নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৪৬

০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩১



প্রিয় কন্যা আমার-
এই প্রথম তোমাকে রেখে আমি তিন দিনের জন্য ঢাকার বাইরে সিলেট বেড়াতে গেলাম ব্লগার শাইয়ান ভাইয়ের সাথে। বারবার তোমার কথা মনে পড়েছে। এবং আমার ভ্রমনের আনন্দে বাঁধা পড়েছে। তুমি ছোট তোমাকে নিয়ে যাওয়া সম্ভব ছিলো না। অন্যদিকে গত ২৩ মাসে আমি দূরে কোথাও বেড়াতে যাইনি, শুধু তোমার জন্য। এর আগে বেড়াতে গিয়েছিলাম বান্দরবান। তখন তুমি তোমার মায়ের পেটে ছিলে। তখনও বান্দরবান গিয়ে আনন্দ উপভোগ করতে পারিনি। সারাক্ষণ টেনশনে থাকতে হয়েছে এবং একটা অপরাধ বোধ কাজ করেছে। কাজেই এখন থেকে কোথাও গেলে তোমাকে এবং তোমার মাকে সাথে করে নিতে হবে। যাইহোক, এ মাসের ৩১ তারিখ তোমার জন্মদিন। দুই বছর শেষ করে তুমি তিন বছরে পা রাখবে।

প্রিয় কন্যা ফারাজা,
আগামী রবিবার ১১ ডিসেম্বর তোমার দাদার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। গ্রামের বাড়িতে মিলাদ হবে। যাইহোক, এখন চলছে বিশ্বকাপ খেলা। আজ রাতে আমাদের প্রিয় দলের খেলা আছে। আমি আর্জেন্টিনার সাপোর্টার এবং তুমিও। আমি তোমাকে জোর করে আর্জেন্টনার সাপোর্টার হতে বলিনি। তুমি নিজেই পছন্দ করে নিয়েছো। দোকানে গয়েছি, তোমার সামনে ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি রেখেছি। তুমি নিজেই আর্জেন্টিনার জার্সি বেছে নিয়েছো। এবং জার্সি পরার পর তুমি অনেক খুশি হয়েছে। আমি তোমার ছবি তুলে দিয়েছি। এবার বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে কাতারে। আমি ম্যারাডোনার শেষ বিশ্বকাপ খেলা দেখেছি। অবশ্য তখন আমি অনেক ছোট। ছোটবেলায় আমি খুব ভালো ফুটবল খেলতাম। একবার আমার কাছে বল এলে আমি চোখ মুখ খিচিয়ে বিপক্ষ দলের বারপোষ্টের দিকে ছুটতাম। গোলকিপার হিসেবে আমার বেশ নামডাক ছিলো।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম-
এদিকে দেশের অবস্থা ভালো না। আগামীকাল দশ তারিখ বিএনপির আন্দোলন। অলরেডি বিএনপির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মির্জা আব্বার ও মির্জা ফখরুলকে। মির্জা আব্বাসের বাড়ি আমাদের এলাকাতেই। আমাদের এলাকার বহু ছেলেপেলেকে মির্জা আব্বাস চাকরী দিয়েছেন। সরকারী এবং বেসরকারী দুটোই। আমি রাজনীতি করি না। মিটিং মিছিলে যাই না। আসলে আমাদের দেশের রাজনীতি আমার পছন্দ না। মানুষ রাজনীতি করেই যেন ক্ষমতা আর টাকার জন্য। অথচ রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিৎ মানুষের সেবা করা। আমাদের দেশে দরকার, শেখ মুজিব, ভাসানী এবং তাজ উদ্দীনের মতো নেতা। রাজনীতি হলো বটগাছের মতোন। রাজনীতির অদৃশ্য ছায়া দেশের সকল মানুষের গায়ে লাগে।

প্রিয় কন্যা আমার-
তোমাকে একটা মজার কথা বলি- এক মহিলা লিখেছেন একটা বাচ্চা পালক নিবেন। আমি তাকে মজা করে বললাম, আমার বাচ্চাকে পালক নিবেন? মহিলা রাজী হলেন। তোমার ছবি দেখে সে ভীষন খুশি। আমি বললাম, আমার কন্যাকে নিয়ে ঠিকভাবে লালন পালন করতে পারবেন? মেয়ের কোনো অনাদর, অবহেলা হবে নাতো? মহিলা বললেন, মেয়েকে দিয়ে দিবেন, তারপর তাকে কিভাবে লালন পালন করবো সেটা আমাদের ব্যাপার। এবং মেয়েকে দেবার পর সেই মেয়েকে আপনি আর দেখতে পাবেন না। আমি আর কথা না বাড়িয়ে বলে দিলাম- স্যরি, আমি মনে করছি, আপনি আমার মেয়েকে উন্নত জীবন দিতে পারবেন না। মহিলা রেগে গিয়ে বলল, আমি অনেক ধনী। আমি বললাম, আপনি মনের দিক থেকে দরিদ্র। ফারাজা সারা দুনিয়া একদিনে আর তুমি অন্য দিকে। তোমাকে কারো কাছে দেবার প্রশ্নই আসে না। নো নেভার।

ফারাজা তাবাসসুম খান-
সক্রেটিস, এরিস্টটল, প্লেটো। এরা দুই হাজার বছর আগেই মারা গেছেন। এরা তিনই জনই জ্ঞানী মানুষ ছিলেন। আমাদের নবীজির জন্মের বহু আগে এদের জন্ম। এই তিনজন মানুষের কেউই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন নি। অথচ লক্ষ লক্ষ মানুষ, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নিয়েও, তাদের মতন জ্ঞানী হতে পারেনি। 'বিশ্বাস' হলো জানা বিষয়কেই চূড়ান্ত সত্য মনে করা। এটা এক ধরনের আসক্তি। আসক্তির কারনে নিজেরটিই ঠিক মনে করতে থাকে। (যেমন যে যার ধর্মকে বড় মনে করে) আর 'জ্ঞান' হলো অজানাকে জানা। কোন গ্রন্থে আবদ্ধ হওয়া নয়। তাই জ্ঞান বিশ্বাসের বহু উর্ধ্বে। যারা ধর্মের মধ্যে আবদ্ধ, তারা ঈশ্বরকে অভিভাবক মনে করে। এই ঈশ্বর বিশ্বাসের মধ্যেই তাদের শান্তি। আর শিক্ষিত মানুষ বিনা প্রশ্নে কোনো কিছুই বিশ্বাস বা মেনে নিতে প্রস্তুত নয়। তাদের ধর্মের নাম লজিক। এই লজিকের কারনেই কোনো ধর্মই তাদের সামনে দাড়াতে পারে না। সমস্যা হলো যুক্তির যত বড় ক্ষমতাই থাক, তা মানুষকে একা করে দেয়।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


ধর্মীয় বিশ্বাস ও ধ্যানের মাধ্যমে পাওয়া বিশ্বাসে নিশ্চই পার্থক্য আছে।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই পাথর্ক্য আছে। বিস্তর পার্থক্য আছে।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কন্যার জন্য শুভকামনা রইলো।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



মির্জা আব্বাস চাকুরী দিতে পেরেছে, কারণ সে মানুষের সম্পদ দখল করে, দল করে ক্ষমতার অধিকারী হয়েছে; বিএনপি'র লোকজন ডাকাতী চালাতে পেরেছিলো, কারণ তাদের নেতা, জিয়া শেখ সাহেবকে হত্যা করে ডাকাতীর সুযোগ করে দিয়েছিলো। মির্জা, রিজভী ও আব্বাসকে দুবাই নিয়ে ছেড়ে দেয়ার দরকার।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: দূর্নীতি কোনো রাজনীতিবিদ করে নাই?
ফালু, মালু, কালু, মির্জা, খন্দকার?

এরকম লোকও আছে সীমাহীন দূর্নীতি করেছে, কিন্তু কাউকে চাকরী দেয়নি। এদিকে আমাদের মির্জা আব্বাস বহু পোলাপানের চাকরী দিয়েছে। এমন কি ঢাকা ব্যাংকেও বহু লোকের চাকরী দিয়েছে।

এই বয়সে তাঁরা দুবাই যেয়ে করবে কি?

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৭

শেরজা তপন বলেছেন: মেয়েটা দেখতে দেখতে কত্ত বড় হয়ে গেল!!

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: মেয়েরা দ্রুত বড় হয়ে যায়।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:২৯

কাছের-মানুষ বলেছেন: আপনার মেয়ের জন্য শুভকামনা রইল। অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা রইল।

১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কাছের মানুষ।
আপনি ভালো থাকুন।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব নুর ভাই,

ফারাজার এই সে দিন জন্ম হলো এবং দেখতে দেখতে ২ বছর পূর্ণ হয়ে যাচছে এবং হয়ে গেল আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনা পেয়ে গেল আরো এক ক্ষুদ্র সার্পোটার, ভাবতেই ভাল লাগছে।

ফারাজার উদ্দেশ্যে তার বাবার চিঠি চমতকার হয়েছে এবং তার জন্য রইলো +++ এবং জন্ম মাসে মেয়ের জন্য শুভকামনা ও অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা। মহান আল্লাহপাক ফারাজাকে ভাল মানুষ হিসাবে কবুল করুন।

ফারাজার দাদার জন্য রইলো দোয়া , মহান আল্লাহপাক যেন তার দাদাকে ক্ষমা করে দেন ও কবরে শান্তি দেন এবং শেষ বিচারের শেষে জান্নাতুল ফেরদৌস নসীব করেন

১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: মোহামমদ কামরুজজামান ভাই- কেমন আছেন?

ফারাজার আজ গলায় ইলিশ মাছের কাটা বিঁধে গেছে। কিছুতেই কাটা বের করা যাচ্ছে না।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: গলায় মাছের কাটা আটকালে , গলায় বিঁধে থাকা মাছের কাঁটা দূর করতে ঘরোয়া কিছু উপায় অনুসরণ করা যেতে পারে-

১. গলায় কাঁটা বিঁধলে শুকনো সাদা ভাত চটকে দলা পাকিয়ে গোল গোল ছোটো বলের মতো বানিয়ে তা গিলে খেয়ে ফেলুন। এরপর পানি পান করুন। একবারে না হলে কয়েকবার এ উপায় অবলম্বন করুন। এভাবে ভাত ও পানি খেলে বেশিরভাগ ক্ষেত্রেই কাঁটা নেমে যায়। এ ছাড়াও শুকনো মুড়ি কিংবা গরম দুধে ভেজানো পাউরুটি খেলেও কিছুটা সমাধান পাওয়া যায়।

২. পাকা কলা এক কামড়ে একটু বেশি করে নিয়ে অল্প চিবিয়ে গিলে নিন। এতেও কাঁটা নেমে যায়। পাকা কলার মিউজিলেজের পিচ্ছিলভাব গলায় ফুটে থাকা কাঁটাকে সহজে বিতাড়িত করতে সাহায্য করে।

৩. মাছের কাঁটা গলিয়ে দেওয়ার জন্য লবণ ও লেবুর মিশ্রণও বেশ কার্যকর। এক টুকরো লেবুতে হালকা লবণ মিশিয়ে লেবুটি চুষে খেয়ে নিন। লেবুর অম্লতা ও লবণের লবণাক্ততা মিলিতভাবে কাঁটাটিকে পাতলা করে গলিয়ে দেবে। ফলে সহজে গলা থেকে কাঁটাটি নেমে যাবে।

৪. গলায় ফুটে থাকা মাছের কাঁটা নামাতে ভিনেগার দারুণ কাজ করে। জলের সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে খেলে আটকে থাকা কাঁটা খুব সহজেই গলা থেকে নেমে যায়। ভিনেগার অনেকটা পাতি লেবুর মতোই কাজ করে।

৫. গলায় কাঁটা বিঁধলে দেরি না করে এক চা চামচ এডিবল অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে পিছলে নেমে যাবে মাছের কাঁটা।

৬. কোনো ঠান্ডা কোমলপানীয়ের সঙ্গে লেবু মিশিয়ে অল্প অল্প করে চুমুক দিন। কোমলপানীয়ের সোডা আর লেবুর অম্লত্ব একসঙ্গে মিলে মাছের কাঁটা গলিয়ে দিতে সাহায্য করে। এটি কাঁটা নামানোর সবচেয়ে আধুনিক পদ্ধতি।

৭. উপরের কোনো উপাদানই যদি হাতের কাছে না থাকে, তাহলে বেশ খানিকটা পানি খেয়েই গলা থেকে কাঁটা নামানোর চেষ্ট করা যেতে পারে। সবচেয়ে ভালো হয়, যদি হালকা গরম জলে সামান্য লবণ মিশিয়ে তা পান করেন। এতে কাঁটা নরম হয়ে তাড়াতাড়ি গলা থেকে নেমে যাবে।

৮. জোরে জোরে ক্রমাগত দু-চারটা কাশি দিলে কফ রিফ্লেক্সের মাধ্যমে অনেক সময় গলার পেছনের দেয়ালে আটকে থাকা মাছের কাঁটা কাশির দমকে ছুটে গিয়ে সামনে চলে আসে এবং বের হয়ে যায়।

৯. এরপরও গলায় ফুটে থাকা কাঁটা না নেমে গেলে নিকটস্থ সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কিংবা নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্পেশাল ফরেন বডি রিমুভারের সাহায্যে এরকম বিঁধে থাকা কাঁটা বের করে আনা সম্ভব।

১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ।

অলিভ ওয়েল, মধু, শুধু সাদা ভাত খাওয়ানো হয়েছে। এবং কাটা চলে গেছে।

৮| ১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
গলার কাঁটা নেমেছে জেনে শান্তি পেলাম।
আপাতত পোষ্ট বিষয়ক মন্তব্য করলাম না। কাঁটা টা মনের ভিতর খচখচ করতে ছিল।

১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: দুই ঘন্টা মেয়ে বেশ কষ্ট পেয়েছে। কান্নাও করেছে। ঘরোয়া সব রকম চিকিৎসা করেছি। আমার ধারনা ওলিভ ওয়েল তেল খাওয়ার পর কাটা নেমে গেছে।

৯| ১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনার মেয়েকে নেক হায়াত দান করুন

১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আপনাকে।

ভালো থাকুন।

১০| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: আর্জেন্টিনার জার্সি পরা ফারাজা তাবাসসুম এর ছবিটা বেশ সুন্দর হয়েছে।

১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধ্যেয়। দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.