নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গতকাল রাতে ব্লগার শায়মা'র পোষ্ট থেকে জানতে পারি-
আমাদের ব্লগার নুরু ভাই মারা গেছেন। নুরু সাহেবের মৃত্যু আমাকে ভীষন কষ্ট দিয়েছে। জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে 'মৃত্যু'। অথচ এই মৃত্যুটা আমি সহজ ভাবে নিতে পারি না। কাল সারারাত একটু ঘুমাতে পারি নি। সারারাত ছটফট করেছি। নুরু ভাই আমার কোনো আত্মীয়স্বজন না। বা তার সাথে আমার কোনোদিন দেখাও হয়নি। ফেসবুকে তার সাথে আমার অনেক কথা হয়েছে। মোবাইলে তিনবার কথা হয়েছে। নুরু ভাইয়ের প্রতি আমার একটা অদৃশ্য টান ছিলো। সামুতে কি লিখব, কি লিখব না এবিষয়ে নুরু ভাই আমাকে পরামর্শ দিতেন। দুষ্ট ব্লগারদের কাছ থেকে দূরে থাকতে বলতেন।
সামুতে নুরু সাহেব সবচেয়ে বেশি পছন্দ করতেন চাঁদগাজীকে।
কয়েক ঘন্টা সামুতে চাঁদগাজীকে না দেখলেই নুরু সাহেব আমাকে ম্যাসেজ দিতেন। চাঁদগাজী কোথায়? খেয়াল করতাম তিনি অস্থির হয়ে গেছেন! নুরু ভাই আক্ষেপ নিয়ে বলতেন চাঁদগাজীকে কি আবার ব্যান করা হয়েছে? আমি তাকে দুই একটা কথা বলে শান্ত করতে চেষ্টা করতাম। চাঁদগাজী এবং নুরু সাহেব সামুতে মন্তব্য নিয়ে ভীষণ মজা করতেন। একজন আরেকজনকে করা মন্তব্য থেকে বুঝা যেতে তাদের মধ্যে কত আন্তরিকতা। কত ভালোবাসা ও শ্রদ্ধা। আমি মুগ্ধ হয়ে তাদের দুজনের রসিকতা উপভোগ করতাম। নুরু সাহবের মৃত্যুতে ব্লগের সবাই কম বেশি দুঃখ পেয়েছেন। কিন্তু আমি জানি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন চাঁদগাজী।
নুরু ভাই আমাকে এবং সুরভিকে নিয়ে ছড়া কবিতা লিখেছেন।
এমনকি সে আমার কন্যা পরী এবং ফারাজাকেও নিয়েও ছড়া কবিতা লিখেছেন। প্রায়ই খোঁজ খবর নিতেন আমার বাচ্চারা কেমন আছে? মজার কোনো কবিতা, ছড়া বা ভিডিও আমাকে দিতেন। এইভাবে ধীরে ধীরে তার সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠে। গত বছর রমজানে আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম- আমার বাসায় একটা ইফতার পার্টি করবো। নুরু সাহেবের খুব ইচ্ছা ছিলো আমার বাসায় আসবেন। সুরভির হাতের রান্না খাবেন। আমার কন্যাদের কোলে নিয়ে ছবি তুলবেন। সেই ইফতার পার্টি আর করা হয়নি। নুরু সাহেব যখন জানলেন আমার শ্বশুর বাড়ি বরিশাল, তখন তিনি আমাকে জামাই বলে সম্বোধন করতেন।
মিরপুরে এক কমিউনিটি সেন্টারে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছিলো।
হঠাত মনে হলো- নুরু সাহেবকে ডাক দেই। ফোন দিলাম তাকে অনুষ্ঠানে আসার জন্য। তিনি বললেন, আমার বাসা থেকে মিরপুর অনেক দূর রাজীব। সবচেয়ে বড় কথা আমার শরীরের অবস্থা ভালো না। ইচ্ছা করলেও যেতে পারবো না। তবে শরীরটা ভালো হলেই আপনার বাসায় যাবো। সুরভির হাতের রান্না খাবো। আপনার বাচ্চাদের সাথে ছবি তুলবো। গত বছর ১৬ ডিসেম্বর নুরু ভাইয়ের মেয়ে বিয়ে হয়। তিনি আমাকে কার্ড পাঠিয়ে দাওয়াত দেন। গায়ে হলুদেও যেতে বলেন। কিন্তু আমার যাওয়া হয়নি। আমি ঘরকুনো স্বভাবের মানুষ। মানুষের সাথে ঠিক মিশতে পারি না। আলাপ জমাতে পারি না। ফলাফল দূরত্ব বাড়ে।
নুরু ভাই তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের ছবি- আমাকে দেন।
এমন কি গায়ের হলুদের ছবিও আমাকে দেন। আমিও মাঝে মাঝে আমাদের কিছু ছবি তাকে দেখিয়েছি। যাইহোক, অনেকদিন ধরে নুরু ভাই ব্লগে নেই। চাঁদগাজীর এক অভ্যাস কোনো একটিভ ব্লগার সামুতে না থাকলেই তার খোজ খবর নেন। তাকে নিয়ে পোষ্ট দেন। আমি চাঁদগাজীর জন্য নুরু সাহেবের খোজ নিলাম। নুরু সাহেব আমাকে জানালেন তিনি খুবই অসুস্থ। বিছানা থেকে উঠে বসতেও পারছেন না। ইত্যাদি। এরপর নুরু সাহেবের আর কোনো খোঁজ খবর নেই। এদিকে চাদগাজী আবার নুরু সাহবের খবর জানতে চেয়ে পোষ্ট দিলেন। আমি তাকে বললাম, 'নুরু সাহেব সম্ভবত বেঁচে নেই'। আমার মন্তব্য দেখে চাঁদগাজী হয়তো রাগ করলেন, মাইন্ড করলেন। কিন্তু আমি অনেকটা নিশ্চিত হয়েছি বলেই- তাকে এই মন্তব্য করেছি।
'নুরু সাহেব সম্ভবত বেঁচে নেই'।
চাঁদগাজীকে এই কথা বলার একদিন আগে আমি নুরু ভাইকে স্বপ্নে দেখি। স্বপ্নে নুরু সাহেব আমার কাছে এলেন। বললেন, রাজীব কেমন আছেন? পরী, ফারাজা কেমন আছে? আমি বললাম, আপনার তো কোনো খোজ খবর নেই! চাঁদগাজী আপনার খুব খোজ খবর করছেন। নুরু ভাই বললেন, আপনিও তো আমাকে নিয়ে পোষ্ট দিয়েছেন। আমি সব জানি। নুরু ভাই হাসলেন। সুন্দর সহজ সরল হাসি। তার মুখে সমস্ত দাঁড়ি সাদা। সাদা পাঞ্জাবী পরা। হাতে একটা লাঠি। বললেন, চাঁদাগাজীকে বলবেন, আমি আর সামুতে আসবো না। আমি আর লিখব না। আমি আর কিছু পড়বো না। রাজীব আপনি ভালো থাকুন। আমি এখন অন্য দুনিয়ার বাসিন্দা। নুরু ভাই অদৃশ্য হয়ে গেলেন। তাকে বলা হলো না- নুরু ভাই আপনাকে অনেক ভালোবাসি।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: সামুতে তিন জন ব্লগার আমাকে খুব স্নেহ করেন-
এর মধ্যে একজন চাঁদগাজী। একজন নুরু সাহেব। এবং আরেকজন---
২| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৩
শূন্য সারমর্ম বলেছেন:
নুরু সাহেব :আমি সামুতে আর আসবো না,লিখবো না।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: আমার ধারনা উনি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেতেন তাহলে উনি আমাদের মাঝে আরো দীর্ঘদিন বেঁচে থাকতেন। এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত।
৩| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সোনাগাজী অনেকদিন ধরেই উনার খোঁজ করতে ছিলেন। এরপরেও কখনো ভাবি নি উনি নেই হয়ে যাবেন।
অনেক ভালো মানুষ ছিলেন নুরু ভাই।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: উনি খুবই নরম মনের মানুষ ছিলেন।
৪| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৯
সাহাদাত উদরাজী বলেছেন: নুরু ভাইয়ের ইনফরমেটিভ ব্লগ গুলো অসাধারন, এই দিনে কোথায় হয়েছি তা আমি পড়তাম, আর ভাবতাম, এই যে এক বিরাট কালেকশন।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: উনার ছড়া কবিতা গুলো দারুন হতো। বেশ মজার ছিলো।
৫| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২১
শায়মা বলেছেন: তুমি জানো না তার এমন একটা খবর প্রথমে এটা ভেবেই অবাক হয়েছিলাম।
কিন্তু তার ফোন না ধরা দেখে তোমার সন্দেহ ঠিকই ছিলো ভাইয়া। তবুও আমরা আন্দাজে না জেনে কিছু বলতে চাইনা তাই সত্যতা বিচার জরুরী।
যাক তবুও মেয়েকে পাওয়া গেলো।
নইলে আজীবন ভাবনাটা থেকেই যেত কোথায় হারালো ভাইয়া?
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: আমি আপনার পোষ্ট থেকেই তার মৃত্যুর খরব টা জানতে পেরেছি।
হ্যাঁ আন্দাজে কিছু বলা ঠিক না। মূলত আমি স্বপ্ন দেখেই চাঁদগাজীকে বলেছিলাম, নুরু সাহেব বেঁচে নেই। আসলে স্বপ্নটা একদম বাস্তব লেগেছে। সত্য বলে মনে হয়েছে।
উনি উনার মেয়ে কে বিয়ে দিতে পেরেছেন। এজন্য উনি অনেক খুশি ছিলেন। যদি উনি উনার মেয়েকে বিয়ে না দিয়ে মারা যেতেন তাহলে উনি অনেক বেশি কষ্ট পেতেন।
চাঁদগাজী উনার সংবাদ জানার জন্য বেশ অস্থির হয়ে পড়েছিলেন। তাই আমি অবশ্যই উনার সংবাদ কোনো না কোনো ভাবে জানতাম। আপনাদের জানাতাম।
৬| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৮
জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন মরহুম নুর মোহাম্মদ নুরু সাহেবকে বেহেশ নসীব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সবাইকে হেফাযত করুন।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: হ্যাঁ এখন আমাদের এটাই চাওয়া।
৭| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব নুর ভাই, আপনার মত আমিও বলতে চাই আমরাও আপনাকে ভালবাসি নুরু ভাই ।
আপনার মহাপ্রয়ানে দয়াময় মহান আল্লাহপাকের নিকট চাওয়া - তিনি আপনাকে ক্ষমা করে দিন এবং কবরে-হাশরে-মিজানে-ফুলসেরাতে আপনার প্রতি রহমত ও মাগফেরাত নসীব করুন। সাথে সাথে আপনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
শেষ বিচারের দিন আপনার সকল নেক আমলে বরকত প্রদান করুন এবং সবশেষে আপনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
আপনার পরিবার-পরিজনদেরকে হেফাজত করুন এবং তাদেরকে এ শোক কাটিয়ে উঠার তওফিক প্রদান করুন।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: নুরু ভাইয়ের ছড়া কবিতা গুলো যে পড়বেন, সে-ই তাকে ভালবাসবেন।
৮| ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: এভাবেই আমরাও হারিয়ে যাব হটাৎ করেই, কেও জানবেও না। আমাকে এই ব্লগের কেউ ব্যাক্তিগত ভাবে চেনেই না। আমার মৃত্যুর খবর ব্লগে পৌছানোর মতো কেউ থাকবে না ।
২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: আপনি আপনার মেইল এড্রেস এবং মোবাইল নম্বর আমাকে দিয়ে রাখুন।
৯| ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫১
সোনাগাজী বলেছেন:
ব্লগার নুরু সাহেব ছিলেন আধুনিক, শিক্ষিত, সত-ভাবনা ও সঠিক ধারণার মানুষ। বুঝা যাচ্ছে, ব্লগে কিছু সময় হেনস্তা হওয়ায়, ব্লগের বিরূপ পরিবেশে নিজের সম্পর্কে কিছু বলতে চাননি। তিনি সঠিক সময়ে চিকিৎসা করাতে পারেননি, এবং ইহা গোপন করে গেছেন; উনি জানালে একটা ব্যবস্হা হতো। যাক, এখন দেরী হয়ে গেছে। উনি ব্লগিং ভালোবাসতেন, কিন্তু ব্লগ ( উনার শেষ সময়ে ) উনার জন্য ফ্রেন্ডলী ছিলো না; উনার অকাল মৃত্যূ অনেককে আহত করেছে,আমার জন্য ইহা খুবই কষ্টকর সংবাদ।
২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
দুজন ব্লগার উনাকে চূড়ান্ত রকম অপমান ও কষ্ট দিয়েছেন। তা তিনি আমাকে বলেছেন। এজন্য সে সামু ছেড়ে দেবার কথাও ভেবেছিলেন। আমি তাকে অনুরোধ করে থামিয়ে রেখেছি।
১০| ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুব দুঃখজনক সংবাদ।
আল্লাহ তাঁকে সসম্মানে রাখুন এই দোয়া করি।
সোনাগাজী ভাইয়ের পোস্টের পরে আমি একুশে টিভিতে ফোন করে অনেক চেষ্টা করেছিলাম খোঁজ নিতে।
২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শাইয়ান।
এখন আআআর কোনো খোজ খবর করতে হবে না। মামুষটা বেঁচে নেই।
১১| ২৬ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৭
অনল চৌধুরী বলেছেন: ব্লগের অনেক বেয়াদব-নোংরা-নষ্ট প্রাণী তাকে মিথ্যা অপবাদ দিয়ে , হুজুর বলে আহত করেছে,যেনো হুজুর হওয়াটা একটা অপরাধ !!!!
যার কিছু প্রমাণ এখনো আমার কয়েকটা লেখায় আছে।
এ্সব লোকগুলি জন্য অপেক্ষো করছে ভয়ংকর অপমাণ-অসন্মাান এবং কঠোর শাস্তি।
তার আত্মার শান্তি প্রত্যাশা করি।
২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: প্রকৃতি কাউকে ক্ষমা করে না।
১২| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৮:১৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৮১
লেখক বলেছেন: আপনি আপনার মেইল এড্রেস এবং মোবাইল নম্বর আমাকে দিয়ে রাখুন। রাজীব ভাই কোথায় দেব? এখানে তো ইনবক্স নাই।
২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: এই নিন আমার মেইল এড্রেস- [email protected]
১৩| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আমি একজন যথার্থ শুভাকাঙ্ক্ষী হারালাম। নুরু ভাইয়ের জন্য বিনম্র শ্রদ্ধা। তিনি ছিলেন সজ্জন মিষ্টিভাষী চমৎকার মনের মানুষ। উনার মেয়ের বিয়েতে যাওয়া হয়নি । নুরু ভাই নিয়মিত ্ আমার খোঁজ খবর নিতেন। এই ব্লগ একজন নিবেদিত প্রাণ ব্লগার হারালো। প্রিয় মানুষ গুলো একে একে বিদায় নিচ্ছেন।
২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: আমরা যেন একজন ব্লগারকে অসস্মান না করি, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিৎ।
১৪| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৩৬
জগতারন বলেছেন:
নূর মোহাম্মদ নূরু ভাই সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সালাম জনাই।
২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: আমরাও।
১৫| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৩৬
জগতারন বলেছেন:
নূর মোহাম্মদ নূরু ভাই সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সালাম জনাই।
১৬| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৩০
সোহানী বলেছেন: আমি কিন্তু মনে মনে আপনার কাছে উনার খবর আশা করেছিলাম। আপনার শেষ পোস্টটা দেখে আমি ভেবেছিলাম আপনি উনার খবরাখবর রাখছেন।
২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: আসলে আমি চাচ্ছিলাম না তার মৃত্যু সংবাদটা সকলে আমার কাছ থেকে জানুক। এটা আমার জন্য ভীষন যন্ত্রনার।
১৭| ২৭ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৩৫
নূর আলম হিরণ বলেছেন: নুরু ভাইকে ব্লগে অনেক মিস করবো। ব্লগে শেষের দিন গুলো উনার জন্য সুখকর ছিল না। উনার জন্য ব্লগিং করাটা কঠিন করে দিয়েছিল। যেখানে থাকুক ভালো থাকুক আমাদের নুরু ভাই।
২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: এসব কথা উনি আমাকে বলেছেন।
আসলে কতিপয় ব্লগার খুব বেশি হেনস্তা করেছেন তাকে। এটা প্রচন্ড দুঃখজনক।
১৮| ২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৭
রানার ব্লগ বলেছেন: আসুন আমরা কাঁদা ছোড়াছুড়ি না করে তার রুহুর মাগফেরাত কামনা করি ।
২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: আসলে এটা কাঁদা ছরাছুড়ি না। আলোচনা বলতে পারেন।
আলোচনা করলেই ভুল গুলো খুঁজে পাওয়া যায়। সাবধান হওয়া যায়। সংশোধন করা যায়।
১৯| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪২
ওসেল মাহমুদ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন ! মহান আল্লাহপাক উনাকে জান্নাতবাসী করুন !
২০| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনি শেষ পোস্ট দিয়ে ছিলেন সালাম নিয়ে।
উনি আমাকে স্নেহ করতেন বলেই ধরে নিতাম। ১৯ ব্লগ দিতে অনেক কথা বলেছি। আল্লাহ উনাকে ভালো রাখুন।
২১| ২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৬
নতুন নকিব বলেছেন:
তার সাথে যে আপনার এতটা যোগাযোগ ছিল জানা ছিল না। স্মৃতিচারণ ভালো লাগলো। পোস্টের জন্য ধন্যবাদ।
আল্লাহ তাআ'লার নিকট তার জন্য জান্নাত প্রার্থনা করছি। +
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি ব্লগার নুরু ভাই এর খুব স্নেহভাজন ছিলেন।
ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন।