নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পদ্মা নদীর কাছেই আমার বাড়ি

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৬

ছবিঃ আমার তোলা।

পদ্মা নদীতে বজরা চলছে। সময় টা শীতকাল।
এ সময় বাতাস অতি মনোরম। নদীর মাছ, তরিতরকারী খুবই সুস্বাদু। বজরার জানালার পাশে বসে নদী দেখি। নদীর জল-কল্লোল, ছলাৎ ছলাৎ শব্দ মধুময় হয়ে কানে বাজে। আকাশে অনেক পাখি উড়ে উড়ে যায়। কয়েকটি সাহসী পাখি বজরার ছাদে এসে বসে। পাখি কিচির মিচির করে। ডিঙি নৌকায় কিছু জেলে মাছ ধরায় ব্যস্ত। পানসী নৌকা এক মাঝি বেয়ে চলেছে। সে গান গাইছে পদ্মার ঢেউ রে, মোর শূন্য হৃদয়...'.

ছোট মই বেয়ে আমি বজরার ছাদে উঠে যাই।
বজরার ছাদে এক মেয়েকে দেখা যাচ্ছে। সে কলাপাতা রঙের শাড়ি পরেছে। পিঠের উপর ছড়ানো চুল। বাতাসে তার শাড়ির আচল আর চুল এলোমেলো ভাবে উড়ছে। মেয়েটা সামনের দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে।
আমি বললাম, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে! এত সুন্দর আমি আগে কখনো দেখিনি।
মেয়েটার চোখে পানি।
বললাম, তুমি কাদছো কেন?
মেয়েটা বলল, বজরা থেকে নামতেই তুমি আমায় ভুলে যাবে।
আমার ইচ্ছা করলো মেয়েটাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরি।

আকাশে থোকা থোকা মেঘ।
পদ্মার চরে শুয়ে আছে একটি দুটি কুমির। যেন মৃত কুমির। বজরা কাছাকাছি আসতেই কুমির গুলো ঝটপট নদীতে নেমে যায়। মেয়েটাকে বললাম, ওই দেখো কুমির। মেয়েটা কুমির দেখার আগেই কুমির গুলো অদৃশ্য হয়ে যায়। মেয়েটা অবিশ্বাস করে। বলে, আমি কখনও কুমির দেখিনি। কুমির যে নদীর পারে শুয়ে থাকে এ কথা মেয়েটা বিশ্বাসই করে না। বললাম, তুমি পারের দিকে তাকিয়ে থাকো নিশ্চয়ই দেখতে পাবে। মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে। কিন্তু কুমির আর দেখা গেলো না।
কুমির দেখা না গেলেও শূশুক দেখা গেলো। শূশুক দেখে মেয়েটা আমার হাত চেপে ধরলো। মেয়েটা খুশি করার জন্য বেশ কয়েকটি শূশুক ডিগবাজি দিয়ে খেলা দেখালো।

নৌকা থামলো একটা বাজারের ঘাটে।
অনেক গুলো বক আমাদের সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। মাঝিরা কিছুক্ষণ বিশ্রাম নেবে এখানে। ছোট ছোট ছেলেমেয়েরা বজরা দেখে কাছে এসে চিৎকার দিলো। একটা মাছরাঙা পাখি পানিতে ডুবে কুচো মাছ ধরে নিলো। গ্রামের বাড়ি যাচ্ছি বলেই তো এত কিছু দেখতে পেলাম। কি সুন্দর! কি সুন্দর! আসলে মানব জীবনটাই সুন্দর।

নদীপাড়ে কয়েকজন মেয়ে গোছল করছে।
আমি মেয়েটাকে বললাম, চলো আমরাও লাফালাফি করে নদীতে গোছল করি। মেয়েটা বলল, আমি সাতার জানি না যে। বললাম, সাতার না জানলে কি নদীতে গোছল করা মানা?

নৌকা আবার চলতে শুরু করলো। আমি ঘুমিয়ে পড়লাম। এবং স্বপ্নে দেখলাম, আমি বেহেশতে চলে গেছি। বিশাল এক হল রুমে আরাম করে বসে আছি। আমার হাতে মদের গ্লাস। সামনে মদের বোতল। বোতলের গায়ে ইংরেজিতে লেখা 'ব্লাক ডগ'। এক সুন্দরী মেয়ে পায়ে নূপুর পড়ে নাচছে। মেয়েটাকে চেনা চেনা লাগছে। হ্যা মনে পড়েছে, মেয়েটা সাতার জানে না।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কল্পনা শক্তি আপনার
যাক বজরার শুভেচ্ছা নিবেন---------

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: অশেষ শুকরিয়া।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪০

অনল চৌধুরী বলেছেন: অপরিচিত মেয়ে দেখা মাত্র জড়িয়ে ধরার ইচ্ছার কথা সুরভি জানে?
জানলে বাড়িতে লংকা কান্ড হবে।
বেহেশতে মদের উপর ইংরেজী লেখা !!!
নরকবাস নিশ্চিত ।
তবে সেখানে গেলে ৭২ জন সুন্দরী পাওয়া যায় শুনেছি।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: সুরভি জানে না। জানলে আমার খবর আছে।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৭

জুল ভার্ন বলেছেন: শেষ প্যারায় বেহেশত না হয়ে নরক লিখলেই সংগত হতো।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: মন্দ বলেন নি।

৫| ০১ লা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:


আপনি গ্রামের বাড়ী গেলে পদ্মর পাড়ে যান? কতদুর?

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: গ্রামে গেলে পদ্মার পাড়ে যাই। অল্প সময়ের জন্য হলেও যাই।
আমাদের গ্রাম থেকে পদ্মা নদীতের হেঁটে যেতে ২০/২৫ মিনিট সময় কাগে।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: ছবি ও লেখা চমতকার।

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১

অনল চৌধুরী বলেছেন: আপনার কে বেশী শক্তিশালী নিয়ে লেখার শিরোনামটা কি কোনো ইউটিউব ভিডিও দেখে প্রভাবিত হয়ে নিয়েছেন !!!!!

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: না ইউটিউব দেখে শিরোনাম নেইনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.