নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘশ্বাস

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১:১৬


এক মেয়ে আমার পিছু নিয়েছে।
বোকা মেয়েটা ভুল মানুষ বেছে নিয়েছে। অথবা অন্ধকারে সে ঠিক ঠাওর কর‍তে পারেনি। মেয়েটা ফিসফিস করে কিছু বলছে। আমি পাত্তা দিচ্ছি না। হেটেই চলেছি। মেয়েটা আমার হাত ধরলো।

রাত সাড়ে নয়টা। শীতল বাতাস বইছে। হালকা বৃষ্টি হচ্ছে। আমি ফুটপাত ধরে হাঁটছি। ফুটপাত মোটামোটি অন্ধকার। হাইকোর্টের এই রাস্তার লাইট গুলো বেশির ভাগ সময় নষ্ট থাকে।

আমি ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিলাম। মেয়েটি থেমে গেলো। আমি হন হন করে হেটে চলে গেলাম। কিছু দূর গিয়ে আমি থামলাম। মেয়েটার কাছে ফিরে এলাম। মেয়েটার চোখে পানি! মেয়েটা বেশ রোগা। চোখে মোটা করে কাজল দিয়েছে। সেই কারনে চোখে মুখে একটা মায়ামায়া ভাব চলে এসেছে।

মেয়েটিকে এই ফুটপাতে একদম মানাচ্ছে না। তাকে মানাতো লম্বা বেলকনিতে। একহাতে চায়ের মগ, অন্যহাতে সুনীলের কবিতার বই। আমি বললাম, বৃষ্টির মধ্যে পথে পথে ঘুরছো কেন? বাসায় যাও।

মেয়েটি একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। বলল, আজ একটাও খদ্দের পাইনি। ঘরে চাল নেই। খাবো কী?
আমার মনটা খুব খারাপ হলো। আমাদের দেশের মানুষ গুলো এত গরীব কেন! এখন মেয়েটাকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার পকেটে অল্প কিছু টাকা আছে। সব গুলো টাকা মেয়েটার হাতে দিলাম। বললাম, আজ বাসায় চলে যাও। বৃষ্টিতে ভিজো না। কিন্তু মেয়েটা টাকা নিলো না। বলল, দান, খয়রাত চাই না। আমি বললাম, ভালোবেসেই দিয়েছি। মেয়েটা বলল, ভালোবাসা লাগবে না। তুমি চাইলে আমি তোমাকে ভালোবাসা দিতে পারি।

আমি আর কথা না বাড়িয়ে হাটতে শুরু করলাম। যে কোনো সময় ঝুম বৃষ্টি নেমে যাবে। বিজলি চমকাচ্ছে। মেয়েটা চিৎকার করে বলল, স্যার তোমার টাকা নিয়ে যাও। ভালোবাসার কথা বলতেই লজ্জা পেলে! ভেবে নাও পৃথিবীতে আর কেউ নেই। শুধু তুমি আমি ছাড়া। আসো কিছুক্ষন দুজন দুজনকে উপভোগ করি। আমি আমার হাটার স্প্রীড বাড়িয়ে দিলাম।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২২ ভোর ৫:৪১

সোনাগাজী বলেছেন:


ঢাকায় পেশাগতভাবে দেহ ব্যবসায়ী কি পরিমাণ আছে;, এরা ব্যতিত অভাবে কি পরিমাণ নারী পরিবার কিংবা নিজের আয়ের জন্য দেহ ব্যবসায় জড়িত?

১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: এদের সংখ্যা অনেক। অনেক। এমনকি ঢাকার বহু এলাকায় ফ্লাট বাসা ভাড়া নিয়ে ব্যবসা চলছে।
ঢাকায় আবাসিক হোটেলের অভাব নেই। এসব হোটেলে এখন ব্যবসা চলছে। ডধাকা শহরের বহু রাস্তায় রাত ১০ টার পর মেয়েদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

২| ১৭ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৩২

শেরজা তপন বলেছেন: শেষের কথাগুলো নাটকীয় হয়ে গেলেও বিষয়বস্তু সত্য!

১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: বাস্তব কথাবার্তা সব সময় নাটকীয় হয়ে যায়।

৩| ১৭ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: দৃশ্যপট ভাবতে খুবি কষ্ট লাগে ক্ষুধা কেনো হলো
স্যালুট জানাই রাজীব দা
ভাল থাকবেন----------

১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১৭ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:১১

কবিতা ক্থ্য বলেছেন: রূঢ়তা সব জায়গায় খাটে না।

১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: ধনীদের হিসাবকিতাব আলাদা।

৫| ১৭ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৯

জুল ভার্ন বলেছেন: রাজীব, এটা কি গল্প?

১৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: গল্প নয়।
বাস্তব।

৬| ১৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আজকের লেখাটা খুবই চমৎকার হয়েছে।

১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: সুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.