নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
তাহলে সত্য ঘটনা টা খুলেই বলি।
ইন্টারভিউ দিতে এক আধুনিক অফিসে গেলাম। সামনে পাঁচজন খুব ভাব নিয়ে বসে আছেন। এদের মধ্যে চারজন কোট টাই পরা। এদের মধ্যে একজন শুধু হাফ প্যান্ট পরা। অনেক মোটা। সে চিপস খাচ্ছে আর কোকের বোতলে চুমুক দিচ্ছে। এই হাফ প্যান্টওলা সিইও। যাইহোক, সিইও বলল, আপনি কী এমন কিছু করতে পারেন যা অন্য কেউ পারে না? প্রশ্ন শুনে আমি কিছুটা অবাক। সিইও বলল- আপনাকে আর কোনো প্রশ্ন করা হবে না। এটার উত্তর আমাদের মন মতো হলেই আপনি চাকরীটা পেয়ে যাবেন। এবং উন্নত জীবনযাপন করতে পারবেন। এত সহজ, আমি মনে মনে ভাবলাম।
আমি বললাম, স্যার আমার একটাই যোগ্যতা আছে।
আমি একটা কাজই শুধু পারি। সিইও বললেন, হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি। আমি বললাম, আমি সুপার ম্যানের মতো করে উড়তে পারি। বসে থাকা পাঁচজন ভীষন অবাক হলেন আমার কথা শুনে! তাঁরা নড়েচড়ে বসলেন। তাদের চোখে একই সাথে দেখতে পেলাম বিশ্বাস আর অবিশ্বাসের খেলা। তাঁরা বললেন দেখান আপনার যোগ্যতা। আমি দুই হাত সামনে দিয়ে সুপারম্যানের মতো করে উড়ার অভিনয় করলাম। টেবিলে বসে থাকা স্যারদের পাশ দিয়ে দুবার চক্কর দিলাম। এবং মুখে বেশ কয়েকবার বললাম, সুপারম্যান, আমি সুপারম্যান।
সিইও বললেন, শালা। বের হ এখান থেকে।
আমি বুঝলাম না সিইও সাহেব এত রেগে গেলেন কেন? আমি আমার যোগ্যতা দেখাচ্ছিলাম। আমি মন খারাপ করে মেসে ফিরলাম। মেস ম্যানেজার রফিক ভাই বললেন, কি হয়েছে? এত মন খারাপ কেন? ইন্টারভিউ ভালো হয়নি? আমি বললাম, রফিক ভাই সিইও আমাকে 'শালা' বলে গালি দিয়েছে। রফিক ভাই বললেন, চাকরী না দিলে না দিবে। কিন্তু শালা বলবে কেন? এটা তো ভীষন অন্যায়। রফিক ভাই রেগে গিয়ে বললেন, আপনি ওই শালার নামে মামলা করে দেন।
মনটা আমার ভীষন খারাপ।
রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। রফিক ভাই আমাকে ডেকে তুললেন। বললেন, মন খারাপ করে থাকবেন না। চলুন বাইরে থেকে গরম গরম তেহারী খেয়ে আসি। আজ রহিমা বুয়ার রান্না ভালো হয়নি, খেয়ে পেট ভরেনি। আমি বিছানা থেকে নামলাম। দুপুরে কিছু খাইনি। অনেক ক্ষুধা পেয়েছে। জামা চেঞ্জ করলাম। রাস্তায় বের হলাম। রাত ১১ টা। রাস্তা বেশ নিরিবিলি। আমরা হাঁটছি। যাবো ভোলা ভাইয়ের বিরানীর দোকানে। ভোলা ভাই আমাদের বাকিতে খাবার দেন। মাস শেষে টিউশনির টাকা পেলেই তার পাওনা শোধ করে দেই। রফিক ভাই হঠাত বললেন, আজ আপনাকে তেহারী খাওয়া শেষে মিষ্টি পান খাওয়াবো।
দুইজন পেট ভরে তেহারী খেলাম।
আজ রান্নাটা বেশ ভালো হয়েছে। ভোলা ভাইয়ের কর্মচারীদের সাথে আমাদের বেশ সুসম্পর্ক। কোক খেলাম। ঢেকুর তুলতে তুলতে ভোলা ভাইয়ের দোকান থেকে বের হলাম। এবং পুলিশের হাতে ধরা পড়লাম। পুলিশ আমাদের কোনো কথাই শুনলো না। বলল, তোরা ছিনতাইকারী। আমাদের গাড়িতে তুললো এবং থানায় নিয়ে এলো। আমাদের তন্নতন্ন করে চেক করা হলো। মোবাইল ছাড়া সাথে আর কিছুই পেলো না। পুলিশ মোবাইল রেখে আমাদের লকাবে ঢুকিয়ে দিলো। রফিক ভাই বললেন, তেহারী খেতে আসাটাই ভুল হয়েছে। আমি বললাম, আসুন সুপারম্যানের মতো উড়ি। রফিক ভাই বললেন, যাহ মিষ্টি পান খাওয়া হলো না!
২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: সিপাই এর জীবন মানবেতর জীবন।
সত্য কথা বলি, দেশে চাকরী পাওয়া মুশকিল নয়। সঠিক যোগ্যতা ও দক্ষতা থাকলে চাকরী পাওয়া কঠিন নয়।
২| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৬
সোনাগাজী বলেছেন:
ঢাকায় পুলিশের 'ধর পাকড়াও ব্যবসা' এখন কেমন?
২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: আসলে এগুলো সব পুলিশ করে না।
কনেস্টবলরা এগুলো বেশি করে। তাঁরা সন্ধ্যার পর বের হয়। কয়েকটা ছেলে পেলেকে ধরে নিয়ে যায় পুলিশ ফাড়িতে। আর থানায় বা ফাড়িতে কাউকে নিয়ে গেলে টাকা দিতেই হয়। রোজ এরকম হয়।
আমাদের এলাকায় এরকম দুজনকে প্রায়ই দেখি। হোন্ডায় করে আসে দুইজন। কাউকে না কাউকে ধরে। ফাড়িতে নিয়ে যায়। পুলিশে লোকজন জয়েন করে বাড়তি ইনকাম করার জন্য।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৮
গেঁয়ো ভূত বলেছেন: আপনার বর্ণনা গুলো খুবই সুন্দর হয়, পাঠক পড়ে আরাম পায়। কিন্তু আজ একটা কথা বলি, আপনি অনেক সময়, বলতে গেলে প্রায় অপ্রাসঙ্গিক ভাবেই ধর্ম কে টেনে আনেন, সেই কারণে মনে হয় আপনার পাঠকেরা কিছুটা দূরে সরে যায়, বিশেষ করে আমার ক্ষেত্রে বিষয়টা কাজ করে।
ভালো থাকবেন।
২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: আপনি সুন্দর মন্তব্য করেছেন।
একদম আসল পয়েন্টে ফোকাস করেছেন। এবং এর থেকে আমি বের হয়ে আসতে পারছি না।
আপনাকে সত্য কথা বলি- আমার পাঠকের সংখ্যা কমে গেছে। এমনকি ব্লগাররা এখন আমার লেখা এবং আমাকে একটুও পছন্দ করে না। শুনেছি মডারেটর, ব্লগটিম কেউ আমাকে পছন্দ করে না। আমি নাকি তাদের গলার কাটা। দুঃখ হয়।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- লিখা ঝরঝরে নাজিরশাইল চালের ভাতের মতো ভালো হয়েছে।
২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: আমি খাই নাজিরশাইল চাল। এজন্যই বোধহয় নাজিরশাইল চালের মতো হয়েছে।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার মত একটানে লেখা কঠিন।
তবে খুব সহজেই একটানে পড়ে ফেলা যায়।
শেষের দিকে হুমায়ুন আহমেদের হিমুর বইয়ের মত মনে হলো। কাচ্চি খেয়ে ধরে পড়েছিল কি কোন বইয়ে ?
২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: আসলে এসব কোনো লেখা না। সামান্য সত্যের সাথে একগাধা মিথ্যা মিশিয়ে দেই। এরকম লেখা যে কেউ লিখতে পারে।
শেষের দিকে ইচ্ছা করেই হুমায়ূন ঢঙ্গে চালিয়ে দিলাম।
হিমুর বইয়ে।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শেষের দিকে ইচ্ছা করেই হুমায়ূন ঢঙ্গে চালিয়ে দিলাম।
হিমুর বইয়ে।
ভালো তেহারি কি পাওয়া যাবে ?
চলেন একদিন তেহারি খেয়ে পুলিশের হাতে ধরে খাই।
আপনার পরিচিত কোন পুলিশ আছে ? ছাড়িয়ে আনার জন্য ?
২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: আমাদের এখানে দুটা তেহারি আছে। ১। ঢাকা হোটেল। ২। ভোলা ভাই। খুব ভালো না। মোটামোটি চলে।
পরিচিত পুলিশ আছে। তাদের অনুরোধ করলে একরাত রাখবে আমাদের লকাপে।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আজ হাতের অবস্থা ভালো হলে সোবহানবাগে আপনার সাথে তেহারি খেতাম।
২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: দেরী হোক যায়নি সময়।
৮| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০০
শূন্য সারমর্ম বলেছেন:
তেহারী খেতে খেতে পুলিশের হাতে পড়তে চাই।
২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: হ্যাঁ এই ইচ্ছা পূরন হইবেক।
৯| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৪
কামাল১৮ বলেছেন: আপনার টিকটক ভিডিও দেখি।বাচ্চাদের নিয়ে বাচ্চার মতোই দোল খাচ্ছেন।
২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: হ্যাঁ টিকটক করি। মেয়ের টিকটক করি। মেয়ে আনন্দ পায়। এইসব ভিডিও দেখিয়ে তাকে খাওয়ানো হয়।
১০| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: ওপারে কোক খাওয়াটা বোধহয় এখনো কমেনি? এপারে নয়া প্রজম্মের কোক ফোকের প্রতি আগ্রহ তেমন চোখে পড়ে না।
২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: যার যা ভালো লাগে খাক। না খাক। তাতে আমার কি? জানি আমার কিছু না। তাতে আপনার কি? জানি আপনার কিছু না।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন রাজীব দা
২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৩
শিশির খান ১৪ বলেছেন: হুম ,আপনার লেখার হাত ভালো লেগে থাকেন। তবে এই গল্প টা নিয়ে একটা শর্ট ফিল্ম বানানো গেলে ভালো হইতো মনে হয়।
২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: আমার চেনাজানার পরিসর সীমিত।
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৭
জুল ভার্ন বলেছেন: তোমার এই পোস্টের ঘটনা কিম্বা গল্প প্রসঙ্গে একটা ঘটনা মনে পরলো। সামু ব্লগের একজন বিখ্যাত ব্লগার ছিলেন কালপুরুষ। চমৎকার কবিতা লিখতেন। আমাদের অত্যন্ত ঘনিষ্ট আড্ডাবাজ প্রিয় ব্লগার। তাকে একজন ব্লগার বাজে গালি দিয়েছিল... জবাবে কালপুরুষ ভাই বলেছিলেন, "আমিও গালি দিতে পারি কিন্তু দেইনা। আমি গালি দিলে তোমার আব্বাও প্রেগন্যান্ট হয়ে যাবে....."!
২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: গালি দেওয়াটা ভালো কাজ নয়। গালি দেয় দুষ্টলোকজন। ভালো মানুষ কখনও গালি দেয় না।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৮
নাহল তরকারি বলেছেন: দেশে চাকরি পাওয়া মুশকিল। এসএসসি এর পর পুলিশ এর সিপাই হলে মন্দ হতো না।