নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কে বেশী মেধাবী? পিনাকী না শেখ হাসিনা?

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৪

ছবিঃ আমার তোলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা খালেদা জিয়ার যে মেধা আছে তা দিয়ে উনারা প্রাইমারী স্কুলের শিক্ষিকা হওয়ার যোগ্যতা রাখেন না। অথচ উনারা দেশ চালাচ্ছেন! একজন বাপের কল্যানে, একজন স্বামীর কল্যানে। দেখুন আজও আমাদের দেশের মানুষ ফুটপাতে ঘুমায়। কোটি কোটি বেকার। আজও সরকারী হাসপাতালে দালাল। অল্প বয়সী ছেলেগুলো জুতোর আঠা দিয়ে দিনেদুপুরে সকলের সামনে রাস্তার মধ্যে নেশা করছে। তাদের স্কুলে পাঠানোর দায়িত্ব সরকারের। ফুটপাত দিয়ে হাঁটা যায়, হকাররা নানান রকম দোকান বসিয়েছে। সেই সুযোগে পুলিশ তাদের কাছ থেকে টাকা নিচ্ছে নিয়মিত। দেশে দূর্নীতির কথা বললাম না। বর্তমানে দেশে ভালো আছে অসৎ মানুষেরা।

বর্তমানে মেধার দাম নেই। দাম আছে ক্ষমতার।
মামা চাচার ক্ষমতার জোরে অদক্ষরা বড় বড় পদে বসে আছে। রাজনীতিবিদ এবং তাদের ছত্রছায়ায় থাকা লোকজন সাধারন মানুষের জীবন অতিষ্ট করে তুলেছে। বহু ক্ষমতাবান লোক দরিদ্র মানুষের জমি জোরে করে অল্প দামে কিনে নিয়েছে। আবার কেউ কেউ সামান্য টাকা ঋণ দিয়ে সাদা কাগজে সাইন নিয়ে পুরো জমি আত্মসাৎ করে নিয়েছে। বাংলাদেশের প্রধান সমস্যা দূর্নীতি। অথচ দূর্নীতি বন্ধ করতে তাঁরা কোনো পদক্ষেপ নেননি। পদক্ষেপ নিবেন কিভাবে? দূর্নীতি তো আর আমি আপনি করি না। দূর্নীতি করছে তাদের কাছের লোকজন। শুদ্ধি অভিযান বন্ধ হয়ে গেছে। দুদক সারাদিন কি করে আমি জানি না। তাঁরা কি দেশের দুর্নীতিবাজদের খুঁজে পাচ্ছে না? একজন চোর বা ছিনতাইকারীর চেয়ে দূর্নীতিবাজ ধরা সহজ।

রাস্তায় বের হলেই ভিক্ষুক, অথচ তাঁরা বলছে দেশ উন্নয়নের মহাসড়কে।
যে দেশ উন্নয়নের মহাসড়কে সে দেশে এত এত ভিক্ষুক থাকবে কেন? সে দেশের লোকজন রাস্তায় ঘুমাবে কেন? সে দেশের ফুটপাত দিয়ে হাঁটা যাবে না কেন? যাকাতের শাড়ি লুঙ্গি নিতে গিয়ে মারামারি, কাড়াকাড়ি হবে কেন? চল্লিশার খানা খেতে গিয়ে মানুষ মরবে কেন? টিসিবি পণ্য কিনতে এত লম্বা লাইন হবে কেন? মূলত রাজনীতিবিদরা গলাবাজি করেন। বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাস পুলিশ ও ছাত্রলীগ। এরা বড় ভয়ঙ্কর। সরকারের পদ্মাসেতু বা মেট্রোরেল দিয়ে সব কিছু বিচার করা ঠিক হবে না। পদ্মাসেতু হওয়া দরকার ছিলো আরো পঞ্চাশ বছর আগে। মেট্রোরেল হওয়া দরকার ছিলো আরো ত্রিশ বছর আগে। হয়তো দেশ কচ্ছপের মতো এগিয়ে যাচ্ছে।

পিনাকী সাহসী মানুষ। সে সৎ মানুষ। এবং অবশ্যই বুদ্ধিমান।
ইউটিউবে তার কথা গুলো শুনলেই বুঝা যায়। সত্যিকার ভাবে দেশের উন্নয়নের জন্য দরকার বুদ্ধিমান মানুষ। দক্ষ ও পরিশ্রমী মানুষ। মাইকের সামনে চ্যাটাং চ্যাটাং করে কথা মানুষ আদতে ভাঙ্গা কূলার ছাই টাইপ। এদের দিয়ে দেশ বা সমাজের কোনো উপকার সম্ভব নয়। দেশে এখন কোটি লোক বেকার। একটা পদ্মাসেতু বা মেট্রোরেলের চেয়ে কম গুরুত্বপূর্ন নয় নতুন নতুন চাকরী সৃষ্টি করা। বেকার সসমস্যার সমাধান করা। অথচ দেশের শেখ হাসিনা বা উনার দলের লোকেরা চাকরী কিভাবে সৃষ্টি করতে হয় তাঁরা জানেন না। অথচ একসময় শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরী দেওয়া হবে, কেউ বেকার থাকবে না, কেউ রাস্তায় ঘুমাবে না। কেউ না খেয়ে থাকবে না।

মুক্তিযুদ্ধের আগে পিনাকীর জন্ম বগুড়াতে।
বেশ জনপ্রিয় ব্লগার তিনি। এখন একজন জনপ্রিয় ইউটুবার। রাজশাহী মেডিকেল কলেজ থেকে ডাক্তারী পাশ করেছেন। প্রায় ২০ টি বই লিখেছেন। সাধারণত তিনি মুক্তিযুদ্ধ, রাজনীতি, ধর্ম, সাহিত্য ইত্যাদি বিষয় নিয়ে লিখেন। সরকারের ভয়ে হয়তো উনি দেশ ছেড়েছেন। হয়তো ধরা পড়লে সে গুম হয়ে যেতো। অথবা কোনো মামলার আসামী হয়ে কারাগাতে থাকতো। উনি ফ্রান্সে গিয়ে ভালোই করেছেন। যাইহোক, যদি ইউরোপ যাওয়া খুব সহজ হতো তাহলে এই পোড়া দেশে কেউ থাকতো না। আমি নিজেও থাকতাম না। আমরা দেশের সাধারন জনগন। আমরা চাই এই দেশে সুন্দরভাবে কাজ করে খেয়েপরে আনন্দ নিয়ে বেঁচে থাকতে। সরকার শুধু আমাদের জন্য এটুকুই নিশ্চিত করলে আমরা খুশি। জয় বাংলা।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: জয় বাংলা।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: জয় হোক মেহনতি মানুষের।

২| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


পিনাকী ব্লগ ছেড়েছিলো কেন?

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: ব্লগে আসলে যোগ্য লোকদের থাকতে দিতে চায় না। যেমন ধরুন আমাদের চাঁদগাজী। তাকে ব্লগ ছাড়া করার জন্য সবাই যেন উঠেপরে লেগেছেন। প্রয়োজনে নতুন নতুন নিয়ম করা হবে, তবু চাঁদাগাজীকে বদায় করতে হবে। অথচ এই লোকটা বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ব্লগার।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৬

উপনাম বলেছেন: আমি স্বীকার করছি, খালেদা জিয়ার প্রাইমারী স্কুলের শিক্ষকতা করার যোগ্যতা নাই। কারণ প্রাইমারী স্কুলের শিক্ষকতা করার আবেদনের জন্য নুনূত্যম ডিগ্রী তার নাই। আমার বিশ্বাস সেটা সে ভাল করে জানে, এবং তার দলের সবাইও এটা জানে।
কিন্তু শেখ হাসিনার তো ডিগ্রী আছে, তাহলে সেও কি শিক্ষকতা চাকরী করার জন্য আবেদন করতে পারবে না? ভাই যোগ্যতা তো পরের বিষয় আগে তো আপনাকে আবেদন করতে হবে। আবেদন করাটাই একটা যোগ্যতা।

আর আপনি আরেকটি তথ্য দিয়েছেন ভুল, শেখ হাসিনা চাকরী দিয়ে, সব ছাত্রলীগের কর্মীদের পুলিশে ঢুকিয়েছে, যেটা হয়েছে পুলিশলীগ বর্তমান। আজকেই পিনাকি দাদা একটা পোষ্ট করেছে। ঢাকা জেলার পুলিশি এর এক উধ্বর্তন কর্মকর্তাকে শুভেচছা জানাচ্ছে রাজনৈতিক পরিচয় দিয়ে। তো কে বলেছে শেখ হাসিনা চাকরী দিতে পারে নাই ঘরে ঘরে। আপনি যদি ভাল থাকতে চান এবং ভাল চাকরী চান, তাহলে ছাত্রলীগে নাম দিন, আমি ওয়াদা করছি আপনার চাকরী নিশ্চিত। ইউরোপে আসা লাগবে না।

পিনাকী দাদা বাংলাদেশের সকল ফ্যাসিষ্টের জন্য আতঙ্কের নাম। উনি বলেছে উনি দেশে আসবে, যখন নতুন সূর্য উঠবে। কিন্তু কথা হলো নতুন সূর্যে যে গ্রহণ হবে না তার নিশ্চিয়তা কি? পিনাকি দাদাকে কি কেউ দেশ পরিবর্তনের জন্য সাহায্য করবে। আমলাতন্ত্র আর দলীয়তন্ত্র সব জায়গাতে আছে আর সব সময় থাকবে। যতদিন এটা পরিবর্তন না হবে, এক পিনাকী দা কিছুই করতে পারবে না।

‌‌

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ভালো থাকুন।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পিনাকী একটা বাটপার! একটা ওষুধ কেলেঙ্কারির কারণে এখন দেশ ছাড়া। বই বেচার জন্য ধান্দা করছে।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: বিস্তারিত বলুন।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩০

তানভির জুমার বলেছেন: ওনার কিছু কাজ অতিরঞ্জিত, বাকি সবকিছুই বেস্ট, প্রচন্ড সৎ মানুষ, ওনার দেশ প্রেম, সত্যকে সত্য বলা, মানবাধিকার রক্ষা করা। দেশের মানুষের উন্নয়ন, ফেসিষ্ট শাসনের বিরোদ্ধে কথা বলা, দেশের প্রধান সমস্যাগুলো পয়েন্ট আউট করা। এক সময় বাম রাজনৈতি করতো, ব্লগেও লেখালেখি করেছে। আওয়ামীলিগের লোকেরা ওনাকে একদমই দেখতে পারে না।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় আপনি সঠিক কথাই বলেছেন।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪২

অনল চৌধুরী বলেছেন: কারাবাসের শখ হইছে!! বাংলাদেশে বিশেষ করে গত দুই আমলে কিছু লোক হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর সাধারণ জনগণ এদের বিলাসী জীবনের জন্য গাধার মতো খাটে আর কর দেয়।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: কারাবাসের কোনো শখ নাই আমার।
একদিন সমস্ত দূর্নীতিবাজদের বিচার হবে।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৩

অনল চৌধুরী বলেছেন: ২০১৩ তে টিভিতে কেদে-কেটে যুদ্ধাপরাধীদেরদের বিচার চাওয়া পিনাকি এখন জামাতিদের পোষা ভৃত্য।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় না। জামাতিদের সাথে পিনাকী যাবে না।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: :P গভীর ভাবে ভাবতে হবে

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: ভাবুন।

৯| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ১:৩০

তানভির জুমার বলেছেন: অনল চৌধুরী বলেছেন: ২০১৩ তে টিভিতে কেদে-কেটে যুদ্ধাপরাধীদেরদের বিচার চাওয়া পিনাকি এখন জামাতিদের পোষা ভৃত্য

১৩ ঘটনার পাপের শাস্তি নাকি তিনি এখন পাচ্ছেন তার নিজের মুখের ভাষ্য এটা। ঐ ঘটনা আশাড়তা বুঝতে পেড়ে বাম রাজনীতি ছেড়েছে, সবকিছুতেই জামাত বিএনপি খুজার জন্য আজ আওয়ামী লুটপাট বৈধতা পাচ্ছে। এটার জন্য এখন বাঙ্গালী কিছুটা পস্তাচ্ছে ভবিষৎ আরো বড় পস্তাবে।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: আমাদের সত্যটা জানতে হবে।

১০| ০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ১:৪৫

শার্দূল ২২ বলেছেন: অনেক বছর ধরে আপনাকে ফলো করি, আপনার পাগলাটে লেখা গুলো হেসে উড়িয়ে দেই আর সিরিয়াস পোষ্ট গুলো সন্মানের সাথে সহমত পোষণ করি, কিন্তু আজকে আপনি একটা আস্ত একটা রাম ছাগলের সাথে খালেদা জিয়া হাসিনাকে মেলালেন। আপনার হুট করে কি বুদ্ধি মত্তা লোপ পাইসে নুর ভাই?

যে সমস্যা গুলো বলেছেন সেগুলো এত সহজ নয় সমাধান করা । এগুলোর সাথে একটা বিশাল গোষ্ঠি জড়িত সেই সাথে প্রশাসন। এবং ভোটের একটা ব্যপার আছে, যেহেতু আমাদের দেশের ভোটার গুলো আবেগী তাই সরকার চাইলে সব জায়গায় হাত দিতে পারেনা, মানুষ যখন সু-শিক্ষিত হবে একটা সময় সরকার ছাড়াই মানুষ এমন বিপথ থেকে সরে আসবে।

বিচারপতি সিনহা যদি সরকারের বিরুদ্ধে কথা না বলতো জামাতের লোকেরা তাকে ৭০ হাত মাটির নিচ থেকে বের করে নিয়ে আসতো। সিনহা আর আর পিনাকি দুজন চাইলে এখন জামাতের আমীর হতে চাইলে হতে পারবে।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য টি আমাকে আহত করলো। প্রথম তিন লাইন।

১১| ০২ রা ডিসেম্বর, ২০২২ ভোর ৪:০৯

অনল চৌধুরী বলেছেন: তানভির জুমার বলেছেন: অনল চৌধুরী বলেছেন: ২০১৩ তে টিভিতে কেদে-কেটে যুদ্ধাপরাধীদেরদের বিচার চাওয়া পিনাকি এখন জামাতিদের পোষা ভৃত্য । ১৩ ঘটনার পাপের শাস্তি নাকি তিনি এখন পাচ্ছেন তার নিজের মুখের ভাষ্য এটা- বাংলাদেশে এজন্য বাংলাদেশে আর কেউ শাস্তি পায়না শুধু ‍ডিগবাজি পিনাকি ছাড়া !!!
এর রহস্য কি?
কারণ একটাই, আর সেটা হলো জামাতি-হেফাজতিদের কাছ থেকে সে প্রতিদিন বিকাশে ১/১০ ডলার করে পায়।
তাই দিগন্তের পোষা কাদেরের মতো সেও রাজাকার হয়েছে।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: আসলেই কি বিকাশের মাধ্যমে টাকা পায়? টাকা এত সহজ?

১২| ০২ রা ডিসেম্বর, ২০২২ ভোর ৫:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
তানভির জুমার বলেছেন - প্রচন্ড সৎ মানুষ?

যে মানুষ সারাক্ষনই মিথ্যা কথা বলে, ভুয়া তথ্য ছড়ায় সে সৎ হয় কিভাবে?
সে বলেছিল এই টিকা ভুয়া এই টিকা কেহ নিবে না, টিকার অভাবে বাংলাদেশে মহামারি হয়ে দেশ ধ্বংশ হবে।
কিন্তু পিনাকির মুখে ছাই দিয়ে করোনায় বাংলাদেশ সবচেয়ে কম ক্ষতিগ্রস্থ হয়েছে।
সে সারা বছর বলে গেছে বাংলাদেশ শ্রীলংকা হবে, কিন্তু হয়নি, উলটো বাংলাদেশ শ্রীলংকাকে ঋন দিয়ে বাচিয়েছে।
কিছু দিন আগে সে বলেছিল বাংলাদেশের আরো ৫ হাজার জন কে নিষেধাজ্ঞা দিবে আমেরিকা। বেনজির আমেরিকা গেলে গ্রেফতার হবে।
পিনাকির মুখ ভোতা করে দিয়ে বেনজির আমেরিকা ঘুরে এসেছে, নিউইয়র্কে বাংগালী পাড়ায় সভা পর্যন্ত করেছে।

১০ তারিখে আরেকবার পিনাকির মুখে ছাই পড়বে।
কারন আর্জেন্টিনা ব্রাজিল ২য় রাউন্ডে উঠেছে দুই দলই ফাইনালে উঠার পথে দারুনভাবে জমে উঠিছে বিশ্বকাপ।
১৩ বছরের সাধনা টাকা দিয়ে লোক জড় তাবু খাটিয়ে খাওয়া দাওয়া বিলিয়ন্ডলার ইনভেষ্ট সবই জলে যাবে। কারন বেশিরভাগ মানুষ আর্জেন্টিনা ব্রাজিলের সেমি ফাইনাল, ফাইনাল নিয়ে মেতে থাকবে।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: রাজনীতিবিদরা ভুল কথা বলেন না? মিথ্যা কথা বলেন না? সাংবাদিকরা ভুলভাল শিরোনাম দেন না? এখন শুধু পিনাকীর দোষ? সে যদি তার ইউটিউব চ্যানেল জনপ্রিয় করার জন্য একটু বাড়িয়ে বলেই থাকেন সেটা দোষের কিছু না।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৩৩

হাসান জামাল গোলাপ বলেছেন: আমিও ইদানিং তাঁর ভিডিওগুলো দেখছি, ড:জাহেদও একই ধরণের ভিডিও করেন তবে তারগুলো বেশি বস্তুনিষ্ঠ। আওয়ামী,বাকশাল,জাতীয়পার্টি,বিনপি সবার শাসনই দেখলাম। এখন চিন্তা করি সমস্যার মূলে কী? আর চিন্তা করি কিভাবে কিছু শিক্ষিত সচেতন ব্যাক্তিরা কোন কোন নেতা/নেত্রীর অন্ধভক্ত হোন।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: ভাবছি। চিন্তা করছি।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২৩

তানভির জুমার বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
তানভির জুমার বলেছেন - প্রচন্ড সৎ মানুষ?

যে মানুষ সারাক্ষনই মিথ্যা কথা বলে, ভুয়া তথ্য ছড়ায় সে সৎ হয় কিভাবে?
সে বলেছিল এই টিকা ভুয়া এই টিকা কেহ নিবে না, টিকার অভাবে বাংলাদেশে মহামারি হয়ে দেশ ধ্বংশ হবে।
কিন্তু পিনাকির মুখে ছাই দিয়ে করোনায় বাংলাদেশ সবচেয়ে কম ক্ষতিগ্রস্থ হয়েছে।
সে সারা বছর বলে গেছে বাংলাদেশ শ্রীলংকা হবে, কিন্তু হয়নি, উলটো বাংলাদেশ শ্রীলংকাকে ঋন দিয়ে বাচিয়েছে।
কিছু দিন আগে সে বলেছিল বাংলাদেশের আরো ৫ হাজার জন কে নিষেধাজ্ঞা দিবে আমেরিকা। বেনজির আমেরিকা গেলে গ্রেফতার হবে।
পিনাকির মুখ ভোতা করে দিয়ে বেনজির আমেরিকা ঘুরে এসেছে, নিউইয়র্কে বাংগালী পাড়ায় সভা পর্যন্ত করেছে।

১০ তারিখে আরেকবার পিনাকির মুখে ছাই পড়বে।
কারন আর্জেন্টিনা ব্রাজিল ২য় রাউন্ডে উঠেছে দুই দলই ফাইনালে উঠার পথে দারুনভাবে জমে উঠিছে বিশ্বকাপ।
১৩ বছরের সাধনা টাকা দিয়ে লোক জড় তাবু খাটিয়ে খাওয়া দাওয়া বিলিয়ন্ডলার ইনভেষ্ট সবই জলে যাবে। কারন বেশিরভাগ মানুষ আর্জেন্টিনা ব্রাজিলের সেমি ফাইনাল, ফাইনাল নিয়ে মেতে থাকবে

সে কিছু অতিরঞ্জিত বলে সেটা আমি পোস্টেই বলেছি। বাংলাদেশের খবর রাখেন কিনা জানিনা তবে, তবে বাংলাদেশ এখন শ্রীলংকা দিকে আগের চেয়ে দ্রুত বেগে অগ্রসর হচ্ছে। সরকারের ঋন করে ঘি খাওয়ার জন্য জাতী অনেক বেশী ভুগবে। বেনজীর সাবেহ কিভাবে কি শর্তে আমেরিকায় গিয়েছে এটা প্রতিটা পত্রিকায় লেখা হয়েছে। ১০ তারিখে সরকার পতন হবে না, একটা ফেসিস্ট সরকার কে কিছু সফল সমাবেশ করে বিদাই করা যায় না, গণঅভ্যুত্থান লাগে সেটা কখন হবে সময়ই বলে দিবে।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: রাইট।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৬

রানার ব্লগ বলেছেন: পিনাকি বর্ন চোর।

০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অনেক সময় বর্নচোর হতে হয়।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৭

ভুয়া মফিজ বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন: যে মানুষ সারাক্ষনই মিথ্যা কথা বলে, ভুয়া তথ্য ছড়ায় সে সৎ হয় কিভাবে?

আচ্ছা!! তাইলে আপনের পেয়ারের নেতা-নেত্রীরা যে বলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গিয়েছে। কথায় কথায় লন্ডন, নিউইয়র্ক আর প্যারিসের সাথে তুলনা করে......সেগুলো কোন ধরনের সত্য কথন? দেশ উন্নয়নের জোয়ারে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে.....এগুলো কোন ধরনের সত্যি তথ্য? আরো শুনতে চান? লোক হাসায়েন না। পিনাকির সমালোচনা করার আগে আগে আত্মসমালোচনা করেন।

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন, আত্মসমালোচনা।
ধন্যবাদ।

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৯

শার্দূল ২২ বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্য টি আমাকে আহত করলো। প্রথম তিন লাইন।


হাহাহা আপনার এই নিরীহ জবাব গুলো আমার এত ভালো লাগে নুর ভাই। এই জন্য আপনার পোষ্ট গুলোতে বেশি আসি। তবে নুর ভাই আপনার চোখ কান যেহেতু খোলা সেহেতু আপনার চোখে সমাজ এবং মানুষের জটিল রুপ গুলো চোখে পড়ার কথা। ধর্মকে ব্যবহার করা মানুষ গুলো কোন কালেই সৎ সুন্দর হয়না নুর ভাই। মিথ্যা কথা বলে জনপ্রিয়তা নিয়ে জনগনের মাথায় বসে মাথা চিবিয়ে খাওয়া মানুষ গুলো সৎ হয়না নুর ভাই।

আপনি একটু আবেগী মানুষ, খুব সহজে নরম হয়ে যান, ভালোবাসা মায়া আপনাকে মোমের মত গলিয়ে দেয়, এটা ভালো দিক কিন্তু ভালোবাসা মায়াটা যদি মিথ্যা হয় তা বিষের চেয়ে ভয়ানক। মগজ ছাড়া গাধা গুলো কেন ভাবেনা পিনাকির মত একজন কট্টর হিন্দু যে কিনা রাজাকারের বিচারের দাবিতে কোর্টে হাঙগামা করেনি এমন কোন দিন নেই সেই পিনাকির কাছে কোন ওহি নাযিল হলো যে সে ইসলামের নবি বনে গেলো? তার বলার ঢং গুলো দেখে শুনে কি মানুষ বুঝতে পারেনা তার উদ্দ্যেশ্য কি?

হিরো আলম কিভাবে জনপ্রিয় হলো? কারন তাকে যে পরিচালিত করছে তারা পরিসংখ্যান করে বের করে ফেলেছে দেশে হিরো আলম শুধু একা না, আরো লক্ষ লক্ষ হিরো আলম আছে। তাই তারা হিরো আলম কে এক সপ্তাহের মধ্যে গানের শিল্পি বানালো, কবি বানালো, ছবির নায়ক বানালো। আরো কত কি। যেই দেশে হিরো আলম গান গায় আর পাবলিক শুনে সেই দেশে পিনাকিকে কেন শুনবেনা? কেন ইলিয়াস কে শুনবেনা?

একটা গ্রামে ১০০ মানুষের মধ্যে ৬০ জন চোর, ৪০ জন সাধারণ মানুষ। চোর থেকে একজন নির্বাচন করলে আর সাধারণ মানুষ থেকে একজন নির্বাচন করলে কে জিতবে? চোর জিতবে। ভালো মানুষ ক্ষমতায় আসতে হলে তাকে ভোট চুরি করতে হবে। ভোট চুরি করে ভালো মানুষ ক্ষমতায় আসলে চোরকে শিক্ষা দিতে পারবে. চোর ক্ষমতায় আসলে চোর বাড়বে। এই সুত্র মানুষ বোঝেনা কেন?

যেই দেশের মানুষ নাভীর উপর হাত বাধবে নাকি নিচে সেই নিয়ে কাফের ফতোয়া দেয়া, যেই দেশের মানুষ টুপি চুক্কা হবে নাকি গোল সেই নিয়ে আন্দলন করে, যারা আমিন আস্তে বলবে নাকি জোরে বলবে সেই নিয়ে মসজিদে মারামারি করে তাদের আপনি মেধাবি বলবেন? ধার্মিক বলবেন? সেই তারা দেশের রাজনীতি নেতা সাংসদ হতে চায় হয়। তাদের নেতা স্বীকার করবেন?

বায়তুল মোকাররম মষজিদের গেটে দাড়িয়ে ইট ছুড়ে মানুষের মাথা ফাটায়। তাদের আপনি নেকিবান বলবেন? খাতুন গন্জের ৭৫ ভাগ ব্যবসায়ী মুখে দাড়ি কপালে নামাজের কালো দাগ , তারা রমজানে তৈল পেয়াজ আটকে রেখে ব্যবসা করে। নিজে নিজে হেটে দেখা সেই মানুষ গুলোকে। কেন মুখে একটু ধর্মের কথা শুনলেই আমরা নিজের শরীর বিছিয়ে দেই তাদের পায়ে,? পিনাকি ইসলামি ব্যংক নিয়ে দুই চারটা কথা বলতেই কেন আমরা তাকে জামাতের আমীর বানিয়ে দিলাম? আমাদের কি বোধ বুদ্ধি এতই খারাপ?

একটু ভাবেন দয়া করে। এতটা স্রোতে গা ভাসিয়ে দিয়েননা। আমার চিন্তা আপনার মত আবেগী ভালো মানুষদের নিয়ে। যারা মুখোশের আড়াল উকি দিয়ে দেখেনা। পিনাকি সিনহা ইলিয়াস এরা একদিন তলিয়ে যাবে। কিন্তু নুর ভাই যেন ঠিক থাকে ।

ভালো থাকবেন।

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কথা বলেছেন- ''ধর্মকে ব্যবহার করা মানুষ গুলো কোন কালেই সৎ সুন্দর হয়না''।

পিনাকি কে আগে মানুষ ভাবতে হবে। তারপর তার ধর্ম। তাই না? আসলে আমরা সবাই মানুষ। ধর্ম দিয়ে কাউকে বিচার করা ঠিক না। হিরো আলম বা এদের মতো হাজার হাজার লোকও যদি ভাইরাল হয় তবুও তাঁরা পরিত্যাজ্য।

খুবই সুন্দর মন্তব্য করেছেন। আপনি এই মন্তব্যটি পোষ্ট আকারে দিন। তাহলে অনেকে পড়তে পারবে।

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে নিয়ে আমি সত্যি চিন্তিত!

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: আসলে আপনি আমাকে স্নেহ করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.