নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি ভাত খাবো

৩০ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৪৪



আজ আমায় ভাত দিবে তো?
খুব খিদে পেয়েছে, গরম গরম ভাত।
সামান্য ঘি, একটু লবন, কালিজিরা, আলু সিদ্ধ আর মাগুর মাছের ঝোল।
আমি আজ ভাত খাবো।
আমি আজই ভাত খাবো।

আমি ভাত খাবো, আমি ভাত খাবো
আমি গরম ভাত খাবো।
আমি ভাত খাবো, কোনো কথা শুনতে চাই না, আমায় ভাত এনে দাও।
আমি ভাত খাবো।

আঁমি ভাঁত খাঁবো, আঁমি ভাঁত খাঁবো।
সিদ্ধ সাবু আমি খাবো না। নো নেভার।
আঁমি ভাঁত খাঁবো, আঁমি ভাঁত খাঁবো।

কেউ তাকে ভাত দিলো না,
কাদতে কাদতে ঘুমিয়ে গেলো।
মধ্যরাতে ঘুম ভাঙ্গল তার,
নিজেকে সে অসহায় মানুষ মনে করছে
এক মেয়ে পায়ের কাছে বসে আছে,
সহজ সরল মুখ তার।

ভীষণ ক্ষুধা পেয়েছে, আমাকে ভাত দাও।
মেয়েটা বলল, ভাত নেই। এত রাতে ভাত কোথায় পাবো?
খিচুড়ি আছে, দিবো?
সে সবটুকু খিচুড়ি খেয়ে নিলো,
বলল, খিচুড়ি খেয়ে বড় তৃপ্তি পেয়েছি,
বলো তুমি আমার কাছে কী চাও?

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই তো আপনি কবিতা লিখতে পারলেন । তবে কেন যেন মনে হল অসমাপ্ত রয়ে গেল !!

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: এটা মোটেও কবিতা হয় নি।

২| ০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২২

শেরজা তপন বলেছেন: একজন অসুস্থ বৃদ্ধ মানুষের আকুতি! ভাতের জন্য তার তীব্র আকাঙ্খা বেশ ভালভাবেই ফুটিয়ে তুলেছেন।

মানুষকে না খাইয়ে মারার কোন মানে হয়না- পছন্দ মত খেতে দেয়া উচিত

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: ইয়েস ইউ রাইট।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাতের বদলে খিচুরি খেলো
চমৎকার আবেগময় কবি রাজীব দা
ভাল থাকবেন----------

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৫

রানার ব্লগ বলেছেন: গরম ভাতের একটা সুঘ্রাণ আছে যা ক্ষুধা কে বাড়িয়ে দেয়।

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: ভাত ছাড়া আমার চলেই না।

৫| ০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৩

কাঁউটাল বলেছেন: ভীষণ ক্ষুধার্ত আছিঃ উদরে, শরীরবৃত্ত ব্যেপে
অনুভূত হতে থাকে- প্রতিপলে- সর্বগ্রাসী ক্ষুধা
অনাবৃষ্টি- যেমন চৈত্রের শষ্যক্ষেত্রে- জ্বেলে দ্যায়
প্রভুত দাহন- তেমনি ক্ষুধার জ্বালা, জ্বলে দেহ
দু’বেলা দু’মুঠো পেলে মোটে নেই অন্য কোন দাবী
অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায়ঃ
বাড়ি, গাড়ি, টাকা কড়ি- কারো বা খ্যাতির লোভ আছে
আমার সামান্য দাবী পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর-
ভাত চাই- এই চাওয়া সরাসরি- ঠান্ডা বা গরম
সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হ’লে
কোনো ক্ষতি নেই- মাটির শানকি ভর্তি ভাত চাইঃ
দু’বেলা দু’মুঠো পেলে ছেড়ে দেবো অন্য-সব দাবী;
অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা
চাইনিতোঃ নাভি নিম্নে পরা শাড়ি, শাড়ির মালিক;
যে চায় সে নিয়ে যাক- যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও
জেনে রাখোঃ আমার ওসবের কোনো প্রয়োজন নেই।

যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবী
তোমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কাণ্ড ঘ’টে যাবে
ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট, আইন কানুন-
সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাবো অবলীলাক্রমেঃ
থাকবে না কিছু বাকি- চলে যাবে হা ভাতের গ্রাসে।
যদি বা দৈবাৎ সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই-
রাক্ষুসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে।
সর্বপরিবেশগ্রাসী হ’লে সামান্য ভাতের ক্ষুধা
ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে।

দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে
অবশেষে যথাক্রমে খাবো : গাছপালা, নদী-নালা
গ্রাম-গঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত
চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী
উড্ডীন পতাকাসহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ী
আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ
ভাত দে হারামজাদা,
তা না হলে মানচিত্র খাবো।

ভাত দে হারামজাদা
- রফিক আজাদ

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: নো নেভার শব্দটা ব্যবহার করা ঠিক হয়নি।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: রাইট।
আসলে কিছু কিছু শব্দের প্রতি দুর্বলতা জন্মে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.