা তাকে সর্বত্র গ্রাস করে ছিল। কিন্তু আফসোস, সে আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে, নিজেই অতিতের খাতায় নাম লেখালেন।
আমিও বেশ অনুতপ্ত, কেনো আরেকটু আগে জোর করে চিকিৎসা শুরু করালাম না, কেন আরেকটু সময় তাকে দিলাম না... কেনো একটু জলদিই আমাকে একা করে দিয়ে, আমাকে ফাঁকি দিয়ে আব্বু চলে গেলো...!!?? কেনো? আমি ফ্লোরে, আব্বু বিছানায়... আমাকে একটু ডাকার কী শক্তি কী যে যোগাতে পারেনি? মারা যাওয়ার সময়, আমার আব্বু অসহনীয় মৃত্যু যন্ত্রণায় ভোগ করেছেন।
তার ২ টো কিডনী তেই নল লাগানো ছিল (PCN), আর সামনে ছিল ক্যাথেটার। যেদিন প্রথম ডায়ালাইসিস হলো, সেটুকু সময় দেখলাম তাকে একটু ঘুমুতে। সন্ধ্যারাত টায় একটু সুজি খাওয়ার পরই করে দিলেন বমি! এরপরই শুরু হলো বিপত্তি! মধ্যরাত টা কেটে যাওয়ার পর পরই, তার কষ্ট শুরু হয়েছিল। না শুতে পারছিলেন, না বসতে পারছিলেন, না দাড়াতে পারছিলেন... ওদিকে ইউরিন-স্টুলিং বন্ধ হয়ে গিয়েছিল.... এরপর শুরু হলো শ্বাসকষ্ট! অক্সিজেনেও তার দম আটকে যায়... এই চোখ এসব কিছুই ভূলতে পারে না!
এদিকে, ৩ দিনের টানা পরিশ্রমে, আমি কোনভাবেই আর বসে/দাড়িয়ে থাকতেই পারছিলাম না। কিন্তু তারপরেও, সে রাতে আমার আব্বুর থেকে দূরে থাকতে আমার মন টানছিলো না, আমার বরের হাজার অনিচ্ছা থাকা সত্ত্বেও... থেকে গেলাম! আর সাক্ষী হয়ে রইলাম, আব্বুর তীব্র মৃত্যু যন্ত্রণার! তবুও, রক্ত মাংসের শরীর... আব্বুর চোখ টা ২ মিনিটের জন্য বন্ধ হতেই, হাসপাতালের মেঝেতে যেয়ে শুয়ে পরি, ভাবি আধা ঘণ্টা পরে এসে দেখবো আবার.... আল্লাহর প্ল্যান তো!
ঘুম ভাঙে, প্রায় ৩.০০ অথবা ৩.৩০ টায়!
দৌড়ে গিয়ে দেখী আব্বু চুপ! আব্বুর শরীর ঠান্ডা! আব্বুর হার্টবিট চুপ! আব্বুরে.. বা রে, ও বাবা... আমার বাবা রে... কত কিছুই বলি না কেন, আব্বু আর সাড়া দিলেন না!.... ডাক্তারও সাহস পান নাই... আমিই জিগাসা করলাম, "উনি কী আছেন.... না নাই? আমি শক্ত আছি, আমাকে বলেন প্লীজ...." তারপরও তারা চুপ... আমি কী বাসার মানুষদের খবর দিবো?"
"দেন।" জানলাম, আমি আমৃত্যু "আব্বুরে " ডাকার অধিকার থেকে বঞ্চিত হলাম! তারপর আর কী.... আমার কলিজা ছিড়ে নিয়ে.... আব্বু কোথায় যেন চলে গেল....। নানান শোকপালন- নিজ বাড়ী গমন - আনুষ্ঠানিকতা - জানাজা শেষে... আমার দাদা-দাদীর কোলে, তাদের ছেলে শুইয়ে দিয়ে আসলাম।
আপনাদের সাথে, আব্বুর যন্ত্রণাদায়ক মৃত্যুর কাহিনি টা শেয়ার করলাম কেন জানেন??
"বয়স হয়েছে, মরে গেছে!" - এই কথা টা যেন বলতে না পারেন।
আমার আব্বু কার কার কথায়, কার দেয়া কতখানী কষ্ট নিয়ে ওই আধাঁর কবরে শুয়ে আছেন... সেসব শুধু আমার কানে আসতেছে।
আমার আব্বু অসহনীয় কষ্ট সহ্য করে মারা গেছেন, আমরা তো না ই, তিনি নিজেও জানতেন না এত তারাতাড়ি তার ডাক আসবে... আমি ভেবেছিলাম, আমার কষ্টের প্রতিদান আল্লাহ দিবেনই! দেন নি.... সেটুকুর বিনিময়েও, আল্লাহ যেন তাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে নেন!
আপনারা, যারা আব্বুর অতি প্রিয়জন কিন্তু, তার জানাজায় শরীক হতে পারেন নি, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। বিশেষ করে, ইলাহ্ আংকেল, প্লাবন আংকেল, শামীম আংকেল, হারুন আংকেন, সোহেল আংকেল.... আমাকে ক্ষমা করে দিবেন।
আব্বুর মৃত্যু পরবর্তী কষ্ট লাঘবের উদ্দেশ্যেই আমাদের যত জলদি প্রস্থান। এটুকু জেনে খুশি হবেন যে, আপনারা না থাকলেও আলহামদুলিল্লাহ, গ্রামে আব্বুর জানাজায় প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ উপস্থিত ছিলেন। সবার দোয়া আল্লাহ কবুল করবেন ইং শা আল্লাহ!
আর, যাদের মনোকষ্টের কারন আব্বু... ( আমার জানা মতে নাই) তাদের কাছেও, আমি তার মেয়ে হয়ে আপনাদের কাছে হাতজোর করে ক্ষমা চাচ্ছি।
যদি তিনি কোনও ভূল করেও থাকেন জীবনে, তার শাস্তি তিনি মৃত্যুর সময়ে ভোগ করে গেছেন.... এটা মনে করেই ক্ষমা করে দিবেন!
আপনারা শুধু একটু মন থেকে দুয়া করে দিয়েন তার জন্য....
এমন মৃত্যু তো আপনার/আমারও হতে পারে, সবাই না হয় সবার জন্য দোয়া করে, নিজেদের কষ্ট একটু লাঘব করি!
সবাই ভালো থাকবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন! আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন! আমিন!
২৮| ২৬ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৪০
সোনাগাজী বলেছেন:
আপনি যখন এই পোষ্ট দিয়েছেন, তখন তিনি জীবিত ছিলেন না। দু:খের বিষয়, তিনি চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করেছেন।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: দোয়া করি নুরু ভাই দ্রুত সুস্থ হবেন এবং পূর্ণোদ্দমে ব্লগে লিখবেন।