নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমি একটা স্বপ্ন প্রায়ই দেখি-
সেটা হলো আমি আকাশে উড়ছি। খুব সুন্দর করে ভেসে আছি। চাইলেই উড়ে উড়ে এখান থেকে ওখানে উড়ে চলে যেতে পারি। স্প্রীড বাড়াতে পারি, স্প্রীড কমাতে পারি। যদি চাই তো উড়ে মেঘের কাছাকাছি চলে যেতে পারি। এত উপরে উঠতে পারি যে মাটি থেকে তাকালে আমাকে দেখা যাবে না। এই স্বপ্নটা আমার খুব'ই প্রিয়। আমি সাধারনত ভয়ের স্বপ্ন বেশী দেখি। খুন, রক্ত, দা, পিস্তল, অন্ধকার, রামদা, বিষাক্ত সাপ। এসব স্বপ্ন দেখলে আমার ভয় করে। কিন্তু আকাশে উড়ে বেড়াচ্ছি এই স্বপ্নটা আমাকে শান্তি দেয়। আনন্দ দেয়। আমার সবচেয়ে প্রিয় স্বপ্ন এটাই।
আকাশে উড়ার স্বপ্নটা অসংখ্যবার দেখেছি।
সেই ছোটবেলা থেকেই শূন্যে ভেসে থাকার স্বপ্নটার কোনো পরিবর্তন হয়নি। একই স্বপ্ন। সব কিছু একই রকম। এই স্বপ্নের কথা আমি সুরভিকেও বলিনি। কারন স্বপ্নটা হাস্যকর। কেন এই স্বপ্ন দেখি? যেহেতু আমার মধ্যে কোনো কুসংস্কার নেই, আমি একজন আধুনিক মানুষ। তাই স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে গিয়ে ধর্মের আশ্রয় নিইনি। জ্ঞান হওয়ার পর থেকে ধর্ম থেকে দূরেই থেকেছি। ধর্ম সৃষ্টি হওয়ার পর সারা বিশ্বে কম হানাহানি হয়নি। লাখ লাখ মানুষ ধর্মের কারনে মরেছে। অসংখ্যবার দাঙ্গা হাঙ্গামা হয়েছে। দেশভাগ হয়েছে। এক হিসেবে সব অশান্তির মূল হলো ধর্ম।
আমি তখন অনেক ছোট।
হাফ প্যান্ট পরি। তখন ইন্টারনেট ছিলো না। কম্পিউটার ছিলো না। ব্লগ ছিলো না। ইউটিউব, ফেসবুক, টিকটক ছিলো না। অনেক গুলো টিভি চ্যানেল চ্ছিলো না। কিছুই ছিলো না। বিনোদন বলতে ছিলো শুধু টিভি। বিটিভি। একটাই মাত্র চ্যানেল। তাও রাত দশটায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা হয়ে যেতো। তারপর ঝির ঝির। কোনো ছবি দেখা যেতো না। আমি বোকা ছিলাম। তবু টিভি ছেড়ে বসে থাকতাম। যদি ছবি দেখা যায়! একসময় ঘুমিয়ে যেতাম। পরের দিন দুপুর তিনটায় আবার অনুষ্ঠান শুধু হবে। যাইহোক, এভাবে ঈদ এসে গেলো। ঈদের সময় বিশেষ বিশেষ অনুষ্ঠান প্রচার হতো।
রাতে দেখানো হবে যাদুর অনুষ্ঠান।
পৃথিবীর বিখ্যাত যাদুকর যাদু দেখাবেন। যাদু দেখার জন্য ঘুম বাদ দিয়ে খুব আগ্রহ নিয়ে বসে আছি। শুধু হলো অনুষ্ঠান। ম্যাজিশিয়ান অসংখ্য দর্শকের সামনে কোনো কিছুর সাহায্য ছাড়াই আস্তে আস্তে শূন্যে ভেসে থাকলেন। আমি প্রচন্ড অবাক! এটা কিভাবে সম্ভব! হায় আল্লাহ! একটু পর ম্যাজিশিয়ান ভাসতে ভাসতে উপর থেকে নিচে নেমে এলেন। বললেন, এবার আমি দর্শকদের মাঝ থেকে একজনকে কোলে নিবো। এবং শূন্যে ভেসে থাকবো। পাতলা কিন্তু দেখতে সুন্দর এক মেয়েকে ম্যাজিশিয়ান কোলে তুলে নিয়ে শূন্যে ভেসে থাকলেন। ভেসে ভেসেই সামনে যাচ্ছেন, পেছনে যাচ্ছেন। মনে মনে বললাম, ও মাই গড!
এই যাদু আমার মাথার ভেতর ঘাপটি মেরে বসে থাকলো।
হঠাত হঠাত সে আমার মাথার ভেতর থেকে বের হয়ে এসে আমাকে স্বপ্ন দেখায়। তখন আমি ভেসে থাকার স্বপ্নটা দেখি। এই স্বপ্নটা আমাকে আনন্দ দেয়। এবং স্বপ্নটা অনুভূতি এত সুন্দর মনে হয় যে, না এটা স্বপ্ন নয়। আমি যেন বাস্তবেই আকাশে উড়ে বেড়াচ্ছি। ধীরে ধীরে বড় হলাম। দেশে কম্পিউটার এলো। ইন্টারনেট এলো। অজানাকে জানার অবধারিত দ্বার খুলে গেলো। আমি জানলাম কিভাবে একটা লোক শূণ্যে ভেসে থাকতে পারে। এই অদ্ভুর ম্যাজিকের পেছনে কৌশলটা জানলাম। আসলে দুনিয়াতে ম্যাজিক/অলৌকিকতা বলতে কিছু নেই। যা আছে সেটা হচ্ছে কৌশল। ধর্মও আসলে এক ধরনের কৌশল। বোকাদের মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার জন্য।
২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: একদম সঠিক।
২| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ২:৪৯
কামাল১৮ বলেছেন: আমরা স্বপ্ন দেখতাম জেগে।এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কি চেষ্টাই না করেছি। দশটা বছর জীবনকে বাজিরেখে অমানুষিক পরিশ্রম করেছি।হাজার হাজার লোকের সাথে মিসেছি।বিশ্বব্যবস্থায় পরিবর্তনের সাথে সাথে স্বপ্ন হারিয়ে গেছে।
লেখায় অনেক সত্য ভাষণ আছে।পড়ে ভালো লাগলো।এই রকম লেখা পড়ে পড়েই মানুষ কুসংস্কার থেকে বের হয়ে আসবে।মানুষ কুসংস্কার মুক্ত হলেই সমাজ অগ্রসর হবে।আজকে আপনি লিখছেন কালকে আরেক জন লিখবে।আমাদের দিন শেষ,আপনারাই হবেন ভবিষ্যতের কান্ডারী।
২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: আপনারা বড় মানুষ। বড় হৃদয়ের অধিকারী। আপনাদের সাহস বেশি। আমি আজন্ম ভীতু মানুষ।
আমি মিথ্যা লিখতে পারি না। মিথ্যা আমার ভালো লাগে না। মানুষকে আমি কুসংস্কার মুক্ত করতে চাই। আমি সমাজের কুসংস্কার মুক্ত করতে কাজ করবো।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ডেভিড কপারফিল্ড!
২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ তার কথাই বলেছি।
গ্রেট ম্যাজিশিয়ান।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক বাস্তবতা রুপ নিয়েছেন রাজীব দা
ভাল থাকবেন-------
২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: আপনিও লিখুন। কবিতার পাশাপাশি অন্য কিছু লিখুন।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১২
জুল ভার্ন বলেছেন: আসলে সব মানুষের মনেই একটা যাদুকর বাস করে। সেই যাদুকর লোকচক্ষুর অন্তরালে অবস্থান করে এবং অধিকাংশ মানুষের, স্পেশালী কিশোর মনেই এক একজন শার্লক হোমস বাস করে।
২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেটাই।
কিন্তু কিছু মানুষের মনে কুসংস্কার বাসা বাঁধে। তখন চিন্তার বিষয়।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:০৭
সোনাগাজী বলেছেন:
মানুষের মনে যা দাগ কাটে, মানুস অবচেতন মনেও তা নিয়ে ভাবেন।