নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবন সুন্দর

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১৪



তুমি সবাইকে ক্ষমা করে দাও।
হোক সে দূর্নীতিবাজ, ভন্ড, দালাল, পাপী, মিথ্যাবাদী,গোপন বা প্রকাশ্য শত্রু, অথবা চাটুকার। সে তোমার অনেক ক্ষতি করেছে, কষ্ট দিয়েছে, তবুও আমি বলব তাকে ক্ষমা করে দাও। জানো তো এই দুনিয়া হৃদয়বান মানুষদের জন্য। কিছু কিছু মানুষ থাকে, এদের সারা শরীরে থাকে বিষে ভরা। সমাজে সব রকম মানুষদের দরকার আছে। কুকুরের লেজ বিশেষজ্ঞদেরও দরকার আছে। এমনকি নির্বোধ ধার্মিকদেরও প্রয়োজন আছে।

আনন্দে থাকো।
চারপাশে আনন্দের উপকরনের অভাব নেই। আকাশ আছে, বাতাস আছে, নদী আছে, পাহাড় আছে, সমুদ্র আছে। মন প্রান দিয়ে আনন্দ ও সৌন্দর্য উপভোগ করো। আর সমস্ত ছোটমনের কুচক্রী লোককে অবলীলায় ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারা অনেক বড়ে গুণ। শেখ মুজিব রাজাকারদের ক্ষমা করতে পেরেছিলেন। আমার চাচা আমার বাপের সম্পত্তি দখল করে নিয়েছে। আমি চাচাকে ক্ষমা করে দিয়েছি। যে আমার বদনাম করে আমি তাকে হাসি মুখে ক্ষমা করে দিয়েছি।

ক্ষমা করে দাও। ফুলের গন্ধ নাও। গান শুনো।
ব্যলকনিতে বসে জ্যোস্না উপভোগ করো। একা একা। নিজে দুঃখ না দিলে অন্য কেউই তোমাকে দুঃখী করে এমন সাধ্য আছে কার? রবীন্দ্রনাথ তার সমস্ত শিল্পকর্ম দিয়ে শুধু একটা কথাই বলতে চেয়েছেন, জীবন সুন্দর। এই দুনিয়াতে আমাদের অল্প কিছু দিনের আয়ু। কি দরকার ঝগড়া করার। তাই যে ক'টা দিন বেঁচে আছে, আনন্দ নিয়ে বাঁচো। ভালোবাসো। মানুষের পাশে থাকো। কারো ক্ষতি করো না। হাত বাড়িয়ে দাও বন্ধুত্বের। দেখবে জীবন সুন্দর হয়ে গেছে।

প্রকৃতি কাউকে ক্ষমা করে না।
টাকার জোরে আদালত থেকে একজন অপরাধীও ছাড়া পেয়ে যায়। কিন্তু প্রকৃৃতির হাত থেকে কেউ বাঁচতে পারে না। আমি একজনকে দেখেছি মৃত্যুর আগে ভূগতে। লোকটা সবার সাথে প্রতারণা আর জালিয়াতি করে বেড়াতো। এমনকি সে তার স্ত্রীর সাথেও প্রতারণা করেছে। সে বয়সে লোকটা ভূগতে ভূগতে মরেছে। অথচ কত ওষুধ, কত ডাক্তার দেখানো হয়েছে। মৃত্যুর আগে লোকটা বলে গেছে, দুনিয়ার কোনো ওষুধে আমার রোগ ভালো হবে না। এটা আমার পাপের শাস্তি।

ধনী বা গরীব পাপের শাস্তি থেকে বাঁচতে পারবে না।
তাই বলি, পাপ করো না, মন্দ কাজ করো না। তোমার যৌবন সব সময় থাকবে না। বয়স বাড়বে। অতীতের কর্মকান্ড যখন খারাপ হবে, ভবিষ্যৎ হবে অন্ধকার। শেষ বয়সে এসে ভূগতে হয়। যারা ভালো কাজ করে, তাদের মৃত্যু হয় আনন্দের। মৃত্যুর আগে তাদের নানান রোগে শোকে ভূগতে হয় না। কিন্তু পাপীদের মৃত্যু হয় ভয়ানক। আমি কয়েকজন পাপীর মৃত্যু দেখেছি। কি কষ্ট! কি কষ্ট! শেষ বয়সে এসে পাপীরা মৃত্যু কামনা করে। কিন্তু তাদের মৃত্যু হয় না। সারা শরীরে ঘা হয়। কোনো কিছুতেই সেই ঘা শুকায় না।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:০২

অক্পটে বলেছেন: লেখাটি ভালো লেগেছে।

০৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ০৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ক্ষমার অযোগ্য অপরাধ কখনো ক্ষমা করতে নেই তাতে নিজের পাপ বেড়ে যায় ।

০৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: ঠিক কথাই বলেচ্ছেন।

৩| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২০

জুল ভার্ন বলেছেন: খুব ভালো লেগেছে। লেখায় মানব জীবনের কঠিন বাস্তবতা প্রকাশ পেয়েছে! +

৪| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৮

সোনাগাজী বলেছেন:


বাংলার মানুষের জীবন সভ্যতার সাথে তাল মিলাতে পারছে না; ইহা ভয়ংকর ব্যাপার।

৫| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩০

রেজাউল৮৮ বলেছেন: কি গভির উপলব্ধি। আমার চোখে পানি এসে গেল। :((

আপনি মহান ব্যক্তি। যারা আপ্নার কষ্ট করে লেখা পোস্ট গুলো চুরি করে ফেসবুক সহ বিভিন্ন যাগায় ছেপে দেয় তাদেরও আপ্নি ক্ষমা করে দেন! কি মহৎ প্রাণ!

৬| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২০

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ভালো পোস্ট। তবে সবাইকে ক্ষমা করা যায় না। কিছু কিছু জিনিস ক্ষমার অযোগ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.