নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

\'জ্ঞান\' অর্জন করতে হয়

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৬



শুনেছি আমাদের নবীজির একজন বন্ধু ছিলেন।
তার নাম- ওয়ারাকা ইবনে নওফেল। তিনি বাইবেল এবং অন্যান্য নানা ধর্মের বিশেষজ্ঞ ছিলেন। উনার কাছ থেকেই নবীজি বাইবেল এবং পুরনো নানা ধর্মের গল্পগুলো মন দিয়ে শুনতেন। এমনকি মিশরে যে মমি করে রাখা হতো ফারাওদের সেসবও নবীজি তার কাছ থেকে জেনেছেন। নবীজি তার বন্ধুকে বলেছিলেন- 'দৃঢ়ভাবে অন্ধভাবে কিছু বিশ্বাস করলেই তো সত্য হয়ে যায় না'। নবীজির বন্ধু এই 'নওফেল' এরিস্টটলকে জানতো। তার লেখা পড়তো। এরিস্টটল এমন একজন ফিগার ছিলো যাকে পরবর্তী এক হাজার বছর পৃথিবীর সকল দার্শনিক অনুসরন করতো।

আমাদের নবীজি অবশ্যই কিছু লেখাপড়া জানতেন।
সেই সময়ের বিশ্বের অনেক জ্ঞানী গুনী সম্পর্কে নবীজির ধারণা ছিলো। সারা বিশ্ব থেকে অনেক জ্ঞানী লোক আরবে আসতো। তাঁরা নবীজির সঙ্গে দেখা করতেন। নবীজি যিশুর জন্মের আগের ইতিহাস তাদের কাছ থেকে জানতে পারতেন। এরিস্টটল সম্পর্কে নবীজি অনেক কিছু জানতেন। যাইহোক, আমি ধর্মীয় পোষ্ট লিখতে চাই না। সামুতে ধর্মীয় পোষ্ট মানেই ক্যাচাল পোষ্ট। শুধু আপনাদের কাছে আমার প্রশ্নঃ শুনেছি নবীজির নির্দেশে কবি 'আসমা বিনতে মারওয়ান' নামক এক পাঁচ সন্তানের জননীকে নির্মমভাবে খুন করা হয়? কেউ জানলে এ বিষয়ে আমাকে জানাবেন। আমি এতটুকু জানি- ইসলাম শব্দটির অর্থ আত্মসমর্পন। তার মানে ভালো মন্দ যাই হোক প্রথম কথাই হলো আপনাকে মেনে নিতে হবে মাথা পেতে।

বাংলাদেশের শিক্ষাব্যাবস্থা দক্ষিন এশিয়ার মধ্যে সব থেকে খারাপ।
বসুন্ধরা, এস আলম, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ বা আবুল খায়েরের মতো বড় বড় শিল্প প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার পেছনে শত শত কোটি টাকা ব্যায় করতে পারলেও কখনো শুনবেন না যে এরা বুয়েট, চুয়েট বা ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ল্যাব তৈরী করে করেছে। এর কারন কি? বাংলাদেশের নায়িকা শাবানা সারা জীবন বাংলা সিনেমা করেছেন। এখন ছেলেমেয়ে নিয়ে আমেরিকা থাকেন। তিনি বাংলাদেশে একটা মসজিদ ও মাদ্রাসা করে দিয়েছেন। এবং অনুরোধ করেছেন তার সিনেমা গুলো যেন আর টিভিতে দেখানো না হয়। তার ছেলেমেয়েরা সবাই আধুনিক শিক্ষায় শিক্ষিত। আফ্রিকার ছোট ছোট দেশগুলো দূর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের সামনে কোনো আশা নাই। এই সামু ব্লগে সঠিক কোনো লেখা পাওয়া যায় না। ভুলভাল, মিথ্যা তথ্য এবং সংগ্রহ করা তথ্য দিয়ে লোকজন সামুতে লিখছে। মূলত সামুতে লোকজন আসে মজা নিতে। সময় কাটাতে।

নিজের ঘরে বসে থেকে তো দুনিয়া দেখা যাবে না।
চোখ কান খোলা রাখুন অনেক কিছু জানতে পারবেন। জানার কোনো বয়স নাই। বাংলাদেশের মানুষের নীতি নৈতিকতা খুব সস্তায় বিক্রি হয়। আমাদের দেশের মানুষ খেলাধুলা শিক্ষা সবকিছুতেই অদক্ষ ও পিছিয়ে। আমাদের দেশের মানুষ বিবর্তনবাদ বলতে বুঝে বানর থেকে মানুষ হওয়া। এতটুকু বুঝেই তাঁরা লাফায়। একলোক বলতেছে- 'হে আল্লাহ আমার ছেলেকে ইসলামের জন্য কোরবান করে দিলাম'। এই কথার মানে কি? পুরো দেশের পরিবেশ জঘন্য এবং নদী ভরাট ও অবৈধ দখল করে নিজেরাই পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে। তাই বিশ্বের সর্বনিকৃস্ট শহরের তালিকাতে এ দেশের শহরের নাম। যদিও আমাদের দেশের ৯০ শতাংশ লোক মুসলিম। দেশের মুক্ত মনাদের উচিৎ নির্বোধদের মুখের ওপর জবাব দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাহায্য করা।

আমি কোরআন পড়ি। হাদীস পড়ি।
যে কোনো কিছু পড়তেই আমার ভাল লাগে। হাতের কাছে পড়ার মতো কিছু না পেলে লিখি। গত কয়েকদিন আমি নবীজির মেরাজ ও মহাকাশ নিয়ে কিছু পড়াশোনা করলাম। মহাবিশ্ব সৃষ্টির প্রায় নয় বিলিয়ন বছর পরে পৃথিবী নামক গ্রহটির উদ্ভব ঘটে। এর পূর্বে পৃহিবী নামক কোন কিছুর কোন অস্তিত্ব ছিল না। কিন্তু কোরআনে পরিষ্কারভাবেই উল্লেখ করা হয়েছে যে, আসমান বা মহাকাশে আমরা যা দেখি সেসব এবং জমিন, অর্থাৎ পৃথিবীকে একই দিনে বা একই সময়ে সৃষ্টি করা হয়েছে। অথচ বিজ্ঞান বলছে- মহাবিশ্ব সৃষ্টির পরে ৯২১ কোটি বছর পৃথিবী বলে কোন গ্রহের অস্তিত্ব ছিল না। এই সময়ে মহাবিশ্বে অসংখ্য গ্রহ নক্ষত্রের উদ্ভব এবং ধ্বংস ঘটেছে, যখন পৃথিবীর জন্মও হয় নি। আমি বিশ্বাস করতে চাই- ধর্ম মানুষকে ন্যায়- অন্যায়ের প্রভেদ শেখায়, নীতি শেখায়, নিজের অস্তিত্বের ভঙ্গুরত্ব শেখায়, নম্রতা শেখায়, প্রতিবাদ শেখায়। সবচেয়ে বড় যেটা শেখায় সেটা হল ধার্মিক মানুষের দায়িত্ব।

মন্তব্য ৫৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বিজ্ঞান কি ধর্মের ধার ধারে কিংবা ধর্ম বিজ্ঞানের ?

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: বিজ্ঞান ধর্মের ধারধারে না। কিন্তু ধার্মিকেরা বিজ্ঞান ছাড়া অচল মাল।

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: এরিস্টটল বলেছেন,"যে ব্যক্তি সমাজে বাস করে না হয় সে দেবতা নয়তো সে পশু।"সামাজিক মানুষ পেতে হলে আপনাকে দক্ষিণ এশিয়ায় আসতে হবে।আর সেখানে অবশ্যই সামাজিক মানুষ হিসেবে বাঙ্গালীকে পাবেন।শত কষ্টেও মা বাবাকে নিয়ে একত্রে থাকার ইতিহাস বাঙ্গালীর আছে,যা সব দেশে,সব উন্নত সমাজের নেই।

২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রাজীব নুর বলেছেন: বিজ্ঞান ধর্মের ধারধারে না। কিন্তু ধার্মিকেরা বিজ্ঞান ছাড়া অচল মাল।

আমি কোন পক্ষে যুক্তি দেব বলেন ?
আপনার তো ধর্ম দিয়ে বিজ্ঞান কিংবা বিজ্ঞান দিয়ে ধর্মকে বিবেচনার কারণ দেখি না।

বিজ্ঞান আপনার। ধর্ম ধার্মিকের।
" আপনার বিজ্ঞান আপনার কাছে ধার্মিকের ধর্ম ধার্মিকের কাছে। "

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: ধর্মে কিছু লজিকহীন কথাবার্তা আছে। অর্থ্যাত ধার্মিকেরা ভুলের মধ্যে আছেন। এখন তাদের লাইনে আনতে হবে। দেশের স্বার্থে।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬

নতুন বলেছেন: শুনেছি আমাদের নবীজির একজন বন্ধু ছিলেন।

শোনা কথায় কান দিতে নাই।

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: নবীজে যে অলৌকিক জিবরাইলের কাছ থেকে জেনে জেনে মুসলিমদের কোরআন দিলেন।

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় শুধু উম্মতের চিন্তায় চিন্তিত ছিলেন। এমনকি মৃত্যুর সময় যখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হলো ঐ অন্তিম মুহূর্তে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে জানতে চাইলেন , ভাই আজরাইল তুমি আমার আল্লাহ তায়ালার কাছে থেকে জেনে আস আমি দুনিয়া থেকে বিদায় নেয়ার পর আমার আল্লাহ আমার উম্মতের সাথে কেমন আচরণ করবে।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর লেখেছেন জ্ঞান মানে এক ঈম্বরীক ব্যপার জানা হলো পড়া আর পড়া
ভাল থাকবেন রাজীব দা----------

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: জ্বী। ধন্যবাদ।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
টলেমির বিখ্যাত “ভূ-কেন্দ্রিক” মতবাদ! ''সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে''।
এরিস্টটল, প্লেটোর মত নামকরা দার্শনিক এই মতবাদে বিশ্বাসী ছিল ।
“পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।” -- ১৬ শতকের অন্যতম জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস এসে বলল।

বিজ্ঞান চলমান। বিজ্ঞান এভাবেই চলে , চলবে।

লেখক বলেছেন: ধর্মে কিছু লজিকহীন কথাবার্তা আছে। অর্থ্যাত ধার্মিকেরা ভুলের মধ্যে আছেন। এখন তাদের লাইনে আনতে হবে। দেশের স্বার্থে।


এরিস্টটল, প্লেটোকে লাইন এনেছিলেন নিকোলাস কোপার্নিকাস?

আপনি ধার্মিকদের আপনার রাস্তায় আনতে পারবেন না। ১৪ বছর ধরে সামুতে লিখে আপনি কতজন কে ধার্মিক থেকে আপনার 'বাইয়াত' কাছে নিয়েছে ?




৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: আল্লাহ তাআলা সাত আসমান সাত জমীন সৃষ্টি করেছেন। প্রশ্ন হল পাঁচ, ছয় অথবা আট, নয়, সৃষ্টি না করে সাত আসমান জমীন সৃষ্টি করার রহস্য কী?

ঈসা নবীর বাবা নেই কেন বাবা ছাড়া সন্তান কীভাবে জন্ম নেয় ঈসা নবী নাকি আল্লাহর কুদরতে আসা এটা আপনি কীভাবে ব্যাখা করবেন?

লাঠি কিভাবে সাপ হয়ে যায়? মাছের পেটে কিভাবে দীর্ঘদিন বেঁচে থাকা যায়? রকেট ছাড়া কিভাবে মহাকাশে যাওয়া যায়?

এরিস্টটল সাহেব বহু আগেই বলে গিয়েছেন- নোয়িং ইউরসেলফ ইজ দ্যা বিগিনিং অফ অল উইজডম।
কয়জন মানুষকে নিজেকে জানাতে পেরেছেন?

৬| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
একটি প্রেম অথবা বিচ্ছেদের গল্পে
মন্তব্যের সংখ্যা ছিল ১৮ টা।
৪০ মিনিটে ৯ টা কমেন্ট হয়ে গেছে। এটাই সার্থকতা।

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: এবার বুঝলেন ধর্ম কি জিনিস?
সারা বিশ্বকে খেয়ে দিচ্ছে ধর্ম। ধর্ম নামক আফিমে সারা বিশ্ব বুধ হয়ে আছে।

৭| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


আরবজাতির মধ্যে নবীজি ছিলেন সবচেয়ে জ্ঞানী আরব।

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।
তিনি সারা আরবকে হাতের মুঠোয় এনেছেন। সবাইকে এক কাতারে এনেছেন।

৮| ৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধার্মিকেরা বিশ্বাস করে আল্লাহ 'হও' বললেই হয়ে যায় ।
ক্ষেত্রে মহাকাশে যেতে রকেট লাগবে কেন ?

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: I don't care what you think about me, I was not born to impress you.

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: এটা মূলত ইন্ট্রোভার্ট না এটা এক্সপেরিয়েন্স।

৯| ৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি আমার সম্পর্কে কি ভাবছেন সেটাও খুব একটা জরুরি বিষয় নয়।

ধর্ম আমার বিজ্ঞানকে গুলিয়ে ফেলা মানুষ কে নির্বোধ মনে করি।
ধর্মের সাথে বিজ্ঞান মিলে গেলে গেল। যায় আসে না।

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদের জন্য অত্যন্ত কল্যাণকর।
কেন না ছোট্ট বেলা থেকেই তারা আদর্শবান চরিত্রের অধিকারী হবে। ইসলাম ধর্ম যে কত সুন্দর এবং অন্যান্য ধর্মের তুলনায় কত মার্জিত তা ব্যক্তি জীবনে প্রকাশ পাবে।

১০| ৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আলফ্রেড নোবেল' ডিনামাইট আবিষ্কার করে ছিলেন ধ্বংসাত্বক কাজ চালাবার জন্য নয়।

ডিনামাইট আপনি কি কাজে ব্যবহার করবেন সেটা আপনার বিবেচনা।
দোষ বিজ্ঞানের না , আপনার ব্যবহারের।

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: আপনার পরিশ্রম এবং সাফল্যের দ্বারা পরিবর্তন সম্ভব।
মুক্তমনারা ধর্মের ঊর্ধ্বে অবস্থান করে গোঁড়ামি ও কুসংস্কারাচ্ছন্নতার বিরুদ্ধে সোচ্চার থাকেন। তাই, সমাজে তারাই প্রকৃত বুদ্ধিজীবী।

১১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮

বিটপি বলেছেন: মহাবিশ্বের যেসব কথা কুরআনে লেখা আছে, অবিশ্বাসীরা তা পড়ে কিছুই বুঝবে না, মূর্খের মত কেবল বিজ্ঞানকে প্রতিপক্ষ বানাবে। তাই আপনি যদি নিজেকে অবিশ্বাসী মনে করেন - এসব নিয়ে ঘাঁটাঘাঁটি না করাই আপনার জন্য মঙ্গলজনক।

আসমা ইবনে মারওয়ান নামের পাঁচ সন্তানের জননী হত্যার যে ঘটনা আপনি উল্লেখ করলেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইমাম বুখারী এ সংক্রান্ত সমস্ত হাদীসকে বাতিল সাব্যস্ত করেছেন। রাসূল (স) তাঁর জীবনে কখনও প্রতিশোধ নেননি। তিনি ক্ষমা করে দিয়েছেন। দ্বিতীয়ত, অপরাধ করলেও তিনি কোন নারীকে কখনও হত্যা করার আদেশ দেননি। ব্যভিচারের দায়ে অভিযুক্ত এক মহিলাকে ছাড়া, সেই মহিলা নিজেকে সমর্পন করেছিল শাস্তি পাবার জন্য।

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: ধর্মের মধ্যে ঘাটাঘাটির করার কিছু নেই। ঘাটাঘাটি করতে গেলে গন্ধ বের হবে। কিন্তু মানুষকে সচেতন করতে হবে। আলোর পথে দেখাতে হবে।

পাঁচ সন্তানের জননীকে হত্যার ঘটনা অবশ্যই মিথ্যা। আবার একলোক পাশের বাসায় উঁকি দিতেন। স্বামী স্ত্রী শুয়ে থাকে। সেই লোক প্রতিদিন উঁকি দেয়। নবীজি সব শুনে বললেন, ওই লোকের চোখ উপড়ে ফেলো। এটা মিথ্যা। জাল হাদীস।

নবীজি মানবিক ও হৃদয়বান। তিনি খুন করেন নি। ধর্ষন করেন নি। যুদ্ধ করেন নি। লুট করেন নি। বাল্য বিবাহ করেন নি। উনি যা করেছেন সব মহৎ কাজ। এবং আল্লাহর ইচ্ছায় নবীজি চলেছেন।

১২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৭

ফুয়াদের বাপ বলেছেন: পৃথিবীর প্রায় সব ধর্মই বিশ্বাসের বিষয়। বিজ্ঞানের যুক্তির মাপকাঠিতে অনেক বিশ্বাসেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তবে যারা স্বীয় বিশ্বাস ধারন করে সুখে থাকতে চায়-থাকুক না।

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: যে যার বিশ্বাস নিয়ে থাকুক।
একজনের অবিশ্বাস দিয়ে অন্য জনের বিশ্বাসকে আহত করা সঠিক নয়।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৯

অনামিকাসুলতানা বলেছেন: ভাইয়া আপ্ নাকে
সাধুবাদ জানাই মুক্ত চিন্তা করার জন্য।
ধর্ম যখন ধর্ম, তখন তা সমাজের জন্য ভাল।
ধর্ম যখন প লিটিক্স তা অনেক ভয়ানক।

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: আমি একজন চরম মাত্রায় আস্তিক মানুষ।
ঈশ্বরকে আমি ভালোবাসি।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৫

অনামিকাসুলতানা বলেছেন: আস্তিক মানুষ কি মুক্ত চিন্তা করতে পারবে না?
ঈশ্বর এর ইচ্ছাই ত, আমরা যেন মুক্ত চিনতা করি ।
যদি তাই না হ্য়্‌ তবে আমাদের স্বাধীন চিনতা করার ক্ষমতা
দিতেন না।

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: ইসলাম দুই রকমের, এক মানুষের বানানো ইসলাম, আর এক হল স্রষ্টা প্রদত্ত জীবন বিধান।

স্রস্টার বানী স্রষ্টাকে শুনান হয়, পুজা করা হয় এটা হল ধর্ম। আর স্রষ্টার বানী / কথা বুঝে বাস্তবায়ন করা হয় এটা কর্ম বা ইবাদত।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

সোনাগাজী বলেছেন:



নবীজি শতশত বিচ্ছিন্নআরব গোত্রদের মাঝে ঐক্য এনেছিলেন; সেই ঐক্য আরব সাম্রাজ্যের জন্ম দিয়েছিলো

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ইহা সত্য।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য কত বানোয়াট কথা লিখে যাচ্ছেন আমাদের রসূলকে (সা) নিয়ে।

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ইসলাম ধর্ম থেকে বের হয়ে ইসলাম ইবাদতে আসুন, তাহলে আপনার পাশে থাকা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কারোর সাথে দাংগা বাধার সুযোগ নাই। এমন কি আস্তিক নাস্তিক দাংগা বাধার সুযোগ নাই।

১৭| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৫

বাকপ্রবাস বলেছেন: কোরান হাদিস ধর্ম এসব পড়তে থাকেন। হয়তো একদিন ধার্মিক হয়ে যাবেন।

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে বিতর্ক করা একটি জটিল এবং সংবেদনশীল বিষয় হতে পারে, কারণ এতে প্রায়ই গভীরভাবে বিশ্বাস ও বিশ্বাস জড়িত থাকে।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০২

ঢাবিয়ান বলেছেন: লেখক বলেছেন: আমি একজন চরম মাত্রায় আস্তিক মানুষ।
ঈশ্বরকে আমি ভালোবাসি।

এইবার এই কথার ব্যখ্যা দেন।

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: ইসলামের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে এবং এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ধর্মের ব্যাখ্যা করার কোনো একটি "সঠিক" বা "সঠিক" উপায় নেই। এটা মনে রাখাও গুরুত্বপূর্ণ যে প্রত্যেকে তাদের নিজস্ব বিশ্বাসের অধিকারী এবং তাদের সম্মান করা গুরুত্বপূর্ণ।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫০

কামাল১৮ বলেছেন: বন্ধুছিল না।তাকে চাচা বলে ডাকতো।নিরপেক্ষ ইতিহাস থেকে কোনটারই কোন প্রমান নাই।যাকিছু জানা যায় ইসলামের ইতিহাস থেকে।আব্বাসি খিলাফতের সময় এসব লেখা।খলিফার হুকুমে এসব লেখা।তাদের যেটা পছন্দ হয়েছে সেগুলো রেখে বাকি সব পুড়িয়ে ফেনেছে।এসব গল্প স্ববিরোধীতায় ভরা।
যদি তোর ডাকশুনে ———————-।

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে বিতর্ক করা একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে, কারণ এতে প্রায়ই সংবেদনশীল বিষয় এবং গভীরভাবে ধারণ করা বিশ্বাস জড়িত থাকে। খোলা মন, শোনার ইচ্ছা এবং অন্য ব্যক্তির দৃষ্টিভঙ্গি বোঝার এবং সম্মান করার ইচ্ছা নিয়ে বিষয়টির কাছে যাওয়া গুরুত্বপূর্ণ।

২০| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫২

চারাগাছ বলেছেন:
আমাদের দেশের ৯০ শতাংশ লোক মুসলিম।
এই লাইনে অনেক কথা লুকিয়ে আছে। ৯০ এর মধ্য আপনিও একজন। আরো ভিন্ন ভিন্ন জাতের মুসলিম আছে।


৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: ইতিহাসের প্রথম সমস্যা হলো - এটা মরা মানুষের এক পক্ষের গল্প। আরেক পক্ষের গল্পটা অজানা থেকে যায়। ইতিহাসের আরেকটি সমস্যা হলো - নতুন কোন তথ্য খুঁজে পেলে, ইতিহাস বদলে যায়।

২১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৯

মৌন পাঠক বলেছেন: বুঝিতেছি না, আপনি না আমি, কে বেশী কনফিউজড?

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

২২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৯

কামাল১৮ বলেছেন: আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন কিন্তু ধর্মে না।তা হলে আপনি জেনে বা না জেনে স্পিনোজার অনুসারী।

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: লক্ষ্য করুন কেউ আপনার নিন্দা করলে আপনার মধ্যে কীরকম প্রতিক্রিয়া জন্ম নিচ্ছে |

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: প্রাকৃতিক জগতকে বোঝার চেষ্টা করার সময় বৈজ্ঞানিক প্রমাণ এবং তত্ত্বের উপর নির্ভর করা এবং বৈজ্ঞানিক গবেষণা দ্বারা সমর্থিত নয় এমন দাবির বিষয়ে সন্দেহপ্রবণ হওয়া সর্বদা ভাল।

২৩| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৬

কামাল১৮ বলেছেন: আমি নিন্দা এবং প্রসংশার উর্ধে।নিন্দা করলে ভাবি ও যেই লেভেলের আমি সেই লেভেলের না।প্রসংশা করলে ভাবি তার বক্তব্য সঠিক কিনা।

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: সারাদিন ধর্ম নিয়ে পড়ে থাকলে আপনাকে কেউ খাদ্য দিবে না।
কিন্তু আপনি পরিশ্রম করে উপার্জন করলে বা অধ্যবসায় করে সফল হলে দেখবেন যে ধর্ম আসলে কোনও কাজে আসেনি।

কাজেই বাস্তবতায় ধর্মের গুরুত্ব কেবল আবেগ পর্যন্ত। সেই আবেগে যতই পানি ঢালুন না কেন, কোন কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি কর্ম না করে আপনার ভাগ্যেন্নয়ন করছেন।

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: কোয়ান্টাম মেকানিক্স অনেক ঘটনা ব্যাখ্যা করতে সফল হয়েছে যা ক্লাসিক্যাল পদার্থবিদ্যা পারে না, যেমন পরমাণুর ইলেকট্রনের আচরণ এবং আলোর প্রকৃতি।

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৪

কামাল১৮ বলেছেন: আরব সাম্রাজ্যের প্রপিষ্ঠাতা মোয়াবিয়া।সেটাকে শক্তিশালী করে আব্বাসীয়রা।তাদের সময়ের লিখিত ইতিহাস সারা বিশ্ব জানে।এর আগের কোন কিছুর কোন তথ্য প্রমান নাই।চার খলিফা একটা দেশ চালাতো কোন টাকা পয়সা ছাড়া?তার নিদর্শন কোথায়।এই সব গল্প তার কোন প্রমান নাই।
সালেহ নবী মক্কার তিনশ মাইলের মধ্যে বসবাস করতেন ।তার নিদর্শন এখনো জ্বল জ্বল করছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: কে বেশি জ্ঞানী হযরত মোহাম্মদ না আইনস্টাইন?

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪১

ঈশ্বরকণা বলেছেন: রাজীব নূর, "কিন্তু কোরআনে পরিষ্কারভাবেই উল্লেখ করা হয়েছে যে, আসমান বা মহাকাশে আমরা যা দেখি সেসব এবং জমিন, অর্থাৎ পৃথিবীকে একই দিনে বা একই সময়ে সৃষ্টি করা হয়েছে।অথচ বিজ্ঞান বলছে- মহাবিশ্ব সৃষ্টির পরে ৯২১ কোটি বছর পৃথিবী বলে কোন গ্রহের অস্তিত্ব ছিল না।" এই কথাটা তো চরম বোকার মতো বললেন। বই বা কোনো কিছু শুধু রিডিং পড়লেই হবে না।বিষয়টা বোঝার মতো ব্যাকগ্রাউন্ড আর সেই সাথে বোঝার মতো মানসিকতাও থাকতে হবে।একটা বিগব্যাং থেকে সব কিছুরই সৃষ্টি হয়েছে সেই অর্থে এক দিনেই আল্লাহ সব সৃষ্টি করেছেন। এটাইতো আল্লাহর আনপ্যারালাল ম্যাজিস্টিসিটি। কারণ বিগব্যাঙ তো হয়েছে মুহূর্তের মধ্যেই। জিনিসগুলো আকার প্রাপ্ত হয়েছে বিভিন্ন সময়ে।কুরআনতো বিজ্ঞানের বই না যে তাতে সব কিছুরই এ টু জি বর্ণনা থাকতে হবে। তাই এক দিনেই/বা একই সময়ে আল্লাহ সব সৃষ্টি করেছেন সেই কথা বলার মধ্যে তো কোনো ভুল নেই । সৃষ্টির বিষয়ে কুরআনের বক্তব্য আর বিজ্ঞানের বর্ণনার সাথেতো কোনো দ্বন্দ নেই। প্রকাশভঙ্গিটা শুধু আলাদা এখানে ।ব্যাস এইটুকুই পার্থক্য । এর মধ্যে ভুল বের করতে গিয়ে আপনি নিজে যে যে ব্যাপারটা বুঝতে গুবলেট করে ফেলছেন তার পরিচয়টাই লিখে রাখলেন ব্লগে !

পনেরোশো বছর পরেও সহজ জিনিসগুলো বুঝতে গুবলেট করে ফেলছেন আর পনেরোশো বছর আগের মানুষকে যদি কুরআন কসমোলজি শেখাতে চাইতো তাতে কি ফল কি হতে পারতো? আবু জেহেল আর আবু লাহাব কি বিশ্বাসী হয়ে যেত নাকি ইসলামে বলেন তো দেখি?সহজ করে বলা কথাটা সহজ করেই বুঝুন। খালি পড়লেইতো হবে না --যা পড়ছেন সেটা ভাববারও তো দরকার আছে। সেই ভাবনাটা ভাবতে পারছেন না দেখেই আপনার লেখাগুলো প্রশংসা করার মতো হচ্ছে না। একটু বুদ্ধিশুদ্ধি করে লিখুন ব্লগে । হাজার পোস্ট দেয়া এলিট ব্লগার আপনি ! আপনি যদি এরকম নিম্ন চিন্তাভাবনার লেখা লেখেন তাহলেতো ব্লগের মান সন্মান থাকে না আর ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: মনে মনে আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম।

১। ডা.দিপু মনি কে শিক্ষামন্ত্রী হিসেবে কতটুকু যোগ্য মনে করেন?
২। পৃথিবীর জীবজগতের একটি মাইক্রোকসম তৈরি করা কি সম্ভব?
৩। আজকের দিনে একজন মুসলমানের মান ঠিক কেমন হওয়া উচিত? যা দেখে আর পাঁচজন অনুপ্রাণিত হতে পারে? একজন আধুনিক জ্ঞানি মুসলমান এর বৈশিষ্ট্য কী?

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:১৬

জ্যাক স্মিথ বলেছেন: যতদিন আপনি ধর্মীয় বই পড়বেন, বুঝতে হবে এখনো আপনার কাছে যথেষ্ট ধর্মের গুরুত্ব রয়েছে। যতদিন ভালো লাগে পড়েন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: বই ছাড়াও জ্ঞান অর্জনের জন্য অন্য কোন মাধ্যম ব্যবহার করা যেতে পারে?

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১০

জ্যাক স্মিথ বলেছেন: জ্ঞান অর্জনের জন্য বই-ই একমাত্র উপায় এটা আমি বিশ্বাস করি না, তবে বই পড়লে বিভিন্ন লেখকের চিন্তাধারা গভীরভাবে উপলব্ধি করা যায়। অনুসন্ধানী মন থাকলে যে কোন জায়গা থেকে জ্ঞান অর্জন করা সম্ভব। আর অনুসন্ধানী মন গড়ে তুলতে হলে যত বেশি সম্ভব ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে জ্ঞান অর্জন করতে হবে। নিজের জন্য একান্ত সময় রাখার পাশাপাশি, মানুষের সাথেও সময় কাটাতে হবে প্রচুর, ভিন্ন ভিন্ন টইপের মানুষের ভিন্ন ভিন্ন চিন্তাধারা, আচার আচরনের সাথে পরিচিত হতে হবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভাল বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.