নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মেট্রোরেলটি ঢাকার যানজট কমাতে কতোটুকু ভূমিকা পালন করবে?

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৭



মেট্রোরেল হয়েছে ভালো হয়েছে।
আরো অনেক আগেই হওয়া উচিৎ ছিলো। কিন্তু এই মেট্রোরেল যানজট কমাতে পারবে না। সেই আশা করা ভুল হবে। একসময় যখন ঢাকা শহরে উড়াল সেতু তৈরি করা হলো- বলা হয়েছিলো, এবার যানজট কমবে। কিন্তু যানজট মোটেও কমেনি। বরং আরো বেড়েছে। উড়াল সেতু ও এই মেট্রোরেল তৈরি করতে গিয়ে সাধারন মানুষের অনেক কষ্ট হয়েছে গত কয়েক বছর। সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাস্তা গুলোতে গজব অবস্থা হয়েছে। এসব রাস্তায় যারা চলাফেলা করেছেন তাঁরা জানেন। আমি নিজেও এইসব রাস্তায় যাতায়াত করতে গিয়ে অনেক ভোগান্তির শিকার হয়েছি।

মেট্রোরেল বা উড়াল সেতু দিয়ে যানজট কমানো যাবে না।
ঢাকা একটা গিঞ্জি শহর। অপরিকল্পিত শহর। এই শহরের বেশির ভাগ মানুষ গুলো অসভ্য। ইতর। ঢাকার যানজটের জন্য শহরের প্রতিটা লোক কোনো না কোনো ভাবে দায়ী। পুলিশও দায়ী। সিটি কর্পোরেশন দায়ী। নেতারা দায়ী। ঢাকার প্রতিটা রাস্তায় ফুটপাত এবং রাস্তা দখল করে দোকান বসে গেছে। যারা দোকান বসিয়েছে, তাঁরা প্রতিদিন চাঁদা দিচ্ছে। এই চাঁদা পুলিশ পাচ্ছে, স্থানীয় নেতা পাচ্ছে। যত্রতত্র দোকানপাট বসে যাওয়ায় সারাদিন যানজট লেগেই থাকে। এসব যানজট উড়াল সেতু ও মেট্রোরেল কমাতে পারবে না। আগে শহরের মানুষকে ভালো হতে হবে। ভদ্র হতে হবে। মানবিক হতে হবে। মানসিকতা উন্নত করতে হবে। চাঁদা ও ঘুষ একদম বন্ধ করতে হবে।

ক্ষমতাবানরা যেখানে সেখানে গাড়ি পার্ক করে।
রংসাইড দিয়ে বীরের মতো গাড়ি চালায়। এবং শহরের অসভ্য ও নির্বোধ কিছু গাড়ির মালিক ব্যস্ত রাস্তায় গাড়ি পার্ক করে রাখে ঘন্টার পর ঘন্টা। এমন ভাব রাস্তাটা যেন তার বাপ দাদার সম্পত্তি। এবং তাদের কিছু বলাও যাবে না। কারন তাঁরা ক্ষমতাবান। ক্ষমতাবান মানুষেরা ভয়ংকর হয়। গত বারো বছরে দেশে কিছু মানুষ খুব বেশি ধনী হয়ে গেছে। এদের কারো কারো ২/৩ করে গাড়ি আছে। একটা ছেলের, একটা মেয়ের, একটা স্ত্রীর। নব্য ধনীরা যানজটের জন্য অনেকাংশে দায়ী। শহরের সবচেয়ে অসভ্য আরেকদল হলো বাইক চালকেরা। তাঁরা কোনো নিয়মের ধারধারে না। ফাক পেলেই ঢুকিয়ে দেয়। তাদের সহ্য ধৈর্য্য অনেক কম। এবং তাঁরা প্রচন্ড বেয়াদব হয়। এরা এতটাই অস্থির প্রকৃতির যে রাস্তায় সিগনাল পড়লে বাইক ফুটপাতে উঠিয়ে দেয়। এদের ভদ্র হতে হবে। মানুষ হতে হবে। নইলে জ্যাম কমবে না।

সরকার এবং পুলিশ যদি চায় শহরকে যানজট মুক্ত করবে তাহলে সেটা সম্ভব। খেয়াল করে দেখবেন, ভীষন ব্যস্ত রাস্তা। যানজট লেগে গেছে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এ রাস্তা দিয়ে যাবেন। মুহুর্তের মধ্যে পুলিশ রাস্তার যানজট কমিয়ে ফেলে। পুরো রাস্তা ফাঁকা হয়ে যায়। ভেবে পাই না এত এত গাড়ি, বাস, রিকশা পুলিশ কোথায় লুকিয়ে ফেলল! যানজট কমানোর জন্য ফুটপাত ও রাস্তায় হকার বসানো বন্ধ করতে হবে। অবশ্য এটা পুলিশ ও স্থানীয় নেতা মেনে নেবেন না। তাহলে তাদের দৈনিক ইনকাম বন্ধ হয়ে যাবে। যানজট তখনই কমবে যখন শহরের মানুষ গুলো ভালো হবে। ভদ্র হবে। নিয়ম মানবে। আইনের প্রতি শ্রদ্ধা থাকবে। অযথা ক্ষমতার দাপট দেখাবে না। মানুষকে সৎ হবে। সব কিছু মিলিয়ে বলা যায়, বাংলাদেশের যানজট কখনও কমবে না। এজন্য যাদের সুযোগ আছে, তাঁরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই পোড়া দেশে থাকবে না।

যারা গাড়ি চালায়, তাদের দক্ষ হতে হবে। দক্ষ না হলে লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে। আমাদের দেশে টাকা থাকলে লাইসেন্স ঘরে বসেই পাওয়া যায়। বাস যেখানে সেখানে থামা বন্ধ করতে হবে। এজন্য যাত্রীদের ভদ্র হতে হবে। সিটি কর্পোরেশন যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে শহরের যানজট অর্ধেক কমে যাবে।সরকারী লোকজন যদি ঘুষ খাওয়া বন্ধ করে তাহলে যানজট কমে যাবে। অনেকে হয়তো বলবেন, ঘুষের সাথে যানজটের সম্পর্ক কি? সব কিছুর সাথে সব কিছুর একটা সামঞ্জস্য আছে। মাননীয় প্রধানমন্ত্রী মেট্রোরেল, উড়াল সেতু বা পদ্মাসেতুর চেয়ে বেশি জরুরী দেশে দূর্নীতি বন্ধ করা। দুর্নীতি বন্ধ করতে পারলেই বাংলাদেশের ৭৫% সমস্যা আপনাতেই সমাধান হয়ে যাবে। লাগাম টানুন। ওদের থামান। দেশ বাঁচান। তাহলে মানুষ আপনাকে আজীবন শ্রদ্ধা করবে। ভালোবেসে স্মরণ করবে।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৪

সোনাগাজী বলেছেন:




প্রতিদিন কি পরিমাণ মানুষ মেট্রোতে করে কাজে যাবার কথা?

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: সঠিক হিসাবটা আমার কাছে নেই। স্যরি।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৯

কামাল১৮ বলেছেন: যানজট মুক্ত করতে হলে অনেকগুলো সমস্যার সমাধান করতে হবে।তার অনেক গুলোই আপনি উল্যেখ করেছেন।

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: আমার কথা কেউ শুনে না। শুনলে ভালো হতো।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫০

ফেরদৌসী মাসুদ বলেছেন:

ঢাকা শহরের উচ্চ থেকে নিম্ন শ্রেণী সকলের মন খুলে সার্ফ‌এক্সেল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: সেটা করা গেলে ভালো হতো।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫০

সোনাগাজী বলেছেন:




ঢাকার মানুষের বড় অংশ অপরাধের সথে যুক্ত, ওদেরকে সাইজ করার দরকার।

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: সাইজ করবে কে? তাই ওরাই সাধারন মানুষকে সাইজ করছে।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:১৬

অনল চৌধুরী বলেছেন: শহরের বেশির ভাগ মানুষ গুলো অসভ্য- ইতর -যে শহরের বেশীররভাগ মানুষই অসভ্য-ইতরতাদের দিয়ে কিভাবে শহর ঠিক হবে?
শিক্ষিত বা অশিক্ষিত যা্ হোক, এদের সবাইকে এদের গ্রামে পাঠিয়ে দিতে হবে।

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: তাহলে তাঁরা গ্রামে গিয়ে ইতরামি করবে।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫৬

কলাবাগান১ বলেছেন: মানুষগুলি অসভ্য ইতর না...পরিবেশই টা অসভ্য-ইতর কাজ করতে মানুষকে উৎসাহ দেয়....।কাল এত ভীড়ের মাঝেই কি দেখেছেন মেট্রো রেলে কাউকে কোন 'অসভ্য' কাজ করতে? আপনি এমন পরিবেশ দিবেন যেখানে ময়লা ফেলতেও তিনবার চিন্তা করবে মানুষ....খাওয়া নিষেধ, ফেরিওয়ালা নিষেধ, ধুমপান নিষেধ, ময়লা ফেলা নিষেধ, উচচ স্বরে গান বাজানো নিষেধ...কাউকে দেখেছেন যে নিষেধ অমান্য করতে, আমি তো দেখি নাই এমন কোন অভিযোগ.....আমি তো ভয় পাচ্ছিলাম যে কেউ হয়ত এক টিকেট দিয়েই স্টেশন থেকে না বের হয়ে বার বার উত্তরা থেকে আগারগাও পর্যন্ত্য যাতায়াত করবে, কিন্তু তা হতেও শুনি নাই। সবাইকে নিয়ম মেনেই চলতে দেখেছি

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: আপনি ১২ বছরের বেশী সময় ধরে প্রবাসী। একবার দেশে এসে কিছু দিন থেকে যান। তাহলে আপনার কাছে সব কিছু পরিস্কার হয়ে যাবে।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২২

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




"দুর্নীতি বন্ধ করতে পারলেই বাংলাদেশের ৭৫% সমস্যা আপনাতেই সমাধান হয়ে যাবে।"

ঠিক বলেছেন।

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫১

জুল ভার্ন বলেছেন: যৎসামান্য।

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: ওকে।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

রানার ব্লগ বলেছেন: কোন প্রযুক্তি ঢাকার জ্যাম কমাতে পারবে না কারন এই দেশের মানুষ আইন মানতে চায় না।

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: আইন মানতে বাধ্য করতে হবে। অসম্ভব না।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


জ্যাম প্রাকৃতিক কোনো দুর্যোগ নয়,মনুষ্যসৃষ্ট ব্যাপার।ঢাকাবাসী এ থেকে মুক্ত হতে পারবে না।

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: অসম্ভব কিছু না।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অসভ্য,দুর্নীতি বা অশিক্ষিত বিষয় সমূহ সরাসরি যানজটের জন্য
দায়ী বলা চলে না ।

.....................................................................................
সরকারকে কঠোর আইন প্রয়োগ করতে হবে
আর আইন মেনে পথ চলতে হবে , বিষয়টি জনসাধারন ও যানবাহন চালককে
অনুসরন করতে হবে ।
আমার এই বলার পেছনে বাস্তবতা আছে :-
১৯৮০-৯১ সনে কলকাতায় প্রচন্ড যানজট হতো, মেট্রো চালু ও কিছু আইন কানুন প্রয়োগের পর
রাস্তায় চলার মতো পরিবেশ আসছে । তবে কলকাতার সব মানুষ সৎ বা শিক্ষিত হয়ে যায়নি ।
যদি ও জনসংখ্যার প্রত্যহ বৃদ্বির কারনে আরও বিকল্পর প্রয়োজন ছিল । যা কলকাতায় এখনই প্রয়োজন ।
আমাদের দেশে ও জনসংখ্যার চাপের কথা মাথায় রেখে আরও ৫টি মেট্রো রুট চালুর কাজ আরম্ভ হতে যাচ্ছে ।
আমাদের এই বর্তমান রুটটি সম্পূর্ণ চালু হলে ৬০,০০০ জন পরিবহন করবে প্রতিদিন ।
এই চাপটা নিশ্চয়ই রাস্তায় পড়বেনা, ফলে ছোটখাট ও অবান্ছিত যানবাহন সমূহর বিনাশ ঘটবে ।
রাস্তায় দুর্ঘটনা কমবে ও সময় বাচঁবে ।

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: রাইট।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৭

হাসান জামাল গোলাপ বলেছেন: পুরোপুরি চালু হলেও জ্যাম কমবে না, এরকমই বিভিন্ন লেখায় পেলাম। ট্র্যাফিক ব্যাবস্থা ঢেলে সাজাতে হবে এবং এনফোর্স করতে হবে।

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দূর্নীতি আমাদেরকে খেয়ে ফেলছে।

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: পদ্মাসেতু, মেট্রোরেলের চেয়ে বেশী জরুরী দূর্নীতি বন্ধ করা।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
গাড়ির মালিকরা গাড়ি ঘরে রেখে মেট্রোরেলে চড়বে বলে মনে হয় না।
কিছুদিন সেলফি তুলতে মানুষের আনাগোনা দেখা যাবে। তারপর শেষ।
তবে 'আমাদের একটা মেট্রোরেল' আছে সেটা একটা বিশাল ব্যাপার।

রিকশাতে উত্তরা থেকে দিয়াবাড়ি যেতে ৫০ টাকা ভাড়া গুনতে হয়।
মেট্রোরেলে চেপে আগারগাঁও থেকে উত্তরায় নিয়মিত যাতায়াত করা চাকুরিজীবীকে খাড়াইয়া স্যালুট জানায়।


কবে নাগাদ পূর্ণাঙ্গ ভাবে মেট্রোরেল চালু হবে বলে আপনার ধারণা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.