নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সুরভির সাথে জীবনে প্রথম যেদিন দেখা হলো-
আমি বললাম, 'বাল্মিকী' কে জানো?
সুরভি বলল না।
আমি বললাম, ভয়াবহ ডাকাত ছিলেন। একদিন সে ডাকাতি ছেড়ে দিলো। ভাল মানুষ হয়ে গেলো। এবং একটি মহাকাব্য রচনা করলো। মহাকাব্যের নাম- 'রামায়ন'। আমাদের নবীজি বা যিশুর জন্মের বহু বহু বছর আগে রামায়ন লেখা হয়েছিলো।
সুরভি বলল, আমায় এসব বলছো কেন? এসব শুনে আমি কি করবো?
আমি কিছুটা লজ্জা পেলাম। কোনো কথা খুঁজে না পেয়ে বললাম, চোখে কাজল দিয়েছো! তোমাকে সুন্দর লাগছে।
সংসার জীবনে শান্তির জন্য স্বামী স্ত্রী দুজনকেই 'ছাড়' দেওয়ার মানসিকতা থাকতে হবে।
সংসারে যত 'ছাড়' দেওয়া যায় তত ভাল থাকা যায়। আর এই 'ছাড়' দেওয়া মানে নিজেকে ছোট করা নয় বরং মহানুভবতা দেখানো। মনে রাখতে হবে, রি দুনিয়া হৃদয়বান মানুষদের জন্য। একটা অচেনা অজানা মেয়েকে বিয়ে করলেন। তাকে আপনার বাড়ি নিয়ে এলেন। অথবা ধরে নিলাম দীর্ঘদিন প্রেম করে বিয়ে করলেন। একটা মেয়ে নতুন একটা সংসারে আসে। শ্বশুর বাড়ির সবার সাথে খাপ খাওয়াতে সময় লাগে। স্বামীগিরি ফলাতে যাবেন না কখনও। প্রভুত্ব দেখাবেন না। সে মানুষ। আপনার মতোই মানুষ।
স্ত্রীরা বেশি কিছু চায় না। তাঁরা চায় সময়।
তাঁরা চায় তার প্রতি তার স্বামী একটু মনোযোগ দিক। একটু কথা বলুক। তাকে একটু বুঝুক। রান্নার প্রশংসা করুক। শপিং করে দিক। বেড়াতে নিয়ে যাক। ব্যস এই তো। প্রতিটা সংসারে ঝগড়া হয়। এটা স্বাভাবিক। কিন্তু একটু বুদ্ধি করে চললে ঝগড়া এড়িয়ে যাওয়া সম্ভব। স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করবেন। ছুটির দিনে তাকে নিয়ে বাইরে যাবেন। যে কোনো বিষয় নিয়ে তার সাথে আলাপ করবেন। স্বামী একা বা স্ত্রী একা দাম্পত্য জীবন সুন্দর করতে পারবে না। দুজনের সমান ভূমিকা রাখতে হবে। স্ত্রীকে শষ্যক্ষেত্র মনে করবেন না। জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে বোরকায় মুড়িয়ে রাখবেন না।
জোর করে স্ত্রীর উপর কিছু চাপিয়ে দিবেন না।
সে আপনার স্ত্রী দাসী নয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক। বন্ধুর মতো স্ত্রীর সাথে মিশবেন। স্ত্রীর ভুল ত্রুটি গুলো আলাপ আলোচনা করে মীমাংসা করবেন। চিৎকার চ্যাঁচামেচি করে না। স্ত্রী জাতি ভুল করবেই। তাদের আবেগ বেশি। কিন্তু ঝগড়া করা যাবে না। মনে রাখবেন নারী হচ্ছে ধরনী। নারীরা হচ্ছে স্বচ্ছ আনন্দ। স্বামীর যে বিষয় গুলো স্ত্রী পছন্দ করবে না সে বিষয় গুলো বাদ দিয়ে দেওয়াই ভাল। ঘরে শান্তি থাকলে সব শান্তি। স্বামী স্ত্রীর দুজনেরই ধর্মীয় গোঁড়ামি সম্পূর্ন বাদ দিতে হবে। ধার্মিকতা কোনো ভাল জিনিস নয়। দুজনকেই কুসংস্কার মুক্ত থাকতে হবে।
আমার নিজের কথা বলি- আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয় না।
আমাদের মধ্যে দারুন বুঝাপড়া। আমি অফিস থেকে বাসায় ফেরার পথে স্ত্রীর জন্য দশ টাকার বাদাম কিনে নিয়ে যাই। বাদাম পেয়ে সে দারুন খুশি হয়। আমার কোনো সমস্যা নিয়ে তার সাথে আলাপ করি। কিন্তু আমি জানি এই সমস্যার সমাধান সে করতে পারবে না। কিন্তু সে খুশি হয়। সে বুঝে তাকে আমি গুরুত্ব দিচ্ছি। এতেই সে ভীষন খুশি। ছবিটা দেখুন। আমরা কত হাসিখুশি। এই হাসিখুশি এমনি এমনি এসে যায় নাই। এটা আমরা দুজন অর্জন করে নিয়েছি। স্ত্রী চাকরী করতে চাইলে করতে দিতে হবে। কোনো বাঁধা দেওয়া যাবে না। সমস্ত পুরুষকুলের মাথায় সেট হয়ে গেছে- স্ত্রী মানেই রান্নাঘর আর আতুর ঘর। এই চিন্তা ডিলিট করে দিতে হবে।
আমার স্ত্রী বলে, যদি আরেকটা জমন থেকে থাকে, সেই জনমেও আমি তোমাকে স্বামী হিসেবে চাই।
অথচ আমার স্ত্রীর জন্য তেমন কিছুই করতে পারিনি। যাইহোক, চেষ্টা করলে একটা সুখী ও আনন্দময় দাম্পত্য জীবন পার করে দেওয়া যায়। স্ত্রীর বাবা মা ভাই বোনকে ভালোবাসতে হবে। তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। নিয়মিত খোজ খবর রাখতে হবে। বিপদে আপদে এগিয়ে যেতে হবে। একজন স্বামীর যা দায়িত্ব তা সঠিক ভাবে পালন করলেই সংসারে শান্তি বিরাজ করবে। দাম্পত্য জীবন সহজ ও সুন্দর হবে। ছোটবেলা থেকে আমি বহু স্বামী স্ত্রী কে ঝগড়া করতে দেখেছি। আমার বাবা মাকেও দেখেছি। অতি কুৎসিত সেই ঝগড়া। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ঝগড়া করবো না। নো নেভার।
২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৩
রাজীব নুর বলেছেন: সুরভি বিয়ের পর সাহিত্য পাঠ একদম ছেড়ে দিয়েছে। সে আগে টুকটাক লিখতো। এখন একদম কিচ্ছু লিখে না।
আব্বা ছিলো আমার মাথার উপর বটগাছ। আগলে রাখত আমাকে। আব্বা মারা যাওয়ার পর বেশ অসহায় হয়ে পড়েছি।
সুখি দাম্পত্য নিয়ে লেখার কোনো ইচ্ছা আমার নেই। তনে অন্য বিষয় নিয়ে লিখব। অবশ্যই লিখব।
২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
নাহল তরকারি বলেছেন: বর্তমান প্রজন্মে (আমাদের প্রজন্মের) কোন নারী পুরুষের সংসার করার যোগ্যতা নাই। আমাদের প্রজন্মের সকল পুরুষ হস্তমৈথুন করে ৩০ বছর পার করে দেয়। ৩০ বছর পর সরকারি চাকরি করার পর ঐ যুবকের আর জৈবিক চাহিদা থাকে না। ফলে মেয়েটি পরকীয়া তে লিপ্ত হয়। তাছাড়া এখন নারীরা এতটাই কম ধৈর্যের হয়েছে যে “পান থেকে চুন পড়ে গেলেই মামলা করে দেয়।” তাও আবার নারী নির্যাতন কেইস। অতছ বেচারা স্বামী কোন অপরাধ ই করে নাই।
তাছাড়া লাইলী মজনু মার্কা ভালোবাসা এখন নাই।
২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: আপনি আছেন ভুলের মধ্যে।
ভাল করে চারপাশে তাকিয়ে দেখুন। ক্ষুদ্র গন্ডিতে আটকে থাকবেন না।
৩| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
নাহল তরকারি বলেছেন: বর্তমান প্রজন্মে (আমাদের প্রজন্মের) কোন নারী পুরুষের সংসার করার যোগ্যতা নাই। আমাদের প্রজন্মের সকল পুরুষ হস্তমৈথুন করে ৩০ বছর পার করে দেয়। ৩০ বছর পর সরকারি চাকরি করার পর ঐ যুবকের আর জৈবিক চাহিদা থাকে না।
সব সময় নিজেকে দিয়ে অন্যদের বিচার করতে নেই তরকারি সাহেব।
২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: লোকটা কারো কাছ থেকে হয়তো আঘাত পেয়েছে। তার দুনিয়া বদলে গেছে।
৪| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৪
জুল ভার্ন বলেছেন: শুভ কামনা ❤️
২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৬
সোনাগাজী বলেছেন:
বাংগালী যুবকদের বড় অংশের উপর নির্ভর করা কঠিন কাজ।
২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ কথা সত্য।
৬| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৭
ঢাবিয়ান বলেছেন: সুরভি ভাবী কি এই ব্লগে আছেন। তার কথাও শোনা জরুরী। নাইলে খালি আপনার কথা বিশ্বাষ করুম না।
২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: না সুরভি সামুতে নেই।
সে এখন একজন পাক্কা সাংসারিক মানুষ। ঘর সংসার আর বাচ্চা ছাড়া আর কিচ্ছু বুঝে না।
৭| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩
শিশির খান ১৪ বলেছেন: বাহ্ শুভ কামনা রইলো আপনাদের জন্য। সৃষ্টিকর্তা আপনাদের সামনের দিন গুলো সুন্দর ও সহজ করুক। রোজ বাদাম নেন কেন মাঝে মাঝে ফুল আর চকলেট দিবেন।
২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ সবই নিই। ফুল চকলেট ফুচকা আইসক্রিম ইত্যাদি অনেক কিছু।
৮| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
সঠিক দাম্পত্য জীবন কাটানোর অন্যতম উপায়
হলো নিজেদের কোন কথা বিশেষ করে ঝগড়া
ফ্যসাদের , মান অভিমানের কথা তৃতীয় কারো
কাছে না বলা । অবশ্য ব্যতিক্রম যে নেই তা নয়।
২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: আপনি একটা গুরুত্বপূর্ন কথা বলেছেন।
৯| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:০০
কামাল১৮ বলেছেন: সুন্দর সুন্দর কথা বলা সহজ।সুন্দর ভাবে চলা অত সহজ না।তবে কেউ কেউ পারে।অনেকেই পারে না।
২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ। অভিজ্ঞ মানুষ।
১০| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪১
anjanroysnextworld বলেছেন: নিজের অভিজ্ঞতার জায়গা থেকে খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। আদর্শ দাম্পত্য এমনই তো হোয়া উচিৎ। আমরা শিক্ষিত পুরুষেরা আসলে ভিষন রকমের হিপক্রিট, মুখে নারী স্বাধীনতা, পুরুষ-মহিলা সমান অধিকার এসব বললেও, কার্যত নিজের বৌ কে রান্নাঘরে দেখতেই বেশী কমফরট্যাবল বোধ করি। বৌ হওয়ার পাশাপাশি ও যে একজন মানুষ সে কথাটা বেমালুম ভুলে যাই।
২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করেছেন।
১১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৯
চারাগাছ বলেছেন:
সে এখন একজন পাক্কা সাংসারিক মানুষ। ঘর সংসার আর বাচ্চা ছাড়া আর কিচ্ছু বুঝে না।
এইটাই মূল রহস্য। শুভকামনা। আপনারা ভালো থাকবেন।
২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: হুম।
বুঝতে পেরেছি।
১২| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: বাস্তবতা খুবি কঠিন জিনিস
সবাই একরকম হয় না
কর্মের সাথে ভাগ্যকথাটা জড়িত
সবাই চায় সুখ শান্তি তারপরও
বলা যায় সংসার সুখের হয় রমনীর গুনে
ভাল থাকবেন রাজীব দা
২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৭
জিয়াউর রহমান ফয়সাল বলেছেন: মেয়েরা চায় প্রাচুর্য, এটেনশন, লাক্সারী এবং জামাইএর টাকা দিয়ে বিনোদন।
২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: এই চাওয়াটা কি অন্যায়?
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
অনল চৌধুরী বলেছেন: আপনি যেরকম সাহিত্য পড়েন, সুরভি ততোটা পড়েনা।
কিন্ত এজন্য সম্পর্কে কেনো সমস্যা হয়না।
ভাগ্য বলে ও একটা জিনিস আছে।
সুরভির সাথে আপনাার বিয়েই হতো নাা যদিনা আপনার বাবা নিজে উদ্যোগ নিতেন। এজন্য তার প্রতি সবমসয় কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
আপনি একটা বই লেখেন। ‘‘ সুখি দাম্পত্যেও ১০১টা কৌশল ‘’।
আর সেখানে উল্লেখ করবেন যে, আমার উপদেশে এটা লিখেছেন।