নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কি ২০২৩ সালে ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছে?

০৩ রা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৮



'যত গর্জে তত বর্ষে না'।
আসলে ২০২৩ সালে কিছুই হবে না। যা হবে তা হচ্ছে- জিনিসপত্রের দাম আরো বাড়বে। দেশে করোনার পর জিনিসপত্রের দাম বেড়েছে। আসলে জিনিসপত্রের দাম সব সময় বাড়তেই থাকবে। আজ থেকে ৪০/৫০ বছর আগের লোকেরাও বলতো জিনিসপত্রের দাম বাড়ছে। আগামীতে ৪০/৫০ বছর পরও জিনিসপত্রের দাম বাড়বে। এখন একটা সিগারেটের দাম ১৫ টাকা। একটা ডিমের দাম ১৪ টাকা। হায় হায় করে কোনো লাভ নাই। সব যুগে জিনিসপত্রের দাম বাড়ে, বাড়বেই। আপনাকে যা করতে হবে- তা হলো আপনার আয় বাড়াতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। আয় বাড়াতে না পারলে অভাবে পড়বেন। এই আধুনিক যুগে দুর্ভিক্ষ হবে না। যার টাকা আছে, তার কোনো চিন্তা নাই। চুরী, ছিনতাই আর প্রতারণা বাড়বে।

আমাদের দেশে জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বাড়ে।
কারন সরকার বাজার নিয়ন্ত্রণ করতে জানে না। অর্থ্যাত পদ্মাসেতু/মেট্রোরেল তৈরি করা যায়, কিন্তু বাজার মনিটরিং করা যায় না। আগে যে ডাক্তার ভিজিট নিতো ৫০০ শ' টাকা এখন সেই ডাক্তার ভিজিট নিচ্ছে ৮০০ শ' টাকা। জিনিসপত্রের দাম বৃদ্ধির কারন হচ্ছে 'দূর্নীতি'। দেশে দূর্নীতি বন্ধ করা গেলে জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়তো না। সরকার কোনোদিনও দূর্নীতি বন্ধ করতে পারবে না। কারন সরকারের প্রতিটা লোক দূর্নীতি করে। ২০২৩ সালে দরিদ্ররা আরো দরিদ্র হবে। বেকারদের সংখ্যা আরো বাড়বে। দেশে অনেকে বলাবলি করছে শেখ হাসিনা ২০২৩ সালে পালিয়ে যাবে। কারন আওয়ামীলীগ দেশকে তলাছাড়া বাক্সে রুপান্তরিত করেছে। সরকারের নানান বিষয় নিয়ে ফেসবুক এবং ব্লগ গুলোর চেয়ে ইউটিউবে বেশি আলোচনা হয়।

কোনো কারনে শেখ হাসিনা মারা গেলে-
শেখ রেহেনা প্রধানমন্ত্রী হতে চাইবেন। অন্যদিকে শেখ হাসিনার পুত্র-কন্যা জয় ও পুতুল প্রধানমন্ত্রী হতে চাইবে। তখন আওয়ামীলীগে দুই ভাগে ভাগ হয়ে যাবে। লাগবে ক্যাচাল। যাইহোক, এখন যদি আল্লাহ আমাদের জন্য কয়েকজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন নবী পাঠান, তাহলে দেশের ভালো হবে। আমাদের দরকার এখন নুহু সাহেবের নৌকা। ধর্মের কথা বাদ দেই। ধর্ম দিয়ে দেশের কোনো সমস্যার সমাধান সম্ভব নহে। যে সমস্ত দেশ ধর্মকে দূরে রাখতে পেরেছে, তারাই সফল হতে পেরেছে। শেখ হাসিনা কেন বলেছেন মন্দার কথা? পুতিন কি সত্যিই পরমাণু হামলা চালাবে ইউক্রেনে? সম্ভবত আগামী বছরে প্রাকৃতিক দুর্যোগ ও অনাবৃষ্টি জনিত শস্যহানির আশঙ্কা করেই মনে হয় হাসিনা এ কথা বলেছেন। শেখ হাসিনা 'শুদ্ধি অভিযান'টা চালু রাখলে ভালো হতো।

নবীজি বলেছেন, কেয়ামতের আগে-
আহাম্মকদের জয়জয়কার হবে। হচ্ছেও তাই। একটা ঘটনা বলি- ২২/২৩ বছরের এক ছেলে গ্রামে থাকে। সে বাজারে চুরী করতে গিয়ে ধরা খেয়েছে। এখন চোর বলছে- 'আমার ভুল হয়েছে'। ক্ষমা করে দেন। একলোক আবার এটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এখন এই চোর হয়ে গেছে সেলিব্রেটি। লোকজন এই চোরের সাথে টিকটক ভিডিও করার জন্য লাইন দিচ্ছে। একটা ভিডিওতে ৮/১০ লাখ লাইক পড়ে। এই চোরের জনপ্রিয়তা দেখে স্কুল কতৃপক্ষ তাকে স্কুলের এক অনুষ্ঠানে প্রধান অতিথি করেছে। ছাত্রছাত্রীরা দুই পাশে লাইন ধরে দাঁড়িয়েছে। চোর মাঝখানে কালো চশমা পড়ে হেঁটে গেছে। ছাত্রছাত্রীরা তালি দিয়েছে, ফুল পাপড়ি ছুড়ে মেরেছে। এখন এই চোর টিকটক হিরো।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮

সোনাগাজী বলেছেন:



ইথিওপিয়া, সোমালিয়া, সুদানে যে দুর্ভিক্ষ হবে, সেটা গত ৫৫ বছর থেকে ইউরোপ অগ্রিম বলে আসছে, যথাসময়ে দুর্ভিক্ষ হচ্ছে, মানুষ মরছে, অপুষ্টিতে ভুগছে মানুষ। অগ্রিম জানার পরও, তারা কেন ইহাকে বন্ধ করতে পারে না? কারণ, তাদের সরকার ও মানুষ কোন ধরণের পদক্ষেপ নেয় না।

০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: আল্লাহই জানেন ভাগ্যে কি আছে!!!

২| ০৩ রা নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫

নতুন বলেছেন: আমাদের দেশের সরকার এমনেতেই ব্যবসার জন্য খুব বেশি কিছু করছেনা।

যদি জ্বালানী তেল কিনতে পারে তবে খুব একটা সমস্যা হবেনা।

০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: আজকে একটি বিশেষ দিন-
১। আজকের দিনে ফেরাউন তার সৈন্য নিয়ে নীল নদে ডুবে মরে ছিল।
২। নূহ নবীর নৌকা মহা প্লাবন থেকে রক্ষা পেয়েছিল।
৩। ইবরাহীম (আঃ) নমরুদের অগ্নিকূপ থেকে মুক্ত হয়েছিলেন।
৪। আইয়ূব (আঃ) দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগ মুক্তি লাভ করেন।
৫। ইউনূস নবী মাছের পেট থেকে মুক্তি লাভ করেন।
৬। ঈসা নবী আসমানে উঠে যান।
৭। পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়।
৮। আজকের দিনের আল্লাহ পৃথিবী তৈরি করেছিলেন।
এরকম অনেক অদ্ভুত সব ঘটনা ঘটেছিল।

৩| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


দেশের সবাই জেনে গেছে দুভিক্ষ হবে,এ জেনে যাওয়ায় হয়তো হবে না দুভিক্ষ।

০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: আস্তিক, সুশীল, সেক্যুলার, এবং বামপন্থীদের কাজই হলো মিথ্যা ছড়ানো, বিভাজন সৃষ্টি করা, একজনকে কৌশলে আরেকজনের পিছনে লাগিয়ে দিয়ে দূরে বসে মজা দেখা।

৪| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



বয়বসায়ী সিন্ডিকেট সময় মতো উনাকে মনের থেকে ধন্যবাদ জানাবে।

০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: ব্যবসায়ীরা সকলে উনার আপনা লোকজন।

৫| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আয় কমে ব্যয় বাড়লে কিংবা পণ্যের দাম বাড়ার সাথে আয় না বাড়লে তো মানুষের ক্রয় ক্ষমতা কমতে থাকে , মানুষের ক্রয় ক্ষমতা কমে গেলে কী দূর্ভিক্ষ দেখা দেবে না ? হ্যাঁ এটা ঠিক পুস্তকীয় মতানুযায়ী আমাদের খাদ্যের সংকট দেখা দিলে দূর্ভিক্ষ দেবা দিবে তো ক্রয় ক্ষমতা কমে গেলে একটা কৃত্রিম সংকট দেখা দিবেই সেটাই তো দূর্ভিক্ষ , নীরব দূর্ভিক্ষ বলে তো একটা ব্যাপার আছে তাই না ?

আপনার এই কথঅর সাথে আমি একমত যে দূর্নীতিই সব সর্বনাশের মূল । আর এর নিরসন হবেই না এটাও ঠিক ! কারণ কেবল আমলারা নয় সাধারণ মানুষরাও দূর্নীতি করছে অনেক ! সবাই চাইছি সরকারি চারকরি করতে কারণ তাতে করে মাস শেষে বেতন ছাড়াও অনেক উপরি পাওয়া যাবে ।

০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ক্ষমতায় থেকেও শেখ হাসিনা শেখ মুজিবের সোনার বাংলা গড়তে পারলেন না???!!!!!

০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ক্ষমতায় থেকেও শেখ হাসিনা শেখ মুজিবের সোনার বাংলা গড়তে পারলেন না???!!!!!

৬| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার ধারনা দুভিক্ষ হবে না। তবে খাবারের দাম চরম আকার নিবে। আমার মতো মধ্যবিত্ত লোক নিম্নমদ্ধবিত্ত হয়ে যাবে। ধনীরা আরো ধনী হবে।

০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: আপনি দরিদ্র না।
যার একটা বাড়ি আছে। তার উপর একটা আশ্রম আছে। সে রাজ কপালওলা লোক।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

জুল ভার্ন বলেছেন: এমনিতেই লাগামহীন দ্রব্যমূল্যের কারণে আমজনতার নাভিশ্বাস। তার উপর সরকার দুর্ভিক্ষের আতংক ছড়িয়ে সরকার সমর্থক অসাধু ব্যবসায়ীদের আরও বেশী "দাও মারা ব্যবসা"র সুযোগ করে দিয়েছে।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৮:২১

শার্দূল ২২ বলেছেন: কুকুরকে ঘেউ ঘেউ শব্দ করাতে আর বাড়াতে কুকুরের ঘায়ে ব্যটারী বসাতে হয়না, যে মন্দ তার মন্দ কাজে কেউ উৎসাহ দেক আর না দেক সে করবেই। প্রধানমন্ত্রীর এই সতর্কতা অন্তত জ্ঞানী মানুষ গুলো তাদের অযাচিৎ ব্যয় থেকে একটু হলেও সাবধান হবেন।

আর দাম বাড়ার পাশা পাশি কি আয় বাড়েনি? ডিমের দাম যখন দুই টাকা ছিলো তখন সেই পরিবার মাসে ৩ হাজার টাকা দিয়ে চলতো, সেই একি পরিবারে এখন মাসিক ব্যয় ৩০ হাজার টাকারও বেশি। ডিম তো বড় লোক পাড়েনা, ডিম পাড়ে হাস মুরগি, এই হাস মুরগি পালন করে গরিব, দুই টাকার ডিম ১৪ টাকা হলে টাকাটা গরিবের ঘরেই যাচ্ছে।

যেই সরকারই হোক সে চেষ্টা করে কিছু করতে। দেশের সংবাদ মাধ্যেম গুলো উচিৎ সরকার কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা।

৯| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১১

বীরশ্রী বলেছেন: আমিও এবিষয়ে লিখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.